বর্তমানে সার্চ ইঞ্জিনের বদৌলতে বিভিন্ন নিত্যনতুন ওয়েবসাইটগুলো খুব সহজেই হাতের নাগালে চলে আসে। আমরা খুব সহজেই পরিচিত ওয়েবসাইটগুলোর ওয়েব অ্যাড্রেস লিখে সার্চ দিয়েই তা খুঁজে পেতে পারি। কিন্তু যদি কোন ওয়েব অ্যাড্রেস হয় অপরিচিত তাহলে উপায় একমাত্র সার্চ ইঞ্জিন। আর সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে অর্গানিক ভিজিটর একটা গুরুত্বপূর্ণ বিষয়।
আসুন, জেনে নেই এই অর্গানিক ভিজিটর বা অর্গানিক ট্রাফিক আসলে কি এবং একটা ওয়েবসাইটের জন্যে সেটা কেন গুরুত্বপূর্ণ।
অর্গানিক ভিজিটর কি?
যে অর্গানিক ভিজিটর এতো গুরুত্বপূর্ণ সেটা কি তা অবশ্যই শুরুতে জেনে নেওয়া উচিত। আপনি যদি সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ দেন, তাহলে ওয়েব সার্চ ইঞ্জিনআপনাকে তিন ধরণের রেজাল্ট শো করবে। সেগুলো হলো-
- অর্গানিক ভিজিটর (Organic Visitor/ Traffic)
- ডিরেক্ট ভিজিটর (Direct Visitor)
- রেফারেল ভিজিটর (Referral Visitor)
অর্গানিক ভিজিটর: ওয়েব ট্রাফিক কর্তৃক প্রদত্ত সার্চ রেজাল্টের মধ্যে যেগুলো সার্চ দাতাদেরকে সরাসরি কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে যাবে, সেগুলোই হলো অর্গানিক ভিজিটর বা অর্গানিক ট্রাফিক। মূল কথা হলো, যে ভিজিটরগুলো সার্চ ইঞ্জিন হয়ে কোন ওয়েবসাইটে যায়, সেগুলোই ওই ওয়েবসাইটের জন্যে অর্গানিক ভিজিটর বা ট্রাফিক।
ডিরেক্ট ভিজিটর: যে ভিজিটরগুলো সরাসরি কোন ওয়েবসাইটের অ্যাড্রেস হয়ে প্রবেশ করে, সেগুলো ডিরেক্ট ভিজিটর।
রেফারেল ভিজিটর: যে ভিজিটরগুলো কোন রেফারেন্সের মাধ্যমে অর্থাৎ অন্য কোন ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিংক পেয়ে, সেখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করে, সেগুলো আপনার ওয়েবসাইটের জন্যে রেফারেল ভিজিটর।
ওয়েবসাইটের জন্যে অর্গানিক ভিজিটর কেন গুরুত্বপূর্ণ?
বিভিন্ন কারণে অর্গানিক ভিজিটর ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা সে সম্পর্কেই জানবো।
১. অত্যন্ত যোগ্যতাসম্পন্ন সম্ভাবণা বহন করে
সাধারণত কেউ যখন কোন কিছু সার্চ করে, তখন চার ধরণের কিওয়ার্ড ব্যবহার করে। যেমন-
- Informational
- Navigational
- Transactional
- Commercial
একজন ব্যবহারকারী তার ক্যুয়েরির উত্তর পাওয়ার জন্যই সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে। সেক্ষেত্রে যদি কন্টেন্ট ব্যবহারকারীর ক্যুয়েরির সাথে মিলে যায়, তাহলে অবশ্যই ওয়েব ট্রাফিক আপনার ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিন রেজাল্টে প্রথমে রাখবে। আর ভালো কন্টেন্ট অবশ্যই অর্গানিক ভিজিটর বাড়াতে ভুমিকা রাখে। আর অর্গানিক ভিজিটর পাওয়াই একটা ওয়েবসাইটের সবচেয়ে বড় যোগ্যতা এবং ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবণা।
২. অর্গানিক ট্রাফিক একটি টেকসই পদ্ধতি
একটা ওয়েবসাইট প্রতিষ্ঠিত হতে অবশ্যই সময় লাগে। তবে তা প্রতিষ্ঠিত হয়ে গেলে সেটা থেকেই যায়। যদি একবার আপনার ওয়েবসাইটটি বাস্তবায়িত হয়ে যায়, তখন তা আপনার ব্যবসাকে বছরের পর বছর বাড়িয়েই তুলবে। আবার এই অর্গানিক ভিজিটর আপনার অজান্তেই আপনার ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণও করে। এদিক দিয়ে অবশ্যই অর্গানিক ট্রাফিক ওয়েবসাইটের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।
মূল কথা, একটা ওয়েবসাইট কত দূর যাবে, কত দিন টিকবে, তার প্রায় সবটাই নির্ভর করে অর্গানিক ভিজিটরের উপর। একটা ওয়েবসাইট সরাসরি ভিজিটর পেতে পারে, ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মাধ্যম থেকে ভিজিটর পেতে পারে। কিন্তু যদি অর্গানিক ভিজিটর না পায়, তাহলে ওয়েবসাইটটি টেকসই হবে না। যে ওয়েবসাইটের অর্গানিক ভিজিটর যত বেশি, সে ওয়েবসাইটের টিকে থাকার সম্ভাবণাও তত বেশি।
আর একটা ওয়েবসাইট টিকে গেলে সেটা আর কখনো পড়ে যায় না এবং আজীবন ওয়েবসাইটের মালিককে বেনিফিট দিয়ে যেতে থাকে। এটা অনেকটা বাড়ি করে রাখার মতো। আপনি কয়েক বছর কষ্ট করে টাকা জমালেন, সেই টাকা দিয়ে একটা বাড়ি নির্মাণ করলেন আর আজীবন বসে বসে বাড়ি ভাড়া তুললেন।
৩. খরচের ক্ষেত্রে সাশ্রয়ী
আপনি টাকা খরচ করে ফেসবুক বা টুইটারে বুস্ট করে অনেক ভিজিটর আনতে পারেন। কিন্তু সেগুলো অস্থায়ী, আপনার বুস্টিং শেষ, ভিজিটরও শেষ। কিন্তু টাকা খরচ করে যদি আপনি ওয়েবসাইটের ব্যাকলিংক বাড়িয়ে অর্গানিক ভ
অর্গানিক ট্রাফিকের ক্ষেত্রে পেইড ট্রাফিক অনেক কার্যকরী। তবে এতে খরচ হয় অনেক অর্থ। আর আপনি যদি অর্থ প্রদান বন্ধ করে দেন সেক্ষেত্রে এই পেইড ট্রাফিক আর কাজ করবে না। অন্যদিকে অর্গানিক ট্রাফিকে আপনার সময় অনেক বেশি লাগলেও এটি অনেক সস্তা। যার ফলে আপনি খুব সহজেই দীর্ঘমেয়াদে কাজ করতে পারবেন।
৪.নিয়মিত এবং আরো বেশি ভিজিটর নিয়ে আসে
অর্গানিক ট্রাফিকের আরও একটি বিশেষ সুবিধা হলো এর ফলে আরও অনেক বেশি ভিজিটর ওয়েবসাইটে আসে। যদি আপনার ওয়েবসাইটটি প্রাসঙ্গিক কীওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে তাহলে আপনি নিয়মিত টার্গেটেড ট্র্যাফিক উপভোগ করতে পারবেন। এই সুসংগত ট্র্যাফিক নতুন লিড এবং গ্রাহকদের জন্য সকল দ্বার খুলে দিবে। বেশি ভিজিটর এবং সাইটকে ইন্টারএকটিভ করার জন্ন আপনি বেশ কিছু কাজ করতে পারেন। যার মধ্যে রয়েছে অন্যান্য কন্টেন্ট সংযুক্ত করা, একটি ভিডিও এম্বেড করা, শেয়ার করা ইত্যাদি।
৫.অর্গানিক ট্রাফিক আপনাকে উচ্চ বিশ্বাসযোগ্যতা দেয়
আপনি কি কখনো সার্চ রেসাল্টের পেইড লিঙ্কে ক্লিক করেছেন? বেশিরভাগ ক্ষেত্রেই না। মানুষ সাধারণত অর্গানিক রেসাল্টের উপরই বেশি ক্লিক করেন। তারা তাদের সমস্যার সবচেয়ে প্রাসঙ্গিক এবং নির্ভরযোগ্য উত্তর খোঁজেন। টপ রেসাল্টের মধ্যে যেগুলো পেইড তা অর্গানিক রেসাল্টের মতো হয় না। যেখানে বিশ্বাসযোগ্যতার ফ্যাক্টরটি চলে আসে। আর ঠিক সেই কারণেই প্রায় ৭৫% ক্লিক হয় অর্গানিকে।
আপনার যদি নিজের একটি ওয়েবসাইট থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে এই অর্গানিক ভিজিটর সম্পর্কে। কারণ ওয়েবসাইটের মাধ্যমে কোন ধরণের সেবা প্রদান যদি আপনার লক্ষ্য হয়, তাহলে অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে হবে।
সেক্ষেত্রে কি করলে সার্চ রেসাল্টের শীর্ষে থাকবে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, তাও জানা প্রয়োজন। মনে রাখতে হবে ট্রাফিক যে কোনও অনলাইন ব্যবসায়ের প্রাণশক্তি। তাই সঠিক অর্গানিক ট্রাফিক আপনার ওয়েবসাইটকে করে তুলতে পারে আরও বেশি একটিভ এবং একই সাথে পেতে পারেন ভালো সংখ্যক ভিজিটরও।
Trickblogbd says
Nice post about organic visitors which we all need to know about, especially those who have websites or blogs.