ক্রোয়েশিয়াকে কুপোকাত করে রাশিয়া বিশ্বকাপ ট্রপি ২০১৮ ঘরে তুললো ফ্রান্স। ৪-২ গোলের ব্যবধানে ফাইনাল ম্যাচ জিতে গিয়ে আনন্দের বন্যায় ভাসছে ফ্রান্স। গ্যালারি জুড়ে যেমন ফ্রান্সের জয়ধ্বনি, তেমনি টিভির সামনেও আনন্দ মিছিল করছেন ফ্রান্সের ভক্তরা। প্রথমবারের মত বিশ্বকাপে আশা ক্রোয়েশিয়ার কাপ জেতার স্বপ্নকে ভেঙ্গে-চুরে দিলো ফ্রান্স।
আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলছিল ফ্রান্স ও ক্রোয়েশিয়ার শুরুটা। কিন্তু ১৮ মিনিটের মাথায় দূর্ভাগ্যজনকভাবে প্রথম গোল খেয়ে বসে ক্রোয়েশিয়া। আত্মঘাতী গোলেই ফ্রান্সের জন্যে জয়ের সূচনা তৈরি করে দেয় ক্রোয়েশিয়ার মারিও। হেড দিয়ে বল ফিরিয়ে নিজের দলকে বিপদমুক্ত করতে গিয়ে ক্রোয়েশিয়ার জন্য বিপদই ডেকে আনলেন ডিফেন্ডার মারিও মানজুকিচ। খেলার ১৮ মিনিটের মাথায় ফ্রি কিক পেয়ে ভাগ্য খুলে যায় ফ্রান্সের। ডি-বক্সের অনেক দূর থেকে কিক নেন আঁতোয়ান গ্রিজমান। সেই কিক ঠেকাতে গিয়ে মাথায় লাগিয়ে নিজের জালেই প্রথম গোলের সূচনা করেন মারিও মানজুকিচ।
২৮ মিনিটের মাথায় ইভান পেরিসিচের দেয়া দারুণ গোলে আবার সমতায় চলে আসে ক্রোয়েশিয়া। কিন্তু ৫৯ মিনিটের মাথায় আবারও ব্যবধান বেড়ে যায়। পল পগবার দেয়া দূর্দান্ত শটে ডি বক্সের বাইরে থেকেই ক্রোয়েশিয়ার জালে জড়ায় ৩য় গোল। তৃতীয় গোলের ঠিক ৬ মিনিট পরই, অর্থাৎ ৬৫ মিনিটের মাথায় ক্রোয়েশিয়াকে হজম করতে হয় ৪র্থ গোল।
ফ্রান্সের গোলকিপারের ভুল আর ক্রোয়েশিয়ার ভাগ্যক্রমে আরেকটা গোল শোধ করে ক্রোয়েশিয়া। কিন্তু শেষ পর্যন্ত ৪-২ গোলেই জিতে গিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলা নিশ্চিত করে ফ্রান্স।
এ নিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয়বার নাম লিখিয়ে নিয়েছে ফ্রান্স। তার আগে ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ জেতার গৌরব অর্জণ করে তারা। মজার বিষয়, ১৯৯৮ সালে ফ্রান্সের অধিনায়ক ছিলেন দিদিয়ের দেশ্যম। আর এবারের বিশ্বকাপে ফ্রান্সের কোচ ছিলেন তিনি। দুই দুইবার ফ্রান্সকে বিশ্বকাপ এনে দিলেন দিদিয়ের দেশ্যম, একথা বললে নিশ্চয়ই ভুল বলা হবে না।
Leave a Reply