স্মার্টফোনের স্পিড অনেকাংশেই নির্ভর করে র্যামের উপর। র্যাম যত বেশি হবে, স্মার্টফোন তত স্মুথলি চলবে। একটা সময় ছিল যখন স্মার্টফোন কোম্পানীগুলো প্রতিযোগীতা করতো ক্যামেরার কোয়ালিটি, রেজ্যুলেশন, মেগাপিক্সেল নিয়ে। এখন এ প্রতিযোগীতা চলে র্যাম নিয়ে। আর স্মার্টফোন ইউজারও এখন ফোন কেনার আগে ফোনের যে ফিচারটির দিকে বেশি মনোযোগ দেয়, সেটি হচ্ছে র্যাম। জেনে নিন এমনই ৬টি স্মার্টফোন সম্পর্কে যেগুলোতে কমপক্ষে ৬ জিবি র্যাম রয়েছে।
৬ জিবি র্যামের স্মার্টফোন
৬ জিবি র্যামের বলা হলেও এই ৬টি স্মার্টফোনের কোন কোনটিতে ৬ জিবিরও বেশি র্যাম রয়েছে। যেমন, তালিকার প্রথম স্মার্টফোনটিতেই রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যাম। কোনও স্মার্টফোনেরই পূর্নাঙ্গ ফিচার নিয়ে আলোচনা করিনি আমি, যেহেতু আমার মূল উদ্দেশ্য র্যাম। তাই ছোট আলোচনার এই স্মার্টফোনগুলোর রিভিউ দেখে নিতে পারেন আর নিচের কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন কোনটি আপনার পছন্দ।
উল্লেখ্য, র্যামের সাথে স্মার্টফোনগুলোর যে দাম উল্লেখ করা হয়েছে, সেটি সম্পূর্ণ নিশ্চিত নয়। কারণ, বাংলাদেশের একেক ওয়েবসাইটে একেক রকম দাম লেখা রয়েছে। সেক্ষেত্রে, আমি মোটামুটি বিশ্বাসযোগ্য ওয়েবসাইটটিকে গুরুত্ব দিয়ে সেটির দামই উল্লেখ করেছি। আসুন, আর বাড়তি কথা না বলে সর্বোচ্চ র্যামের এই স্মার্টফোনগুলো সম্পর্কে জেনে নেই।
OnePlus 5
- র্যাম- ৬জিবি/ ১২জিবি
- দাম- ৪৪, ৫০০/ ৪৯, ৯০০ টাকা
চলতি বছরের জানুয়ারিতে বাজারে আসা এই স্মার্টফোনটি ডুয়েল ক্যামেরার জন্য আলোচিত হলেও, অধিকাংশ মানুষেরই এটি পছন্দ সর্বনিম্ন এর র্যামের জন্য। এই লিস্টে এটিই একমাত্র স্মার্টফোন যার র্যাম রয়েছে সর্বনিম্ন ৬ জিবি থেকে শুরু করে সর্বোচ্চ ১২জিবি পর্যন্ত।
৫.৫ ইঞ্চি এইচডি অপটিক অ্যামোলেড ডিসপ্লের এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে ১৬ মেগাপিক্সেল থেকে শুরু করে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট সাইডের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। আর স্টোরেজ রয়েছে ৬৪ জিবি থেকে শুরু করে ১২৮ জিবি পর্যন্ত।
Samsung Galaxy S8 Plus
- র্যাম- ৬জিবি
- দাম- ৫৮, ২৯০ টাকা
প্রথমে ৪ জিবি র্যাম নিয়ে বাজারে প্রবেশ করলেও অল্প সময়ের ব্যবধানেই আবার ৬ জিবি র্যাম নিয়ে আসে Samsung Galaxy S8 Plus। সম্ভবত এটাই স্যামসাং কোম্পানীর প্রথম ৬ জিবি র্যামের ফোন। এছাড়াও, Samsung Galaxy S8 Plus 9 Pro সহ আরো কিছু স্মার্টফোনে ৬ জিবি এবং তার অধিক র্যাম রয়েছে।
অক্টাকোর এক্সিনোজ প্রসেসরের এই দামী ফোনটিতে আরো রয়েছে ৬.২ ইঞ্চির বিশাল ডিসপ্লে। ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাসহ Samsung Galaxy S8 Plus এ রয়েছে ৬৪ থেকে ১২৮ জিবি স্টোরেজ।
HTC U11
- র্যাম- ৪জিবি/ ৬জিবি
- দাম- ৬৯, ৯০০ টাকা
বিভিন্ন বাড়তি সুবিধা বিশেষ করে হ্যান্ডসেটের সব এরিয়াতেই সুন্দর ও মর্সণ কাভারের কারণে এইচটিসি অনেকেরই প্রিয় ফোন। এই কোম্পানীর ৬জিবি র্যাম সম্পন্ন এই ফোনটিও আপনাকে দারুণ এক্সপেরিয়েন্স দেবে।
অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি’র এই স্মার্টফোনটি পাবেন ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। আর বাড়িয়ে নেয়ার সুবিধাসহ রয়েছে ৬৪ কিংবা ১২৮ ইন্টারনাল স্টোরেজ। রিয়ার ক্যামেরার রেজ্যুলেশন ১২ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরার রেজ্যুলেশন ১৬ মেগাপিক্সেল।
Huawei Honor 9
- র্যাম- ৪জিবি/ ৬জিবি
- দাম- ১৯, ৬০০ টাকা
Huawei Honor 9 তেমন একটা মিডিয়া কাভারেজ পায়নি কিন্তু এটি একটি দারুণ ফ্ল্যাগশিপ। ৪ ও ৬ জিবি র্যামের এই স্মার্টফোনটি অনেক পাতলা, মাত্র ৭.৫ এমএম যা এটিকে সত্যিকার অর্থেই স্মার্ট করে তুলেছে। Huawei কোম্পানীর হোমগ্রাউন হাইসিলিকন কিরিন ৯৬০ অক্টা কোর চিপসেটের এই স্মার্টফোনটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চি।
Huawei Honor 9 এ রয়েছে ৬৪ ও ১২৮ জিবি স্টোরেজ যা কিনা বাড়ানো যেতে পারে অনেক দূর পর্যন্ত। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সেই সাথে ২০ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরার এই ফোনটির দামও তুলনামূলকভাবে কম। উল্লেখ্য, Huawei Honor 8 pro সহ এই কোম্পানীর আরো কিছু স্মার্টফোন আছে, যেগুলোতে ৬ জিবি এবং তারও অধিক র্যামের সুবিধা রয়েছে।
Xiaomi Mi Note 2
- র্যাম- ৪জিবি/ ৬জিবি
- দাম- ২৯, ৯৯০ টাকা
শাওমির স্মার্টফোনগুলো সত্যিকার অর্থেই স্মার্ট আর এই কোম্পানীর তৈরি ৬ জিবি র্যামের মধ্যে এটি একটি অনন্য ফোন। ২০১৬ সালের নভেম্বরে বাজারে আসা এই স্মার্টফোনটি সিলভার, গোল্ড ও ব্ল্যাক কালারে পাওয়া যায়।
৫.৭ ইঞ্চি ডিসপ্লে আর ১৬৬ গ্রাম ওজনের এই ফোনটিতে রয়েছে ন্যানো সিম ও স্ট্যান্ড-বাই ডুয়েল সিমের সুবিধা। ইন্টারনাল মেমোরি আছে ৬৪ জিবি ও ১২৮ জিবি।
Coolpad Cool Play 6
- র্যাম- ৬জিবি
- দাম- ১৮, ৯৯০ টাকা
৬ জিবি র্যামের আরো একটি কম দামি স্মার্টফোন Coolpad Cool Play 6। গত বছরের আগস্টে বাজারে আসা ডুয়েল ও ন্যানো সিম সুবিধা সম্পন্ন এই ফোনটিতে রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি।
৮. ৪৫ এমএম থিকনেস আর ১৭৫ গ্রাম ওজনের এই স্মার্টফোনটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চি। অক্টাকোর স্ন্যাপড্রাগন প্রসেসরের এই চাইনিজ ফোনটিতে রয়েছে ১৩ এমএম ক্যামেরা।
৬ জিবি র্যামের ৬টি স্মার্টফোন সম্পর্কে জানলেন। এর মাঝ থেকে কোন না কোনটি হয়তো আপনার হাতেই আছে। যদি থেকে থাকে, আমাদের পাঠকদের সঙ্গে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, নিচে কমেন্ট করে পাঠকদের জানান ফোনটি ব্যবহার করে আপনি সন্তুষ্ট্য কি?
Leave a Reply