অনেকেরই ৪ ক্যামেরার স্মার্টফোন পছন্দ। বিশেষ করে, যারা ফটোগ্রাফিতে আসক্ত, ক্যামেরার সব ধরণের কারিগরি দেখতে চান, নানা রকম ফিচার ব্যবহার করতে চান, তাদের কাছে ৪ ক্যামেরাওয়ালা স্মার্টফোনের অনেক কদর।
চার ক্যামেরাকে কোয়াড কোর ক্যামেরা বলা হয়। কোয়াড কোর ক্যামেরায় ৪টি ক্যামেরা সেন্সর থাকে। আর এতে সাধারণত একটি প্রাইমারি ক্যামেরা থাকে যাতে একটি ওয়াইড অ্যাপারচার, একটি আল্ট্রাওয়াইড লেন্স, একটি টেলিফোটো লেন্স এবং একটি ম্যাজিক ফোর্থ থাকে। ম্যাজিক ফোর্থটি মাইক্রো লেন্স থেকে থ্রিডি ইমেজারিসহ যে কোনও কিছু হতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে চার ক্যামেরা আপনাকে অনেক অপশন ব্যবহারের সুবিধা দেয়। আর এটি অবশ্যই দ্রুত কাজ করে যাতে আপনি আপনার শট মিস না করেন।
আসুন, এ-রকম চারটি স্মার্টফোন সম্পর্কে জানা যাক যেগুলোতে ৪টি ক্যামেরা রয়েছে।
৪ ক্যামেরার স্মার্টফোন
মার্কেটে থাকা সবচেয়ে ভাল ক্যামেরার ১০টি স্মার্টফোন আপনারা নিশ্চয়ই দেখেছেন যেগুলোতে ২, ৩, কিংবা ৪ ক্যামেরা রয়েছে। আজ দেখে নিন ৪ ক্যামেরা আছে এমন ৪টি স্মার্টফোন।
১. Samsung Galaxy S20 Series
স্যামসাং ফ্ল্যাগশিপ S20 Series স্মার্টফোনের ক্যামেরাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। স্যামসাং স্মার্টফোনের এই সিরিজের মধ্যে Galaxy S20 এবং Galaxy S20 Ultra উভয় ফোনেই কোয়াড ক্যামেরা সেট-আপ রয়েছে।
Galaxy S20-তে রয়েছে ১২ এমপি চওড়া, ৬৪ এমপি টেলিফটো, ১২ এমপি আল্ট্রা ওয়াইড এবং ০.৩ এমপি TOF থ্রিডি সেন্সর। অন্যদিকে, Galaxy S20 Ultra-তে আছে ১০৮ এমপি ওয়াইড সেন্সর যাতে ইনক্লুড করা হয়েছে ৪৮ এমপি টেলিফটো, ১২ এমপি সেন্সর এবং টিওএফ থ্রিডি ডেপথ্ সেন্সর।
- র্যাম: ৮ জিবি
- রোম: ১২৮ জিবি
- দাম: ৮৭ হাজার (কিছু কম/বেশি হতে পারে)
২. Huawei P30 Pro
অসাধারণ কোয়াড কোর ক্যামেরা নিয়ে হাজির হওয়া Huawei P30 Pro গ্লোবাল্লি মন কেড়েছে বহু মানুষের। এই ফোনটির ক্যামেরা সিস্টেমে যোগ করা হয়েছে ফোর সেন্সর রিয়ার। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪০ মেগাপিক্সেল ও ২৭ এমএম সেন্সর যার সাথে রয়েছে ১.৬ অ্যাপার্চার ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। সেকেন্ডারি ক্যামেরাটিতে রয়েছে ২০ এমপি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ২.২ অ্যাপার্চার।
এর পরের ক্যামেরাটিতে আছে ৮ এমপি টেলিফটো লেন্স যা আপনাকে ৫x অপটিক্যাল জুম সুবিধা দেবে। আর শেষ ক্যামেরাটি টাইম অব ফাইট সেন্সর দিয়ে সাজানো। তবে নিচে দেয়া দাম দেখে নিশ্চয়ই মন খারাপ হয়ে যাচ্ছে। মন খারাপ করবেন না, আপনার সাধ্যের মধ্যে হুয়াওয়ের ৫টি ভাল ফোন থেকে ভাল ক্যামেরা দেখে একটি কিনে নিন।
- র্যাম: ৮ জিবি
- রোম: ২৫৬ জিবি
- দাম: ৮৯ হাজার (সম্ভাব্য)
৩. Xiaomi Mi 10 5G
অসাধারণ কিছু সেন্সরসহ চার ক্যামেরার চমৎকার স্মার্টফোন Xiaomi Mi 10 5G। ১৩ এমপি আল্ট্রা ওয়াইড এবং একটি ২ এমপি ডেপথ্ ক্যামরার সমন্বয়ে তৈরি ১০৮ এমপির প্রাইমারি ক্যামেরা শাওমির এই ফ্ল্যাগশিপ ফোনটিকে করে তুলেছে অনন্য।
- র্যাম: ৮ ও ১২ জিবি
- রোম: ১২৮ ও ২৫৬ জিবি
- দাম: ৫৩ হাজার (সম্ভাব্য)
৪. Realme X50 Pro 5G
রিয়েল মি হচ্ছে একমাত্র স্মার্টফোন কোম্পানী যারা বড় পরিসরে কোয়াড কোর ক্যামেরা নিয়ে কাজ করে। যদিও আমরা এক্স ফিফটি প্রোর কথা বলছি, তবু জেনে রাখতে পারেন যে রিয়েল মি সিক্স প্রো, রিয়েল মি এক্স টু, রিয়েল মি কিউসহ চার ক্যামেরার আরো অনেক স্মার্টফোন রয়েছে এই ব্র্যান্ডটির। Realme X50 Pro 5G এর ক্যামেরা সেট-আপে রয়েছে ৬৪ এমপি প্রাইমারি সেন্সর যাতে যুক্ত রয়েছে ১২ এমপি, ৮এমপি এবং ২ এমপি সেন্সর।
- র্যাম: ৮ ও ১২ জিবি
- রোম: ১২৮ ও ২৫৬ জিবি
- দাম: ২৮ হাজার (কম/বেশি হতে পারে)
শেষ কথা
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের আরো অনেক ৪ ক্যামেরার স্মার্টফোন রয়েছে। আমরা এখানে মাত্র ৪টি নিয়ে আলোচনা করলাম। আশা করি, এ আলোচনা আপনাদের ভাল লেগেছে এবং ৪ ক্যামেরাযুক্ত এই স্মার্টফোনগুলো নিয়ে আপনাদের কৌতুহল তৈরি হয়েছে।
Explainbd says
৪ ক্যামেরাওয়ালা স্মার্টফোন আমারও খুব পছন্দ। আমার মতো এমন অনেকেই আছেন যারা চার ক্যামেরা আছে এমন স্মার্টফোন কিনতে চান, তাদের জন্যে এটি একটি উপকারি পোস্ট।