মাত্রই ২০১৮ বিশ্বকাপ শেষ হল, সামনে ২০২২ কাতার বিশ্বকাপের এখনও ঢের দেরী আছে। কিন্তু এরই মধ্যে একটি খবরে নড়েচড়ে বসেছে সবাই। ২০২২ কাতার বিশ্বকাপ খেলতে পারে ৪৮ টি দল।
বিশ্বকাপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ কাঠামো মনে করা হয় ৩২ টি দলের লড়াইকে। কিন্তু তাতে অনেক দেশ বিশ্বকাপে অংশগ্রহণের স্বাদ থেকে বঞ্চিত হয়।
তাই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেছিলেন ২০২৬ বিশ্বকাপ থেকে ৪৮ টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, যাতে আরও অনেক দেশ প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায় বিশ্বকাপে।
২০২৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি জানিয়েছেন, ২০২৬ নয় ২০২২ থেকেই ৪৮ টি দলকে খেলানোর পরিকল্পনা করছেন তারা।
কিন্তু কাতার ৩২টি দল খেলানোর পরিকল্পনা নিয়েই অবকাঠামো তৈরী করেছে। এখন হুট করে দলের সংখ্যা বাড়লে তা কাতারের বিশ্বকাপ পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে।
ছোট্ট দেশ কাতার ব্যাপারটা সামাল দিতে পারবে কিনা সেটাই একটা প্রশ্ন।
আর এ ব্যাপারে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা পাওয়ার সম্ভাবনাও নেই কাতারের। কারণ সৌদিআরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এ দেশগুলো অনেক দিন ধরেই কাতারকে অবরোধ করে রেখেছে।
ইনফান্তিনো তবুও আশা হারাচ্ছেন না।
তিনি আশাবাদী কাতারকে তিনি এ ব্যাপারে রাজি করাতে পারবেন এবং কাতারকে অবরোধ করে রাখা প্রতিবেশী দেশগুলোও ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনে কাতারকে সহযোগিতা করতে পারবে বলে মনে করেন তিনি।
তাই খুব শীঘ্রই ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে আসতে পারে কোন ঘোষণা।
Leave a Reply