স্মার্টফোন ইন্ড্রাস্ট্রি যেভাবে দ্রুত গতিতে বদলে যাচ্ছে, তাতে নতুন বছরে নতুন কিছুর জন্যে অপেক্ষা করা যেতেই পারে। স্টাইল, লুকিং, ফিচার ও ফ্যাসিলিটি, ইত্যাদি সব দিক থেকেই নতুন অনেক কিছুই যুক্ত হচ্ছে ২০২১ সালের স্মার্টফোন গুলোতে। প্রতিটি স্মার্টফোন কোম্পানীই চাইছে ২০২১ সালে যেন অন্যদের থেকে অনেক দূর এগিয়ে থাকতে পারে।
২০২১ সালে সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে প্রতিটি ফোনেই যুক্ত হবে নতুন নতুন ফিচার। আর ইউজাররাও অপেক্ষায় আছে জানার জন্যে যে কোন কোম্পানী কি কি ফোন নিয়ে আসছে। তাদেরকে আশ্বস্ত করতেই আমাদের আজকের নতুন পোস্ট যেখানে আপকামিং ফোনগুলো সম্পর্কে অল্প কথায় জানান দেয়া হবে।
এর আগের লেখায় আমি গত বছর, অর্থাৎ ২০২০ সালের সর্বাধিক বিক্রিত ১০টি ফোন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আর আজকের লেখায় ২০২১ সালের আপকামিং স্মার্টফোনগুলো সম্পর্কে আলোচনা করবো। তবে, আগের লেখার মতো বিস্তারিত নয়।
কারণ, এই ফোনগুলো এখনো বাজারে আসেনি, কাজেই এগুলোর ফিচার সম্পর্কে যেসব তথ্য পাওয়া গিয়েছে, সেগুলোতে কিছুটা পরিবর্তণও হতে পারে। কেননা, কোম্পানীগুলো তাদের আপকামিং ফোনগুলোকে আরো আকর্ষণীয় করার জন্যে ফিচারে পরিবর্তণ আনতেই পারেন। কাজেই, সংক্ষিপ্ত আকারে দেখে নিন চলতি বছর বাজারে কী কী স্মার্টফোন আসছে।
২০২১ সালের স্মার্টফোন
প্রতিটি ফোনের ক্ষেত্রেই আমরা কোম্পানীর ওয়েবসাইটে দেয়া তথ্য দেখে আপনাদেরকে লঞ্চিং ডেট জানাচ্ছি। এই লঞ্চিং ডেট কিন্তু বাংলাদেশের নয়, গ্লোবাল ডেট। এক্ষেত্রে, দুইটা বিষয় অগ্রিম বলে নেয়া ভাল। একটা হচ্ছে, কোম্পানীর দেয়া সম্ভাব্য লঞ্চিং ডেট পরিবর্তিত হতে পারে।
মার্কেটিং পলিসি কিংবা আপগ্রেডিং সিস্টেমের কারণে উল্লেখিত ডেট আগে/পরে হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে এই ডেট কার্যকরী নয়। কেননা, যে কোনও কোম্পানীর স্মার্টফোন প্রথমে গ্লোবাল্লি লঞ্চিং হয় যা একেক দেশে যেতে একেক রকম সময় লাগে।
তবে, আমি কথা দিচ্ছি যে, এই লিস্টটা আমি প্রতিনিয়তই আপডেট করবো। ফিচারের আপগ্রেড, লঞ্চিং ডেটের পরিবর্তণ, বাংলাদেশে কবে আসবে, ইত্যাদি সব বিষয়েই এই লেখাটাকে আমি আপডেট করতে থাকবো, ইনশাল্লাহ। এবার আসুন, এক নজরে ২০২১ সালের আপকামিং স্মার্টফোনগুলো দেখে নেয়া যাক-
১. Xiaomi Mi 10i
- সম্ভাব্য লঞ্চিং ডেট : ———————————————— ৮ জানুয়ারী ২০২১।
- ডিসপ্লে: টাইপ : —————————————————- IPS LCD, HDR10, 120Hz।
- ডিসপ্লে সাইজ : —————————————————- ৬.৬৭ ইঞ্চি।
- ডিসপ্লে রেজ্যুলেশন : ———————————————- 1080 x 2400 পিক্সেল।
- ডিসপ্লে প্রোটেকশন : ———————————————- গরিলা গ্লাস ফাইভ।
- প্লাটফর্ম : ———————————————————– Android 10, MIUI 12।
- ব্যাটারি : ———————————————————— Li-Po 4820 mAh, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং।
- মেইন ক্যামেরা : ————————————————— ১০৮, ৮, ২, ২, এমপি।
- সেলফি ক্যামেরা : ————————————————– ১৬ এমপি।
২. Redmi Note 9T
- সম্ভাব্য লঞ্চিং ডেট : —————————————————- ১৮ জানুয়ারী ২০২১।
- ডিসপ্লে: টাইপ : ———————————————————IPS LCD, 90Hz।
- ডিসপ্লে সাইজ : ——————————————————— ৬.৫৩ ইঞ্চি।
- ডিসপ্লে রেজ্যুলেশন : ————————————————— 1080 x 2340 পিক্সেল।
- ডিসপ্লে প্রোটেকশন : ————————————————— Corning Gorilla Glass 5।
- মেমোরি : ————————————————————— ৪/ ৬৪ জিবি ও ৪/ ১২৮ জিবি।
- ব্যাটারি : —————————————————————– ফাস্ট চার্জিং ১৮ ওয়াট, ৫০০০ এমএএইচ।
- মেইন ক্যামেরা : ——————————————————— ৪৮, ২, ২ এমপি।
- সেলফি ক্যামেরা : ——————————————————- ১৩ এমপি, ১০৮০ ভিডিও রেজ্যুলেশন।
৩. Realme V15
- সম্ভাব্য লঞ্চিং ডেট : —————————————————- ১৫ জানুয়ারী ২০২১।
- ডিসপ্লে: টাইপ : ——————————————————– Super AMOLED।
- ডিসপ্লে সাইজ : ——————————————————— ৬.৪ ইঞ্চি।
- ডিসপ্লে রেজ্যুলেশন : ————————————————— 1080 x 2400 pixels, 20:9 ratio।
- সিম : ——————————————————————– ডুয়েল সিম, ন্যানো।
- মেমোরি : ————————————————————— ৬/ ১২৮ জিবি ও ৮/ ১২৮ জিবি।
- ব্যাটারি : —————————————————————– Li-Po 4310 mAh, non-removable।
- মেইন ক্যামেরা : ——————————————————— ৬৪, ৮, ২ এমপি।
- সেলফি ক্যামেরা : ——————————————————- Panorama ১৬ এমপি।
৪. Xiaomi Mi 11 Lite
- সম্ভাব্য লঞ্চিং ডেট : —————————————————- এখনো ঘোষণা করা হয়নি।
৫. Vivo y31s 5g
- লঞ্চিং ডেট : —————————————————- এখনো ঘোষণা করা হয়নি।
৬. Oppo Find X3 Pro
- লঞ্চিং ডেট : —————————————————- এখনো ঘোষণা করা হয়নি।
৭. Samsung Galaxy A02
- লঞ্চিং ডেট : —————————————————- ৪ জানুয়ারী ২০২১।
৮. Samsung Galaxy M12
- লঞ্চিং ডেট : —————————————————- এখনো ঘোষণা করা হয়নি।
৯. Samsung Galaxy S21+ 5G
- লঞ্চিং ডেট : —————————————————- ১৪ জানুয়ারী ২০২১।
১০. Oppo Reno5 Pro+ 5G
লঞ্চিং ডেট : —————————————————- ৫ জানুয়ারী ২০২১।
এছাড়াও ২০২১ সালে রিলিজ হওয়ার অপেক্ষমান তালিকায় যেসব ফোন রয়েছে, সেগুলোর মাঝে আরো কয়েকটি হলো-
১১. Xiaomi Redmi Note 10 Pro 4G
১২. Samsung Galaxy A32 5G
১৩. Samsung Galaxy A71s 5G UW
১৪. Xiaomi Redmi Note 10
১৫. Huawei MediaPad T8
১৬. Huawei P Smart Plus
১৭. Oppo Reno3 A
১৮. Realme X3 5G
১৯. Realme X50 Youth 5G
২০. Nokia 9.3 PureView 5G
২১. Lenovo K7
২২. Samsung Galaxy S21 5G
২৩. Nokia 7.3 5G
২৪. HTC Wildfire R70
২৫.Sony Xperia 5 Plus
২০২১ সালের স্মার্টফোন হিসেবে উপরে উল্লেখিত যে ২৫টি ফোন সম্পর্কে বলা হলো, এগুলো ক্রমান্বয়ে রিলিজ হবে। তবে, আমাদের দেশে আসতে আসতে হয়তো আরো অনেক সময় লাগবে। কিংবা, অল্প দিনের মধ্যেই চলে আসতে পারে।
Leave a Reply