করোনা ভাইরাসের কারণে ২০২০ সালটা স্মার্টফোন কোম্পানীগুলোর জন্যে খুব একটা সুখকর ছিল না। কারণ, অন্যান্য বছরেরর তুলনায় এ বছর স্মার্টফোন বিক্রি হয়েছে অনেক কম। স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে কিংবা সরকারি বিধি-নিষেধের কারণে অধিকাংশ মানুষকেই ঘরে বসে থাকতে দেখা গিয়েছে। ফলে, মানুষের আয় ছিল কম। তাই, খরচের দিকটাই বিবেচনায় ছিল বেশি। এ কারণে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকে নতুন ফোন কেনা থেকে বিরত থেকেছেন।
প্রয়োজনের তাগিদে হোক আর শখের বশে হোক, এর মাঝেও অনেক মানুষ স্মার্টফোন কিনেছেন। আর এদের সংখ্যাটা একেবারেই কম ছিল না। ঘর থেকে বের হতে না পারলে কি হবে, অনেকেই অনলাইনে অর্ডার দিয়ে পছন্দের স্মার্টফোনটি কিনে নিয়েছেন।
করোনার কারণে প্রাতিষ্ঠানিক ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক বেচা-বিক্রির অবস্থা মন্দা গেলেও, ই-কমার্স ওয়েবসাইটগুলোর ব্যবসা বেশ ভালই চলেছে। বিশেষ করে, বাংলাদেশের জনপ্রিয় ৫টি অনলাইন শপ বেশ ভালই আয় করেছে। কারণ, এগুলো থেকেই মানুষ ভাললাগার ফোনগুলো কিনে নিয়েছে।
কিন্তু সেই ফোনগুলো কি কি ছিল?
না, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়েই ২০২০ সালে যে স্মার্টফোনগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, সেগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন। আসুন, জানা যাক ২০২০ সালের সর্বাধিক বিক্রিত ফোনগুলো সম্পর্কে।
১০. Apple iPhone 11 Pro
- রিলিজ ডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯
- বাংলাদেশে দাম: ১ লক্ষ ১৪ হাজার ৯৯৯ টাকা।
২০২০ সালে পৃথিবী ব্যাপী ৬.৭ মিলিয়ন কপি বিক্রি হয়েছে অ্যাপলের এই স্মার্টফোনটি। এর মাঝে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যামেরিকায়। ওমডিয়াসহ বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে গেল বছর সর্বাধিক বিক্রিত স্মার্টফোনগুলোর মধ্যে দশম স্থানে রয়েছে অ্যাপল আইফোন ১১ প্রো।
এক নজরে Apple iPhone 11 Pro এর ফিচারসমূহ-
- প্রসেসর: হেক্সা কোর
- র্যাম: ৪ জিবি।
- রোম: ৬৪ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি।
- বডি: ওয়াটার প্রুপ, গরিলা গ্লাস, ফ্রেম স্টেনলেস স্টিল।
- ক্যামেরা: ফ্রন্ট ক্যামেরা ১২ এমপি, ব্যাক ক্যামেরা ১২+১২+১২ এমপি।
৯. Xiaomi Redmi 8
- রিলিজ ডেট: ২৪ এফ্রিল ২০২০
- বাংলাদেশে দাম: ৩/৩২ জিবি ১৩, ৯৯৯ টাকা; ৪/৬৪ জিবি ১৪, ৯৯৯ টাকা।
শাওমি ব্র্যান্ডের এই ফোনটি বিশ্ব জুড়ে বিক্রি হয়েছে ৬.৮ মিলিয়ন পিস। এর মাঝে সবচেয়ে বিক্রি হওয়া দেশটি হচ্ছে ভারত। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, বিক্রির দিক থেকে এটি নবম স্থানে রয়েছে।
এক নজরে Xiaomi Redmi 8 এর ফিচারসমূহ-
- ম্যাটেরিয়াল: গরিলা গ্লাস ৫ ফ্রন্ট, প্লাস্টিক বডি।
- সাইজ: ৬.২২ ইঞ্চি।
- ওজন: ১৮৮ গ্রাম।
- ব্যাক ক্যামেরা: 12+২ এমপি, ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগা পিক্সেল।
- প্রসেসর: অক্টাকোর, আপ টু ১.৯৫
৮. Xiaomi Redmi 8A
- রিলিজ ডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯।
- বাংলাদেশে দাম: ১০, ৯৯৯ টাকা।
এই লিস্টের সবচেয়ে ইকোনোমিক্যাল স্মার্টফোন এটি। ৭.৩ মিলিয়ন বা ৭৩ লক্ষ পিস বিক্রি নিয়ে তালিকার ৮ম স্থানে আছে Xiaomi Redmi 8A স্মার্টফোনটি। উল্লেখ্য, সাধ্যের মধ্যে শাওমি কোম্পানীর সেরা ৫টি স্মার্টফোন এর তালিকায় প্রথমেই রয়েছে এই ফোনটি।
এক নজরে Xiaomi Redmi 8 এর ফিচারসমূহ-
- র্যাম: ২ জিবি এবং ৩ জিবি।
- রোম: ৩২ জিবি।
- সিম: ডুয়েল ন্যানো সিম।
- প্রটেকশন: কর্নিং গরিলা গ্লাস ৫।
- ডিসপ্লে সাইজ: ৬.২২ ইঞ্চি।
- ক্যামেরা: ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা ১২ মেগাপিক্সেল।
৭. iPhone 11 Pro Max
- রিলিজ ডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯।
- বাংলাদেশে দাম: ৪/৬৪ জিবি- ১ লক্ষ ২৯ হাজার ৯৯৯ টাকা, ৪/২৫৬ জিবি- ১ লক্ষ ৪৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪/৫১২ জিবি- ১ লক্ষ ৬৯ হাজার ৯৯৯ টাকা।
বিক্রির দিক থেকে সেরা দশে থাকা অ্যাপল কোম্পানীর আরো একটি ফোন iPhone 11 Pro Max। এটি বছরের শুরুতেই হাজার হাজার কপি বিক্রি হয়ে যায়। আর পুরো বছর জুড়ে বিক্রি হয় ৭৭ লক্ষ কপি।
এক নজরে iPhone 11 Pro Max এর ফিচারসমূহ-
- সিম: ন্যানো, ইলেকট্রোনিক সিম।
- বডি: গরিলা গ্লাস ব্যাক এন্ড ফ্রন্ট, স্টেনলেস স্টিল ফ্রেম।
- ওজন: ২২৬ গ্রাম।
- ব্যাটারি: লিথিয়াম – আয়ন ৩৯৬৯ এমএএইচ।
- প্রসেসর: হেক্সা কোর।
- ক্যামেরা: ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা ১২ মেগাপিক্সেল।
৬. Apple iPhone XR
- রিলিজ ডেট: ২৬ অক্টোবর ২০১৯।
- বাংলাদেশে দাম: ৩/৬৪ জিবি- ৭৮ হাজার টাকা, ৩/১২৮ জিবি- ৮৫ হাজার টাকা এবং ৩/২৫৬ জিবি- ৯৮ হাজার টাকা।
বিশ্ব জুড়ে ২০২০ সালে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকার ৬ নাম্বারটিও দখল করেছে আইফোন। Apple iPhone XR ফোনটি বছর জুড়ে বিক্রি হয়েছে ৮০ লক্ষ কপি।
এক নজরে Apple iPhone XR এর ফিচারসমূহ-
- সিম: ন্যানো সিম, ই-সিম
- বডি: স্টাইল – নচ, ওজন – ১৯৪ গ্রাম, সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত ওয়াটার রেসিস্ট্যান্ট, ম্যাটেরিয়াল – গরিলা গ্লাস।
- ডিসপ্লে: ৬.১ ইঞ্চি।
- ব্যাক ক্যামেরা: ১২ মেগাপিক্সেল।
- ফ্রন্ট ক্যামেরা: ডুয়েল ৭ মেগাপিক্সেল।
৫. Apple iPhone SE
- রিলিজ ডেট: ২৪ এফ্রিল ২০২০।
- বাংলাদেশে দাম: ৩৬ হাজার ৯৯০ টাকা।
৮৭ লক্ষ কপি বিক্রির রেকর্ড নিয়ে ২০২০ সালের সেরা ১০টি স্মার্টফোনের তালিকার ৫ নম্বর অবস্থানে রয়েছে Apple iPhone SE স্মার্টফোনটি।
এক নজরে Apple iPhone SE এর ফিচারসমূহ-
- নেটওয়ার্ক টাইপ: ২ জি, থ্রিজি, ফোর জি।
- বডি বিল্ড: এলুমিনিয়াম ফ্রেম, ওজন- ১৪৮ গ্রাম।
- নেটওয়ার্ক সিম: ই-সিম ও ন্যানো সিম।
- র্যাম: ৩ জিবি।
- রোম: ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি।
- প্রাইমারি ক্যামেরা: ১২ এমপি।
- সেকেন্ডারি ক্যামেরা: ৭ এমপি।
৪. Xiaomi Redmi Note 8 Pro
- রিলিজ ডেট: ২৯ আগষ্ট ২০১৯।
- বাংলাদেশে দাম: ৬/৬৪ জিবি- ২৪ হাজার ৯৯৯ টাকা, ৬/১২৮ জিবি- ২৭ হাজার ৯৯৯ টাকা।
এটি শাওমি কোম্পানীর প্রথম স্পেশাল গেমিং ফোন। আর পৃথিবী ব্যাপী এটি গত বছর বিক্রি হয়েছে ১ কোটি ২ হাজার পিস। বুঝতেই পারছেন এর মাঝে বাংলাদেশও রয়েছে। ২০২০ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে যেসব স্মার্টফোন, তার মাঝে Xiaomi Redmi Note 8 Pro অন্যতম। গেম লাভার থেকে শুরু করে সাধারণ ইউজারও এই ফোনটি ব্যাপক পরিমাণে কিনেছে।
এক নজরে Xiaomi Redmi Note 8 Pro এর ফিচারসমূহ-
- প্রসেসর: অক্টাকোর, ২.০৫ গিগাহার্টস্।
- ব্যাটারি: ৪০০০ এমএএইচ, ফাস্ট চার্জিং প্রায়োরিটি।
- স্ক্রিণ সাইজ: ৬.৩০ ইঞ্চি।
- প্রোটেকশন টাইপ: গরিলা গ্লাস।
- ক্যামেরা: রিয়ার ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল।
৩. Xiaomi Redmi Note 8
- রিলিজ ডেট: ১৬ অক্টোবর ২০১৯।
- বাংলাদেশে দাম: ৩/৩২ জিবি- ১৭ হাজার ৪৯৯ টাকা, ৪/৬৪ জিবি- ১৮ হাজার ৪৯৯ টাকা এবং ৪/১২৮ জিবি- ২০ হাজার ৪৯৯ টাকা।
বুঝতেই পারছেন, ২০২০ সালে Xiaomi Redmi Note 8 Pro এর চেয়ে বেশি বিক্রি হয়েছে Xiaomi Redmi Note 8, আগের ভার্সণটা। প্রো বিক্রি হয়েছে ১০.২ মিলিয়ন কপি আর Xiaomi Redmi Note 8 বিক্রি হয়েছে ১১ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ১০ লক্ষ পিস।
এক নজরে Xiaomi Redmi Note 8 Pro এর ফিচারসমূহ-
- ব্যাটারি: ৪০০০ এমএএইচ, এলআই-লিথিয়াম।
- সেন্সর: ফিঙ্গার প্রিন্ট।
- মাল্টি মিডিয়া: অডিও, ভিডিও, এফএম রেডিও।
- মেইন ক্যামেরা: ৪৮, ৮, ২, ২ এমপি।
- সেলফি ক্যামেরা: ১৩ এমপি।
২. Samsung Galaxy A51
- রিলিজ ডেট: ২৯ জানুয়ারী ২০২০।
- বাংলাদেশে দাম: ২৭ হাজার ৪৯৯ টাকা।
২০২০ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম একটি হলো Samsung Galaxy A51 যা শুধু বাংলাদেশেই নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশেই তুমুল জনপ্রিয় ছিল। তবে, এশিয়া আর আফ্রিকার দেশগুলোতেই এটি বেশি জনপ্রিয়তা পেয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে, এশিয়ার জনবহুল দেশ ভারতে এটির কাটতি ছিল উল্লেখযোগ্য। পুরো পৃথিবীতে এটি বিক্রি হয়েছে ১ কোটি ৪০ লক্ষ পিস। স্যামসাং কোম্পানীর সেরা কিছু ফোন এর তালিকায় এটি নেই বটে, তবে আইফোনের পরে এটিই বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন।
2400 X 1080 পিক্সেল এবং 20.9 অ্যাসপেক্ট রেসিও নিয়ে ৬.৫ ইঞ্চি ইনফিনিটি-ও সুপার অ্যামোলেড ডিসপ্লে Samsung Galaxy A51 ফোনটিকে অনেকের কাছেই্ আকর্ষণীয় করে তুলেছে। তবে, ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ স্পেস। সেই সাথে, ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।
এক নজরে Samsung Galaxy A51 এর ফিচারসমূহ-
- সিম: ডুয়েল ন্যানো সিম।
- বডি: গরিলা গ্লাস ৩ ফ্রন্ট, প্লাস্টিক বডি।
- ওজন: ১৭২ গ্রাম।
- ব্যাক ক্যামেরা: Quad 48+12+5+5 মেগাপিক্সেল, ডেপথ্ সেন্সর, আলট্রা ওয়াইড, এলইডি ফ্লাস, ম্যাক্রো ক্যামেরা, টেলিফটো এবং আল্ট্রা এইচডি ফোর কে ভিডিও রেকর্ডিং।
- ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগা পিক্সেল, ওয়াইড এইচডিডিআর, ফুল এইডি ভিডিও রেকর্ডিং।
১. Apple iPhone 11
- রিলিজ ডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- বাংলাদেশে দাম: ৬৪ জিবি ৮৭ হাজার ৯৯৯ টাকা, ১২৮ জিবি ৯৩ হাজার ৯৯৯ টাকা, ২৫৬ জিবি ৯৯ হাজার ৯৯৯ টাকা।
এটিই ২০২০ সালে বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হওয়া স্মার্টফোন। অ্যাপল কোম্পানীর এই তুমুল জনপ্রিয়ত ফোনটি সর্বমোট ৩৭.৭ মিলিয়ন বা ৩ কোটি ৭০ লক্ষ ৭ হাজার পিস বিক্রি হয়েছে যা সব কোম্পানীর সব ফোনকেই পিছিয়ে এক নাম্বারে চলে এসেছে।
এক নজরে Apple iPhone 11 এর ফিচারসমূহ-
- র্যাম: ৪ জিবি।
- বডি ডাইমেনশন: 150.9 x 75.7 x 8.3 mm, বডি ওয়েট: ১৯৪ গ্রাম, বডি বিল্ড: ফ্রন্ট/ব্যাক গ্লাস, এলুমিনিয়াম ফ্রেম।
- ডিসপ্লে সাইজ: ৬.১ ইঞ্চি, ডিসপ্লে টাইপ: ১৬ এমএম কালারস, ক্যাপাসিটিভ টাচ স্ক্রিণ।
- ক্যামেরা: কোয়াড এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ।
Leave a Reply