গেমস কারই না ভালো লাগে? মজার সাথে সময় পার করতে হলে এর থেকে ভালো মাধ্যম হতেই পারে না। ছোটো বড় সবাই ই গেম খেলে। কেউ খেলে পিসি তে, কেউ কনসোলে, কেউ অ্যান্ড্রয়েডে। তবে সবার কাছে সব ধরনের গেম ভালো লাগে না। কেউ হয়তো পছন্দ করে কল অফ ডিউটি বা ব্যাটলফিল্ড এর মতো ফার্স্ট পারসন শুটার গেম, আবার কেউ হয়তো পছন্দ করে স্প্লিন্টার সেল, হিট্ম্যান এর মতো থার্ড পারসন সাইলেন্ট গেম। তবে কিছু অন্যরকম ২ ডি প্ল্যাটফর্ম এর গেম আছে যা এতটাই এডিক্টিভ যে খেলা ছেড়ে উঠতেই মন চাইবে না। এই পোস্টে সেরা ৬টি ২ডি পিসি গেম আপনাদের দেখাবো যা একবার খেলা শুরু করলে ছেড়ে ওঠা কঠিন।
সেরা ৬টি ২ডি পিসি গেম
অলনাইনে বিভিন্ন কোম্পানীর তৈরি করা অসংখ্য ২ডি গেম রয়েছে। সেগুলো থেকে বাছাই করে ৬টি সেরা গেম নিয়ে আলোচনা করা হল এবং প্রত্যেকটি গেমের আলোচনার পরই গেমটির ডাউনলোড লিংক দেয়া হল। সুতরাং, গেমটি ডাউনলোডের জন্য আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হতে হবে না। তাহলে চলুন, ২ডি পিসি গেমগুলো সম্পর্কে একটু-আধটু জেনে নেই।
আরো পড়ুন:
- কম্পিউটারের জন্য ১০টি ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার
- এক ক্লিকেই খুলুন আপনার কম্পিউটারের ফাইল ও ফোল্ডার
- বিল গেটস ও মাইক্রোসফট সম্পর্কে ৩১টি অজানা তথ্য
Limbo
জীবন এবং মৃত্যুর মধ্যে কোথাও একটি লম্বা জায়গা যেখানে একজন সাহসী বালক স্বপ্নের জগতে আটকে পড়েছে। যদিও এই ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণ অসামঞ্জস্যপূর্ণ, বাস্তবতা বহু দূরে। বিপজ্জনক প্রাণী, প্রতিকূল অবস্থা এবং মারাত্মক ফাঁদগুলি জায়গাটিকে আবদ্ধ করে রেখেছে, বেঁচে থাকাই বালকটির একমাত্র লক্ষ্য। লিম্বো মৃদু চিত্তাকর্ষক একটি নীরব ভিজ্যুয়াল ডিজাইন এবং মুডি অডিও দিয়ে আপনাকে সম্পূর্ণভাবে চরিত্রের ভেতর টেনে নিবে।
এই গেমটি সম্পুর্ন সাদা কালো। কোন টেক্সট, কোন কথোপকথন এবং কোন ব্যাখ্যা নেই। এই ২ডি গেমটির কন্ট্রোল খুবই সোজা। ডেভেলোপার প্লেডেড এর এই সাদা-কালো গেমটি 2D ধাঁধা প্ল্যাটফর্মের একটি সেরা গেম।
Limbo গেমটি চালানোর জন্য যা লাগবেঃ
- সিপিউ স্পিড: 2 জিএইচজি
- র্যাম 512 মেগাবাইট
- ওএস: উইন্ডোজ এক্সপি, ভিস্তা, 7,৮।,১০
- ভিডিও কার্ড: (NVIDIA GeForce 6500 বা ATI Radeon X1550 বা Intel GMA 4500)
- ডিস্ক স্পেস: 150 মেগাবাইট
Inside
লিম্বোর ডেভ্লোপার প্লেডেড এর আরেকটি গেম হলো ইনসাইড। যদিও এটি ২ডি প্ল্যাটফর্মের গেম, তবুও ইনসাইড আমার খেলা একটি অন্যতম নিখুঁত এবং হাই ডিটেইলের গেম। গেমের গ্রাফিক্স ও ফিজিক্স এক কথায় অসাধারন। গেমটির মুডী সাউন্ড আপনাকে অন্যরকম ফিলিংস এনে দিবে। গেমের কারেকটার কিছুক্ষন দৌড়ানোর পর জোরে জোরে নিশ্বাস নিতে শোনা যায়।এ রকম আরো অনেক ডিটেইলস এ শুরু থেকে শেষ পর্যন্ত ইনসাইড গেমটি পরিপূর্ন।
ইনসাইডের গেমপ্লে লিম্বোর মতই রহস্যময়। ইনসাইডের কারেক্টারকে কনট্রোল করে জঙ্গল থেকে শুরু করে ফার্ম, পরিত্যক্ত শহরের মতো জায়গা, ল্যাবরেটরি পর্যন্ত আপনাকে চারপাশের এলিমেন্টস ব্যাবহার করে সারভাইভ করে যেতে হবে।কুকুর,গার্ডস,পানির নিচে অদ্ভুত প্রানীর মতো নানারকম বাধার সম্মুখীন হতে হবে। একটি নিঃসঙ্গ বালকের শিহরিত ফিলিংস অনুভব করতে চাইলে এখনি খেলা শুরু করে দিন ইনসাইড গেমটি।
Inside গেমটি চালানোর জন্য যা লাগবেঃ
- সিপিইউ: ইন্টেল কোর ২ কুইড Q6600 @ 2.4 গিগাহার্জ, এএমডি ফক্স 8120 @ 3.1 গিগাহার্জ
- র্যাম: 4 গিগাবাইট
- ওএস: উইন্ডোজ 7/8/10 (64-বিট OS প্রয়োজন)
- ভিডিও কার্ড: GeForce 250 GTS, AMD Radeon HD6570 বা সমমানের
- ডিস্ক স্পেস: 3 জিবি
Little Nightmares
প্লেডেড এর লিম্বো আর ইনসাইড যদি ভালো লেগে থাকে, তাহলে এই গেমটাও আপনার ভালো লাগবে। এই ২ ডি প্ল্যাটফ্ররমের হরর গেমটির জোস গ্রাফিক্স এবং রিয়েলস্টিক ফিজিক্স আপনাকে মুগ্ধ করবে। গেমটির ক্যামেরা মুভমেন্ট খুবই ভালো । গেমের মধ্যে রেইনকোট পরা, হাতে ছোট লাইটার সহ একটি পিচ্চি ক্যারেকটার নিয়ে টিপ টিপ পায়ে হন্টেড ঘরে আপনাকে ভয়ঙ্কর ফিগারের মন্সটার থেকে লুকিয়ে লুকিয়ে এগুতে হবে।
Little Nightmares গেমটি চালানোর জন্য যা লাগবেঃ
- সিপিউ: ইন্টেল CPU কোর আই 3
- র্যাম: 6 গিগাবাইট
- ওএস: উইন্ডোজ 7, ,৮,১০
- ভিডিও কার্ড: এনভিডিয়া GTX 480
- ডিস্ক স্পেস: 10 জিবি
Ori and the Blind Forest
ড্যাজলিং গ্রাফিক্সের সাথে গেম খেলার সময় যদি আপনি একটু চ্যালেঞ্জ চান, তাহলে এই গেমটি আপনার জন্য। দেখতে সহজ সরল সাধা সিধা গেম হিসেবে আপনার চোখে ধুলো দিলেও এর আড়ালে লুকিয়ে আছে হার্ডকোর চ্যালেঞ্জ।
এই গেমটির স্টারটিং অনেক পাওয়ারফুল, মনে একটি গভীর ছাপ তৈরী করার জন্য দারুণ। একটি ম্যাজিক্যাল গাছের ধংস থেকে গেমের মেইন ক্যারেক্টার ওরির জন্ম হয়। তাকে ভাল্লুকের মতো দেখতে একটি প্রানী পালন করে। জঙ্গলে খাবারের অভাব পড়ায় ভাল্লুকের মত দেখতে প্রানীটি ওরিকে একা রেখে মরে যায়। পরে ওরিকে একটি স্পিরিট গাইড এসে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা দেখায়। এভাবে শুরু হয় একটি ম্যাজিক্যাল অ্যাডভেঞ্চারের।
প্রথমে ওরি খুবই দূর্বল থাকে। আস্তে আস্তে গেমের প্রগ্রেসের সাথে ওরি ডাবল জাম্প, ব্যাশ,রস্টম্প,রএনারজি বিস্ফোরণ এর মতো নানারকম পাওয়ার অর্জন করে। গেমটির টাচিং স্টোরি, ম্যাজিক্যাল সাউন্ডট্র্যাক এবং গেমপ্লে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে অন্যরকম অনুভুতির মধ্যে রাখবে।
Ori and the Blind Forest গেমটি চালানোর জন্য যা লাগবেঃ
- সিপিইউ: ইন্টেল কোর ২ ডুয়োর E4500 @ 2.2 গিগাহার্টজ বা এএমডি এথলন 64 এক্স ২5600+ @ ২.8 জিএইচজি
- র্যাম: 4 গিগাবাইট
- ওএস: উইন্ডোজ 7
- ভিডিও কার্ড: জিএফস জিটি 240 বা রাডেন এইচডি 6570 – 1024 এমবি (1 জিবি)
- ডিস্ক স্পেস: 8 জিবি
Unravel
আপনাদের কি কখনো মনে হয়, এমনই একটা গেম থাকলে ভালো হতো যেখানে গেমের কারেক্টারের সাইজ অনেক ছোটো হবে এবং আপনি ছোট চোখ দিয়ে পৃথিবী কেমন তা দেখবেন। আনর্যাভেল এমনই একটি গেম।
আনর্যাভেল একটি চমৎকার গ্রাফিক্স এবং ফিজিক্সের গেম। গেমটির ক্যারেক্টার হলো উলের তৈরি ছোট একটি পুতুল যার নাম yarny। ক্যারেক্টারটি খুবই ছোট যে এর সাপেক্ষে ছোটো ছোটো কাঁকড়ার মতো প্রানীও মন্সটারের মতো মনে হয়। গেমটির সুক্ষ ডিটেইল গুলো দেখার মতো। যেমন ছোট ছোট পাথর, ঘাসের ব্লেড, লাল লাল বীজের মতো বস্তু ইত্যাদি।
গেমের ইমোশনাল অ্যাডভেঞ্চার মন ছুঁয়ে দেবার মতো। প্রকৃতির মধ্যে আপনার জার্নিতে কাকড়া, আরশোলার মতো নানারকম বাধা পাবেন। গেমটি হাইলি রিয়েলিস্টিক এবং রিচলি ডিটেইল্ড। গেমের সাউন্ডট্র্যাক আপনার মনে রিফ্রেশিং ভাব এনে দিবে।প্রকৃতির মাঝে এই কিউট কারেক্টারের আবেগময় অ্যাডভেঞ্চার অনুভব করতে এখনি খেলতে বসে যান আনর্যাভেল।
Unravel গেমটি চালানোর জন্য যা লাগবেঃ
- সিপিইউ: ২. ২4 গিগাহার্জ বা এএমডি অ্যাথলন ফিনোম এক্স ২ ২.8 গিগাহার্জ AMD
- র্যাম: 4 গিগাবাইট
- ওএস: উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 – সব 64-বিট
- ভিডিও কার্ড: ডিএক্স 11 ক্লাসের হার্ডওয়্যার এবং জিফোর্স জিটি 450 বা রেডিয়ন এইচডি 5750 বা 512 মেগাবাইট বা তার চেয়েও বেশি (ল্যাপটপ জিফোর্স জিটিএক্স 745 এম, এএমডি রেডিয়ন এইচডি 8650 জি বা ইন্টেল 4400 বা তার চেয়ে উন্নত)
The Adventures of Tintin
জনপ্রিয় কমিক ক্যারেকটার টিনটিন অনেকেরই ছোট বেলার প্রিয় হিরো। টিনটিন নিয়ে একটি অ্যাকশান এবং অ্যাডভেঞ্চার মুভি ও গেম এক সাথে বের হয়েছে। ২ডি প্ল্যাটফর্মের টিনটিনের এই গেমটির মাঝে আপনাকে খুজতে হবে ডুবে যাওয়া গুপ্তধন।স্টোরি অনুযায়ী এগুতে এগুতে গেমটিতে আপনি টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক, টিনটিন এর কুকুর এই ৩ টি ক্যারেকটার নিয়ে খেলতে পারবেন।
গেমটির গ্রাফিক্স এর সাথে গেমপ্লেও জোস। গেমে আপনি টিনটিনের মুভির মতই অ্যাডভেঞ্চার খুজে পাবেন। গেমে টিনটিনকে কন্ট্রোল করা ছাড়াও আপনি প্লেন চালানো, পানির মধ্যে সাঁতার কাটা, তলোয়ার যুদ্ধসহ বিভিন্ন পাজলের সমাধানের মতো চ্যালেঞ্জ খুজে পাবেন। যদি টিনটিনের কোনো গল্প বা কমিক কখনো পড়ে না থাকেন তাহলে গেমটির মাধ্যমেই শুরু করুন টিনটিনের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার গল্প, ভালো লাগবেই। আর ফ্যান হলে তো কথাই নেই।
Adventures of Tintin গেমটি চালানোর জন্য যা লাগবেঃ
- সিপিউ: 2 GHz ইন্টেল কোর Duo বা উচ্চতর
- র্যাম: ২ জিবি
- ওএস: উইন্ডোজ এক্সপি / ভিস্তা / 7/8/10
- ভিডিও কার্ড: 256 এমবি DirectX 9.0 সি-সামঞ্জস্যপূর্ণ বা উচ্চতর (NVIDIA GeForce 8/9/100/200/300/400/500 সিরিজ বা ATI RADEON এইচডি 4800 / এইচডি 5000 / এইচডি 6000 সিরিজ)
- ডিস্ক স্পেস: 8 জিবি
এখানে যে ২ডি পিসি গেম নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোর কন্ট্রোল খুবই সোজা এবং সবগুলো গেমের জোস গ্রাফিক্স ও গেমপ্লে সবার ভালো লাগবে। প্রতিটি গেমই খুবই উত্তেজনাকর, মন মাতানো। তো আর দেরী কিসের? হাতে যদি অনেক সময় পড়ে থাকে বা উইকেন্ডে যদি কোন প্ল্যান না থাকে তাহলে এখনই নিয়ে নিন গেমগুলো শেষ করার চ্যালেঞ্জ।
Leave a Reply