গুগল এর ব্যাপারে জানেন না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। কোন তথ্য খুঁজে পাচ্ছেন না? গুগলে সার্চ করুন। কোন শব্দের অর্থ মনে পড়ছে না? গুগল তো আছেই। রাস্তা হারিয়ে ফেলেছেন? আরে! গুগল ম্যাপ আছে তো কীসের ভয়? এমনই অনেক প্রয়োজনে আমরা প্রতিদিন গুগল ব্যবহার করে থাকি। কোন প্রশ্নের উত্তর বা অনলাইনে তথ্য অনুসন্ধান করার ক্ষেত্রে গুগল হতে পারে আপনার সেরা বন্ধু। এ-সব ব্যবহার ছাড়াও রয়েছে কিছু প্রয়োজনীয় গুগল অ্যাপস।
আমরা প্রায় সকলেই কোন না কোন গুগল অ্যাপ যেমন জিমেইল, গুগল ক্রোম ব্যবহার করে থাকি। যদিও লাখ লাখ মানুষ প্রতিদিনই গুগল ব্যবহার করে, কিন্তু খুব অল্পসংখ্যক ব্যবহারকারীই এটির সকল পরিসেবা সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারে। প্রকৃতপক্ষে, এই টেক জায়ান্টের রয়েছে অনেকগুলি পরিসেবা, অ্যাপ্লিকেশন এবং বৈশিষ্ট্য যা অনেকের জানা নেই। চলুন, আজ জানা যাক।
প্রয়োজনীয় গুগল অ্যাপস
গুগলের এমন কিছু অ্যাপস নিয়ে আজকে আলোচনা করা হলো যেগুলো আপনার জীবনযাত্রাকে আরোও সহজ করে দিতে পারবে।
১। গুগল ট্রান্সলেট অ্যাপ
আপনি কি এমন ধরনের ব্যক্তি যারা ভ্রমণ করতে ভালবাসেন? তাহলে তো আপনি খুব ভাল করেই জানেন একটি নতুন দেশে গিয়ে তাদের ভাষা না বলতে পারাটা কতটা কঠিন। আপনার এই অসুবিধা দূর করার জন্য রয়েছে গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশন। নামের মতোই এই অ্যাপ্লিকেশনটি যে কোনো শব্দের অনুবাদ করতে সাহায্য করবে।
অনুবাদ করার জন্য প্রয়োজনীয় টেক্সটিকে আপনার ক্যামেরার নিচে আনুন। অ্যাপ্লিকেশনটি তাৎক্ষণিকভাবে ৩০টিরও বেশি ভাষায় আপনার টেক্সটিকে অনুবাদ করবে, এটি সত্যিই আপনাকে অনেক সাহায্য করবে।
২। গুগল কিপ
আপনার কি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে না পারার সমস্যা আছে? যদি উত্তর হ্যা হয়, তবে এখন থেকেই গুগল কিপ ব্যবহার করা শুরু করুন। উজ্জ্বল এবং রঙিন নোট তৈরির জন্য এটি নিখুঁত একটি অ্যাপ।
এটা টু ডু তালিকার ডিজিটাল এবং রঙিন সংস্করণ। আপনি এখন আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজের তারিখ এবং সময় সেট করে রাখুন আর নিশ্চিত থাকুন। এখন থেকে তাহলে আর কোন ইভেন্ট বা টাস্ক মিস হচ্ছে না!
৩। গুগল সাউন্ড সার্চ
রেডিওতে একটি গান শুনেছেন কিন্তু আপনি তার নাম জানেন না? কিংবা আপনার মনে কোন মিউজিক আছে কিন্তু আপনি নাম মনে করতে পারছেন না? তাহলে সমস্যা কি? আপনার জন্য রয়েছে গুগল সাউন্ড সার্চ যেটি এই ধরনের সুর খুঁজে বের করার অ্যাপ্লিকেশন।
আপনি শুধু মিউজিকটি প্লে করে অ্যাপ্লিকেশনটি চালু করুন। এটি গান বা সুর বিশ্লেষণ করে এবং এটির নাম দেখায়। তাহলে এই প্রয়োজনীয় গুগল অ্যাপস আরও একটি সমস্যা সমাধান করে দিল।
৪। জিমেইলিফাই
এই অ্যাপটি আপনার সমস্ত ইমেইল অ্যাকাউন্টের ইমেইল একসাথে দেখাবে। জিমেইলিফাই আপনার ইয়াহু! মেইল বা হটমেইল এবং জিমেইলের ইনবক্সগুলিকে একটি ইনবক্সে একসাথে দেখাবে।
এমনকি, আপনার জিমেইল অ্যাকাউন্ট না থাকলেও এটি কাজ করে। শুধু এই অ্যাপ্লিকেশনটি ওপেন করুন, আপনার ইমেইল অ্যাকাউন্টগুলিতে সাইন ইন করুন এবং জিমেইলিফাই করে সকল ইমেইল একসাথে দেখুন।
৫। টাইমার
৫মিনিট পরে কোন কাজ করতে হবে কিন্তু মোবাইল খুঁজে পাচ্ছেন না যে টাইমার সেট করবেন। সমস্যা নেই গুগলেও রয়েছে টাইমার সেট করার সুযোগ।
টাইমার একটি এলার্ম অ্যাপ্লিকেশন। আপনি যে কোনও সময়ের জন্য টাইমার সেট করতে পারেন এবং স্টার্ট দিলেই টাইমারটি চালু হয়ে যাবে। আপনার দেওয়া সময় শেষ হয়ে গেলে আপনি এলার্ম শব্দ শুনতে পাবেন।
৬। গুগল ফিট
গুগল ফিট আপনাকে আপনার সারাদিনের বিভিন্ন কাজ যেমন হাঁটা, দৌঁড়ানো, সাঁতার এমনকি সারা দিনে সিঁড়ির দিয়ে উঠা থেকে শুরু করে আরও অনেক কিছু ট্র্যাক করতে সহায়তা করে। এটি ব্যবহার করে আপনি নিজের জন্য লক্ষ্যগুলি সেট করতে পারেন এবং গুগল ফিট আপনাকে জানিয়ে দিবে যে আপনার লক্ষ্যগুলি আপনি কতটুকু সম্পূর্ণ করেছেন।
আপনি ক্ষয়কৃত ক্যালোরিরর পরিমাণ, কতটুকু দূরত্ব অতিক্রম করতে চান বা সময় ভিত্তিক লক্ষ্য নির্ধারণ করতে পারেন। আপনি যা পছন্দ করেন সেই কাজের উপর ভিত্তি করে আপনি কাস্টম লক্ষ্যও সেট করতে পারেন, এটি জিম এ প্রশিক্ষণ ক্রিকেট, ফুটবল বা বাস্কেটবল খেলাকে কেন্দ্র করেও সেট করা যায়।
৭। ক্রোম রিমোট ডেস্কটপ
প্রয়োজনীয় গুগল অ্যাপস এর তালিকায় এই অ্যাপটি আপনাকে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন ডিভাইস বা ট্যাবলেট ব্যবহার করে নিরাপদে আপনার ডেস্কটপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। একবার সংযুক্ত হলে, যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনার পিসি নিয়ন্ত্রণ করতে পারবেন।
এটি ব্যবহার করাও খুব সহজ। আপনি সহজেই সংযোগের জন্য অ্যাপ্লিকেশনটি খোলার পরে দেওয়া ২ ধাপের নির্দেশ অনুসরণ করতে পারেন। আর হ্যাঁ, এই তালিকার অন্যান্য সমস্ত অ্যাপসগুলির মত, গুগল আপনাকে এটিও বিনামূল্যেই দেয়।
৮। গুগল ফন্টস
এটি একটি ফন্ট লাইব্রেরি যা আপনাকে আপনার পছন্দের ফন্ট খুঁজে পেতে সাহায্য করে। সরাসরি কপি এবং পেস্টের পাশাপাশি আপনার পছন্দসই ফন্টের মধ্যে টেক্সট বসানোরও বিকল্প সুযোগ এতে রয়েছে।
৯। গুগল স্কাই
আপনি আপনার চারপাশের রাস্তা খুঁজে বের করতে গুগল ম্যাপের সম্পর্কে শুনেছেন। কিন্তু গুগল স্কাই এর মাধ্যমে আপনি বাহ্যিক স্থান দেখতে পারেন। এমনকি, আপনার মনে হবে আপনি যেন সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করছেন।
ছবিগুলোর মান যেমন ভালো তেমনি সম্পূর্ণ বিবরণসহ এটি দেখানো হয়। আপনি মিল্কিওয়ে, ছায়াপথ এবং আমাদের গ্রহের বাইরের বিশ্ব সম্পর্কে আরও জানতে পারবেন। নতুন কিছু শিখার ক্ষেত্রে এটি অনেক ভালো একটি উপায়।
১০। গুগল গগলস
যদি আপনি তাদের একজন হন যারা তাদের কৌতূহল ধরে রাখতে পারে না, তাহলে গুগল গুজ্ঞলস আপনাকে সাহায্য করবে। এই অ্যাপ্লিকেশনটি খুলুন, একটি ল্যান্ডমার্ক, পেইন্টিং, বার, কিউআর কোড বা একটি জনপ্রিয় চিত্রের দিকে আপনার ক্যামেরাটি পয়েন্ট করুন এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করে একটি ফটোতে ক্লিক করুন।
অ্যাপটি ইমেজ স্ক্যান করে, বিশ্লেষণ করে এবং যদি গুজ্ঞলস এর ডেটাবেসে ঐ জিনিস সম্পর্কে তথ্য থাকে তবে এই প্রয়োজনীয় গুগল অ্যাপস আপনাকে তা দেখায়।
এটি ব্যবহার করা খুবই সহজ এবং দরকারী হতে পারে যদি আপনি আপনার সামনে কিছু দেখে আশ্চর্য হন। হয়তো আপনি এটি সম্পর্কে জানেন না অথবা হয়তো আপনি শুধু দেখার জন্য নয় বরং এর সম্পর্কে তথ্য জানতে আগ্রহী। তখন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করুন এবং আপনার জ্ঞানের তৃষ্ণা মেটান।
১১। গুগল আর্টস এন্ড কালচার
এখন জানবো এমন একটি অ্যাপের ব্যাপারে যেটি অতীতের সাথে আমাদের এক করেছে। গুগল এর আর্টস এন্ড কালচার অ্যাপ্লিকেশনটি আপনাকে বিভিন্ন স্থানের সন্ধান করতে এবং বিশ্বজগতের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। অ্যাপটি সারা পৃথিবীর ৭০ টি দেশের ১২০০ আন্তর্জাতিক জাদুঘর, গ্যালারি এবং প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক সামগ্রী তৈরি করেছে।
শত শত হাজার হাজার শিল্পকর্ম, ছবি, বিভিন্ন লিখিত প্রাচীন পুঁথি এবং শিল্প ও সংস্কৃতির চিত্র এখানে রয়েছে যা আপনাকে অতীতের পৃথিবী সম্পর্কে জানাবে। এমনকি আপনি বিশ্বব্যাপী বিভিন্ন জাদুঘর এবং ল্যান্ডমার্কের ভার্চুয়াল ট্যুরও নিয়ে নিতে পারেন।
১২। গুগল ওয়ালপেপারস
এই শেষ নির্বাচনটি আসলে এমন একটি অ্যাপ্লিকেশন যা গুগলের ওয়ালপেপার-পিকিং নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি আপনার অন্য কোনো ডিভাইস থাকে তবে আপনি এটি আপনার সিস্টেমের বিল্ট-ইন ওয়ালপেপার পিকারের জন্য আপগ্রেড হিসাবে বিবেচনা করতে পারেন।
কয়েকটি জনপ্রিয় ওয়ালপেপার হলো আর্থ, ন্যাচারাল সিনারি,ল্যান্ডস্কেপ ইত্যাদি। একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এটি আপনার ডিভাইসকে কতটা সুন্দর করে তুলেছে।
এখানে আলোচনা করা হলো বিভিন্ন প্রয়োজনীয় গুগল অ্যাপস নিয়ে। এগুলোর মধ্যে অনেকগুলোই হয়তো আপনার জানা নেই। তাই চাইলে আপনিও এগুলো ব্যবহার অনেক সমস্যার সহজ সমাধান পেয়ে যেতে পারেন। আপনি জানুন এবং অন্যদের জানানোর জন্য এখনই শেয়ার করুন।
Leave a Reply