আমরা সবাই বাজেটের সেরা স্মার্টফোন কিনতে চাই। বাজারে বিভিন্ন ফোনের ছড়া-ছড়িতে কোন ফোনটা আপনার জন্য সেরা সেটা অনেকেই বুঝে উঠতে পারে না। আর যদি আপনার বাজেট ১০-১৫ হাজার টাকা হয়, তাহলে তো কথাই নেই। বেশিরভাগ ফোন কোম্পানি এই বাজেটের স্মার্টফোন ক্রেতাদের নজরে রেখে বাজারে ফোন নিয়ে আসে।
তাই, এই বাজেটের ফোন ক্রেতারা বাজারে থাকা বিভিন্ন ধরনের স্মার্টফোনে দেখে দ্বিধাই পড়ে যায়। তাই, আজকে জানবো বাজেটের সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে। আর এগুলোর মধ্যে থাকবে মূলত ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার ভেতরে থাকা স্মার্টফোনগুলো। আপনার বাজেট যদি ১০ হাজারের বেশি না হয়, তবে আপনি ১০ হাজারের ভেতর ১০টি ভাল স্মার্টফোন দেখতে পারেন।
ইতিমধ্যে নতুন কিছু স্মার্টফোন ব্র্যান্ড খুব কম দামে অনেক বেশি আর ভালো ভালো সব ফিচার দিয়ে স্মার্টফোন বাজারে ও বাজেট স্মার্টফোন ক্রেতাদের মনে ভালো জায়গা তৈরি করে নিয়েছে। তাদের মধ্যে Realme ও Xiaomi প্রায় সবার কাছে পরিচিত। তবে আজকে Realme ও Xiaomi ছাড়াও বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ডের ১০-১৫ হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোনগুলো নিয়ে আলোচনা করবো।
১০-১৫ হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন কোনগুলো
যাদের বাজেট মূলত ১০ থেকে ১৫ হাজার টাকা, তাদের জন্যেই আমাদের এই আয়োজন। কিন্তু যাদের বাজেট খুবই সীমিত, তারা কি বঞ্চিত হবেন? না। তাদের জন্যে রয়েছে ৮ হাজারের ভেতর ১০টি ভাল স্মার্টফোন। এগুলো যদি পছন্দ না হয় আর আপনার বাজেট যদি দশের বেশি হয়, তবে নিচের ফোনগুলো দেখতে পারেন।
১। Realme 5s
ডিসপ্লে: 6.5 Inch LCD (720X1600px) ডিসপ্লে সাথে থাকছে Corning Gorila Glass 3+ এর প্রটেকশন।
প্রসেসর: Snapdragon 665 (11nm) Octa-core 2.0GHz
ক্যামেরা: কোয়াড ক্যামেরা
- 48MP (Wide) Sumsung GM-1 সেন্সর (প্রাইমারি)
- 8MP (Ultrawide)
- 2MP (Micro)
- 2MP (Depth)
- 13MP (ফ্রন্ট ক্যামেরা)
র্যাম ও স্টোরেজ: 4Gb, 64Gb
ব্যাটারি: 5000MAH সাথে 10W এর ফাস্ট চার্জিং
সেন্সর: Fingerprint (rear-mounted), Accelerometer, Gyro, Proximity, Compass
দাম: ১৫০০০ টাকা।
সব মিলেয়ে পারফেক্ট একটা প্যাকেজ। কোয়াড ক্যামেরার পাশাপাশি থাকছে 5000MAH এর বিশাল ব্যাটারি ও ফাস্ট চার্জিং। যা মিডিয়াম ইউজে কোন সমস্যা ছাড়াই এক দিনের বেশি চলবে। তাছাড়া, Snapdragon 665 প্রসেসর দ্বারা PUBG এর মতো হেভি গেম মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন। যারা মূলত মিডিয়াম গেমিং এর পাশাপাশি একটা ভালো ক্যামেরা ফোন খুঁজছেন, তারা এই ফোনটি নিতে পারেন।
২। Tecno Camon 12 Pro
ক্যামেরা: ট্রিপল ক্যামেরা
- 16MP(প্রাইমারি)
- 8MP
- 2MP (Depth)
- 32MP (ফ্রন্ট ক্যামেরা)
ডিসপ্লে: 6.35 Inch AMOLED (720X1600px)
প্রসেসর: Mediatek Helio P22 (12nm) Octa-core 2.0GHz
র্যাম ও স্টোরেজ: 6Gb ও 64Gb
ব্যাটারি: 3500MAH সাথে 10W এর ফাস্ট চার্জিং
সেন্সর: Fingerprint (under display, optical), Accelerometer, Proximity
দাম: ১৪৫০০ টাকা।
যারা সেলফি তুলতে ভালোবাসেন, তারা এ ফোনটি নিশ্চিন্তে নিতে পারেন। এতে রয়েছে ৩২MP সেলফি সুটার যা খুব ভালো আর ব্রাইট ইমেজ ক্যাপচার করে। আবার এই বাজেটে এটিই একমাত্র ফোন যাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। যা Tecno Camon 12 Pro ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। Amoled Display ভিডিও ওয়াচিং খুব ভালো এক্সপেরিয়ান্স দিবে। তাছাড়া, Mediatek Helio P22 প্রসেসর দিয়ে রেগুলার সব কাজের পাশাপাশি হালকা গেমিংও করতে পারবেন।
৩। Vivo U20
ডিসপ্লে: 6.53 Inch LCD (1080 X 2340px)
র্যাম ও স্টোরেজ: 4Gb, 64Gb
প্রসেসর: Snapdragon 675 (11nm) Octa-core 2.0GHz
ক্যামেরা: ত্রিপল ক্যামেরা
- 16MP (প্রাইমারি)
- 8MP (Ultrawide)
- 2MP (Micro)
- 13MP (ফ্রন্ট ক্যামেরা)
ব্যাটারি: 5000MAH সাথে 18W এর ফাস্ট চার্জিং
সেন্সর: Fingerprint (rear-mounted), Accelerometer, Proximity, Compass
দাম: ১৫০০০ টাকা।
আকর্ষণীয় এ ফোনটিতে থাকছে ৬৭৫ এর প্রসেসর যার প্রোসেসিং অনেক ভালো। তাছাড়া 5000MAh এর ব্যাটারির ও 18W এর ফাস্ট চার্জিং। ভালো ছবি তোলার পাশাপাশি রেগুলার প্রায় সব কাজই এই ফোনে ভালোভাবে করতে পারবেন।
৪। Redmi 8
প্রসেসর: Snapdragon 439 (12nm) Octa-core 2.0GHz
ডিসপ্লে: 6.22 Inch LCD (720 X 1520px) ডিসপ্লে সাথে থাকছে Corning Gorila Glass 5 এর প্রটেকশন।
ব্যাটারি: 5000MAH সাথে 18W এর ফাস্ট চার্জিং।
ক্যামেরা: ডুয়াল ক্যামেরা
- 12MP (প্রাইমারি)
- 2MP (Depth)
- 8MP (ফ্রন্ট ক্যামেরা)
র্যাম ও স্টোরেজ: 3Gb, 4Gb / 32Gb, 64Gb
সেন্সর: Fingerprint (rear-mounted), Accelerometer, Proximity, Compass
দাম: 3/32 – ১৩৯৯৯ টাকা, 4/64 – ১৪,৯৯৯।
গ্রেডিয়ান্ট ডিজাইনের গ্লাস ফ্রন্ট ও ব্যাক সম্বলিত এই ফোনটি প্রথম নজরেই আপনার মন কেড়ে নিবে। ফোনের ফ্রন্ট ও ব্যাকে রয়েছে Corning Gorila Glass 5 এর প্রটেকশন যা পড়ে ভেঙ্গে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। ফাস্ট চার্জিং এর পাশাপাশি 5000MAH এর বড় ব্যাটারির ফলে রেগুলার বা হেভি ইউজে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন।
৫। Umidigi A5 Pro
ডিসপ্লে: 6.3 Inch FHD+ LTPS Display (1080 X 2280px)
স্টোরেজ ও র্যাম: 4Gb এবং 32Gb
প্রসেসর: Mediatek P23, Octa-core 1.8GHz
ক্যামেরা: ট্রিপল ক্যামেরা
- 16MP (প্রাইমারি)
- 8MP (Ultrawide)
- 5MP (Depth)
- 16MP (ফ্রন্ট ক্যামেরা)
ব্যাটারি: 4150MAH সাথে 10W এর ফাস্ট চার্জিং।
সেন্সর: Fingerprint (rear-mounted), Proximity Sensor, Ambient Light Sensor, Accelerometer, Gyroscope, Electronic Compass
দাম: ১১, ৯৯৯ টাকা।
কিছুদিন আগে স্মার্টফোন বাজারে আসা এই স্মার্টফোন ব্র্যান্ডটি খুব ভালো ভালো ফোন বাজারে নিয়ে এসেছে যার মধ্যে Umidigi A5 Pro একটি। ভালো ক্যামেরা, ভালো ব্যাটারির পাশাপাশি রয়েছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং। 1.8GHz এর Octa-core প্রসেসর দিয়ে তৈরি এই ফোনটি দিয়ে রেগুলার প্রায় সব কাজ করতে পারবেন।
৬। Vivo U10
প্রসেসর: Snapdragon 665 (11nm) Octa-core 2.0GHz
সেন্সর: Fingerprint (rear-mounted), Accelerometer, Proximity, Compass
ডিসপ্লে: 6.35 Inch Super Amoled (720X1544px)
ক্যামেরা: ত্রিপল ক্যামেরা
- 13MP (প্রাইমারি ক্যামেরা)
- 8MP (Ultrawide)
- 2MP (Depth)
- 8MP (ফ্রন্ট)
র্যাম ও স্টোরেজ: 3Gb, 4Gb / 32Gb, 64Gb
ব্যাটারি: 5000MAH সাথে 18W এর ফাস্ট —
দাম: 3Gb/32Gb – ১১৫০০ টাকা, 4Gb/64Gb – ১৩,৫০০ টাকা।
Vivo U10 হলো Vivo U20 এর ছোট ভাই। প্রসেসর ছাড়া এদের মধ্যে প্রায় সব কিছুই এক। এই দামে ভালো প্রসেসর, সুপার এমোলেড ডিসপ্লে, 5000MAH এর ব্যাটারির পাশাপাশি ১৮ ওয়াটের ফাস্ট চার্জের সাপোর্ট আছে। যা এই ফোনটিকে বাজেটের সেরা স্মার্টফোনগুলোর একটি করে তুলেছে।
৭। Realme 3 Pro
ডিসপ্লে: 6.3 Inch LCD(1080X2340px) ডিসপ্লে সাথে থাকছে Corning Gorila Glass 5 এর প্রটেকশন।
প্রসেসর: Snapdragon 710 (10nm) Octa-core 2.2GHz
ক্যামেরা: ডুয়াল ক্যামেরা
- 16MP (প্রাইমারি)
- 5MP (Depth)
- 25MP (ফ্রন্ট ক্যামেরা)
র্যাম ও স্টোরেজ: 4Gb ও 64Gb
ব্যাটারি: 4045MAH সাথে 20W এর ফাস্ট চার্জিং।
সেন্সর: Fingerprint (rear-mounted), Accelerometer, Gyro, Proximity, Compass
দাম: ১৫০০০ টাকা।
মিডরেঞ্জ গেমারদের জন্য খুব ভালো একটি ফোন। Snapdragon 710 প্রসেসর থাকছে এই ফোনে যা এই বাজেটের কোন ফোনেই নেই। 4045MAH এবং ২০ ওয়াটের ফাস্ট চার্জিং যা মিডরেঞ্জ গেমারদের জন্য পারফেক্ট প্যাকেজ। আপনি যদি গেম খেলতে পছন্দ করেন, তাহলে এই ফোনটি নিতে পারেন।
৮। Tecno Spark 4
ডিসপ্লে: 6.52 Inch LCD (720X1560px)
প্রসেসর: Mediatek Helio P22 (12nm) Octa-core 2.0GHz
র্যাম ও স্টোরেজ: 3Gb, 32Gb
ক্যামেরা: ত্রিপল ক্যামেরা
- 13MP (প্রাইমারি)
- 8MP (ফ্রন্ট ক্যামেরা)
ব্যাটারি: 4000MAH
সেন্সর: Fingerprint (rear-mounted), Accelerometer, Proximity, Compass
দাম: ১০৯০০ টাকা
বাজেটের মধ্যে প্রায় সবকিছু রয়েছে এই ফোনে। ত্রিপল রেয়ার ক্যামেরার, ভালো ব্যাটারি ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। যা এই বাজেটে সচরাচর পাওয়া না। তাছারা ব্যবহারিত প্রসেসর দারা ডে টু ডে সব কাজের পাশাপাশি টুকটাক গেমিংও করতে পারবেন।
৯। Infinix Hot 8
ডিসপ্লে: 6.6 Inch LCD(720X1600px)
প্রসেসর: Mediatek Helio P22 (12nm) Octa-core 2.0GHz
ব্যাটারি: 5000MAH
ক্যামেরা: ত্রিপল ক্যামেরা
- 13MP (প্রাইমারি)
- 2MP (Depth)
- QVGA (Low Light Sensor)
- 8MP (ফ্রন্ট ক্যামেরা)
র্যাম ও স্টোরেজ: 4Gb, 64Gb
সেন্সর: Fingerprint (rear-mounted), Accelerometer, Proximity, Compass
দাম: ১২০০০ টাকা।
আকর্ষণীয় গ্লাস ফ্রন্ট অ্যান্ড ব্যাক ডিজাইনের এই ফোনটি দেখতে যেমন সুন্দর এর পারফরমেন্সও তেমন ভালো। ত্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে লো-লাইট সেন্সর ব্যাবহার হওয়ায় যার কারণে লো-লাইটে ভালো ছবি তুলতে পারবেন ফোনটি দিয়ে। 5000MAH ব্যাটারি হওয়ায় রেগুলার ইউজে আশাকরি ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করতে হবে না।
১০। Samsung M10s
ডিসপ্লে: 6.4 Inch Super Amoled(720X1560px)
প্রসেসর: Exynos 7885 Octa-core 1.6GHz
ক্যামেরা: ডুয়াল ক্যামেরা
- 13MP (প্রাইমারি)
- 5MP (Ultra wide)
- 8MP (ফ্রন্ট ক্যামেরা)
র্যাম ও স্টোরেজ: 3Gb, 32Gb
ব্যাটারি: 4000MAH
সেন্সর: Accelerometer, Gyro, Proximity, Compass
দাম: ১০০০০ টাকা।
আপনি যদি বেশিরভাগ টাইম ফোনে ভিডিও দেখে থাকেন, তাহলেই এই ফোনটি আপনার জন্য। এতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে তার দ্বারা 3D গেম ভালোভাবে খেলতে না পারলেও 2D গেমগুলো ভালোভাবেই খেলতে পারবেন। এ রকম কিছু কাহিনী নির্ভর টু-ডি মোবাইল গেম খেলতে পারেন। তবে, এতে Super Amoled ডিসপ্লে থাকায় ভিডিও এক্সপেরিয়ান্স খুব ভালো হবে এবং ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন এই ফোন থেকে।
শেষ কথা
আজকে আমারা জানতে পারলাম ১০-১৫ হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন কোনগুলো। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর্টিকেলটি শেয়ার করে আপনার বন্ধুদের এই বাজেটের সেরা স্মার্টফোনগুলো সমন্ধে জানাতে ভুলবেন না।
Leave a Reply