সদ্য প্রতিষ্ঠিত একটি কোম্পানীর জন্যে লোগো ডিজাইন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে অংশ নিতে পারেন আপনিও, যদি আপনার মধ্যে ব্যতিক্রমী আইডিয়া, সৃজনশীলতা এবং লোগো সম্পর্কে ভাল কনসেপ্ট থেকে থাকে।
কোম্পানীর নাম: Palli Khaamar Agro Ltd
মোটো: মোটো ঠিক করা হয়নি। তবে, ডিজাইনার চাইলে মোটো যুক্ত করতে পারেন।
কোম্পানীর ধরণ: এগ্রো বিজনেস
কোম্পানীর অন্যান্য শাখা: রিয়েল এস্ট্রেট, আমদানি-রপ্তানি, আইটি বিজনেস, ইত্যাদি।
কোম্পানীর মূল ফোকাস: এগ্রো বিজনেস
লোগোর কনসেপ্ট: উন্মুক্ত, যে কোনও কনসেপ্ট অ্যাপ্লাই করা যাবে। তবে, এমন যেন না হয় যে লোগো কেবল এগ্রো বিজনেসকেই হাইলাইট করে। বরং, এমন হওয়া চাই যে, এই লোগোর আন্ডারে যে কোনও বিজনেসই করা যাবে। মূল বিষয় হচ্ছে, লোগোটি দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হতে হবে।
নিজস্ব আইডিয়া: লোগোর জন্যে কোম্পানী তাদের নিজস্ব কোন আইডিয়া শেয়ার করবে না। ডিজাইনারকেই আইডিয়া জেনারেট করতে হবে।
লোগোর টেক্সট্: ইংরেজী
লোগোর ব্যবহার: লোগো ব্যবহার হবে কোম্পানীর ভিজিটিং কার্ড, প্যাড, মানি রিসিট, ওয়েবসাইট, ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজে।
ডিজাইন রিকোয়্যারমেন্ট: লোগো হতে হবে ট্রান্সপারেন্ট যা যে কোন ব্যাকগ্রাউন্ডেই সেট হয়ে যাবে।
লোগো সাইজ: বিভিন্ন প্লাটফর্মে বিভিন্ন সাইজ হবে। সুতরাং, লোগোর সাইজ এমন থাকা চাই যাতে প্রয়োজনমত ছোট-বড় করে নেয়া যায়।
প্রতিযোগীতায় যারা অংশ নিতে পারেন: বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে কোন প্রফেশনাল ডিজাইনার অংশ নিতে পারবেন। বিশেষ করে, লোগো ডিজাইনে এক্সপার্ট যারা, তাদের অগ্রাধিকার থাকবে। তবে, অংশ নিতে পারবেন যে কোন আর্ট শিল্পী, চারুকলার ছাত্র, গ্রাফিক্স ডিজাইনার।
যোগ্যতা: বিশেষ কোন যোগ্যতার, বিশেষ করে অ্যাকাডেমিক যোগ্যতার প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে লোগো ডিজাইনে পূর্ব অভিজ্ঞতা।
ডিজাইনের সময়কাল: ১৫ দিন।
প্রথম কাজ: এ লেখাটিতে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান এবং আপনার সম্পর্কে আমাদের কিছুটা ধারণা দিন।
দ্বিতীয় কাজ: প্রাইমারি ডিজাইন কনসেপ্ট ঠিক করুন এবং আপনার ডামি ডিজাইন আমাদের সঙ্গে শেয়ার করুন।
নির্বাচন প্রক্রিয়া: যাদের ডামি ডিজাইন আমাদের পছন্দ হবে, তারাই কেবল মূল প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন। আর মূল প্রতিযোগীতার জন্যে নির্বাচিত সবাইকে ডামি ডিজাইনটাকে ফাইনাল করতে বলা হবে। তবে, এর মানে এই নয় যে, ফাইনাল ডিজাইন করলেই প্রতিযোগীতায় নির্বাচিত হয়ে যাবেন। মূল প্রতিযোগীদের থেকে আমরা ৫টি লোগো নির্বাচন করবো। আর সেগুলোর উপর কোম্পানীর সঙ্গে সংশ্লিষ্ট সকল এবং আমাদের পাঠকদের ভোট গ্রহণ করবো। এর মাঝে কোম্পানীর মালিক পক্ষের লোকজনের ভোট থেকে মার্কস্ থাকবে ৭০ আর আমাদের পাঠকদের ভোট থেকে নির্ধারিত মার্কস্ ৩০। মোট ১০০। এর মাঝে যে লোগোটি অধিকাংশ ভোট/ মার্কস্ পাবে, সেটিই নির্বাচিত বলে বিবেচিত হবে এবং ডিজাইনার পুরস্কার হিসেবে সন্মানি পাবেন।
সন্মানি: ৫ হাজার টাকা।
বাকী ডিজাইনার যা পাবেন: যিনি প্রতিযোগীতায় প্রথম হবেন, তিনি ৫ হাজার টাকা পাবেন। আর তিনিসহ বাকী ৪ জনের লোগো, ডিজাইন কোয়ালিটি এবং ডিজাইনারদের প্রপেশনাল লাইফ নিয়ে আমরা আমাদের এই ওয়েবসাইটে একটি ফিচার পাবলিশ করবো।
নোর্ট-১: নির্বাচিত ডিজাইনারকে অতিরিক্ত হিসেবে একটা ব্যানার ডিজাইন করে দিতে হবে। লোগোর কালারের সঙ্গে ম্যাচিং করে একটা সিম্পল ডিজাইনের ব্যানার হলেই চলবে। ব্যানারটি (একই ব্যানার) আমরা বিভিন্ন সোশ্যাল পেজে ব্যবহার করবো। শুধু সাইজ পরিবর্তণ হবে।
নোর্ট-২: প্রত্যেক প্রতিযোগীকে এই লেখাটি তাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে। অন্যথায়, প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন না।
Hey dear,
I am interested in joining & designing the logo for this company.
Hello Rasel Parvez Raz, thanks for showing the interest you feel for joining this contest. We hope you will give us great-looking logo. Thanks in advance.
আমি একজন প্রফেশনাল গাফিক্স ডিজাইনারর। মিরপুর-10 নং এ আমার বিসনেস পয়েন্ট। আমার ব্যবসার নাম ’ডিজাউন স্টুডিও’। স্কিন প্রিন্টসহ সব ধরনের ডিজাইন আমরা করে থাকি। আপনাদের পৃুরস্কার মুখ্য বিষয় নয়, আপনাদের সাথে একটা ভাল নেটওয়ার্ক তৈরি যেন এই কাজটার মাধ্যমে হয়, আমি লোগোটা ডিজাইন করতে চাই।
স্বাগতম, নজরুল শুভ। আপনার আগ্রহ আমাদেরকে উৎসাহিত করছে। সেই সাথে পুরস্কারকে গুরুত্ব না দিয়ে নেটওয়ার্ক তৈরির বিষয়টিকে প্রাধান্য দেয়ায় আমাদের খুব ভাল লেগেছে। আমরা আপনার কাছ থেকে সুন্দর একটি লোগো আশা করছি। আপনার ডিজাইন করা হয়ে গেলে, অন্যদের কমেন্টে দেয়া আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয় দিন।
Dear concern
I have sent logo file. If you get inform me. thanks
Thank you, Selim Sharier, we have received your design. Please wait until we get all logos from all competitors.
Interested to join, may I know the procedure, please?
You are welcome, Farjana Ferdousi Tamanna. The first procedure is to confirm us by leaving a comment here what you have already done. Next procedure is to give attention to the design of the logo with the idea you have. Then, send us over emails which we have given in replying other’s comment.
Interested, What next?
Welcome, Joysen Das. Next is to start, finish & send us the dummy.
Hello sir,
I’m sending you my design. Please check (tnigar127@gmail.com) email address. Thank you.
Hello Tahamina Nigar, we have got the dummy design you have sent. Please wait.