আগের নোটিশ বোর্ডে দেয়া আমাদের শর্তগুলো মেনে নিয়ে যারা হৈচৈ বাংলায় লেখালেখি করতে রাজী হয়েছেন, তাদের মধ্য থেকে আমরা যাদের নির্বাচিত করেছি, তারা হলেন-
- ১. রাশেদুল ইসলাম পাভেল
- ২. তাজওয়ার উচ্ছাস
- ৩. নাজমুস সাকিব
- ৪. ওমর ফারুক
- ৫. মাকসুদ
- ৬. মুনতাকিমুল আবেদীন
- ৭. জেসিকা জেসমিন
- ৮. হাছিবুল ইসলাম
- ৯. সোহেল রানা
- ১০. সুমাইয়া সিমি
- ১১. ওয়াসিফা জান্নাত
- ১২. এম এইচ মুন্না
আপনাদের সকলকে অভিনন্দন। আশা করি, আপনারা সবাই হৈচৈ বাংলাকে আপন করে নেবেন, ভালবাসার সিক্ত করে তুলবেন, সর্বোপরি অনলাইনটির পাঠকপ্রিয়তা তৈরির জন্যে নিজ নিজ অবস্থানে থেকে যতটুকু সম্ভব কাজ করে যাবেন।
যারা শর্তগুলো মেনে লিখতে রাজী হননি, তারা যদি কখনো সিদ্ধান্ত বদল করেন, তবে আমাদের জানাবেন, আমরা আপনাদের বিবেচনায় রাখবো।
যারা শর্ত মেনে লিখতে রাজী হয়েছেন অথচ আমরা যাদের সিলেক্ট করিনি, তারা মন খারাপ করবেন না। আমরা আপনাদের বিশেষ বিবেচনায় রেখেছি, দয়া করে অপেক্ষা করুন। আমরা আরো কিছু লেখক নির্বাচনের আওতায় রেখেছি, নির্বাচন প্রক্রিয়া শেষ হলে এখানেই জানিয়ে দেয়া হবে।
তাহলে, আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন পথচলা। এ পথচলায় যারা সঙ্গী হলেন, তাদের সবার জন্যে থাকলো অফুরাণ ভালবাসা।
নোট-১: আমরা নতুন রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছি, নতুন করে কেউ আর রেজিস্ট্রেশন করতে পারবে না। সেই সাথে, সাইটে লগইন করার অপশনটাও তুলে দিয়েছি। কাজেই, আপনারা আগে যেভাবে লগইন করতেন, এখন সেভাবে লগইন করতে পারবেন না। যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকে আমরা ফেসবুকের ইনবক্সে লগইন ইউআরএল দিয়ে দিচ্ছি। ওই ইউআরএল দিয়ে আপনারা লগইন করতে পারবেন। আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আগেরটাই থাকছে, শুধু লগইন লিংকটা চেঞ্জ হল।
নোট-২: যারা লিখতে রাজী হননি কিংবা আমরা যাদের নির্বাচন করিনি, তাদের মধ্যে যাদের বিল বাকী আছে, তারা ৫ তারিখ থেকে বিল জমা দেবেন। আমরা ওই দিন থেকেই আপনাদের বিল দিয়ে দেবো, ইনশাল্লাহ্।
অসংখ্য ধন্যবাদ, অন্তর ভাই। কৃতজ্ঞতাটা এখন অনেক বেশি বেড়ে গেল। জীবনের প্রথম কাজের একটা প্লাটফরম হিসেবে হৈচৈ বাংলার গুরুত্ব আমার কাছে কতোখানি সেটা বোঝানো কঠিন। আশা করি, সেই জায়গা থেকে এই পথযাত্রায় খুব সামান্য হলেও অবদান রাখতে পারব। 🙂
আর একটা প্রশ্ন ছিলো, গতো দুই তিন দিন ধরে ওয়েবসাইট এর যে চমৎকার থিমটি ছিলো, সেটি এখন আর নেই কেন? খুবই ভালো লাগছিলো। আবার কী সেটা ফিরে আসতে পারে?
আপনাকেও ধন্যবাদ, মাকসুদ। আমাদের ব্যক্তিগত পছন্দ সিম্পল ডিজাইন আর সাদাসিধা লুক। কিছু পাঠক, শুভাকাঙ্খী আর আপনাদের কয়েকজনের পরামর্শে আমরা ডিজাইন ও লে-আউট পরিবর্তণ করেছিলাম। কিন্তু এতে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। প্রথমতম, সাইটের লোড স্পিড বেড়ে গিয়েছে। বর্তমান ডিজাইনের লোড স্পিড অ্যাভারেজে ৯০ এর উপরে থাকে। আর ৪ দিন থাকা ডিজাইনের লোড স্পিড কমে ৬০ থেকে ৭০ এর নিচে নেমে গিয়েছে। অন্যদিকে, সাইটের র্যাংক পড়া শুরু হয়ে গিয়েছে। লোড স্পিড সাইটের অন্যতম একটা বড় ফ্যাক্টর। গত ৪ দিনে আমাদের অর্গানিক ভিজিটর অনেক কমে গিয়েছে। এছাড়া, আরো কিছু সমস্যা ফেস করেছি। তাই, আগের ডিজাইনেই চলে এলাম।
ভিজিটর হোম পেজে ল্যান্ড করে খুবই কম। ৯০ থেকে ৯৫% ভিজিটর ল্যান্ড করে একটা সিঙ্গেল পেজে। ওখান থেকে কেউ কেউ হোম পেজে যায়। কাজেই, হোম পেজের ডিজাইন বা লুক খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বর্তমান ডিজাইন যেমন সিম্পল, তেমনি আই-কম্পোর্টেবল। সবচেয়ে বড় কথা, এটি জেনেসিস ফ্রেমওয়ার্কের উপর ডিজাইন করা যা গুগলের চোখে অত্যন্ত পজিটিভ। এটাই থাক, ভবিষ্যতে অন্য চিন্তা করা যাবে।
লিখতে চাই হৈচৈ এ। আবার কবে থেকে রেজিস্ট্রেশন করা যাবে?
আপাতত: সুযোগ নেই ভাই, যখন রেজিস্ট্রেশন ওপেন হবে তখন জানতে পারবেন।
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলাই লেখালেখি নিয়ে পোষ্ট করার জন্য। আমিও একজন ফ্রিল্যান্সার, আপনাদের হৈচৈ বাংলার প্রতি আমার আর কৃতজ্ঞতা বেড়ে গেল। যারা নতুন বাংলা লেখা শুরু করতে চায় তাদের অনেক উপকার হবে আপনার এই পোষ্টটি পড়ে।
আপনাকেও অনেক ধন্যবাদ জামান ভাই। আপনিও একজন ফ্রিল্যান্সার জেনে ভাল লাগলো, আপনার অনেক সফলতা কামনা করি।
টি আই অন্তর ভাইয়া, আপনার সাথে কিছু কথা ছিলো, আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দেয়া যাবে???
আপনার মেল চেক করেন, আমার ফেসবুক প্রোফাইলের লিংক দেয়া আছে।
আমি হৈচৈ বাংলায় কাজ করতে চাই। আমার বাবা-মায়ের জন্যে আমার একটি লেখালেখির কাজ প্রয়োজন।
আমরা আবার নতুন লেখক নিচ্ছি। কাজেই, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটের ফেসবুক পেজের মাধ্যমে।
আপনাদের নোটিশবোর্ডে দেয়া নোটিশগুলো ভালোভাবে পড়েছি এবং লেখার জন্য আগ্রহ প্রকাশ করছি।
আপনার আগ্রহের জন্যে ধন্যবাদ, মুহাম্মাদ শামীম। আপনি কোন কোন ক্যাটেগরিতে লিখতে চান,তা আমাদের জানান। আর আমাদের ফেসবুক পেজ এর ইনবক্সে এসে আমাদের সঙ্গে কানেকটেড থাকুন। এখানেই আপনাকে টপিক দেয়া হবে।