যারা হৈচৈ বাংলায় নতুন লেখক হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, তাদের সবাইকে হৈচৈ বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা। যারা হৈচৈ বাংলার জন্যে তাদের প্রথম লেখাটি লিখে ফেলেছেন, তাদের জন্যে শুভকামনা। আর যাদের প্রথম লেখা ইতিমধ্যেই পাবলিশ করা হয়েছে, তাদেরকে অভিনন্দন।
আমাদের নোটিশ বোর্ড-৮ ও নোটিশ বোর্ড-৯ থেকে আপনারা অনেকেই জেনেছেন যে, আমাদের কিছু নিয়মিত এবং ফিক্সড্ লেখক রয়েছেন। আমরা আমাদের নিয়মিত লেখকদের পছন্দ করি, সন্মান করি এবং প্রায়োরিটি দেই।
একইভাবে, আমাদের লেখকরাও আমাদের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের সাইটের প্রতি তাদের নিখাদ মায়া-মমতা এবং ভালবাসা রয়েছে। আসলে, দীর্ঘদিন ধরে এক জায়গায় কাজ করলে নিজের অজান্তেই একটা মায়ার বন্ধন তৈরি হয়। কিন্তু পরিস্থিতির কারণে, কখনো না কখনো এই মায়া ছেড়ে দূরে চলে যেতে হয়।
আমাদের নিয়মিত লেখকদের মধ্যে একজন পড়াশুনার জন্যে জাপানে চলে গিয়েছেন। ওখানে গিয়েও তিনি আমাদের সাইটে অনিয়মিতভাবে লিখবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু নতুন জায়গা, নতুন মানুষ, নতুন ভাষা আর নতুন উদ্যমে পড়াশুনার সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে তিনি এখন পর্যন্ত একটিও লেখা লিখতে পারেননি। আশা করি, অচিরেই তার কাছ থেকে নতুন লেখা পাবো।
আমাদের আরেকজন লেখক বাবা-মা’র সঙ্গে স্বপরিবারে অ্যামেরিকায় উড়াল দিয়েছেন। তারও সেই একই অবস্থা, এখন পর্যন্ত লেখার জন্যে সময় করতে পারেননি। তবে, নিয়মিত যোগাযোগ রাখছেন। আমরা তার কাছ থেকেও অচিরেই নতুন লেখা পাওয়ার আশা রাখি।
অন্যান্য লেখকদের মধ্যে কারো পরীক্ষা এসে পড়লে লেখা-লেখি বন্ধ হয়ে যায়। আমরাও চাপা-চাপি করি না, বরং উৎসাহ দেই। কারণ, পড়াশুনাটাই আগে, এখানে লেখা-লেখি তো অবসর সময়কে কাজে লাগানোর জন্যে। আবার, কেউ হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে লেখা বন্ধ থাকে, অসুস্থ্যতার উপর তো কারো হাত নেই।
যাইহোক, আপাতত আমরা পুরনো কিছু লেখকের শূন্যতার মধ্যে আছি।
নিয়মিত লেখকদের মধ্যে অন্যান্য যারা রয়েছেন, তাদের অনেকেই ছাত্র। আর প্রায়ই পরীক্ষার কারণে তাদের কিছু সময় লেখা বন্ধ রাখতে হয়।
তাই, আমরা নতুন কিছু লেখক নিচ্ছি। অনেকেই নতুন লেখক হিসেবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে রেজিস্ট্রেশন করেছেন। তাদের মাঝে কেউ কেউ লিখতেও শুরু করেছেন। আমরা ইতিমধ্যেই কারো কারো লেখা পাবলিশ করেছি।
যারা লিখেছেন, যাদের লেখা পাবলিশ হয়েছে এবং যাদের লেখা পেন্ডিং আছে, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি-
১. আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হইন, ইনবক্সে আপনার নাম্বার দিন। অনেকের নাম্বারই আমরা পেয়েছি, তাদের সাথে যোগাযোগও হয়েছে, তাদের তো আর দিতে হবে না। যাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ হয়নি, তারা নিজেদের নাম্বার দিন। আপনাদের প্রকাশিত কিংবা পেন্ডিং লেখা নিয়ে আপনাদের সাথে কথা বলা প্রয়োজন।
২. যে টপিকটি নিয়ে লিখবেন বলে ঠিক করেছেন, আগে সেটি আমাদের জানান। আমাদের ফেসবুক পেজের ইনবক্সে জানাবেন। তাহলে, আমরা আপনাকে রিলেটেড তথ্য দিয়ে সহযোগীতা করতে পারবো। এমনকি, টপিকটাকে কিভাবে রিচ করবেন, সে ব্যাপারেও আপনাকে সাহায্য করবো।
আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা প্রয়োজন। ইনশাল্লাহ্, প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ইনবক্সে কিংবা ফোনে কথা হবে। আশা করি, সবাইকে ইনবক্সে পাবো।
আমার একটা কন্টেন্ট লেখার কথা ছিলো । আমাকে টপিক ও দেয়া হয়েছিলো কিন্তু যোগাযোগ করতে না পারায় লেখাটি আর পোষ্ট করতে পারি নাই । এখন কি করনো ?
আশা করি জানাবেন । আমার ই মেইল :mdalamgir_2001@yahoo.com
ধন্যবাদ, মোহাম্মদ। আপনাকে কি টপিক দেয়া হয়েছিল সেটা তো জানাননি। আর যোগাযোগ করতে না পারারও তো কোনও কারণ নেই। আমাদের ফেসবুক পেজেই সবাই যোগাযোগ করে থাকে, আপনিও ইনবক্সেই যোগাযোগ করতে পারেন। যাইহোক, আপনার কমেন্টটার দিকে লক্ষ্য করেন; প্রত্যেকটা দাঁড়ির আগে একটা করে স্পেস দিয়ে রেখেছেন। সেই সাথে এখন কি করবো এর স্থলে লিখেছেন এখন কি করনো? আপনার লেখাটি যদি এ-রকম ভুল-ভ্রান্তিমুক্ত হয়, তবে লেখাটি সাইটে সাবমিট করে দিন অথবা ওয়ার্ড ফাইলটি আমাদের ইনবক্সে অ্যাটাস্ট করে দিন।
আমি হইচই এর হয়ে কাজ করতে আগ্রহী! পূর্বে পত্রিকা , বিশেষ করে পোর্টালগুলোতে ফিচার সেকশন সহ প্রায় সবগুলো সেকশনেই অবদান রাখার চেষ্টা করেছি! দ্বিতীয় বই অনুবাদের জন্য সবকিছু থেকে বিরতিতে ছিলাম! আবার নতুন করে শুরু করতে চাই! জানাবেন!
ধন্যবাদ, নিয়াজ মাহমুদ সাকিব। আপনার অভিজ্ঞতা নিয়ে আমাদের সাইটে শুরু করতে পারেন।
আমি, রবিউল ইসলাম রাজ, আপনাদের এখানে লেখালেখি করতে চাই। সুযোগ পাবো কি?
ধন্যবাদ, রবিউল ইসলাম রাজ। নিশ্চয়ই সুযোগ পাবেন। আপনি আমাদের এখানে লেখা-লেখি শুরু করতে পারেন, আমাদের দিক থেকে কোনও অসুবিধা নাই। আর প্রমোশনাল লিংকটি ফেলে দেয়ার জন্যে রাগ করবেন না, ভাই; এটা কমেন্ট পলিসির একটা অংশ।
আমি একজন তরুন লেখক।এত দিন গল্প কবিতা ডট কমে লিখে আসছিলাম,তাছাড়া আমার ফেইস বুক পেইজ রয়েছে তিনটি,যেখানে আমি কবিতা এবং গান লিখি।জনাব,আমি আপনার ব্লগে লিখতে আগ্রহী,সে ক্ষেত্রে আপনাদের কোন সহযোগীতা পেতে পারি কিনা?জানালে বাধিত থাকব।ধন্যবাদ।
আপনার আগ্রহের জন্যে ধন্যবাদ, নাজমুল হুসাইন ভাই। আমাদের সাইটে আপনি অবশ্যই লিখতে পারেন। তবে, গল্প কবিতা নয়, আমাদের সাইটে যে-সব ক্যাটেগরি আছে সেগুলোতে লিখতে চাইলে আপনাকে স্বাগতম। কিন্তু তার আগে আপনার দাঁড়ি এবং কমা’র ব্যবহারের দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আপনার কমেন্টটির দিকে খেয়াল করুন, কোনও দাঁড়ি এবং কমা’র পর স্পেস নেই। যার ফল দাঁড়াচ্ছে, আপনার পুরো লেখাটাই একটা বাক্য, নয় কি? আপনি কি সব জায়গায় এভাবেই লেখেন? যাইহোক, যদি সম্পূর্ণ ইউনিক এবং অ্যারোর ফ্রি লেখা দিতে পারেন, তবে আপনার লেখা নিতে আমাদের কোন আপত্তি থাকবে না।
আমি আপনাদের সাইটটিতে লিখতে আগ্রহী, নিয়মটি জানালে কৃতজ্ঞ হব; ধন্যবাদ।
সিয়াম উপলক্ষে আমাদের কার্যক্রম বন্ধ আছে। ঈদের ছুটির পর আবার সকল কার্যক্রম চালু হবে, ইনশাল্লাহ্। ঈদের পর আপনি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করবেন, নিয়মটি আপনাকে জানিয়ে দেয়া হবে এবং লেখার ক্ষেত্রেও সহযোগীতা করা হবে।
খুব ভালো… আমি জানতে চাচ্ছি এখানে লেখালেখি করে কি পরিমান আয় করা সম্ভব?
প্রশ্ন করার জন্যে ধন্যবাদ, মসনদ সাগর। কিন্তু আপনার প্রশ্নটি ঠিক বোঝা গেল না। এখানে বলতে আপনি কোনটার কথা বুঝাচ্ছেন, আমাদের সাইট না আপনার সাইট?