সন্মানিত লেখকবৃন্দ, বিশেষ কারণে আগামী ২০ তারিখ পর্যন্ত আমাদের সাইটের আর্টিকেল পাবলিশিং কার্যক্রম বন্ধ থাকবে। ২১ তারিখ থেকে আবার শুরু হবে, ইনশাল্লাহ্। তবে, এর মাঝে আপনারা কিন্তু আপনাদের লেখা চালিয়ে যাবেন এবং সাবমিট করে রাখবেন। সাময়িক এই বন্ধের পর আমরা যখন শুরু করবো, তখন আপনাদের সব লেখাই পাবলিশ করবো, ইনশাল্লাহ্।
নতুনদের মধ্যে যাদের লেখা জমা হয়ে আছে, তাদের অধিকাংশের লেখাতেই কিছু না কিছু সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইমেজে। একেকটা ইমেজের সাইজ ৫০০/৬০০ কেবি যার মানে এই ইমেজগুলো অপটিমাইজেশন করা হয়নি। তার মানে আপনারা হয়তো আমাদের প্রকাশিত ইমেজ অপটিমাইজেশন ভিডিওটি দেখেননি, আশা করি দেখে নেবেন।
লেখার সঙ্গে ইমেজ দেয়া হয় লেখার সৌন্দর্য্য বাড়ানোর জন্যে। কিন্তু সৌন্দর্য্য বাড়াতে গিয়ে যদি সাইটের লোড টাইম বেড়ে যায়, তবে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। তাই, এই ছবিগুলোর কোনটিই রাখা যাবে না। আমরা এগুলো ডিলিট করে নতুন করে ছবি নেবো আর আপনাদেরকে ছবি নেয়া ও অপটিমাইজেশন করার ব্যাপারে সাহায্য করবো। সুতরাং, আপনারা আমাদের ফেসবুক পেজ এর ইনবক্সে আপনাদের সেল নাম্বার দিয়ে রাখুন যাতে আপনাদের সাথে সহজেই যোগাযোগ করা যায়। ইনশাল্লাহ্, ২১ তারিখ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে।
আমার ড্যাশবোর্ডে লগ ইন করতে পারছি না। দয়া করে কারণ জানাবেন।
লগইন করতে না পারার কোন কারণ নেই। যাইহোক, ইনবক্সে আপনাকে লগ-ইন ইউআরএল দেয়া হলো।
খুব ভালো… আমি একজন পেশাদার লেখক। দীর্ঘদিন যাবৎ লেখালেখি করে আসছি। আমার সাইটটি নক করে দেখে কি বলা যাবে আমি কোনো ধরনের লেখা লেখে আয় করার সুযোগ পাবো কি না?
আপনি যে কোনও ধরণের লেখা লিখেই আয় করতে পারেন। কিন্তু আয় করার জন্যে আপনার কিছু মাধ্যম লাগবে, যেমন গুগল অ্যাডসেন্স। সুতরাং, জেনে নিন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের উপায় আর সে অনুযায়ী কাজ করুন, তবেই আয় করতে পারবেন।