হৈচৈ বাংলায় যারা লিখেছেন, যারা লিখছেন এবং যারা লিখবেন, সবাইকে ধন্যবাদ। ঈদের আগে থেকে ঈদের পর পর্যন্ত, বরাবর ৩০ দিন আমাদের সকল কার্য্যক্রম বন্ধ ছিল। তারপর আমরা পেন্ডিং লেখাগুলো শেষ করার জন্যে সবাইকে অনুরোধ করেছি নতুন লেখা সাবমিট না করতে। ২/১ ছাড়া বাকী যারা আমাদের অনুরোধের প্রতি সন্মান দেখিয়েছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ।
আপনাদের পেন্ডিং লেখাগুলো পাবলিশ করা প্রায় শেষ। এখন আমরা নতুন উদ্যমে শুরু করতে চাইছি যেখানে প্রতিদিন কমপক্ষে ২০টা লেখা পাবলিশ করার টার্গেট নেয়া হয়েছে। যদি আপনাদের সাড়া পাই, আগামী ১ই অক্টোবর থেকে আমরা সিরিয়াসলি কাজ করবো। এতে আমরা লাভবান হবো বেশি লেখা পেয়ে, আর আপনারা লাভবান হবেন বেশি পরিমাণ বিল পেয়ে।
তবে, এর জন্যে আপনাদেরকে অবশ্যই আমাদের কিছু শর্ত পালন করতে হবে। প্রথমেই বলে রাখছি, যেহেতু আমরা নতুন নিয়মে কাজ শুরু করবো সামনের ১ তারিখ থেকে, সেহেতু তার আগ পর্যন্ত কেউ কোন নতুন লেখা সাবমিট করবেন না, করলে প্রকাশ করা হবে না, সোজা ট্র্যাস ফোল্ডারে পাঠিয়ে দেয়া হবে। এখন, শর্তগুলো জেনে নিন-
শর্ত-১: এখন থেকে কারো বিল ৫ হাজার টাকা না হওয়া পর্যন্ত, বিল চাইতে পারবেন না। চাইলেও আমরা দেবো না। তবে, শতভাগ নিশ্চিত থাকতে পারেন, যে-দিন আপনার লেখার বিল ৫ হাজার টাকা হয়ে যাবে বা ক্রস করবে, সেদিনই আপনাকে বিল দিয়ে দেয়া হবে। এমনকি, আপনি বিল জমা না দিলেও, আমরাই আপনাকে মনে করিয়ে দেবো। আর এক সঙ্গে একটা বড় অংক পেলে আপনি একটা বড় কাজে ইউজ করতে পারবেন।
এমন সিদ্ধান্ত নেয়ার কারণ হচ্ছে, আমরা অনেক লেখক নয়, ভাল এবং যোগ্য লেখক চাই। আমাদের সাইটে লেখার জন্যে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৪৬০ জন। এর মাঝে মোটামুটি নিয়মিত লিখছেন ৪০ থেকে ৫০ জন।
আমরা এই সংখ্যাটা কমাতে চাইছি। ৯/১০জন (আরো ২/১ জন বাড়তে পারে ) লেখক হলেই আমাদের চলবে। যাদের লেখায় ভুল হয় না, যারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন আমরা কেমন লেখা চাই এবং যাদের এই অনলাইন ম্যাগাজিনটির প্রতি ভালবাসা জন্মেছে, এমন ৯/১০জন লেখক পেয়ে গেলে আমরা রেজিস্ট্রেশন বন্ধ করে দেবো। তখন চাইলেও কেউ আর আমাদের সাইটে লগইন করতে পারবেন না, তার মানে লিখতেও পারবেন না।
যে ৯/১০ জন থাকবে, তাদের লেখাগুলো আমরা একবার চোখ বুলিয়েই পাবলিশ করে দিতে চাই, যাতে আমাদের সময় বাঁচে। বুঝতেই পারছেন, আপনার কাছ থেকে আমরা এমন লেখা আশা করছি, যেটিকে আমাদের এডিট করতে হবে না। এডিট করতে গিয়ে আমরা ৫/৬টার বেশি লেখা পাবলিশ করতে পারছি না। যদি এডিট করতে হয়, তো দিনে ২০টা লেখা কিভাবে পাবলিশ করবো?
তবে আপনাদের আবারও বলছি, আমরা সিরিয়াসলি দৈনিক ২০টা লেখা পাবলিশ করতে চাইছি। এটা কেবল তখনই সম্ভব যখন আপনাদের লেখাগুলোতে কোন রকম ভুল থাকবে না। আমরা আপনাদের কাছ থেকে সম্পূর্ণ নির্ভুল লেখা চাই। আশা করি, আপনারা যারা অনেক দিন থেকেই লিখছেন, তাদের যথেষ্ট্য পরিমাণ অভিজ্ঞতা হয়েছে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে লেখা আপনাদের জন্যে কোন ব্যাপারই না। এরপরও, যদি কিছু ছোট-খাট ভুল হয়, সেগুলোর জন্যে তো আমরা রয়েছি, সব সময়ই আমাদের সহযোগীতা পাবেন।
শর্ত-২: লেখার জন্যে অধিকাংশ সময় আমরাই টপিক ঠিক করে দেবো এবং সোর্সও দিয়ে দেবো। আমাদের দেয়া টপিকে লিখতে আপত্তি করা যাবে না কিংবা কোন টপিক ঝুলিয়েও রাখা যাবে না। সেই সাথে নিজে টপিক বাছাই করার ব্যাপারটিও উন্মুক্ত থাকবে। তবে, আপনার ঠিক করা যে টপিকে লিখতে চাইছেন, সেটি আগে আমাদের জানাতে হবে।
শর্ত-৩: যে ৯/১০ জন কিংবা তার অধিক লেখক থাকবেন, তাদেরকে মোটামুটি নিয়মিত লিখতে হবে। এটা বাধ্যতামূলক নয়, তবে নিয়মিত লেখকরাই প্রায়োরিটি পাবেন।
শর্ত-৪: এ লেখকদের মধ্যে কখনো যদি কারো লেখায় কোন ডুপ্লিকেট লাইন, অর্থাৎ অন্য কোথাও থেকে কপি করা লাইন পাওয়া যায়, তবে তাকে আজীবনের জন্যে হৈচৈ বাংলা থেকে বহিস্কার করা হবে। তার আগ পর্যন্ত যদি তার কোন বিল থাকে, সে বিলগুলো আর দেয়া হবে না। ধরুণ, আপনার বিল জমা হয়ে আছে প্রায় ৪৯০০ টাকা। আর ১০০ টাকা হলেই আপনি বিল জমা দিতে পারেন। এমন অবস্থায় আপনার প্রকাশিত কিংবা অপ্রকাশিত কোন লেখায় ডুপ্লিকেট ধরা পড়েছে, তাহলে আপনি আর এ টাকাটা পাবেন না। এটা আপনার জরিমানা, আমাদের সাইটের ক্ষতিপূরণ।
শর্ত-৫: আপনার লেখাটি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে। সেই সাথে, আপনাকে আরো একটি অতিরিক্ত ফেসবুক আইডি পরিচালনা করতে হবে। ওই আইডিটি আমরাই দিয়ে দেবো। ওই আইডি দিয়ে আপনি কি করবেন, সেটা আমরা তখনই জানাবো যখন আপনাকে এই ৯/১০ জনের মধ্যে সিলেক্ট করা হবে।
উপরোক্ত ৫টি শর্ত মেনে যারা আমাদের সাইটে লিখতে চান, তারা নিচে কমেন্ট করে জানান। আর আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নাম্বার দিয়ে রাখুন। ফাইনাল সিলেকশনের আগে আমরা আপনার সঙ্গে ফোনে কথা বলে কিছু বিষয় যাছাই করে নেবো। অর্থাৎ, আপনার সঙ্গে কথা বলে যদি মনে হয় আপনি আমাদের মত করে কাজ করতে পারবেন, তবেই আমরা আপনাকে সিলেক্ট করবো।
ভাল করে ভেবে সিদ্ধান্ত নিন। তারপর ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিচের বক্সে কমেন্ট করে আমাদের জানান। অন্যভাবে জানালে আমরা সেটা গ্রহণ করবো না। কারণ, আপনি আমাদের শর্তগুলো মেনে নিয়েই লিখতে রাজী হয়েছেন, আমরা সেটার প্রমাণ রাখতে চাই। আপনার কমেন্টটিই হবে সেই প্রমাণ।
কোন শর্ত কিংবা অন্য কোন বিষয়ে যদি আরো কিছু জানার থাকে (নিশ্চিত হয়ে নিন যে সত্যিই জানার আছে), তবে অ্যাডমিনের সঙ্গে কথা বলুন- ০১৭৪৩ ৮১২ ৩৩১। নাম্বারটি অনেকেই হয়তো চিনেন, এই নাম্বার থেকেই বিকাশের মাধ্যমে আপনাদের বিল দেয়া হয়।
ভাল থাকুন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।
Fahim Ahammed Riyad says
আমি আপনাদের ওয়েবসাইটে লিখতে আগ্রহী। আমি একজন ছাত্র পাশাপাশি বাংলা এবং ইংরেজি দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবেও কাজ করি। শিশু সাংবাদিকতায় অবদান রাখায় ইউনিসেফ কর্তৃক প্রদত্ত ‘মীনা মিডিয়া এওয়ার্ড’ লাভ করেছি। সেই সাথে আমি জানতে এবং জানাতে ভালোবাসি। আর আমি একটি বিশ্বাস করি, জ্ঞান বিতরণেই বৃদ্ধি পায়। আপনাদের সাইটে লেখার জন্য সবকয়টি নিয়ম কানুন ধৈর্ষ্য সহকারে পড়েছি।
কিছু ক্যাটাগরীর স্পেসিফিক বিষয়ে আমি লিখতে আগ্রহী। যেমন:
মোবাইল ম্যানিয়া থেকে – অ্যাপস্ রিভিউ, গেমস্ রিভিউ।
টেক ট্রেন্ড
খেলার খোঁজ [যদিও খেলা দেখার প্রতি আগ্রহ আগে থেকেই কম… ইংরেজি মাধ্যম থেকে ট্রান্সলেট করে নিজের ভাষায় গুছিলে লিখতে পারব]
লিভিং লাইফ
টি আই অন্তর says
আগ্রহের প্রকাশের জন্যে ধন্যবাদ, ফাহিম আহাম্মেদ রিয়াদ। আপনাকে ইমেলে টপিক দিচ্ছি। এর মাঝে আপনি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে একটা নক দিয়ে রাখেন।
আরণ্যক রাহাত says
হ্যালো, হৈচৈ বাংলা। আমি আরণ্যক রাহাত।
বেশ কিছুদিন ধরেই আপনাদের সাইটটা অনুসরণ করে আসছি।
পেশাগত কারণে বিভ্ন্নি কাজের সাথে জড়িত থাকার পরেও আমার লেখালেখির প্রতি এক ধরণের আবেগ কাজ করে। আর সেটা যদি হয় বাংলা ভাষায় তাহলে তো কথাই নেই!
সেই সূত্র থেকেই আপনাদের প্ল্যাটফর্মটার প্রতি ভালো লাগাটা দিনকে দিন বেড়েছে। আমি হৈচৈ-এর লেখক গ্রুপের একজন সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করছি।
আমি ইতোমধ্যেই আপনাদের ফেসবুক পেজের ইনবক্সে আমার প্রিয় ক্যাটাগরির কথা জানিয়েছি। হৈচৈ বাংলার উত্তরের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।
নাজনীন নাহার অনন্যা says
আমি হৈচৈ বাংলায় নিয়মিত লিখতে আগ্রহী, এক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব।
টি আই অন্তর says
ধন্যবাদ, নাজনীন নাহার অনন্যা। হৈচৈ বাংলার লেখক পরিবারে আপনি স্বাগত।
Brito Roy says
আমি বৃত্ত রায়, হৈচৈ বাংলায় লিখতে চাই, আপনাদের সাথে যোগাযোগ করবো কীভাবে?
টি আই অন্তর says
লিখুন, আমাদের সঙ্গে যোগাযোগের জন্যে মেইল করতে পারেন, admin@hoicoibangla.com এই ঠিকানায়।
Shakib says
আমি আপনাদের ওয়েবসাইটে লিখতে চাই, আপনাদের ফেসবুক পেইজে মেসেজ দিয়েছি এবং আমার জিমেইল আইডি দেওয়া হয়েছে।
Miftahul Adon says
লেখালেখির প্রতি আমার একটা আগ্রহ আগে থেকেই ছিল। আমি লেখালেখি টুকটাক করিও। আমি আপনাদের ওয়েবসাইটে লিখতে আগ্রহ প্রকাশ করছি।
টি আই অন্তর says
নিয়ম মেনে লিখতে শুরু করুন।