হৈচৈ বাংলায় যারা লিখেছেন, যারা লিখছেন এবং যারা লিখবেন, সবাইকে ধন্যবাদ। ঈদের আগে থেকে ঈদের পর পর্যন্ত, বরাবর ৩০ দিন আমাদের সকল কার্য্যক্রম বন্ধ ছিল। তারপর আমরা পেন্ডিং লেখাগুলো শেষ করার জন্যে সবাইকে অনুরোধ করেছি নতুন লেখা সাবমিট না করতে। ২/১ ছাড়া বাকী যারা আমাদের অনুরোধের প্রতি সন্মান দেখিয়েছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ।
আপনাদের পেন্ডিং লেখাগুলো পাবলিশ করা প্রায় শেষ। এখন আমরা নতুন উদ্যমে শুরু করতে চাইছি যেখানে প্রতিদিন কমপক্ষে ২০টা লেখা পাবলিশ করার টার্গেট নেয়া হয়েছে। যদি আপনাদের সাড়া পাই, আগামী ১ই অক্টোবর থেকে আমরা সিরিয়াসলি কাজ করবো। এতে আমরা লাভবান হবো বেশি লেখা পেয়ে, আর আপনারা লাভবান হবেন বেশি পরিমাণ বিল পেয়ে।
তবে, এর জন্যে আপনাদেরকে অবশ্যই আমাদের কিছু শর্ত পালন করতে হবে। প্রথমেই বলে রাখছি, যেহেতু আমরা নতুন নিয়মে কাজ শুরু করবো সামনের ১ তারিখ থেকে, সেহেতু তার আগ পর্যন্ত কেউ কোন নতুন লেখা সাবমিট করবেন না, করলে প্রকাশ করা হবে না, সোজা ট্র্যাস ফোল্ডারে পাঠিয়ে দেয়া হবে। এখন, শর্তগুলো জেনে নিন-
শর্ত-১: এখন থেকে কারো বিল ৫ হাজার টাকা না হওয়া পর্যন্ত, বিল চাইতে পারবেন না। চাইলেও আমরা দেবো না। তবে, শতভাগ নিশ্চিত থাকতে পারেন, যে-দিন আপনার লেখার বিল ৫ হাজার টাকা হয়ে যাবে বা ক্রস করবে, সেদিনই আপনাকে বিল দিয়ে দেয়া হবে। এমনকি, আপনি বিল জমা না দিলেও, আমরাই আপনাকে মনে করিয়ে দেবো। আর এক সঙ্গে একটা বড় অংক পেলে আপনি একটা বড় কাজে ইউজ করতে পারবেন।
এমন সিদ্ধান্ত নেয়ার কারণ হচ্ছে, আমরা অনেক লেখক নয়, ভাল এবং যোগ্য লেখক চাই। আমাদের সাইটে লেখার জন্যে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৪৬০ জন। এর মাঝে মোটামুটি নিয়মিত লিখছেন ৪০ থেকে ৫০ জন।
আমরা এই সংখ্যাটা কমাতে চাইছি। ৯/১০জন (আরো ২/১ জন বাড়তে পারে ) লেখক হলেই আমাদের চলবে। যাদের লেখায় ভুল হয় না, যারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন আমরা কেমন লেখা চাই এবং যাদের এই অনলাইন ম্যাগাজিনটির প্রতি ভালবাসা জন্মেছে, এমন ৯/১০জন লেখক পেয়ে গেলে আমরা রেজিস্ট্রেশন বন্ধ করে দেবো। তখন চাইলেও কেউ আর আমাদের সাইটে লগইন করতে পারবেন না, তার মানে লিখতেও পারবেন না।
যে ৯/১০ জন থাকবে, তাদের লেখাগুলো আমরা একবার চোখ বুলিয়েই পাবলিশ করে দিতে চাই, যাতে আমাদের সময় বাঁচে। বুঝতেই পারছেন, আপনার কাছ থেকে আমরা এমন লেখা আশা করছি, যেটিকে আমাদের এডিট করতে হবে না। এডিট করতে গিয়ে আমরা ৫/৬টার বেশি লেখা পাবলিশ করতে পারছি না। যদি এডিট করতে হয়, তো দিনে ২০টা লেখা কিভাবে পাবলিশ করবো?
তবে আপনাদের আবারও বলছি, আমরা সিরিয়াসলি দৈনিক ২০টা লেখা পাবলিশ করতে চাইছি। এটা কেবল তখনই সম্ভব যখন আপনাদের লেখাগুলোতে কোন রকম ভুল থাকবে না। আমরা আপনাদের কাছ থেকে সম্পূর্ণ নির্ভুল লেখা চাই। আশা করি, আপনারা যারা অনেক দিন থেকেই লিখছেন, তাদের যথেষ্ট্য পরিমাণ অভিজ্ঞতা হয়েছে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে লেখা আপনাদের জন্যে কোন ব্যাপারই না। এরপরও, যদি কিছু ছোট-খাট ভুল হয়, সেগুলোর জন্যে তো আমরা রয়েছি, সব সময়ই আমাদের সহযোগীতা পাবেন।
শর্ত-২: লেখার জন্যে অধিকাংশ সময় আমরাই টপিক ঠিক করে দেবো এবং সোর্সও দিয়ে দেবো। আমাদের দেয়া টপিকে লিখতে আপত্তি করা যাবে না কিংবা কোন টপিক ঝুলিয়েও রাখা যাবে না। সেই সাথে নিজে টপিক বাছাই করার ব্যাপারটিও উন্মুক্ত থাকবে। তবে, আপনার ঠিক করা যে টপিকে লিখতে চাইছেন, সেটি আগে আমাদের জানাতে হবে।
শর্ত-৩: যে ৯/১০ জন কিংবা তার অধিক লেখক থাকবেন, তাদেরকে মোটামুটি নিয়মিত লিখতে হবে। এটা বাধ্যতামূলক নয়, তবে নিয়মিত লেখকরাই প্রায়োরিটি পাবেন।
শর্ত-৪: এ লেখকদের মধ্যে কখনো যদি কারো লেখায় কোন ডুপ্লিকেট লাইন, অর্থাৎ অন্য কোথাও থেকে কপি করা লাইন পাওয়া যায়, তবে তাকে আজীবনের জন্যে হৈচৈ বাংলা থেকে বহিস্কার করা হবে। তার আগ পর্যন্ত যদি তার কোন বিল থাকে, সে বিলগুলো আর দেয়া হবে না। ধরুণ, আপনার বিল জমা হয়ে আছে প্রায় ৪৯০০ টাকা। আর ১০০ টাকা হলেই আপনি বিল জমা দিতে পারেন। এমন অবস্থায় আপনার প্রকাশিত কিংবা অপ্রকাশিত কোন লেখায় ডুপ্লিকেট ধরা পড়েছে, তাহলে আপনি আর এ টাকাটা পাবেন না। এটা আপনার জরিমানা, আমাদের সাইটের ক্ষতিপূরণ।
শর্ত-৫: আপনার লেখাটি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে। সেই সাথে, আপনাকে আরো একটি অতিরিক্ত ফেসবুক আইডি পরিচালনা করতে হবে। ওই আইডিটি আমরাই দিয়ে দেবো। ওই আইডি দিয়ে আপনি কি করবেন, সেটা আমরা তখনই জানাবো যখন আপনাকে এই ৯/১০ জনের মধ্যে সিলেক্ট করা হবে।
উপরোক্ত ৫টি শর্ত মেনে যারা আমাদের সাইটে লিখতে চান, তারা নিচে কমেন্ট করে জানান। আর আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নাম্বার দিয়ে রাখুন। ফাইনাল সিলেকশনের আগে আমরা আপনার সঙ্গে ফোনে কথা বলে কিছু বিষয় যাছাই করে নেবো। অর্থাৎ, আপনার সঙ্গে কথা বলে যদি মনে হয় আপনি আমাদের মত করে কাজ করতে পারবেন, তবেই আমরা আপনাকে সিলেক্ট করবো।
ভাল করে ভেবে সিদ্ধান্ত নিন। তারপর ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিচের বক্সে কমেন্ট করে আমাদের জানান। অন্যভাবে জানালে আমরা সেটা গ্রহণ করবো না। কারণ, আপনি আমাদের শর্তগুলো মেনে নিয়েই লিখতে রাজী হয়েছেন, আমরা সেটার প্রমাণ রাখতে চাই। আপনার কমেন্টটিই হবে সেই প্রমাণ।
কোন শর্ত কিংবা অন্য কোন বিষয়ে যদি আরো কিছু জানার থাকে (নিশ্চিত হয়ে নিন যে সত্যিই জানার আছে), তবে অ্যাডমিনের সঙ্গে কথা বলুন- ০১৭৪৩ ৮১২ ৩৩১। নাম্বারটি অনেকেই হয়তো চিনেন, এই নাম্বার থেকেই বিকাশের মাধ্যমে আপনাদের বিল দেয়া হয়।
ভাল থাকুন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।
Afia Siddika Raisa says
আমি হৈচৈ বাংলায় লেখালেখি করতে ইচ্ছুক। ইতোপূর্বে ব্লগসাইটে লেখার অভিজ্ঞতা রয়েছে। প্রায় ৩০টির মতো লেখা বিভিন্ন ব্লগসাইটে প্রকাশিত হয়েছে। আমি হৈচৈ বাংলা ম্যাগাজিনের সব শর্ত মেনে কাজ করতে আগ্রহী। যদি সুযোগ পাই, তাহলে সেটি আমার জন্য খুবই আনন্দের হবে।
টি আই অন্তর says
ধন্যবাদ, আফিয়া সিদ্দিকা রাইসা। আমাদের লেখক পরিবারে আপনার নামটি যুক্ত হচ্ছে শীঘ্রই। আপনাকে ফেসবুকের ইনবক্সে টপিক দেয়া হবে, সেই সাথে কিছু ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন ফলো করে লিখতে থাকুন।
Samira Azad says
ভালো লাগলো নতুন নিয়মগুলো। আমি একদমই নতুন লেখালেখির জগতে। অনেকদিন ধরেই ইচ্ছা হৈ চৈ এ লেখার। আশা করছি নিয়ম মেনে লেখার সুযোগ পাব।
টি আই অন্তর says
ধন্যবাদ, সামিরা আজাদ। আমাদের ওয়েবসাইটে লেখার সুযোগ সবার জন্যেই উন্মুক্ত। নিয়ম মেনে যে ভাল লিখবে, তার লেখা অবশ্যই পাবলিশ করা হবে এবং তাকে সন্মানিও দেয়া হবে। আপনি যেহেতু নিয়মগুলো পড়েছেন এবং লিখতে রাজী হয়েছেন, তাই আমাদের কাছ থেকে টপিক নেয়ার জন্যে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করুন, প্লিজ।
Sydul kabir says
লেখালেখি করতে চাই, হৈচৈ বাংলার সকল শর্ত মেনে। মোবাইল- ০১৭১২৮২৫৬৮১, সাইদুল কবির।
টি আই অন্তর says
ধন্যবাদ, সাইদুল কবির। এফবি ইনবক্সে জানান আপনি কোন কোন বিষয়ে লিখতে চান।
Rehnuma Quadir says
আমি লিখতে ইচ্ছুক! আপনাদের ওয়েবসাইটের সকল নিয়ম মেনেই!
প্রদীপ বড়ুয়া says
আপনাদের অনেক শুভেচ্ছা। এ-রকম উৎসাহ আগে কখনো এমন উম্মুক্তভাবে পাইনি। অথচ, নিয়মিতই লিখছি, স্রেফ ভালোবেসে। এমন অনেক বৈচিত্রময় বিষয় আছে যা প্রকাশের দুরন্ত বাসনা অবিরাম ভেতর থেকে জানান দেয়। আপনাদের নিয়মগুলোও খুবই প্রাসঙ্গিক। যদি সুযোগ পাই, তাহলে আপনাদের জন্য লিখবো যুগপৎ অনুপ্রাণনায় এবং ভালোবাসায়। ধন্যবাদ।
টি আই অন্তর says
আপনার জন্যেও শুভেচ্ছা রইলো, প্রদীপ বড়ুয়া। সম্ভবত আপনাকে ইনবক্সে টপিক দেয়া হয়েছে। না হলে, ইনবক্সে এসে আপনার ফেভারিট বিষয়গুলো জানান, আপনাকে লেখার জন্যে বিষয় ঠিক করে দেয়া হবে।
শাহ আলম বাদশা says
ধন্যবাদ, ভালো উদ্যোগ। সম্ভবত এই সাইটে সাইন আপ করেছিলাম, পরে আর খুঁজে পাইনি। আমি একজন লেখক হিসাবে ফরমায়েশি লেখা লিখে থাকি। স্বাধীনভাবে এবং লেখা লিখতে আগ্রহী।
টি আই অন্তর says
ফেসবুকের ইনবক্সে এসে টপিক নিন এবং লিখতে থাকুন।