হৈচৈ বাংলায় যারা লিখেছেন, যারা লিখছেন এবং যারা লিখবেন, সবাইকে ধন্যবাদ। ঈদের আগে থেকে ঈদের পর পর্যন্ত, বরাবর ৩০ দিন আমাদের সকল কার্য্যক্রম বন্ধ ছিল। তারপর আমরা পেন্ডিং লেখাগুলো শেষ করার জন্যে সবাইকে অনুরোধ করেছি নতুন লেখা সাবমিট না করতে। ২/১ ছাড়া বাকী যারা আমাদের অনুরোধের প্রতি সন্মান দেখিয়েছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ।
আপনাদের পেন্ডিং লেখাগুলো পাবলিশ করা প্রায় শেষ। এখন আমরা নতুন উদ্যমে শুরু করতে চাইছি যেখানে প্রতিদিন কমপক্ষে ২০টা লেখা পাবলিশ করার টার্গেট নেয়া হয়েছে। যদি আপনাদের সাড়া পাই, আগামী ১ই অক্টোবর থেকে আমরা সিরিয়াসলি কাজ করবো। এতে আমরা লাভবান হবো বেশি লেখা পেয়ে, আর আপনারা লাভবান হবেন বেশি পরিমাণ বিল পেয়ে।
তবে, এর জন্যে আপনাদেরকে অবশ্যই আমাদের কিছু শর্ত পালন করতে হবে। প্রথমেই বলে রাখছি, যেহেতু আমরা নতুন নিয়মে কাজ শুরু করবো সামনের ১ তারিখ থেকে, সেহেতু তার আগ পর্যন্ত কেউ কোন নতুন লেখা সাবমিট করবেন না, করলে প্রকাশ করা হবে না, সোজা ট্র্যাস ফোল্ডারে পাঠিয়ে দেয়া হবে। এখন, শর্তগুলো জেনে নিন-
শর্ত-১: এখন থেকে কারো বিল ৫ হাজার টাকা না হওয়া পর্যন্ত, বিল চাইতে পারবেন না। চাইলেও আমরা দেবো না। তবে, শতভাগ নিশ্চিত থাকতে পারেন, যে-দিন আপনার লেখার বিল ৫ হাজার টাকা হয়ে যাবে বা ক্রস করবে, সেদিনই আপনাকে বিল দিয়ে দেয়া হবে। এমনকি, আপনি বিল জমা না দিলেও, আমরাই আপনাকে মনে করিয়ে দেবো। আর এক সঙ্গে একটা বড় অংক পেলে আপনি একটা বড় কাজে ইউজ করতে পারবেন।
এমন সিদ্ধান্ত নেয়ার কারণ হচ্ছে, আমরা অনেক লেখক নয়, ভাল এবং যোগ্য লেখক চাই। আমাদের সাইটে লেখার জন্যে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৪৬০ জন। এর মাঝে মোটামুটি নিয়মিত লিখছেন ৪০ থেকে ৫০ জন।
আমরা এই সংখ্যাটা কমাতে চাইছি। ৯/১০জন (আরো ২/১ জন বাড়তে পারে ) লেখক হলেই আমাদের চলবে। যাদের লেখায় ভুল হয় না, যারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন আমরা কেমন লেখা চাই এবং যাদের এই অনলাইন ম্যাগাজিনটির প্রতি ভালবাসা জন্মেছে, এমন ৯/১০জন লেখক পেয়ে গেলে আমরা রেজিস্ট্রেশন বন্ধ করে দেবো। তখন চাইলেও কেউ আর আমাদের সাইটে লগইন করতে পারবেন না, তার মানে লিখতেও পারবেন না।
যে ৯/১০ জন থাকবে, তাদের লেখাগুলো আমরা একবার চোখ বুলিয়েই পাবলিশ করে দিতে চাই, যাতে আমাদের সময় বাঁচে। বুঝতেই পারছেন, আপনার কাছ থেকে আমরা এমন লেখা আশা করছি, যেটিকে আমাদের এডিট করতে হবে না। এডিট করতে গিয়ে আমরা ৫/৬টার বেশি লেখা পাবলিশ করতে পারছি না। যদি এডিট করতে হয়, তো দিনে ২০টা লেখা কিভাবে পাবলিশ করবো?
তবে আপনাদের আবারও বলছি, আমরা সিরিয়াসলি দৈনিক ২০টা লেখা পাবলিশ করতে চাইছি। এটা কেবল তখনই সম্ভব যখন আপনাদের লেখাগুলোতে কোন রকম ভুল থাকবে না। আমরা আপনাদের কাছ থেকে সম্পূর্ণ নির্ভুল লেখা চাই। আশা করি, আপনারা যারা অনেক দিন থেকেই লিখছেন, তাদের যথেষ্ট্য পরিমাণ অভিজ্ঞতা হয়েছে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে লেখা আপনাদের জন্যে কোন ব্যাপারই না। এরপরও, যদি কিছু ছোট-খাট ভুল হয়, সেগুলোর জন্যে তো আমরা রয়েছি, সব সময়ই আমাদের সহযোগীতা পাবেন।
শর্ত-২: লেখার জন্যে অধিকাংশ সময় আমরাই টপিক ঠিক করে দেবো এবং সোর্সও দিয়ে দেবো। আমাদের দেয়া টপিকে লিখতে আপত্তি করা যাবে না কিংবা কোন টপিক ঝুলিয়েও রাখা যাবে না। সেই সাথে নিজে টপিক বাছাই করার ব্যাপারটিও উন্মুক্ত থাকবে। তবে, আপনার ঠিক করা যে টপিকে লিখতে চাইছেন, সেটি আগে আমাদের জানাতে হবে।
শর্ত-৩: যে ৯/১০ জন কিংবা তার অধিক লেখক থাকবেন, তাদেরকে মোটামুটি নিয়মিত লিখতে হবে। এটা বাধ্যতামূলক নয়, তবে নিয়মিত লেখকরাই প্রায়োরিটি পাবেন।
শর্ত-৪: এ লেখকদের মধ্যে কখনো যদি কারো লেখায় কোন ডুপ্লিকেট লাইন, অর্থাৎ অন্য কোথাও থেকে কপি করা লাইন পাওয়া যায়, তবে তাকে আজীবনের জন্যে হৈচৈ বাংলা থেকে বহিস্কার করা হবে। তার আগ পর্যন্ত যদি তার কোন বিল থাকে, সে বিলগুলো আর দেয়া হবে না। ধরুণ, আপনার বিল জমা হয়ে আছে প্রায় ৪৯০০ টাকা। আর ১০০ টাকা হলেই আপনি বিল জমা দিতে পারেন। এমন অবস্থায় আপনার প্রকাশিত কিংবা অপ্রকাশিত কোন লেখায় ডুপ্লিকেট ধরা পড়েছে, তাহলে আপনি আর এ টাকাটা পাবেন না। এটা আপনার জরিমানা, আমাদের সাইটের ক্ষতিপূরণ।
শর্ত-৫: আপনার লেখাটি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে। সেই সাথে, আপনাকে আরো একটি অতিরিক্ত ফেসবুক আইডি পরিচালনা করতে হবে। ওই আইডিটি আমরাই দিয়ে দেবো। ওই আইডি দিয়ে আপনি কি করবেন, সেটা আমরা তখনই জানাবো যখন আপনাকে এই ৯/১০ জনের মধ্যে সিলেক্ট করা হবে।
উপরোক্ত ৫টি শর্ত মেনে যারা আমাদের সাইটে লিখতে চান, তারা নিচে কমেন্ট করে জানান। আর আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নাম্বার দিয়ে রাখুন। ফাইনাল সিলেকশনের আগে আমরা আপনার সঙ্গে ফোনে কথা বলে কিছু বিষয় যাছাই করে নেবো। অর্থাৎ, আপনার সঙ্গে কথা বলে যদি মনে হয় আপনি আমাদের মত করে কাজ করতে পারবেন, তবেই আমরা আপনাকে সিলেক্ট করবো।
ভাল করে ভেবে সিদ্ধান্ত নিন। তারপর ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিচের বক্সে কমেন্ট করে আমাদের জানান। অন্যভাবে জানালে আমরা সেটা গ্রহণ করবো না। কারণ, আপনি আমাদের শর্তগুলো মেনে নিয়েই লিখতে রাজী হয়েছেন, আমরা সেটার প্রমাণ রাখতে চাই। আপনার কমেন্টটিই হবে সেই প্রমাণ।
কোন শর্ত কিংবা অন্য কোন বিষয়ে যদি আরো কিছু জানার থাকে (নিশ্চিত হয়ে নিন যে সত্যিই জানার আছে), তবে অ্যাডমিনের সঙ্গে কথা বলুন- ০১৭৪৩ ৮১২ ৩৩১। নাম্বারটি অনেকেই হয়তো চিনেন, এই নাম্বার থেকেই বিকাশের মাধ্যমে আপনাদের বিল দেয়া হয়।
ভাল থাকুন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।
Rashedul Islam Pavel says
ভাল লাগলো নোটিশটা পেয়ে। অনেকদিন যাবৎ না লিখতে পারাটা কেমন যেনো কষ্ট দিচ্ছিলো। বিল ৫ হাজার টাকা এক সঙ্গে পেমেন্টের বিষয়টাকে ওয়েলকাম জানাচ্ছি। আসলেই যদি প্রতিদিন বেশি লেখা পাবলিশ হয়, তাহলে এই অ্যামাউন্ট হতে বেশি টাইম লাগবে না। সেই সাথে, ৫ হাজার টাকা একসঙ্গে হাতে পেলে একটা কাজে লাগনো পসিবল। ওভারঅল, আমাদের সকলের প্রিয় সাইটটা আবার নতুনভাবে চালু হতে যাচ্ছে জেনে খুশি হলাম। আমি উপরের টার্মস্ এন্ড কন্ডিশনগুলোর সাথে একমত এবং কাজ করতে ইন্টারেস্টেড। ওয়েটিং ফর ইউর রিপ্লে।
টি আই অন্তর says
ধন্যবাদ রাশেদ, আপনাকে সিলেক্ট করা হলো। উপরোক্ত শর্তগুলোর আওতায় আপনাকে পেয়ে আমরা সত্যিই খুশি হলাম। বিস্তারিত ফোনে কথা হবে।
Md Taohid Hossain says
আমি লিখতে চাই, আমি ফ্রিল্যান্সার হিসেবে লেখা-লেখির কাজ করছি অনেক দিন থেকে।
টি আই অন্তর says
লিখুন, Md Taohid Hossain।
তাজওয়ার উচ্ছাস says
আপনাদের এই নোটিশের অপেক্ষায় ছিলাম। যাই হোক, অবশ্যই আপনাদের নিয়ম মেনে লিখতে চাই। তবে, শুরু থেকে আজ পর্যন্ত বোধ হয় মোট ৩০০০টাকার একটু বেশি লেখা লিখেছি, সেক্ষেত্রে ৫০০০ লিমিটটা একটু বেশি মনে হচ্ছে। তবে, স্টিল, আপনাদের নতুন উদ্যোগটা বেশ ভাল। আর অবশ্যই আপনাদের নিয়ম মেনে লেখাটা কন্টিনিউ করতে চাই।
টি আই অন্তর says
ধন্যবাদ, তাজওয়ার উচ্ছাস। টাকার অংকের লিমিটটা বেশি মনে হলেও, আপনি চাইলে প্রতি মাসেই এই টাকার কাজ কাভার করে ফেলতে পারবেন। আর এক সঙ্গে ৫ হাজার টাকা লেখার বিল পাওয়া নিশ্চয়ই আপনার ভাললাগাটাকে বাড়িয়ে দেবে। এছাড়া, লেখার সঙ্গে আমরা এখন থেকে ভিডিও অ্যাড করতে চাইছি, বিশেষ করে টিউটোরিয়ালগুলোর সাথে এবং ভিডিওর জন্যেও আমরা পেমেন্ট করবো। কেউ যদি টিউটোরিয়ালের সঙ্গে ভিডিও বানিয়ে দেয়, তাহলে তার আয়টা আরো বেড়ে যাবে। যাইহোক, আপনাকে পেয়ে আমাদের নতুন উদ্যমটা অনেকখানি বেড়ে গেলো। ইনশাল্লাহ্, ১ তারিখ থেকে আমরা একসঙ্গে নতুন উদ্যমে কাজ করবো।
টি আই অন্তর says
আপনার নাম্বারটি দিয়েন।
Shahriar Ahmed says
অনেকদিন পর ঢুকলাম হৈচৈ বাংলাতে। বিভিন্ন কাজে এবং অসুস্থ থাকার কারণে আমিও অনিয়মিত হয়ে গেছি৷ যাইহোক, শুভকামনা রইলো হৈচৈ বাংলার প্রতি।
টি আই অন্তর says
ধন্যবাদ, শাহরিয়ার আহমেদ, আপনার জন্যেও হৈচৈ বাংলার পক্ষ থেকে শুভকামনা।
ওমর ফারুক says
উপরোক্ত শর্তগুলোর মাধ্যমে আসলে কাজের প্রতি আলাদা আগ্রহ জন্ম নেয়। হ্যাঁ আমি রাজি।
টি আই অন্তর says
ধন্যবাদ, ওমর ফারুক। আশা করি, ১ তারিখ থেকেই আপনি আমাদের সঙ্গে কাজে লেগে পড়বেন। সিম রিপ্লেস করে আমি সব নাম্বার হারিয়েছি। ইনবক্সে আপনার নাম্বারটি দিয়ে রাখুন, পরে বিস্তারিত কথা বলবো।
Aminul Haque Shakil says
লিখতে চাই, হৈচৈয়ে নতুন আগন্তুক।
টি আই অন্তর says
হৈচৈ বাংলায় আপনাকে স্বাগতম, Aminul Haque Shakil ভাই।
শাহেদ জাকির says
হৈচৈ বাংলার জন্য শুভ কামনা। লেখা পাবলিশ করার পদ্ধতি গুলো শুনে ভালো লাগল। সবচেয়ে ভালো লাগল এটা দেখে যে, শুধুমাত্র মান সম্পন্য লেখকরাই লিখার সুযোগ পাবেন। এটা হৈচৈ বাংলার গ্রহণযোগ্যতাকে পাঠক সমাজে আরো বাড়িয়ে তুলবে।
হৈচৈ বাংলার জন্যে একজন নিয়মিত পাঠক এবং পাবলিশ বন্ধ থাকায় নিয়মিত লিখতে না পারা লেখক হিসেবে কিছু কথা বলার আছে।
প্রথমত, হৈচৈ বাংলার কন্টেন্ট গুলো অনেক গোছানো এবং সকলের জন্য প্রয়োজনিয়। কিন্তু যতটুকু পাঠক জনপ্রিয়তা প্রয়োজন ছিল আমরা এখনো ততটুকু পেতে পারিনি। এই কথাটি বলার আগে নিজের ব্যাপারে একটু বলতে হয়। আমি শাহেদ জাকির, Digital Bangla Network (DBN) Limited. উত্তরা, ঢাকায় SEO (Search Engine Optimization) & Digital Marketing Specialist & Content Developer হিসেবে কর্মরত আছি। তাই এটা বলতে পারছি যে, হৈচৈ বাংলায় গুগল বা অন্যান্য সার্চ ইন্জিন গুলো থেকে যে পরিমান ভিজিটর আসার কথা ছিল তা হৈচৈ বাংলা পাচ্ছেনা। তাই আমাদের উচিত এই বিষয়টির দিকে লক্ষ্য রাখা। আশা করি টি আই অন্তর ভাই এবং হৈচৈ বাংলা কর্তৃপক্ষের প্রতি এই পরামর্শ দেয়ার অধিকার রাখি 🙂
দ্বিতীয়ত, হৈচৈ বাংলার পক্ষ থেকে একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের কার্যক্রম শুরু করা যেতে পারে। বিশেষজ্ঞদের তথ্য মতে বর্তমানে মানুষেরা ধীরে ধীরে ভিজুয়াল কন্টেন্ট এর দিকে ঝুকে পড়ছে। তাই আশা করি টি আই অন্তর ভাই এটিকে নিয়েও চিন্তা করবেন।
সর্বোপরি, হৈচৈ বাংলা লেখকদের উদ্দেশ্যে বলতে চাই, লিখা লিখি হচ্ছে একটি সৃজনশীল পেশা। আপনি আজকে ভালো কিছু উপহার দিতে পারলে একদিন আপনাকে মানুষেরা স্বরণ করবে। কেউ আপনার লেখার মাধ্যমে ভালো কিছু শিখতে পারলে সেটাকেই আপনার সাফল্য হিসেবে যদি ধরতে পারেন তবেই নিজেকে একজন লেখক হিসেবে পরিচয় দিতে পারেন।
আর হৈচৈ বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ লেখকদের সুযোগ প্রদান করার জন্য।
টি আই অন্তর says
ধন্যবাদ শাহেদ জাকির। আপনি ঠিকই ধরেছেন। সে জন্যে আমরা কিছু প্ল্যান করে রেখেছি, যা ১ তারিখ থেকেই শুরু করবো। সার্চ ইঞ্জিনে র্যাংক বাড়ানোর ক্ষেত্রে আমাদের সাইটের জন্যে আপনার যদি কোন পরামর্শ থাকে, তাহলে দিতে পারেন।
ইউটিউব চ্যানেলের ব্যাপারে আমরা চিন্তা করে রেখেছি এবং সেটি এই নোটিশ বোর্ডেই লিখে ফেলেছিলাম, পরে আবার কেটে দিয়েছি। বিষয়টিকে আমরা আলাদা আরেকটি নোটিশ বোর্ডে উল্লেখ করবো।
টি আই অন্তর says
আপনার নাম্বারটি দিন।
শাহেদ জাকির says
নতুন নিয়মাবলি পড়ার পর সকল নির্দেশনা এবং শর্তাবলী মেনে নিয়ে আমি হৈচৈ বাংলার সাথে কাজ করতে ইচ্ছুক।
টি আই অন্তর says
ধন্যবাদ, শাহেদ জাকির, আপনার আগ্রহ আমাদেরকে অনুপ্রাণিত করছে। বিস্তারিত কথা বলার জন্যে আজ আপনাকে কল দিয়েছিলাম, আপনি রিসিভ করেননি। যাইহোক, আমরা অবশ্য গতকালই সম্ভাব্য লেখক লিস্ট তৈরি করে ফেলেছি। আর আজ সেটা ফাইনাল করলাম। ইনশাল্লাহ্, আপনার সঙ্গে কথা বলে আপনার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত জানাবো। আপনি অবশ্যই বিবেচনায় থাকছেন।
Nazmus Sakib says
ভালো উদ্যোগ…. লেখকের সংখ্যা কম হলে এবং ভালো হলে সাইটটি আরো ভালো এবং আকর্ষণীয় হয়ে উঠবে….
টি আই অন্তর says
ধন্যবাদ, নাজমুস সাকিব। সাইটটিকে আরো ভাল এবং আকর্ষণীয় করার জন্যেই এই উদ্যোগ।