হারানো গার্লফ্রেন্ডকে পুনরায় ফিরে পাওয়া নতুন কোন মেয়েকে নিজের দিকে আকর্ষিত করার চাইতে অনেক বেশি কঠিন। যদি আপনি সত্যিই আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষটিকে আবার ফিরে পেতে চান, সেক্ষেত্রে কিছু কৌশল আছে যা আপনাকে কাজটিতে সাহায্য করবে। এমনকি, আপনার গার্লফ্রেন্ড আবার আপনার কাছে ফিরে আসবে তার সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে।
হারানো গার্লফ্রেন্ডকে আবার ফিরে পেতে হলে আপনার সাথে সাথে সেও যেন আপনাকে ফিরে পেতে চায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তাকে দেখাতে হবে যে, আপনার মধ্যে আগের থেকে অনেক বেশি পরিবর্তণ এসেছে, তারপরেই চেষ্টা শুরু করতে হবে। জীবনে কিছু কিছু সময় আসে, যখন বুঝতে হয় যে সত্যিকার অর্থেই সঙ্গীর সঙ্গে ব্রেকআপ করা উচিৎ।
আমাদের জীবনের এটি অতি স্বাভাবিক একটি ঘটনা যে, ভালোবাসার সম্পর্কে বিভিন্ন ভুল বোঝা বুঝি, একঘেয়েমী এবং কিছু কিছু ক্ষেত্রে অন্যায় আচরণের কারণে আমরা সেই মানুষটিকেই হারিয়ে ফেলি যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। অতপর যখন সে আমাদের জীবন থেকে চলে যায়, তখন আমরা তার অভাব অনুধাবন করতে পারি। নিজেদের ভুল বুঝতে পারি এবং তাকে আবার ফিরে পেতে মরিয়া হয়ে উঠি।
কিন্ত এটা সব সময় সম্ভব হয়ে ওঠে না। এটি না হওয়ার একটি বড় কারণ হলো যে, আপনি হয়তো সেই কৌশলগুলিই জানেন না যা এ ধরনের পরিস্থিতে কাজ করে। তাই আপনার এক্স গার্লফ্রেন্ডকে ফিরে পেতে হলে অবশ্যই আপনাকে কিছু বিষয়ে আবার বিবেচনা করতেই হবে। তাই চলুন দেরী না করে হারানো গার্লফ্রেন্ডকে ফিরে পাওয়ার অসাধারণ উপায়গুলো জেনে নেই।
হারানো গার্লফ্রেন্ডকে ফিরে পাওয়ার উপায়
তার থেকে দুরে থাকুন:
আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু সত্যি এটাই যে, আপনি যদি তাকে ফিরে পেতে চান, তাহলে তাকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দিতে হবে। সব সময় তার কাছাকাছি থাকা বা প্রতি পাঁচ মিনিট পর পর যদি তাকে ফোন করলে উল্টো সে আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে।
এখন আপনি তার থেকে কতটা সময় দুরে থাকবেন তা নির্ভর করে যে ঘটনাকে কেন্দ্র করে আপনাদের ব্রেকআপ হয়েছিল তার উপর। যদি আপনাদের সম্পর্ক অনেক আগের হয়ে থাকে, তাহলে তাকে বেশি সময় দিন ব্রেকআপের কষ্ট থেকে বের হয়ে আসার।
আর শুধু তাকেই নয়, বরং কিছু সময় নিজেকেও দিতে শুরু করুন। এ সময়ে সম্পর্কে চলাকালীন সময়ের ভুলগুলো নিয়ে ভাবুন। আপনার কোন কাজগুলি তার মনে আপনার প্রতি বিতৃষ্ণা জাগিয়ে তুলেছে, সেগুলিকে খুঁজে বার করুন। নিজেকে প্রশ্ন করুন যে, আপনি অহংকারী, বদরাগী বা আপনার ব্যবহারের মধ্যে খারাপ কোন দিক আছে কিনা। এমন অনেক স্বভাব আছে যেগুলো জীবনে অসুখী হওয়ার কারণ হিসেবে পরিগণিত, দেখুন আপনার মাঝে সেগুলোর কোনটি রয়েছে কিনা। আপনি যাই করে থাকুন না কেন এটি নিশ্চিত করুন যে, তা পুনরায় আর কখনো হবে না।
আপনার পরিবর্তন তার সামনে তুলে ধরুন:
আপনার গার্লফ্রেন্ড যে কারণে আপনাকে ছেড়ে চলে গিয়েছে বা যে কারণে আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছিল, তা যদি সমাধান না হয়, তাহলে আপনার গার্লফ্রেন্ড যে আপনার জীবনে আর ফিরে আসবে তা বোঝাটা কষ্টের কিছু নয়। আমি ধরে নিচ্ছি যে, আপনি সমস্যাটি খুঁজে বের করেছেন এবং নিজেকে প্রয়োজন অনুযায়ী বদলে ফেলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যে বদলে গিয়েছেন, তা আপনার গার্লফ্রেন্ড কিভাবে জানবে?
সেটা জানার ব্যবস্থা আপনারই করতে হবে। এমন কিছু করুন, যাতে আপনার মধ্যকার পরিবর্তন তার দৃষ্টি আকর্ষণ করতে পারে। যত দ্রুত আপনি এটা করতে পারবেন তত দ্রুতই তাকে ফিরে পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে।
সামনের দিকে এগিয়ে যান:
আপনার পরিবর্তণ লক্ষ্য করার সাথে সাথেই আপনার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটি আপনার প্রতি পুনরায় আকর্ষিত হতে থাকবে। কারণ সে বুঝতে পারবে যে, আপনার এই পরিবর্তনের কারণ শুধুই সে। এটি তার ভিতরে বিশেষ কোন মানুষ হওয়ার অনুভুতি জাগিয়ে তুলবে। একই সাথে আপনার মধ্যে আর কি কি পরিবর্তন এসেছে এটা জানার জন্য সেও আগ্রহী হয়ে উঠবে।
আর যখনই এমনটা ঘটবে, তখনই উপযুক্ত সময় সকল কৌশলের উর্ধ্বে গিয়ে তার প্রতি আপনার আবেগের কথা খুলে বলার। তবে, সব সময় এই প্রচেষ্টা যে তার দিক থেকেই হবে এটা ভাববেন না। মনে রাখবেন যে আপনাদের সম্পর্কটা কোন পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছিল।
তাই, যদি তার দিক থেকে কোন অগ্রগিত না দেখতে পান, তাহলে নিজেই এগিয়ে গিয়ে কথা বলুন। এমন একটি সময় খুঁজে বের করুন, যখন সে খুব হাসি খুশি থাকবে। কারণ, সে যদি কোন কারণে মানসিকভাবে চিন্তাগ্রস্থ থাকে, তাহলে আপনার ভালো কথাও হয়তো তার কাছে খারাপ লাগবে এবং সে আশানুরুপ প্রতিক্রিয়া দেখাবে না।
হারানো কাউকে ফিরে পাওয়া আসলেই সৌভাগ্যের ব্যাপার। একই সাথে এ ধরনের সম্পর্কগুলো পুনরায় জোড়া লাগলে আগের চাইতেও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এর কারণ হলো আমরা ঠিক তখই হারানো মানুষকে ফেরাতে চাই, যখন আমরা নিজেদের ভুল বুঝতে পারি। ফলে ভবিষ্যতে একই ধরনের ভুল করা থেকে আমরা নিজেদের বিরত রাখি।
পাশাপাশি যে মানুষটি আমাদের জীবনে ফেরত আসে, সেও নিজেকে আগের থেকে অনেক বেশি মানানসই করে তোলে। উভয় পক্ষের মধ্যেই একে অপরকে বোঝার এবং ক্ষমা করার মানসিকতা তৈরী হয় যা সম্পর্কের ভবিষ্যত সুনিশ্চিত করে।
আপনি উপরের কৌশলগুলি অবলম্বন করে হয়তো আপনার হারানো গার্লফ্রেন্ডকে ফিরে পেতে পারেন। কিন্তু এতে যথেষ্ট সময়ের প্রয়োজন। তাই কখনোই ভাববেন না যে রাতারাতি আপনি তার মন জয় করে ফেলবেন। সময় নিন, ভাবুন এবং নিজেকে শুধরে ফেলুন। যতক্ষণ সে নিশ্চিত হচ্ছে যে, আপনি আর পুনরায় আগের ভুলগুলি করবেন না, ততক্ষণ তাকে পাওয়ার আশা করাটা ভুল হবে। তাই ধৈর্য্য ধরে চেষ্টা করতে থাকুন, অবশ্যই আপনার প্রিয় মানুষটি আপনার জীবনে ফিরে আসবে। আপনার জন্যে হৈচৈ বাংলার পক্ষ থেকে শুভকামনা রইলো।
Leave a Reply