হাই গ্রাফিক্স অ্যান্ড্রয়েড গেম কার না ভাল লাগে? কারণ, এ ধরণের গেম অনেকটাই রিয়েল-লাইফ গেমের মতো। লোকেশন, পরিবেশ, ক্যারেক্টারসহ সবকিছুই ঝকঝক করতে থাকে। যারফলে, উন্নত গ্রাফিক্সের গেম সকল মোবাইল ইউজারেরই ভাল লাগে।
গেম প্রধানত আমাদের বিনোদনের মাধ্যম। আমরা আমাদের একান্ত সময় গেম খেলে কাটাই এবং বেশ আনন্দ উপভোগ করি। কিংবা, বন্ধুদের সাথে মাল্টিপ্লেয়ার গেমগুলো খেলে নিজেদের আনন্দ অন্যের সাথে শেয়ার করি। আজ থাকবে ২০২০ সালের সেরা হাই গ্রাফিক্সের কিছু অফলাইন গেম ও কিছু মাল্টিপ্লেয়ার অনলাইন গেম।
এই পোষ্টে আপনাদের এমন কিছু হাই গ্রাফিক্স গেমের সন্ধান দিব, যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আগে ধারণা ছিল, ভাল গেমগুলো শুধু পিসিতেই খেলা যায়। কিন্তু, বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের জন্য এমন কিছু গেম তৈরি হচ্ছে যা আগের ধারণা পাল্টে দিবে।
হাই গ্রাফিক্স অ্যান্ড্রয়েড গেম ২০২০
১. Bright Memory Mobile
আমাদের গেমের লিস্টের প্রথমেই রয়েছে ব্রাইট মেমোরি মোবাইল। গেমটি একটি অফলাইন গেম। এতদিন আপনারা অনেকেই ব্রাইট মোবাইল গেমের নাম শুনেছেন। কিন্তু, এবার অ্যান্ড্রয়েডে চলে আসল ব্রাইট মেমোরি মোবাইল। গেমটি সম্পর্কে বলতে গেলে অসাধারণ হাই গ্রাফিক্স ও ফার্স্ট পারসন অ্যাকশন গেম।
গেমটি মূলত স্টোরি ভিত্তিক অ্যাকশন গেম। গেমের মেইন ক্যারেক্টার সির্লিয়া যে একজন সায়েন্স রিসার্স অর্গানাইজেশনের মেম্বার। সির্লিয়া বিভিন্ন জায়গায় রিসার্স করতে যায় আর তার সাথে বিভিন্ন ক্যারেক্টারের ফাইট হয়। এই নিয়েই গেমের কাহিনিটি চলতে থাকে। তবে, গেমটি খেলতে আপনার প্রসেসর মিনিমান স্নাপড্রাগন ৬৬০ হতে হবে।
২. Battle Prime Mobile
অনেক অপেক্ষার পর অবশেষে মোবাইলের জন্য চলে আসল ব্যাটেল প্রাইম। এটি মূলত একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম। আপনি যদি পাবজি বা কল অব ডিউটি থেকে বেরিয়ে নতুন কিছুর স্বাদ পেতে চান, তাহলে ব্যাটেল প্রাইম বেস্ট অপশন। Battle Prime Mobile গেমটি আপনি বিভিন্ন ধরণের মোডে খেলতে পারবেন।
৩. Devil May Cry Mobile
ডেভিল মে ক্রাই একটি অসাধারণ মোবাইল গেম। গেমটি খেললে আপনার মোবাইল গেম সম্পর্কে ধারণা পাল্টে যাবে। গেমটিতে রয়েছে অসাধারণ গ্রাফিক্স, সেই সাথে রয়েছে ভরপুর অ্যাকশন। আপনি গেমে নতুন নতুন ফাইটিং অ্যাকশন কম্বো বানাতে পারবেন। গেমটি না খেললে অ্যান্ড্রয়েড গেমের আসল মজাটাই মিস করবেন।
Devil May Cry Mobile গেমটি আপনি প্লে-স্টোরে পাবেন না। আপনাকে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। কোন ওয়েবসাইট থেকে ডাইনলোড করবেন তা যদি বুঝতে না পারেন তাহলে, স্মার্টফোনে গেম ডাউনলোড করার সেরা ৭টি ওয়েবসাইট দেখে নিন।
৪. LifeAfter
লাইফ আফটার গেমটি অ্যান্ড্রয়েড হাই গ্রাফিক্সের দিক থেকে নাম্বার ওয়ান গেম। মনের মতো গ্রাফিক্স, বিউটিফুল লোকেশন, জমবি, মনস্টার সব মিলিয়ে গেমটি কোন পিসি গেমের থেকে কম নয়। গেমটি একটি সারভাইভাল গেম এবং আপনি স্টোরি মোডে খেলতে পারবেন। গেমটি ফুল অনলাইন।
৫. Project War Mobile
এটি একটি থার্ড পারসন অনলাইন শুটার গেম। গেমটিতে আপনাকে জমবি মারতে হবে। তবে, অন্য জমবি শুটার থেকে এটি পুরোপুরি ভিন্ন। গেমটি আরো মজার হয়ে যায়, যদি পিভিপি মোডে ১০ জন মিলে গেমটি খেলা হয়।
অনেকের মনে প্রশ্ন আসছে, সেরা হাই গ্রাফিক্সের গেম কিন্তু পাবজি বা কল অব ডিউটির নাম কেন আসল না। পাবজি আর কড গেম দুইটি সম্পর্কের আমরা সবাই জানি। তাই, এই লিস্টে গেম দুইটির নাম আসেনি। আমরা চেয়েছি চেনা কিছু গেমের বাহিরে বের হয়ে নতুন কিছু গেমের সাথে পরিচয় করিয়ে দিতে।
এই ছিল আজকের ২০২০ সালের সেরা ৫টি হাই গ্রাফিক্স অ্যান্ড্রয়েড গেম নিয়ে পোষ্ট। আশা করি, অ্যান্ড্রয়েড গেম লাভাররা পোষ্টি থেকে নতুন কিছু গেম সম্পর্কে জানতে পেরেছেন আর সেগুলো খেলেও আনন্দ পাবেন।
মিরসরাই প্রতিদিন says
হাই গ্রাফিক্সের গেম আমি খুব পছন্দ করি। আমি মনে করি, বর্তমান যে গেইম গুলো মার্কেটে আছে, সেগুলো খেলার মাধ্যমে যেমন আমরা আনন্দ উপভোগ করি আবার পাশাপাশি জ্ঞান অর্জন করতে পারি।