বহুল পরিচিত ও বিশ্বস্ত একটি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হল স্যামসাং। প্রতিষ্ঠানটি শক্তিশালী হার্ডওয়ারের সাথে দারুণ কিছু ফিচার দিয়ে এমন কিছু মোবাইল তৈরি করে, যা একে অন্য সকল মোবাইল থেকে আলাদা করে তোলে। আজ আমরা ২০১৯ সালের স্যামসাং এর সেরা ফোন সম্পর্কে জানবো।
কিছুদিন আগেও স্যামসাং কোম্পানি লো, মিড ও হাই রেঞ্জ মোবাইলের বাজার দখল করে রেখেছিল। আর এখনও স্যামসাং তাদের কোয়ালিটি প্রোডাক্টের জন্য মিড ও হাই রেঞ্জে অন্যদের সাথে টক্কর দিচ্ছে। তবে,অ্যান্ড্রয়েড ফ্লাগশিপ কিলার বলতে গেলে স্যামসাংই একমাত্র কোম্পানি।
স্যামসাং এর বিভিন্ন স্মার্টফোনের মধ্যে গ্যালাক্সি সিরিজের ফোনগুলোই সম্ভবত সবচেয়ে বেশি জনপ্রিয়। এই সিরিজের ফোনগুলির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো একটা আরেকটার কাছাকাছি, অনেকটা জোড়ায় জোড়ায় থাকা আর কি। যেমন, স্যামসাং গ্যালাক্সি এস৯ ও স্যামসাং গ্যালাক্সি এস৯ প্লাস। এরকম কাছাকাছি হওয়ায় ক্রেতারা নিজেদের বাজেট আর ফোনের ফিচার দুইটার সমন্বয় করে পছন্দেরটি কিনে নিতে পারেন।
অন্যান্য স্মার্টফোন কোম্পানীর মতো প্রতি বছরই স্যামসাং বেশ কিছু স্মার্টফোন বাজারে নিয়ে আসে। ২০১৯ সাল প্রায় সমাগত, আর এ বছর এ কোম্পানিটি যেসব স্মার্টফোন বাজারে এনেছে, সেগুলোর মাঝে সেরা ৫টি ফোন নিয়ে আমাদের আজকের স্মার্টফোন রিভিউ পোস্ট।
২০১৯ সালে স্যামসাং এর সেরা ফোন
১. Samsung Galaxy Fold
লাক্সারিয়াস বা বিলাসবহুল ফোন বলে যদি কিছু থাকে, সেটি হল স্যামসাং গ্যালাক্সি ফোল্ড। ২০১৯ সালে মোবাইল ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় চমক স্যামসাং এর এই ফোল্ডেবল ফোন। প্রচুর ফিচার ও টেকনোলজিতে ভরপুর গ্যালাক্সি ফোল্ড ফোনটি। এটি মোবাইলকে একটি অন্য রুপ দিয়েছে, যা হতে পারে ভবিষ্যৎ মোবাইলের টেকনোলজি।
এতে দুইটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। মোবাইলটি ফোল্ড করা অবস্থায় থাকবে একটি ডিসপ্লে এবং ফোল্ড খুললে আরও একটি বড় ডিসপ্লে থাকবে। ফলে আপনি একই সাথে মোবাইল ও ট্যাবের অনুভূতি পাবেন ফোনটি থেকে।
এছাড়াও, মোবাইলটিতে আপনি যে যে ফিচারগুলো পাবেন-
মেইন ডিসপ্লে: ৭.৩ ইঞ্চিস ডাইনামিক অ্যামোলেড (1536 x 2152 pixels)
কাভার ডিসপ্লে: ৪.৬ ইঞ্চিস সুপার অ্যামোলেড (720 x 1680 pixels)
প্রসেসর: স্নাপড্রাগন ৮৫৫
র্যাম/রোম: ১২জিবি/৫১২জিবি
ব্যাটারি: ৪৩৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: 12 MP, f/1.5-2.4(মেইন) + 12 MP, f/2.4 (টেলিফটো) + 16 MP, f/2.2 (আলট্রাওয়াইড)
- ফ্রন্ট-ক্যামেরা: 10 MP, f/1.9 + 8 MP, f/2.2
এই কিডনি ফোনটির দাম আনুমানিক ২,৩০,০০০টাকা। যাদের টাকা রাখার জায়গা নেই, তাদের জন্যই মূলত ফোনটি। সৌখিনতার অন্য একটি মাত্রা দিবে এটি।
২. Samsung Galaxy S10+
গ্যালাক্সি এস১০+ মোবাইলটি স্যামসাং এর সব থেকে ফিচারবহুল মোবাইল। এটিকে সবদিক থেকে বেস্ট মোবাইল বলা যায়। এতে রয়েছে শক্তিশালী প্রসেসর, ভাল ক্যামেরা, ভাল ডিসপ্লে, ওভারঅল বর্তমান বাজারের বেস্ট ফ্লাগশিপ মোবাইল।
চলুন একনজরে মোবাইলটির ফিচারগুলো দেখি-
ডিসপ্লে: ৬.৪ ইঞ্চিস ডাইনামিক অ্যামোলেড (1440 x 3040 pixels)
প্রসেসর: স্নাপড্রাগন ৮৫৫ অথবা এক্সিনস ৯৮20
র্যাম/রোম: ৮জিবি/১২৮জিবি, ৮জিবি/৫১২জিবি, ১২জিবি/১টিবি
ব্যাটারি: ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: 12 MP, f/1.5-2.4(মেইন) + 12 MP, f/2.4 (টেলিফটো) + 16 MP, f/2.2 (আলট্রাওয়াইড)
- ফ্রন্ট-ক্যামেরা: 10 MP, f/1.9 + 8 MP, f/2.2
বাংলাদেশী বাজারে ফোনটির দাম ৬৩, ৯৯০ টাকার কাছাকাছি। ফ্লাগশিপ লাইনআপে আপনারও পছন্দের লিস্টে থাকতে পারে এই ফোনটি, যদি আপনার এই বাজেটে কোনও সমস্যা না থাকে।
৩. Samsung Galaxy Note 10+
গ্যালাক্সি নোট ১০+ এককথায় একটি প্রিমিয়াম ফোন। দাম না দেখলে নিঃসন্দেহে যে কানো প্রফেশনাল মানুষের পছন্দ হবে ফোনটি। প্রিমিয়াম ফোনের সকল স্বাদ দিবে গ্যালাক্সি নোট সিরিজের এই ফোনটি।
মোবাইলটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হল-
ডিসপ্লে: ৬.৮ ইঞ্চিস ডাইনামিক অ্যামোলেড (1440 x 3040 pixels)
প্রসেসর: স্নাপড্রাগন ৮৫৫ অথবা এক্সিনস ৯৮২৫
র্যাম/রোম: ১২জিবি/২৫৬জিবি, ১২জিবি/৫১২জিবি
ব্যাটারি: ৪৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: 12 MP, f/1.5-2.4(মেইন) + 12 MP, f/2.1(টেলিফটো) + 16 MP, f/2.2(আলট্রাওয়াইড) + TOF 3D VGA
- ফ্রন্ট-ক্যামেরা: 10 MP, f/2.2
আর মোবাইলটির সবথেকে মজার জিনিসটি হল এস পেন যা খুবই দরকারি একটি জিনিস। অনেকে এই পেনের জন্যই মোবাইলটি কিনে থাকেন। ফোনটির দাম বর্তমানে ৮০, ৯০০টাকা। যে কোন কর্পোরেট লাইফের সাথে মানিয়ে নেয়ার জন্য এটি যথেষ্ট।
৪. Samsung Galaxy A50s
স্যামসাং এর মিডরেঞ্জ ফোনগুলোর মধ্যে A50S কে নির্দ্বিধায় স্যামসাং এর সেরা ফোন বলতে পারেন। প্রিমিয়াম কিছু না দিলেও মিডরেঞ্জের অনন্যা ফোনগুলোকে টক্কর দেয়ার ক্ষমতা রাখে ফোনটি। দাম অনুযায়ী ভালো ডিসপ্লে, ক্যামেরা ও প্রসেসর অফার করছে ফোনটি।
Samsung Galaxy A50s এর প্রধান ফিচারগুলো হল-
ডিসপ্লে: ৬.৪ ইঞ্চিস সুপার অ্যামোলেড (1080 x 2340 pixels)
প্রসেসর: এক্সিনস ৯৬১১
র্যাম/রোম: ৪জিবি/৬৪জিবি, ৪জিবি/১২৮জিবি, ৬জিবি/১২৮জিবি
ব্যাটারি: ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: 48 MP, f/2.0(মেইন) + 5 MP, f/2.2(ডেফথ সেন্সর) + 8 MP, f/2.2(আলট্রাওয়াইড)
- ফ্রন্ট-ক্যামেরা: 32 MP, f/2.0
বর্তমানে বাংলাদেশে ফোনটি পাওয়া যাচ্ছে ২৬, ৫০০টাকায়। আপনি যদি স্যামসাং ফোন পছন্দ করেন আর বাজেট ২৫ হাজারের আশে-পাশে থাকে, তাহলে এটি হতে পারে আপনার জন্য স্যামসাং ফোনের সেরা পছন্দ।
৫. Samsung Galaxy A10s
স্যামসাং আর কম বাজেট দুইটা ঠিক মিলে না। তবে, A10s স্যামসাং এর এনট্রি লেভেল ইউজারদের জন্য। দাম কম হলেও ফোনটি মোটামুটি ভাল কিছুই দিচ্ছে।
ডিসপ্লে: ৬.২ ইঞ্চিস আইপিএস (720 x 1520 pixels)
প্রসেসর: মিডিয়াটেক হিলিও পি২২
র্যাম/রোম: ২জিবি/৩২জিবি, ৩জিবি/৩২জিবি
ব্যাটারি: ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: 13 MP, f/1.8(মেইন) + 2 MP, f/2.4(ডেফথ সেন্সর)
- ফ্রন্ট-ক্যামেরা: 8 MP, f/2.0
১২, ০০০ টাকায় ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। লো-বাজেটের মধ্যে ফোনটি আপনাকে ভালো কিছুই অফার করছে যা আপনাকে মোটেই হতাশ করবেন না।
এছাড়া আরও কিছু প্রিমিয়াম মোবাইল আছে যা নিয়ে আলোচনা করা হয়নি। কারণ সেগুলো আলোচনা করা মোবাইলগুলোর অন্য ভার্সন অর্থাৎ সিরিজ ফোন। সেগুলোর মধ্যে রয়েছে Samsung Galaxy Note 10, Samsung Galaxy Note 10+ 5G, Samsung Galaxy S10, Samsung Galaxy S10e।
এবার একনজরে স্যামসাং এর সেরা ফোনগুলো দেখে নিই-
সবদিক থেকে সেরা: Samsung Galaxy S10+
প্রোডাক্টিভিটির দিক থেকে সেরা: Samsung Galaxy Note 10+
সব থেকে বিলাসবহুল ফোন: Samsung Galaxy Fold
সেরা মিডরেঞ্জ ফোন: Samsung Galaxy A50s
সেরা লোরেঞ্জ ফোন: Samsung Galaxy A10s
এই ছিল ২০১৯ সালের স্যামসাং এর সেরা ফোন যেখানে ৫টি ফোন নিয়ে আলোচনা করা হল। স্যামসাং মোবাইলের জগতের এক অবিচ্ছেদ নাম। আইফোনের পর যদি কোন প্রিমিয়াম ফোন থাকে, সেটি হল স্যামসাং। উপরের ফোনগুলো থেকে বাজেট অনুযায়ী আপনি যে কোনটি কিনতে পারেন। আর যদি স্যামসাং এর আগেকার ফোনগুলোর প্রতি আপনার বিশেষ আকর্ষণ থেকে থাকে, তবে নির্দ্বিধায় স্যামসাং গ্যালাক্সি জে৭ ম্যাক্স কেনার কথা ভাবতে পারেন।
Leave a Reply