বর্তমান সময়ে গ্রাহকদের চাহিদা বেজেল লেস স্মার্টফোনের। গ্রাহকদের কথা মাথায় রেখেই ভিভো তাদের নতুন স্মার্টফোন ভিভো অ্যাপেক্স নিয়ে এসেছে। স্মার্টফোনটি বর্তমানের সাথে মানানসই এবং ফোনটি সম্বন্ধে বলতে গেলে, আকর্ষণীয় ডিজাইনের সাথে বেজেল লেস ডিসপ্লের স্মার্টফোনটি চমৎকার মানিয়েছে। বেশি কথা না বাড়িয়ে চলুন ফোনটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভিভো অ্যাপেক্স এর প্রধান কিছু স্পেসিফিকেশন
- অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও
- ডিসপ্লে : ৫.৯৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে
- প্রসেসর : স্ন্যাপড্রাগন ৮৪৫
- ক্যামেরা : ডুয়েল ২৪ মেগাপিক্সেল ব্যাক, ৮ মেগাপিক্সেল সেলফি
- র্যাম : ৪ জিবি/৬জিবি
- স্টোরেজ : ৬৪ জিবি/১২৮ জিবি
- ব্যাটারি : ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার
- ফিঙ্গারপ্রিন্ট : হ্যা
ডিসপ্লে
ভিভো অ্যাপেক্স ফোনটিতে ৫.৯৯ ইঞ্চির ফুল এইচডি ১০৮০x২১৬০ পিক্সেল রেজ্যুলেশনের প্রতি ইঞ্চিতে ৪০৩ পিক্সেল ঘনত্বের এবং ১৬ এম কালারসের আকর্ষণীয় ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি বেজেল লেস এবং সাইডে সামান্য বেজেল রয়েছে যা আইফোন এক্সেও বিদ্যমান।
ডিসপ্লেতে মূল বডির ৯৮ শতাংশ স্ক্রিন রয়েছে যা সত্যিই অসাধারণ এবং নিঃসন্ধেহে সবার নজর কাড়তে সক্ষম। ফোনটির অবাক করা বিষয় হলো, স্ক্রিনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রটেকশন এবং মাল্টিটাচ সুবিধাও।
প্রসেসর
ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫, ৬৪ বিটের (২.৮ গিগাহার্জ) অক্টা কোর প্রসেসর দেওয়া হয়েছে।জিপিইউ হিসেবে রয়েছে অ্যাডরিনো ৬৩০। প্রসেসর বেশ ভালোমানের, ফলে গেমারদের জন্যও যে ফোনটি একেবারেই পারফেক্ট হবে, সেটি বলার অপেক্ষা রাখে না।
ক্যামেরা
ভিভো অ্যাপেক্স ফোনটিতে ব্যাক বা রেয়ার ক্যামেরা হিসেবে ডুয়েল ১২+১২ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ক্যামেরার সাহায্যে ২১৬০পিক্সেল@৩০এফপিএস, ১০৮০পিক্সেল@৬০এফপিএস, ৭২০পিক্সেল@১২০এফপিএস-এর ভিডিও করতে পারবেন। ব্যাক ক্যামেরার সাহায্যে ফুল এইচডি এবং এইচডি ভিডিও করা সম্ভব হবে এবং ৪৩২০x২৮৮০ পিক্সেল রেজ্যুলেশনের ছবি তুলতে পারবেন। অর্থাৎ, আপনি এই ফোনটি দিয়ে 4K রেজ্যুলেশনের ভিডিও করতে পারবেন।
ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সবচেয়ে মজার ব্যাপার হলো, সেলফি ক্যামেরাটি পপ আপ ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে। যেটি হিডেন অবস্থায় থাকবে। শুধুমাত্র সেলফি তোলার সময় বেরিয়ে আসবে। সেলফি ক্যামেরার সাহায্যেও খুব ভালোমানের ছবি তুলতে পারবেন এবং ১০৮০ পিক্সেলের ভিডিও করতে পারবেন। ছোট-খাট ফটোগ্রাফি করতে যারা পছন্দ করেন, তাদের জন্য ভিভো অ্যাপেক্স একেবারে পারফেক্ট একটি স্মার্টফোন।
র্যাম এবং স্টোরেজ
একই মডেলের দুটি ফোন আলাদা ভাগে ভাগ করা হয়েছে, যার একটিতে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ রয়েছে এবং অন্যটিতে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। সাথে পাবেন এক্সট্রা স্টোরেজ ব্যবহারের সুযোগও। যারফলে সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে তারা র্যাম এবং স্টোরেজের কোনো ঘাটতি রাখেনি।
সাউন্ড
ভিভো অ্যাপেক্স ফোনটিতে অন্যান্য সব ফোনের মতই রয়েছে mp3, MIDI, Vibration, eAAC, WAV রিংটোন। রয়েছে লাউডস্পিকার ও একটিভ নয়েজ ক্যানসিলেশন। রয়েছে ৩.৫ মিলিমিটার জ্যাক। সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে, এই ফোনটিতে কোনো ইয়ারপিচ নেই। ভিভো অ্যাপেক্সে গ্লাসের নিচ থেকে ভাইব্রেশনের মাধ্যমে আসা সাউন্ড থেকে ফোন কলের কথা শুনতে পারবেন।
নেটওয়ার্ক সংযোগ
ওয়াইফাই 802.11 a/b/g/n/ac, 802.11n 5GHz, ডুয়েল ব্র্যান্ড, Wi-Fi Direct, ওয়াইফাই মিমো, Wi-Fi Hotspot রয়েছে। আরো রয়েছে USB Type-C With OTG, চার্জিং ও মাস স্টোরেজ ফাংশন এবং A-GPS, GPS, GLONASS , Beidou.
অন্যান্য ফিচারসমূহ
ভিভো অ্যাপেক্স স্মার্টফোনটিতে On-screen Fingerprint, Proximity sensor, লাইট সেন্সর, Gyroscope, Accelerometer ও Compass-এর মত ফিচার দেওয়া হয়েছে।
ব্যাটারি এবং কালার
ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে ৪,০০০ মিলি অ্যাম্পিয়ারের নন-রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, যা অনেকক্ষণ চার্য ধরে রাখতে সক্ষম। সাধারণভাবে ব্যবহারে পুরো দুইদিন ভালোভাবে ব্যাটারি ব্যকআপ পাবেন এবং ফোনটি কালো ও ধূসর রঙের পাওয়া যাবে।
রিলিজ ডেট এবং দাম
আশা করা হচ্ছে ফোনটি পরবর্তী ২ মাসের ভিতরেই আমাদের দেশে চলে আসবে। ইতিমধ্যে বাইরের অনেক দেশেই ফোনটি জনপ্রিয় হয়ে উঠেছে। সঠিক দাম এখনো জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে ফোনটি ৫০ বা ৬০ হাজার টাকার ভিতর পাওয়া যাবে।
ভিভো অ্যাপেক্স ফোনটি বেশ দামি ফোন তা বুঝতেই পারছেন। আইফোন, সামস্যাং, নোকিয়া এসব জনপ্রিয় ব্র্যান্ডের সাথে টেক্কা দিতে ভিভোর এই নজরকাড়া স্মার্টফোনটি বেশ সাড়া ফেলে দিয়েছে। ভালোমানের প্রসেসর, ক্যামেরা এবং যথেষ্ট স্টোরেজ সমৃদ্ধ এই স্মার্টফোনটি হতে পারে আপনার স্মার্ট চয়েস। ফোনটি কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
(বিঃদ্রঃ তথ্যগুলো ইন্টারনেট এবং ইউটিউব থেকে সংগৃহীত। তাই ভুল থাকলে মার্জনা করবেন।)
Leave a Reply