আপনি কি জানেন আপনার স্মার্টফোন পানিতে পড়ে গেলে করণীয় কি? অসাবধানতায় হাতের ফোনটি পানিতে পড়ে গেলে আপনি যে কাজগুলো করতে পারেন অর্থাৎ এটিকে রক্ষা করার জন্য যে-সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন, সেগুলো নিয়েই আজকের পোস্ট।
বতর্মান সময়ে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইসটি হচ্ছে আমাদের স্মার্টফোন। স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনকে অনেক বেশি সহজ করে তুলেছে। সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম থেকে শুরু করে রাতে সোস্যাল মিডিয়া ওয়েবসাইটগুলোতে সময় কাটানো পর্যন্ত সকল কাজেই আমরা দিন দিন স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছি।
ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সময়ে দুর্ঘটনাবশত আমাদের স্মার্টফোনগুলি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে যার মধ্যে অন্যতম হচ্ছে স্মার্টফোন পানিতে পড়ে যাওয়া। আমাদের অনেকেরই স্মার্টফোন পানিতে পড়ে গেলে করণীয় কাজগুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকায় এ ধরনের পরিস্থিতিতে বেশির ভাগ ক্ষেত্রেই ভুল পদক্ষেপ গ্রহণের ফলে স্মার্টফোনটি পুনরায় সচল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়।
হাল সময়ের বেশির ভাগ স্মার্টফোনই ওয়াটারপ্রুফ প্রযুক্তিতে তৈরী হয়ে থাকে, যার ফলে পানিতে পড়লেও সেগুলি সুরক্ষিত থাকে। কিন্তু এটিও সত্য যে, আমাদের ব্যবহৃত স্মার্টফোনগুলোর অধিকাংশই ওয়াটারপ্রুফ নয়, তাই সেটি দুর্ঘটনাবশত পানিতে পড়ে গেলে কিভাবে ফোনটিকে রক্ষা করা যায় তা জানা আমাদের জন্য অতীব জরুরী।
স্মার্টফোন পানিতে পড়ে গেলে করণীয়
কাজের বা বিনোদনের প্রয়োজনে আমরা অনেক সময় এমন স্থানে যাতায়াত করে থাকি, যেখানে আমাদের ফোনটির পানির সংস্পর্শে আসার সম্ভাবনার কথা আগে থেকেই আমাদের জানা থাকে। কিন্তু দেখা যায় যে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার পরেও দূর্ভাগ্যবশত অনেক সময় ফোন পানিতে পড়ে যায়।
যদিও এসব ক্ষেত্রে পুরোপুরিভাবে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে আপনার ফোনটি আবার আগের মতই কাজ করবে। তারপরেও কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি আপনার ফোনকে পুরোপুরি নষ্ট হবার হাত থেকে রক্ষা করার চেষ্টা করতে পারেন।
যা কখনোই করবেন না
পানি থেকে ফোন উদ্ধারের পর বেশির ভাগ মানুষই কি করবেন তা বুঝে উঠতে পারেন না। আর এমন সময় নিজের অজান্তেই তারা এমন কিছু কাজ করে বসেন যা তাদের ফোনটিকে পুনরায় ব্যবহার উপযোগী হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে। চলুন জেনে নেওয়া যাক পানি থেকে ফোন তুলে আনার পর কোন কাজগুলো করা যাবে না-
- ফোন অফ করে দিতে হবে এবং ভুলেও সেটিকে অন করবেন না। কারণ ইলেকট্রনিক ডিভাইসগুলো পানির সংস্পর্শে থাকাকালীন সময়ে অন থাকলে পুরোপুরি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে।
- ফোনের সাথে চার্জার প্লাগ করবেন না বা সেটিকে চার্জ দেওয়ার চেষ্টা করবেন না।
- ফোনে বাটন থাকলে সেগুলি চাপাচাপি করবেন না বা ফোনটি ঝাঁকাবেন না। এতে পানি ফোনের আরো ভিতরে চলে যেতে পারে।
- ফোনটিকে অতিরিক্তভাবে তাপ দেয়ার চেষ্টা থেকে বিরত থাকুন। এতে আপনার ফোনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্থ্য করে পারে।
স্মার্টফোন পানিতে পড়ে গেলে যা করতে হবে
আমি জানি এমন পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখানো অনেক কঠিন। কিন্তু আপনার ফোনটি যত বেশি সময় পানির ভেতরে থাকবে তত বেশি সেটির কার্যক্ষম থাকার সম্ভাবনা কমে আসবে। তাই, দূর্ভাগ্যবশত আপনার ফোনটি যদি পানিতে পড়েই যায়, তাহলে আফসোস না করে যদি সেটি টয়লেটের মধ্যেও পড়ে গিয়ে থাকে, সাথে সাথে সেটিকে সেখান থেকে তুলে আনুন।
পানি থেকে বাইরে নিয়ে আসার সাথে সাথে যদি ফোনটিকে সচল এবং স্বাভাবিকও দেখা যায়, তারপরেও ফোনটিকে বন্ধ করে দিন। এরপর ফোনটিকে খুলে ফেলুন। মনে রাখবেন এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনার ফোনটিকে রক্ষা করার জন্য। তবে খুলে ফেলার মানে অবশ্যই মাদারবোর্ড বা ডিসপ্লে খুলে ফেলা নয়। ফোনের যতটুকু অংশ একজন সাধারণ ব্যবহারকারী আলাদা করতে পারেন যেমন ব্যাক-কভার, ব্যাটারী ইত্যাদি খুলে ফেলুন এবং সেগুলিকে কোন শুকনো এবং সমতল স্থানে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন।
আর যদি আপনার ফোনের হার্ডওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকে এবং আপনি যদি ফোনের ওয়ারেন্টি চলে যাওয়ার ভয় না করেন, তাহলে ধীরে ধীরে যতটা সম্ভব ফোনটির হার্ডওয়্যারগুলো খুলে ফেলার চেষ্টা করুন। এতে পূর্বের তুলনায় আপনার ফোনটি দ্রুত সময়ে কাজ করার উপযোগী হয়ে উঠবে। কিন্তু আপনার যদি এ ব্যাপারে যথেষ্ট ভালো ধারণা না থাকে, তাহলে এ প্রক্রিয়া থেকে ১০০ হাত দুরে থাকুন। কারণ এতে উপকারের চাইতে ক্ষতি হওয়ার সম্ভবনাই বেশি।
আমাদের সবার বাসাতেই পেপার টাওয়েল থাকে। পেপার টাওয়েল ব্যবহার করে আপনি ফোনের উপরিভাগের যতটুকু সম্ভব পানি অপসারন করে ফেলুন আর যে সকল স্থানে পেপার টাওয়েল ব্যবহার করা যায় না, সে-সব স্থানে যদি সম্ভব হয় তাহলে ভ্যাকিউয়াম ক্লিনার দিয়ে পানি শুকিয়ে ফেলার চেষ্টা করুন।
এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটিই সম্ভবত একজন ব্যবহারকারীর জন্য সবচেয়ে কঠিন কাজ, আর সেটি হচ্ছে কিছু না করে ফোনটিকে ফেলে রাখা। হ্যাঁ, আপনি কোন অবস্থাতেই যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত হতে পারছেন, ততক্ষণ কোন মতেই ফোনটি ব্যবহার করতে পারবেন না।
এরকম অবস্থায় ফোনটিকে স্বাভাবিকভাবে ২-৩ দিন বাসার কোন ড্রয়ারে বা অন্য কোন নিরাপদ শুষ্ক স্থানে ফেলে রাখুন। ড্রয়ারে রাখার সময় সেটিকে কোন বক্সের ভিতরে রেখে সেই বক্সে ১-২ প্যাকেট সিলিকা জেল প্যাক রেখে দিন। সবচেয়ে ভালো হয় বাসার যে পাত্রে চাল রাখা হয় সেই পাত্রে ফোনটিকে চাল দিয়ে সম্পূর্ণ ঢেকে রেখে দিন। চাল যে কোন বস্তুর চাইতে অনেক বেশি পরিমাণে বাতাস শোষন করে থাকে ফলে চালের মধ্যে রাখলে আপনার ফোনটিও দ্রুত সময়ে শুকিয়ে যাবে।
স্মার্টফোন পানিতে পড়ে গেলে করণীয় সবগুলি কাজ আমরা করেছি। এবার সময় হয়েছে ফোনটিকে অন করে পুনরায় ব্যবহার করার। আমি আশা করছি আপনার ফোনটি অন হয়েছে এবং আবার আগের মত স্বাভাবিক অবস্থায় ব্যবহার উপযোগী হয়ে গিয়েছে। তারপরেও যদি কোন কারণে ফোনটি অন না হয় বা অন্য কোন সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ কোন টেকনিশিয়ানের সাহায্য নিন।
মাহামুদুল হাসান আসিফ says
কার্যকরী কিছু টিপস ছিলো। অনেক ভালো লেগেছে।
টি আই অন্তর says
আসিফ, দ্রুত আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনার ফোন নাম্বার দিন, কথা বলবো।
মাহামুদুল হাসান আসিফ says
জ্বী ভাইয়া দিয়েছি।