নানা কারণেই স্মার্টফোনে স্ক্রিনশট নিয়ে রাখতে হয়। পরবর্তীতে সেটি আমাদের কাজে লাগে, রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়। এমনকি, অনেক সময় কোন কিছু প্রমাণ করতে গিয়েও স্ক্রিনশট আমাদের সাহায্য করে থাকে।
স্ক্রিনশট কি, সেটা আমরা সবাই জানি। কেন, স্মার্টফোনে স্ক্রিনশট নেয়ার প্রয়োজন হয়, সেটাও প্রায় সবাই জানি। তবে, সবগুলো কারণের মধ্যে নিশ্চয়ই সবাই সব জানে না। তাদের জন্যেই আমাদের এই আয়োজন, দেখে নিন ৩০টি এমন কারণ যার জন্যে আপনার মাঝে মাঝেই স্ক্রিনশট রাখা প্রয়োজন।
স্মার্টফোনে স্ক্রিনশট কেন নেবেন?
- যে কোন বিষয়ের প্রমাণ রেখে দেয়া যায়।
- স্ক্রিনশট নিয়ে রাখলে, দরকারের সময় আবার পেছনে যেতে হয় না বা কোন তথ্যের জন্যে ওই পেজটি খুঁজে বের করার প্রয়োজন হয় না।
- স্ক্রিনশটের মাধ্যমে যে কোন কিছুর ছবি তুলে ওয়াল পেপার হিসেবে ব্যবহার করা যায়।
- ফেসবুকের যে কোন পোস্ট সহজেই অ্যাক্সেস করা যায়।
- গিফট্ আইডিয়া সেভ করে রাখা যায়।
- যে কোনও গেমের স্কোর বা হাই লেবেলের ছবি তুলে পরবর্তীতে প্রমাণ হিসেবে যে কাউকে দেখানো যায়।
- কাউকে কোন কিছু বোঝাতে গিয়ে স্ক্রিনশট নিয়ে রাখা ইমেজটি দেখানো যায়।
- ফেসবুকে কোন কমেন্ট মুছে ফেলা হলেও স্ক্রিনশট থাকার কারণে সেটির প্রমাণ দেয়া যায়।
- কোন দরকারি কিছু ভুলে গেলে স্ক্রিনশট দেখে মনে করা যায়।
- অনলাইনে কেনা-কাটার সময় গিফট্ বাউচারের নাম্বার মনে রাখা যায়।
- যে কোনও আইডিয়া পরবর্তীতে স্ক্রিনশট দেখে সহজেই মনে করা যায়।
- যে কোন ওয়েবপেজে দেখা কোনকিছু ভুলে গেলে, স্ক্রিনশট দেখে আবার মনে করা যায় এবং সহজেই সেই পেজে ব্রাউজ করা যায়।
- যে কোন তথ্য খুব দ্রুত টুকে রাখা যায়।
- যে কোন ওয়েবসাইটের লিংক বা অ্যাড্রেস সেভ করে রাখা যায়।
- স্ক্রিনশট নিয়ে রাখলে, কারো ভিজিটিং কার্ড হারিয়ে ফেললেও সেটি থেকে তথ্য নিয়ে তার সাথে যোগাযোগ করা যায়।
- শপিং লিস্ট সহজেই বহন করা যায়। হাতে করে কাগজের লিস্ট নিয়ে ঘুরতে হয় না।
- কারো সঙ্গে কথোপকোথনের প্রমাণ রাখা যায়।
- স্মার্টফোন ব্যবহারে কোন সমস্যার মুখোমুখি হলে সেটি পরে যে কাউকে দেখিয়ে সলিউশন নেয়া যায়।
যাইহোক, স্ক্রিনশট নিয়ে রাখলে আরো বহু ধরণের উপকার পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, কারো সঙ্গে আমাদের যখন কোন ঝামেলা তৈরি হয়, তখন নিজের পক্ষে প্রমাণ স্বরূপ উপস্থাপনের জন্যে স্ক্রিনশট নিয়ে রাখা দরকার। আশা করি, আজ থেকে প্রয়োজনীয় যে কোন কিছুর স্ক্রিনশট নিয়ে রাখতে ভুলবেন না। স্যামসাং ফোনে স্ক্রিনশট নেয়ার উপায় হয়তো অনেকেই জানেন। অন্যান্য ফোনেও স্ক্রিনশট নেয়ার প্রক্রিয়াটি খুবই সহজ।
Leave a Reply