ফেসবুক ক্যাশ ও ডাটা ক্লিয়ার না করলেও ফেসবুক ব্যবহারে নানা রকম ঝক্কি পোহাতে হয়। এর মাঝে বড় ধরণের একটা ঝক্কি হচ্ছে ফেসবুক স্লো হয়ে যাওয়া। যদিও আমাদের স্মার্টফোনে ফেসবুক অ্যাপের স্পিড বাড়ানোর উপায় আছে, তবু জেনে রাখা ভাল যে ক্যাশ ও ডাটা ক্লিয়ার করাটা অনেক বুদ্ধিমানের কাজ।
ফেসবুক ক্যাশ কি?
ফেসবুকে আমরা যা কিছু ব্রাউজ করি, তার কোন কিছুই হারিয়ে যায় না। বরং, ফেসবুকের সার্ভারে আমাদের আইডি বা অ্যাকাউন্টের বিপরীতে সেগুলো জমা হয়ে থাকে। এই জমা হয়ে থাকা ডাটাকে ফেসবুক ক্যাশ বলে। এক কথায়, ফেসবুক আমাদের আইডি থেকে ব্রাউজ করা যা কিছু ক্যাশ করে রাখে, সেগুলোই ফেসবুক ক্যাশ।
কেন ফেসবুক ক্যাশ ক্লিয়ার করবেন?
ধরুন, আপনি এক বছর ধরে আপনার স্মার্টফোনে ফেসবুক ব্যবহার করছেন। আপনি কি মনে করতে পারবেন এই এক বছরে আপনি কত কি ব্রাউজ করেছেন? পারবেন না। কারণ, আপনি অগণিত ডাটা ব্রাউজ করেছেন। নিজের প্রোপাইলের ডাটা, অন্যের আইডির ডাটা, নিউজ ফিডসহ অসংখ্য ডাটা ব্রাউজ করেছেন।
আপনার ব্রাউজকৃত সমস্ত ডাটাই আপনার ফেসবুক অ্যাপে জমা হয়ে আছে। বুঝতেই পারছেন, সেগুলো আপনার অ্যাপটিকে কতটা ভারী করে রেখেছে। ভারী হয়ে যাওয়ার কারণে আপনার ফেসবুক অ্যাপটি লোড হতে অনেক সময় নিচ্ছে। তাই, জমাকৃত সমস্ত ডাটা ডিলিট করে ফেলা আপনার ফেসবুক ব্রাউজিংকে ফাস্ট করে তুলবে।
ফেসবুক ক্যাশ ও ডাটা ক্লিয়ার করার উপায়
- আপনার অ্যান্ড্রয়েড ফোনের Settings-এ যান।
- সেখান থেকে Apps & notifications এ ট্যাপ করুন।
- এবার লিস্টে থাকা Facebook অ্যাপের উপর ট্যাপ করুন। এটা আপনি Recently opened apps এর মধ্যে পাবেন যা লিস্টের প্রথমেই থাকবে। যদি এই লিস্টে ফেসবুক অ্যাপ দেখতে না পান, তবে See all apps এ ট্যাপ করুন এবং দেখুন সবার প্রথমেই ফেসবুক রয়েছে।
- যাইহোক, ফেসবুক অ্যাপের উপর ট্যাপ করার পর সেখান থেকে Storage এর উপর ট্যাপ করুন।
- এরপর, সেখানে থাকা Storage & cache এর উপর ট্যাপ করুন।
ব্যাস্, আপনার ফোনে ফেসবুক ক্যাশ ও ডাটা ক্লিয়ার হয়ে গেল। এখন দেখুন, ফেসবুক আগের থেকে অনেক ফাস্ট হয়ে গিয়েছে। হ্যাপি ফেসবুকিং।
Sajid imon says
ফেসবুক ক্যাশ ও ডাটা ডিলিট নিয়ে একদম গুছিয়ে লেখা হয়েছে। ভালো লাগলো। আমারও একটি সাইট আছে। আমিও আপনার মতো লেখা-লেখি করার চেষ্টা করে যাচ্ছি।