যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের অনেকেরই স্মার্টফোনে গেম ডাউনলোড করার প্রয়োজন হয়। যদিও অ্যান্ড্রোয়েড কিংবা আই-ফোনের নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে, তবু তার পাশাপাশি অনেক সময় অন্যান্য ওয়েবসাইট থেকে গেম ডাউনলোড করার প্রয়োজন হয়।
অনেক সময় প্লে-স্টোর কাজ করে না কিংবা প্লে-স্টোরের কাঙ্ক্ষিত গেমটি আপনার দেশে বা ফোনে সাপোর্ট করে না, তখন প্রয়োজন হয় থার্ড পার্টি ওয়েবসাইটের। আর তাই আজকে আমরা এমন কিছু ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা আপনাদের ফোনের জন্য গেম ডাউনলোড করতে পারবেন।
থার্ড পার্টি ওয়েবসাইটের আরেকটি সুবিধা হল এসব ওয়েবসাইট থেকে আপনি গেমের apk ও ডাটা ফাইল মেমরি কার্ডে ডাউনলোড করে রাখতে পারবেন এবং পরে চাইলে ইন্সটল করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে চলুন ওয়েবসাইটগুলোর আলোচনায় চলে যাওয়া যাক। এছাড়া জেনে নিতে পারেন কিভাবে প্লে স্টোরের পেইড অ্যাপ ফ্রিতে ডাউনলোড করবেন।
স্মার্টফোনে গেম ডাউনলোড
Uptodown
Uptodown ২০০২ সালে স্পেনে প্রতিষ্ঠিত হয়। ১৯ জন ব্যক্তিদ্বারা পরিচালিত এই ওয়েবসাইটটি যেমন জনপ্রিয়, তেমনি তার ওয়েবসাইটের সিকিউরিটি। VirusTotal সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার ফলে আপনি একদম ফ্রেশ এবং ভাইরাস মুক্ত গেম পাবেন।
এদের ওয়েবসাইট সম্পূর্ণ ইউজার ফ্রেন্ডলি এবং এদের নিজস্ব অ্যাপও রয়েছে। এদের রয়েছে নিজস্ব ব্লগ যেখানে প্রযুক্তি, অ্যাপ এবং গেম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। গেম ডাউনলোড করার ক্ষেত্রে পাবেন আলাদা মজা কেননা এদের সার্চ অপশনটি বেশ পাওয়ার-ফুল এবং বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে একদম প্লে-স্টোরের আদলে সাজানো। এছাড়া পুরাতন ভার্সনের গেম ডাউনলোড করার সুবিধাতো আছেই। গেম ডাউনলোডের পর গেম রিভিউ এবং রেটিং দেয়ার সুবিধা রয়েছে।
Mob
Mob অনেক পুরাতন একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে একই সাথে অ্যান্ড্রোয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মের গেম পাওয়া যায়। গেম ডাউনলোডের ক্ষেত্রে এই ওয়েবসাইটটি বেশ জনপ্রিয়। ওয়েবসাইটটি বেশ মডার্ন ডিজাইনের এবং ব্যবহার করাও বেশ সহজ। সবগুলো গেম মোট ১৫টি বিভাগে সাজানো ফলে গেম খুঁজে পেতে আপনাকে খুব একটা কষ্ট করতে হবে না। এছাড়া এদের নিজস্ব সার্চ অপশন তো আছেই যেখান থেকে আপনি নিজেই খুঁজে নিতে পারবেন।
ওয়েবসাইট থেকে সরাসরি Apk ফাইল ডাউনলোডের পাশাপাশি গেমটি প্লে স্টোরে থাকলে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করার সুবিধা দিবে এই ওয়েবসাইট। এছাড়া এখানে আপনি রেটিংও দিতে পারবেন।
Apkpure
Apkpure ২০১৪ সালে চালু হওয়ার পর খুব দ্রুত এর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। গেম ডাউনলোডের জন্য এটা বেশ বিশ্বস্ত ওয়েবসাইট বলা যায়। ট্রাস্টেড আইকন যুক্ত সকল গেম আপনি নিশ্চিন্তে ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।
Apkpure ওয়েবসাইট থেকে সব গেমের পুরাতন ভার্সনগুলোও ডাউনলোড করতে পারবেন। এদের প্রত্যেকটি গেম গুগল প্লে-স্টোরে থাকা গেমের ফাইল কোন ধরণের এডিট বা মডিফিকেশন করা হয় না।
Aptoide
Aptoide ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। পর্তুগাল, চীন এবং সিঙ্গাপুর এই ৩টি দেশে এদের অফিস রয়েছে। বুঝতেই পারছেন এটা বেশ জনপ্রিয় ওয়েবসাইট। সারা বিশ্বের প্রায় ১৫০ মিলিয়ন ভিজিটর রয়েছে এই ওয়েবসাইটের এবং ডাউনলোড হয়েছে প্রায় ৭ বিলিয়ন।
মজার ব্যাপার এখানে অ্যাপ কয়েন নামে ক্রিপ্টকারেনসি রয়েছে, যার থেকে গেম ডেভেলপাররা টাকা পেয়ে থাকে। আর এদের নিজস্ব ব্লগ এবং অ্যাপ রয়েছে। স্মার্টফোনে গেম ডাউনলোড করার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে এই ওয়েবসাইট।
সব ধরণের গেম পাবেন এই ওয়েবসাইটে, অনেক গেম পাবেন যেগুলোতে বিরক্তিকর অ্যাড ব্লক করা থাকে। এছাড়া এদের গেম ইন্সটল করাও নিরাপদ। মোবাইল এবং কম্পিউটারের জন্য এদের আলাদা আলাদা ওয়েবসাইট ইন্টারফেস রয়েছে ফলে আপনার ব্রাউজিংয়ের সময় নিখুঁত পারফর্মেন্স পাবেন।
গেম ডাউনলোড করার পাশাপাশি রেটিং এবং কমেন্ট করার সুযোগ রয়েছে। আর পুরাতন ভার্সনের গেমও ডাউনলোড করতে পারবেন এখান থেকে।
Mobile9
২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এই ওয়েবসাইট। মাসিক ১২ মিলিয়ন ভিজিটর হয় এই ওয়েবসাইটে আর ডাউনলোড হয় প্রায় ২৪০ মিলিয়ন। এবার আপনি চিন্তা করুন এই ওয়েবসাইটের জনপ্রিয়তা। এই ওয়েবসাইটের ২টি প্রধান বিশেষত্ব হলো এর গেম নির্মাতারা টাকা পায় এবং আপনার ফোনের মডেল অনুযায়ী গেম ডাউনলোড করতে পারবেন।
ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে আপনার ফোনের নাম এবং মডেল নাম্বার দিতে হবে তারপর পরবর্তী পেজে আপনার ফোনে সাপোর্ট করবে এরকম সকল গেম দেখাবে। গেমের তালিকা থেকে অথবা সার্চ দিয়েও গেম ডাউনলোড করতে পারবেন। এছাড়া গেম গুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগে করে সাজানো রয়েছে ফলে সহজে খুঁজে পাবেন যেকোনো গেম। রেটিং এবং কমেন্ট করতে হলে তাদের ওয়েবসাইটে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে হবে।
Getjar
Jar দেখে এটা ভাবার উপায় নেই যে এখানে জাভা ফোনের গেম পাবেন। ২০০৪ সালে যাত্রা শুরু করে এই ওয়েবসাইট। আসলে সেসময় এটা জাভা ফোনের গেম ডাউনলোডের জন্য বেশ জনপ্রিয় ছিল যেহেতু এখন আরা জাভা সাপোর্টেড ফোন নয় বরং অ্যান্ড্রোয়েড আর আইওএসের যুগ। তাই এখন অ্যান্ড্রোয়েড ফোনের গেম পাওয়া যায় এই সাইটে।
বেশ সাজানো গোছানো একটি ওয়েবসাইট এটি। এদের ওয়েবসাইটে গেম নির্মাতাদের কাজ করার সুযোগ রয়েছে তাই নতুন নতুন অনেক গেম ডাউনলোড করতে পারবেন এখান থেকে। গেম ডাউনলোডের জন্য সার্চ এবং ক্যাটাগরির সুবিধা রয়েছে এই ওয়েবসাইটে।
Apkfab
Apkfab অনেকটা apkpure এর মত দেখতে। এই ওয়েবসাইটটিও গেম ডাউনলোডের জন্য বেশ জনপ্রিয়। অন্যান্য গেম ডাউনলোডের ওয়েবসাইটের মত এই ওয়েবসাইটেও সকল সুবিধা পাবেন। এদের সাইটের সবচেয়ে বড় একটি সুবিধা হল প্লে স্টোরের যেসব প্রিমিয়াম গেমসে ছাড় দেয়া হয় এবং সাময়িক সময়ের জন্য ফ্রি ডাউনলোডের সুবিধা দেয়া হয় সেসব গেম Limited-Time Sale ক্যাটেগরিতে গেলে পাবেন।
শেষ কথা
এই ছিল স্মার্টফোনে গেম ডাউনলোড করার ওয়েবসাইট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তবে বলে রাখা ভাল গেম ইন্সটল করার পূর্বে অবশ্যই ফোনের সেটিংস থেকে Install from unknown source অপশনটা চালু করে নিবেন।
Leave a Reply