আজকাল সব স্মার্টফোনেই ভালো ক্যামেরা থাকে যা দিয়ে অনায়াসেই ভাল রেজ্যুলেশনের ছবি তোলা যায়। তবে আপনার যদি প্রপেশনাল ফটোগ্রাফির শখ থাকে এবং আপনি যদি আপনার স্মার্টফোনেই অসাধারণ মানের কিছু শট ক্যাপচার করতে চান, তবে আপনার প্রয়োজন অতিরিক্ত কিছু লেন্সের। তাই আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো ১০টি সেরা স্মার্টফোনের ক্যামেরা লেন্স এর সাথে।
স্মার্টফোনের ক্যামেরা লেন্স
এই লেন্সগুলো আপনার যে কোন শটকে দিবে একটি ভিন্ন মাত্রা এবং আপনার হাতের ফোনটি দিয়েই আপনি ক্যাপচার করতে পারবেন দারুণ দারুণ সব শট। চলুন তাহলে শুরু করি, জেনে নেই সেরা সেরা ক্যামেরা লেন্স সম্পর্কে।
Mpow Clip-On 180 Degree Supreme Fisheye Lens
মাত্র ১৬ ডলার খরচ করেই বাজারের সবচেয়ে ভালো স্মার্টফোনের ক্যামেরা লেন্সগুলোর একটি এই ফিশি লেন্সটি পেতে পারেন। এই ক্লিপ-অন লেন্সগুলো মূলত যে কোন ক্যামেরা বা ট্যাবলেটে ফিট হবে এমন ডিজাইনে তৈরি করা এবং অন্যান্য ফিশ আই লেন্সগুলো দিয়ে তোলা ছবিতে যেমন ডার্ক সার্কেল দেখা যায় এই লেন্সে তেমন হবে না।
আপনি ১৮০ ডিগ্রী রেঞ্জের মধ্যে থাকা জিনিস দেখতে পাবেন এবং এটা যে কোন ডিভাইসের লেন্সের সাথেই কাজ করবে তবে সেটার ডায়ামিটার ১৩ মিলিমিটারের চেয়ে বেশী বড় হওয়া যাবে না।
২। Olloclip 4-in-1 Lens
এটি শুধুমাত্র আইফোন এবং আইপড টাচ (৫ম এবং ৬ষ্ঠ জেনারেশন) এর সাথে কাজ করে। যদি আপনার এই ডিভাইসগুলোর মধ্যে একটি থেকে থাকে, তবে ৬৯.৯৯ ডলারের এই লেন্সটি আপনার জন্য দারুন হবে।
লেন্স চারটি ভিন্ন সেটিংসে ছবি ক্যাপচার করতে পারে। ফিশি, ম্যাক্রো ১০x, ম্যাক্রো ১৫x এবং ওয়াইড এঙ্গেল। অত্যন্ত হালকা ওজনের এই লেন্সটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটা আপনার হাতে তালুতেও সেট হয়ে যাবে।
৩। Moment Macro Lens
স্মার্টফোনের ক্যামেরা লেন্স এর তালিকায় এটি অনন্য। খুব সূক্ষ কিছু ক্যাপচার করা যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়, তাহলে আপনি মোমেন্ট এর ৯৯.৯৯ ডলার মুল্যের এই লেন্সটির কথা বিবেচনা করতে পারেন। লেন্সটির প্রতি ক্যাপচারে লো ডিসটরশন এবং শ্যাডো ইলেমিনেশন দেখলে এর দামটা আপনার মোটেও বাজে খরচ বলে মনে হবে না। মজার বিষয় হল, লেন্সটির ডিফিউশার এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি এম্বিয়েন্ট লাইটকে অনেকটা বাড়িয়ে দেয়।
৪। Photojojo Magnetic iPhone এবং Android Lens
এই লেন্সগুলোর দাম ২০ ডলার থেকে শুরু এবং এগুলো আপনার স্মার্টফোনের ক্যামেরা লেন্স হিসেবে বিস্ময়কর সংযোজন হতে পারে। প্রতিটি লেন্স পুরু এবং হাই- ক্লিয়ারিটি গ্লাস দিয়ে তৈরি। আপনি ওয়াইড এঙ্গেল ফটোগ্রাফি থেকে ফিশি শট, সবকিছুই পাবেন এই লেন্সে।
এ লেন্সগুলো ম্যাগনেটিক হওয়ায় মুহূর্তেই আপনার ফোনে সেট হয়ে যাবে। উপরন্তু, আরও বহুমুখি ব্যবহারের জন্য ট্যাবলেটে ব্যবহার করা যেতে পারে। ডায়ামিটারে লেন্সটির রেঞ্জ ১৬ মিমি থেকে ২৫ মিমি।
৫। Mobi-Lens Wide + Macro Smart Lenses
মোবি-লেন্স ওয়েবসাইট থেকে ১৯.৯৯ ডলারে আপনি দুটি লেন্স পেতে পারেন যা দিয়ে ম্যাক্রো বা ফিশি ছবি তুলতে পারবেন। লেন্সটিতে সিলিকন গ্রিপ আছে যেটা মোবাইল সেটের সাথে আঁটসাঁট হয়ে আটকিয়ে যাবে।
মোবি-লেন্স দাবি অনুসারে, এটি যে সব মোবাইলে ক্যামেরা লেন্সের পাশে অর্ধেক ইঞ্চি মত অতিরিক্ত জায়গা আছে সে সব ডিভাইসে ব্যবহার করা যেতে পারে। প্রতিটি লেন্স সহজেই ক্লিপ অন করা যায় এবং তাদের ভিডিও মোডেও ব্যবহার করা যেতে পারে। সেরা একটি স্মার্টফোনের ক্যামেরা লেন্স হিসেবে এটি আপনাকে সর্বোচ্চ পরিষেবা দেবে।
৬। AMIR 3 in 1 Clip-on Cell Phone Camera Lens
আমির এই লেন্সটি যুক্তিসঙ্গত দামের মধ্যে অত্যন্ত হাই লেভেলের কোয়ালিটি হওয়ার কারনে এটি হতে পারে আপনার স্মার্টফোনের ক্যামেরা লেন্স হিসেবে একটি আদর্শ পছন্দ। এটি যে কোন স্মার্টফোনের মালিককে হাই ক্ল্যারিটি লেন্স সরবরাহ করতে পারে যেটা আপনার ছবির মানকে উন্নত করতে সক্ষম।
এই সেটটিতে তিন ধরনের লেন্স রয়েছে যেগুলো হল- ওয়াইড এঙ্গেল, ফিশি এবং ম্যাক্রো। ম্যাক্রো কোম্পানি সব সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন লেন্স বাজারে এনেছে আর এই লেন্সটি সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।
৭। Pocket Lens
স্মার্টফোনের ক্যামেরা লেন্স এর জগতে পকেট লেন্স দারুণ জনপ্রিয়। আপনার যদি একটি নির্ধারিত বাজেট থাকার পরেও আপনি যদি আকর্ষণীয় এবং দেখতে দারুণ শট পেতে চান, তবে পকেট লেন্স কিট আপনার প্রয়োজনের একটি অত্যন্ত কার্যকরী সমাধান হতে পারে। পকেট লেন্স মূলত ওয়াইড এঙ্গেল লেন্স এবং ম্যাক্রো লেন্সের সমন্বয়।
লেন্স দুটি স্ব স্ব যায়গা থেকে কাজ করবে এবং আপনি চমৎকার এবং ক্রিয়েটিভ কিছু শট ক্যাপচার করতে পারবেন। ওয়াইড এঙ্গেল লেন্সের ০.৬৭X ম্যাগনিফিকেশন আছে যার অর্থ হল আপনি ইমেজে ২৫% অতিরিক্ত পাবেন।
৮। DOFLY Universal Professional HD Camera Lens
৩টি গুরুত্বপূর্ণ অপটিক্যাল উপাদান রয়েছে এই কিটটিতে। ১মটি হচ্ছে, এতে আপনি পাচ্ছেন ২৩০ ডিগ্রী ফিশি লেন্স। এই লেন্স সংযোজনের মাধ্যমে আপনি খুব মজার কিছু শট ক্যাপচার করতে পারবেন।
ডলফির ২য় উপাদানটা হল ০.৬ X ওয়াইড এঙ্গেল লেন্স। এই লেন্সটি গ্রুপ শট নেয়ার জন্য আদর্শ, কারণ এটি অনেক ওয়াইড রেঞ্জ কভার করে। ১৫০ ডিগ্রী ভিউইং এঙ্গেল পাবে আপনার প্রতিটি ছবি।
শেষ অপটিক আইটেমটি হল ১৫X ম্যাক্রো লেন্স। যা ক্ষুদ্র বস্তু এবং পরিবেশের বিস্তারিত রূপ এবং টেক্সচারগুলি তুলে ধরার জন্য ব্যবহৃত হয়।
৯। 4 in 1 HD 12X Optical Telescope Zoom Lens
এটিতে একটি সিঙ্গেল প্যাকেজে এক সাথে চারটি দারুণ লেন্স পাচ্ছেন, এই জুইশ কিট কিছু ক্লিন, নিট ইফেক্টের মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির গুণমানের উন্নয়ন করে। লেন্সগুলোর ক্লিপ-অন ডিজাইন প্রায় সব স্মার্টফোনের সাথে সহজেই সেট হয়ে যায়।
প্যাকেজটির প্রধান আকর্ষণ হল এর ১২X অপটিক্যাল জুম টেলিফটো লেন্স যেটা অনেক দুরের কোন টার্গেটকে সহনীয় দূরত্বে নিয়ে আসে।একইভাবে মনোকুলার টেলিস্কোপে দিয়ে দূর থেকে দেখছি এমন ভিউ আনার জন্য এটি সরিয়ে স্ট্যান্ডালোন টেলিস্কোপিক লেন্স হিসেবে ব্যবহার করা যাবে।
১০। ClipityPix 5 in 1 Cell Phone Camera Lens
এবারে যে লেন্সটির কথা বলবো সেটি হল ক্লিপ্টিপিক্স এর 5 ইন 1 সেট। ফটোগ্রাফির সৌখিন যে কারো স্মার্টফোনে ছবি তোলার শখ পূরণে অনেকটা বাড়তি মাত্রা যোগ করবে এই লেন্সটি।
বড় এই সেটটির দাম এর আকারের তুলনায় বেশ সাশ্রয়ী এবং আপনি যে মুল্যটি পে করবেন তার তুলনায় লেন্সটির কোয়ালিটি অনেক ভালো পাবেন। এতে ছোট নতুন কেসে একসাথে প্যাক করা বেশ কটি লেন্স পাচ্ছেন। এগুলো হল অয়াইড এঙ্গেল, ফিশি, ম্যাক্রো লেন্স, দুটি টেলিফটো লেন্স এবং একটি CPL লেন্স।
স্মার্টফোনের ক্যামেরা লেন্স সংযোজন করে আপনিও আপনার ক্যামেরার পারফর্মেন্স বহুগুণে বাড়িয়ে নিতে পারেন। দেখে নিন আজকের আলোচিত সেরা ১০টি স্মার্টফোনের ক্যামেরা লেন্সগুলোকে এবং দেখুন কোনটি আপনার ফোনের জন্য উপযুক্ত ।
শামিম আহমেদ says
সম্পূর্ণ ইউনিক একটা পোষ্ট! মোবাইল ফোনের লেন্স সম্পর্কে জানার অনেক ইচ্ছা ছিল, আপনার কারনে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ
Sankar Mridha says
খুব উপকৃত হলাম। এই লেন্স – বিশেষ করে 6 নং লেন্সটা কলকাতার কোথায় পাওয়া যাবে একটু দয়া করে জানান… 7679261284 WhatsApp নম্বর
জেসিকা জেসমিন says
ধন্যবাদ, শংকর মৃধা। কোলকাতার যে কোন মোবাইল অ্যাক্সিসরিজ কিংবা ক্যামেরার দোকানে পেয়ে যাবেন, আশা করি। তবে, বড় দোকানগুলোতে পাওয়ার সম্ভাবণা বেশি।