রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কোপা দেল রে ও লিগের প্রথম ম্যাচেই জয় পেয়েছেন সোলারি।
আজ প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ডাগআউটে দাড়াচ্ছেন সান্টিয়াগো সোলারি।
পূর্বের ম্যাচগুলোর মত চ্যাম্পিয়ন্স লিগেও নিজের অভিষেক ম্যাচে জয় চান সোলারি।
রিয়াল মাদ্রিদ-ভিক্টোরিয়া প্লাজেন
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে তারা।
চ্যাম্পিয়ন্স লিগের অর্ধেকেরও বেশী গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে গেছে, প্রায় প্রতিটি গ্রুপ থেকেই কোন না কোন দল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কিংবা নিশ্চিত করবে এমন আভাস পাওয়া যাচ্ছে।
কিন্তু “জি”গ্রুপ থেকে এখনও একটি দলও দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে পারে নি।
রিয়াল মাদ্রিদ, এএস রোমা, সিএসকেএ মস্কো প্রত্যেকেই লড়াই করছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য।
জয়টা খুব করে দরকার রিয়াল মাদ্রিদের। কারণ একটি জয় তাদের এই লড়াইয়ে অনেকখানি এগিয়ে দিতে পারে।
কিন্তু চেক-প্রজাতন্ত্রের দল ভিক্টোরিয়া প্লাজেনও আজ রিয়াল মাদ্রিদকে ছেড়ে কথা বলবে না।
গ্রুপ পর্বের আগের ম্যাচে রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে প্রায় আটকেই দিয়েছিল তারা।
ঘরের মাঠে নিজেদের সমর্থদের সামনে রিয়াল মাদ্রিদকে আটকাতে তারা বদ্ধপরিকর।
ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ পাবেন হেসুস ভায়োহো, দানি কারভাহাল, মার্সেলো ও রাফায়েল ভারানেকে।
সোলারির অধীনে আজকের ম্যাচে কোর্তোয়ার বদলে রিয়ালের গোলবার সামলাতে পারেন কেইলর নাভাস।
রাইটব্যাক ও লেফটব্যাক হিসেবে খেলতে পারেন ওদ্রিওজোলা ও রিগুয়েলন। সেন্টারব্যাক হিসেবে খেলবেন রামোস এবং নাচো।
মাঝমাঠে যথারীতি থাকবেন কাসেমিরো, টনি ক্রুস ও লুকা মদ্রিচ। উইংয়ে খেলবেন বেল ও অ্যাসেনসিও। এই ম্যাচে প্রধান স্ট্রাইকার হিসেবে খেলবেন করিম বেনজামা।
রিয়ালের সম্ভাব্য একাদশ
নাভাস(গোলরক্ষক), ওদ্রিওজোলা, নাচো, রামোস, রিগুয়েলন, কাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, বেল, বেনজামা, অ্যাসেনসিও।
ভিক্টোরিয়া প্লাজেন সম্ভাব্য একাদশ
রুসকা(গোলরক্ষক), রেজনি, হেজদা, হুবনিক, লিম্বার্স্কি, প্রোচাকা, রোভস্কি, হাবেল, সেরমাক, পেত্রোজেলা, রেজনিচেক।
সময়ঃ রাত ২ টা
ভেন্যুঃ দোসান অ্যারেনা।
সরাসরি সম্প্রচারঃ সনি সিক্স
Leave a Reply