আগের একটি পোস্টে আমি সেলফি স্টিক কি, সেলফি স্টিক কিভাবে কাজ করে এবং সেলফি স্টিকের ইতিহাস সম্পর্কে বিস্তারিত লিখেছিলাম। আশা করি, সেই লেখাটি আপনাদের ভাল লেগেছে আর এখন লিখছি সেলফি স্টিক ব্যবহারের কিছু সুবিধা নিয়ে। সেলফি স্টিক ব্যবহারের সুবিধা ও অসুবিধা দু’টোই রয়েছে। আপনি যদি এখনো সেলফি স্টিক ব্যবহার না করে থাকেন, তবে জেনে নিন এর সুবিধা সমূহ।
জীবনের নানা মুহূর্ত ডিজিটাল্লি ধরে রাখার জন্য ছবি তোলা কিংবা ভিডিও করে রাখার ট্রেন্ড চলছে বিগত কয়েক বছর ধরে। অসাধারণ কিছু ক্যামেরা ফোনের কল্যানে ছবি তোলা কিংবা ভিডিও করা ভীষণ সহজ এখন এই টেকনোলোজির যুগে। তথাপি, মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে, বিশেষ করে সেলফি তোলার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর এই সীমাবদ্ধতা কাটাতে তৈরি হয়েছে সেলফি স্টিক যা নিজেকে নিয়ে সুন্দর সুন্দর গ্রুপ ছবি তোলার ক্ষেত্রে দারুন অবদান রাখছে। আসুন, জেনে রাখি সেলফি স্টিক ব্যবহারের সুবিধা সমূহ।
সেলফি স্টিক ব্যবহারের সুবিধা
সেলফি স্টিক ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে। সবগুলো নিয়ে কথা না বলে প্রধান প্রধান সুবিধাগুলো নিয়ে আলোচনা করা যাক।
১. গ্রুপ ছবি তোলা যায়
আপনি যদি একজন সেলফি লাভার হয়ে থাকেন, তবে নিশ্চয়ই জানেন যে গ্রুপের সবার মুভ ফ্রেমের ভেতর রেখে ছবি তোলা বেশ কষ্টসাধ্য ব্যাপার। এক হাতে মোবাইলের ক্যামেরা নিয়ন্ত্রণ করতে গিয়ে এক সঙ্গে ৫জনের ছবি একই ফ্রেমে বন্দী করাটা সত্যিই বেশ কঠিন।
বারবার চেষ্টা করতে গিয়ে হতাশ হয়ে চেষ্টা ছেড়ে দেয়াটাও অস্বাভাবিক নয়। কিন্তু গ্রুপের কারো কাছে যদি একটি সেলফি স্টিক থাকে, তবে সব সমস্যার সমাধান হয়ে যায় নিমিষেই। তখন ৫জন কেন ৫০জনকেও নিয়েও সেলফি তোলা সম্ভব।
২. কাউকে অনুরোধ করতে হয় না
আগে কোথাও বেড়াতে গিয়ে এক সঙ্গে সবার ছবি তোলার জন্যে অন্য কাউকে অনুরোধ করতে হতো। সেলফি থাকার ফলে, এখন যতো বার খুশি তত বারই সবাইকে ফ্রেমে রেখে ছবি তোলা যায়। সুতরাং, যে কোন সময় যে কোন স্থানে দলগত ছবি তুলতে সেলফি স্টিক ব্যবহার করুন।
৩. টাইপড ব্যবহারের প্রয়োজন নেই
শ্যুটিং সেশনে টাইপড ব্যবহার করার প্রয়োজনীয়তা উঠিয়ে দিয়েছে সেলফি স্টিক। এমনকি, একটি টাইপডের চেয়ে একটি সেলফি স্টিকের দাম অনেক কম। উপরন্তু, টাইপডের চেয়ে ভাল অ্যাঙ্গেলের ছবি তোলা যায় সেলফি স্টিক ব্যবহার করে।
৪. হাতের কম্পন থেকে রক্ষা
সেলফি তোলার সময় হাত কাঁপার ব্যাপারটা আমাদের অনেকের জীবনেই কম বেশি ঘটেছে। ফলে, ছবির মান খারাপ হয়ে গিয়েছে আর অন্যদের কাছে লজ্জ্বায় পড়তে হয়েছে। সেলফি স্টিক এসে এ লজ্জ্বা থেকে বাঁচিয়েছে সবাইকে। এখন আর সেলফি তুলতে গিয়ে হাত কাঁপে না, খুব স্মুথলি সেলফি তোলা যায়।
৫. স্মার্টফোন পড়ে যাবার সম্ভাবণা নেই
সেলফি তুলতে গিয়ে হাত থেকে স্মার্টফোন পড়ে যাবার ঘটনাও ঘটেছে অনেকের জীবনে। আপনার হাত থেকে হয়তো কখনো পড়েনি, তবে কারো হাত থেকে পড়ে যাবার ব্যাপারটি আপনি হয়তো দেখেছেন। সেলফি স্টিক এ ঝামেলা থেকেও বাঁচিয়েছে আমাদের।
৬. অনুষ্ঠানে ছবি তোলা সহজ এখন
গানের কনসার্ট, বিয়ে কিংবা কারো জন্মদিনের অনুষ্ঠানে এক সঙ্গে অনেকের ছবি তুলতে গিয়ে আপনি নিশ্চয়ই কখনো না কখনো ঝামেলায় পড়েছেন। সেলফি স্টিক কি আপনার এ সমস্যার সমাধান করেনি!
৭. অসাধারণ অ্যাঙ্গেল
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা একটা আর্টই বটে। তবে, সেলফি স্টিক ছাড়া সেটা অনেকটাই অসম্ভব। মানে নানা রকম অ্যাঙ্গেল থেকে অসাধারণ কিছু ছবি তুলতে হলে, আপনাকে অবশ্যই সেলফি স্টিক ব্যবহার করতে হবে।
৮. অ্যাকশন শট নেয়া সহজ
আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন আর অন্যদের সেটা বোঝাতে গিয়ে অবিশ্বাসের দৃষ্টি পেয়ে থাকেন, তবে সেলফি স্টিক ব্যবহার করে অ্যাডভেঞ্চারের মুহূর্তগুলো বন্দী করে রাখতে পারেন।
সেলফি স্টিক ব্যবহারের সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনেছেন। আপনি যদি আগে কখনো সেলফি স্টিক না ব্যবহার করে থাকেন, তবে নিশ্চয়ই লেখাটি পড়ার পর একটি সেলফি স্টিক কিনে নেবেন আর এ সুবিধাগুলো ভোগ করবেন। তবে, লেখাটি শেয়ার করে অন্যদেরও সেলফি স্টিক ব্যবহারের সুবিধাগুলো জানাতে ভুলবেন না নিশ্চয়ই।
Leave a Reply