গেম খেলতে পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যায়। আর ল্যাপটপে গেম খেলার জন্য আমরা ভালো মানের গেমিং ল্যাপটপ খুঁজে থাকি। অনেকেই মনে করে থাকি বেশি দাম আর ভালো র্যামের একটা ল্যাপটপ হলেই আরামছে গেম খেলতে পারবো। কিন্তু ভালো মানের গেম খেলার জন্য একটি ভালো গেমিং ল্যাপটপ এর জুড়ি নেই।
গেমিং ল্যাপটপের বৈশিষ্ট্য
ভারী গেম খেলার জন্যে গেমিং স্মার্টফোন যেমন রয়েছে, তেমনই রয়েছে গেমিং ল্যাপটপ। তবে, গেমিং ল্যাপটপের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলোর দিকে গেমাররা বিশেষ নজর দিয়ে থাকেন। আসুন, সেই বৈশিষ্ট্যগুলো জানি-
সিপিইউ: গেম খেলার জন্যে পাওয়ারফুল সিপিইউ দরকার। আপনার বাজেট অনুযায়ী আপনি কোর আই সেভেন কিংবা আরো উন্নতমানের ইন্টেল কোর আই নাইনের পাওয়ারফুল সিপিইউ সম্পন্ন ল্যাপটপ কিনতে পারেন। আর যদি বাজেট নিয়ে আপনার সমস্যা থাকে, তবে নিদেন পক্ষে কোর আই ফাইভ মানের ল্যাপটপ কেনা উচিৎ।
র্যাম: আপনি নিশ্চয়ই জানেন, র্যাম কি আর এটি কিভাবে কাজ করে। এখন আপনার যেটা জানা দরকার সেটা হচ্ছে গেম খেলার জন্যে অবশ্যই উচ্চ মানের র্যাম প্রয়োজন। আপনার ল্যাপটপে র্যামের পরিমাণ যত বেশি হবে, আপনার গেম খেলার অভিজ্ঞতা তত ভাল হবে। অর্থাৎ, গেম খেলে আপনি তত বেশি মজা পাবেন।
স্টোরেজ: হার্ড ড্রাইভ না এসএসডি? আর যদি দুইটাই একসাথে হয়! কিছু বাজেট ল্যাপটপে ১ টেরা বাইট হার্ডড্রাইভ থাকে কিন্তু এখনকার অধিকাংশ গেমিং ল্যাপটপে একই সাথে ছোট একটি এসএসডিও থাকে যা মূলত বুট ড্রাইভ হিসেবে কাজ করে। তবে, গেমিং এক্সপেরিয়েন্সকে কাজে লাগানোর জন্যে বা ভালভাবে উপভোগের জন্যে এইচডিডি ড্রাইভ হচ্ছে সবচেয়ে ভাল।
উপরোক্ত বিষয়গুলো ছাড়াও গেমিং ল্যাপটপের আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। যাইহোক, আমরা এখন সেরা কিছু ল্যাপটপ সম্পর্কে জানবো যেগুলো গেম খেলার জন্যে সবচেয়ে ভাল।
সেরা গেমিং ল্যাপটপ
আমরা গুগলে সার্চ দিলে অনেক গেমিং ল্যাপটপ খুঁজে পেলেও বুঝতে পারি না কোনটা ভালো আর কোনটা খারাপ অথবা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না অনেকেই। তাই আমি আপনাদের জন্য সেরা ৫টি গেমিং ল্যাপটপের নাম ও এগুলো সম্পর্কে লিখেছি। আমি এখানে দাম উল্লেখ করিনি, আপনারা গুগলে সার্চ করলেই দাম পেয়ে যাবেন। তবে, বেশিরভাগ গেমিং ল্যাপটপের দাম বেশিই হয়। আপনি যদি কম দামে ল্যাপটপ কিনতে চান, তবে ২০ হাজার থেকে ২৫ হাজারের ভেতর ৫টি ভাল ল্যাপটপ দেখে নিতে পারেন।
Alienware 17
গেমিং ল্যাপটপের শুরুতেই থাকছে Alienware 17। আমি এক কথায় বলবো অসাধারণ। ১৭ ইঞ্চি স্ক্রিনের এই ল্যাপটপে রয়েছে 2560 × 1440 Nvidia G-Sync ডিসপ্লে এবং PCIe SSD যা আপনাকে দিবে অপটিমাল গেমিং এক্সপেরিয়েন্স এবং বন্ধুদের সাথে মুভি দেখেও বেশ ভালো মজা পাবেন এই ল্যাপটপে।
- রেটিংঃ ৪/৫
- সুবিধা: স্ট্রং গেমিং পারফর্মেন্স; সার্প এন্ড কালারফুল এইচডি ডিসপ্লে; দীর্ঘস্থায়ী ব্যাটারি; গ্রাফিক্স এএমপি সাপোর্ট; প্ল্যান্টি অফ পোর্টস্।
- অসুবিধা: গেইম খেলার সময় বোটমগুলো গরম হয়ে যাবে; স্টার্ট হওয়ার সময় ডিসপ্লে ডীম হয়ে যাবে
কী স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ১৭.৩ ইঞ্চি, 2560 × 1440 Nvidia G-Sync
- সিপিউঃ ২.৯ গিগা হার্টজ্ ইন্টেল কোর আই সেভেন – ৭৮২০ এইচকে
- জিপিউঃ Nvidia GeForce GTX 1080 with 8GB of VRAM
- র্যামঃ ৩২ জিবি
- স্টোরেজঃ ৫১২ জিবি পিসিআইই এসএসডি / ১ টিবি ৭,২০০ – আরপিএম এইচডিডি
- ভিআরঃ হ্যাঁ
Dell Inspiron 15 7000 Gaming
আপনি যদি আপনার বাজেটের মধ্যে একটি ভালো গেমিং ল্যাপটপ খুঁজেন তাহলে Dell Inspiron 15 7000 সবচেয়ে ভালো হবে। এতে রয়েছে স্মোথ ফ্রেম, যার ফলে আপনি ভালোভাবে গেইম খেলতে পারবেন। এই গেমিং ল্যাপটপ দিয়ে আপনি ৭ ঘন্টা যাবত এক টানা গেইম খেলতে পারবেন।
ইন্টেল কোর আই ফাইভ প্রসেসরের কারণে আপনি পাবেন বেশ ভালো প্রোডাক্টিভিটি এবং মাল্টি-টাস্কিং পারফর্মেন্স। যদি আপনি একটি ভালো গেমিং ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে আশা করি এটি কিনে আপনি হতাশ হবেন না বরং এটি হবে আপনার সবচেয়ে ভালো চয়েজ।
- রেটিংঃ ৩.৫/৫
- সুবিধা: সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়; বিশেষভাবে জিপিউ ১০৬০ এর জন্য; দীর্ঘস্থায়ী ব্যাটারি
- অসুবিধা: অস্বস্তিকর কী-বোর্ড; ডিসপ্লে উজ্জ্বল নয়
কী স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ১৫.৬ ইঞ্চি, ১৯২০ × ১০৮০ আইপিএস;
- সিপিউঃ ২.৫ গিগা হার্জ ইন্টেল কোর আই ফাইভ – ৭৩০০ এইচকিউ
- জিপিউঃ Nvidia GeForce GTX 1050 Ti with 6GB of VRAM
- র্যামঃ ৮ জিবি
- স্টোরেজঃ ২৫৬ জিবি এসএসডি
- ভিআরঃ হ্যাঁ
Razer Blade Pro
এই গেমিং ল্যাপটপে করা হয়েছে রেজার থিন ডিজাইন যা আপনাকে প্রথমেই মুগ্ধ করবে। নতুন Razer Blade Pro গেমিং ল্যাপটপে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই সেভেন। এই গেমিং ল্যাপটপটির ডিসপ্লে খুবই ভালো, যার ফলে আপনি গেইম খেলে অনেক মজা পাবেন।
- রেটিংঃ ৪.৫/৫
- সুবিধা: স্লিম; অ্যাট্রাক্টিভ; 4K Nvidia G-Sync display and a 1080 panel with 120Hz refresh rate; গ্রাফিক্স পারফর্মেন্স ভালো; খুব ভালো সাউন্ড; সুপার কমফর্টেবল ১০৮০পি ভার্সন; কাস্টমাইজেবল কী-বোর্ড; সবকিছু মিলিয়ে ভালো
- অসুবিধা: ব্যয়বহুল; স্লো এসএসডি; গেইম খেলার সময় গরম হয়ে যায়
কী স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ১৭.৩ ইঞ্চি, 3840 × 2160 Nvidia G-Sync
- সিপিউঃ ২.৯ গিগা হার্জ ইন্টেল কোর আই সেভেন – ৭৮২০ এইচকে
- জিপিউঃ Nvidia GeForce GTX 1080 with 8GB of VRAM
- র্যামঃ ৩২ জিবি
- স্টোরেজঃ Dual 256GB M.2 PCIe SSD/1TB 7,200 – rpm HDD
- ভিআরঃ হ্যাঁ
HP Omen 17
এইচপি এর এই গেমিং ল্যাপটপে রয়েছে Nvidia এর শক্তিশালী GTX 1070 GPU এবং প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর আই সেভেন ও একটি দ্রুতগামী SSD। এছাড়া এই ল্যাপটপে আপনি পাবেন 4K ডিসপ্লেসহ ভালো মানের স্পীকার। যার ফলে আপনি যখন গেইম খেলবেন, তখন ক্লিয়ার ভাবে শব্দ শুনতে পাবেন।
আবার ভালো ডিসপ্লে থাকার কারনে আপনি গেইম খেলে ও মুভি দেখে বেশ মজা পাবেন। সবকিছু মিলিয়ে গেমিং ল্যাপটপ হিসেবে এটিকে ভালো মানের বলা যায়।
- রেটিংঃ ৪/৫
- সুবিধা: Avant-garde design; শক্তিশালী ও খুব ভালো গ্রাফিক্স পারফর্মেন্স; ফাস্ট ট্রান্সফার স্পিড; আপগ্রেডেবল স্পেস
- অসুবিধা: সাধারণত ব্যাটারি লাইফ যে-রকম হওয়া উচিত তার চেয়ে কম; প্লাস্টিকের আবরক।
কী স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ১৭.৩ ইঞ্চি, ৩৮৪০ × ২১৬০
- সিপিউঃ ২.৮ গিগা হার্জ ইন্টেল কোর আই সেভেন ৭৭০০ এইচকিউ
- জিপিউঃ Nvidia GeForce GTX 1070 with 8GB of VRAM
- র্যামঃ ৩২ জিবি
- স্টোরেজঃ 512GB NVMe M.2 PCIe SSD/1TB 7,200 – rpm HDD
- ভিআরঃ হ্যাঁ
Asus ROG Zephyrus
এটি একমাত্র প্রথম গেমিং ল্যাপটপ যেখানে Nvidia এর নতুন Max-Q ডিজাইন ব্যবহার করা হয়। এটি Nvidia এর শক্তিশালী জিপিউ এবং এতে আপনি পাবেন ভালো লাইট সিস্টেম। এছাড়া এই ল্যাপটপটি অন্য সব গেমিং ল্যাপটপ থেকে কিছুটা সরু। যে কারণে আপনার ভালো লাগবে। এই ল্যাপটপে আপনি পাবেন শক্তিশালী গেমিং পারফর্মেন্স।
- রেটিংঃ ৪/৫
- সুবিধা: দেখতে সুন্দর; গেইম খেলার সময় পিসি গরম হবে না; গেমিং পারফর্মেন্স খুবই ভালো; কুলিং সিস্টেম দেয়া আছে; lightweight chassis; Stunning Nvidia G-Sync display।
- অসুবিধা: ব্যাটারি লাইফ এবং অডিও দুটোই খুব বেশি ভালো নয়।
কী স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ১৪ ইঞ্চি, 1920 × 1080 Nvidia G-Sync
- সিপিউঃ ২.৮ গিগা হার্জ ইন্টেল কোর আই সেভেন – ৭৭০০ এইচকিউ
- জিপিউঃ Nvidia GeForce GTX 1080 (Max-Q) with 8GB of VRAM
- র্যামঃ ২৪ জিবি
- স্টোরেজঃ 512 GB M.2 PCIe SSD
- ভিআরঃ হ্যাঁ
আপনি এখান থেকে কোন গেমিং ল্যাপটপটি কিনবেন সেটা নির্ভর করছে আপনার বাজেটের উপর। কারণ, এখানে উল্লেখিত সবগুলোই ভালো মানের। গেমিং ল্যাপটপ কিনার ক্ষেত্রে আরো কয়েকটি বিষয়ে ভেবে নিতে হয় যেমন, আপনি কোন ধরনের গেইম খেলবেন, আপনার লাইফস্টাইল ইত্যাদি।
যদি আপনি ভালো গ্রাফিক্সের গেইম খেলতে চান, তবেই এই গেমিং ল্যাপটপগুলো দরকার। আশা করি, আপনি একটি ভাল মানের গেমিং ল্যাপটপ কিনে ফেলেছেন। এবার জেনে নিন নতুন ল্যাপটপ সেট-আপ করার ৫টি ধাপ যেগুলো আপনার ল্যাপটপটিকে পরিপূর্ণতা দান করবে।
আপনি চাইলে আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন এবং আপনি কোন ল্যাপটপটি কিনতে চাচ্ছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
bd tech news says
ল্যাপটপ সম্পর্কে, বিশেষ করে গেম খেলার জন্যে প্রয়োজনীয় অনেক কিছু জানতে পারলাম।
জেসিকা জেসমিন says
ধন্যবাদ, ভাই। কোনও মানুষের নাম যে বিডি টেক নিউজ হতে পারে, এটা জীবনে এই প্রথম জানলাম।
সঞ্জয় says
গেমিং ল্যাপটপ কিনতে চাচ্ছি কিন্তু সিদ্ধান্তে আসতে পারছি, তবে লেখাটা ভাল লাগলো।