কোরিয়ান টিভি সিরিয়াল আমাদের দেশে প্রচুর দর্শকপ্রিয়তা অর্জন করে ফেলেছে, সে তুলনায় খুবই চমৎকার হওয়া সত্ত্বেও কোরিয়ান মুভির পরিচিতি একটু কম। আমরা আজকে চেষ্টা করব কিছু কোরিয়ান রোমান্টিক সিনেমার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে।
আমার মতো কোরিয়ান ভাষা যাদের কাছে দূর্বোধ্য, তারা ইংরেজি সাবটাইটেল দিয়ে খুব সহজেই মুভিগুলো উপভোগ করতে পারবেন। চাইলে বাংলা সাবটাইটেল দিয়েও দেখতে পারেন যে কোন ভাষার মুভি। এখানে দেওয়া মুভিগুলোর মধ্য দুইটি মুভির বাংলা সাবটাইটেল রয়েছে, সেগুলো মুভির আলোচনার মধ্য যোগ করে দিয়েছি।
কোরিয়ান রোমান্টিক মুভি
আচ্ছা, অনেক কথাই কথা প্রসঙ্গে বলা হলো; চলুন আর কথা না বাড়িয়ে এবারে কোরিয়ান রোমান্টিক মুভি গুলো নিয়ে মূল আলোচনায় প্রবেশ করি।
A Momment To Remember
কোরিয়ান মুভি সম্পর্কে আপনার আগ্রহ থাকলে A Moment To Remember এর নাম হয়ত শুনে থাকবেন। প্রচন্ড ইমোশনাল এই মুভিটি দেখার আগে কান্নার প্রস্তুতি নিতে হতে পারে আপনাকে।
সু জিন এর আলঝেইমার্স এবং নির্মল ভালোবাসার এই গল্পটি, ভালোবাসার বিশালত্ব সম্পর্কে আপনাকে আরও একবার ভাবতে বাধ্য করবে।
মুভিটি পরিচালনা করেছেন লি জে-হান, যিনি মূলত জন এইচ লি নামেই বেশি পরিচিত। ২০০৪ সালের ৫ ই নভেম্বর এটি দক্ষিণ কোরিয়াতে মুক্তি পায়। কোরিয়ান ভাষায় নির্মিত ২ ঘন্টা ২৪ মিনিটের এই মুভিটি আয় করে প্রায় ২১ মিলিয়ন ইউ এস ডলার।
A Moment To Remember মুভিটির বাংলা সাবটাইটেইল নামিয়ে নিন এখান থেকে।
A Werewolf Boy
নাম দেখেই অনেকটা আঁচ করতে পারছেন; ফ্যান্টাসি রোমান্টিক মুভি বলতে যা বুঝায়, A Werewolf Boy মূলত তাই। গল্পটি নিসঙ্গ একটি কিশোরী মেয়ে, সুন ইয়ি এবং একটি ওয়্যারউল্ফ বয় অর্থাৎ মায়া নেকড়ে ছেলের। সুন ইয়ির ফ্যামিলি তার অসুস্থতাজনিত কারণে শহর ছেড়ে নিরিবিলি একটি জায়গায় চলে আসে এবং এখানে সুন এর সাথে পরিচয় হয় চো সু নামের একটি ছেলের; যে মূলত একটি মায়া নেকড়ে।
এরপর থেকে শুরু হয় সুন এবং চো সু এর বন্ধুত্ব, সুন চেষ্টা করে ওয়্যারউল্ফ বয়কে মানুষের সমাজের রীতিনীতি শেখাতে। এরপরে নানা রকম ঘটনার মধ্য দিয়ে এগোয় সিনেমার গল্প। সাম্প্রতিক সময়ের কোরিয়ান ব্যবসা সফল মুভিগুলোর মধ্য এটি অন্যতম।
A Warewolf Boy মুভিটি মুক্তি পায় হ্যালোউইন ২০১২ অর্থাৎ ৩১ অক্টোবর ২০১২ তে, দক্ষিণ কোরিয়ায় এবং সব মিলিয়ে প্রায় সাড়ে ৪১ মিলিয়ন ইউ এস ডলার, ২ ঘন্টা ২ মিনিটের এই মুভিটি। জো সুং-হেই এর পরিচালনায় মুভিটি নির্মিত হয়।
A Werewolf Boy মুভিটির বাংলা সাবটাইটেল নামিয়ে নিন এখান থেকে।
Architecture 101
উম তাই ওয়ুং, হান গা ইন, লি জে হুন এবং সুজি অভিনিত এই মুভিটি আপনাকে প্রেমে পড়ার অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেবে। উম তাই ওয়ুং এর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন, লি জে হুন যে কিনা হান গা ইন এর ছোটবেলার চরিত্র সুজি’র প্রেমে পড়েন। সময়ের সাথে সাথে সুজি’র প্রতি লি জে হুনের ভালোবাসা বৃদ্ধির অসম্ভব সুন্দর একটি কাহিনীর নিয়ে নির্মিত মুভি Architecture 101.
২ ঘন্টা ৫৮ মিনিটের এই মুভিটি পরিচালনা করেছেন, লি ইয়ং-জু। ২০১২ সালের ২২ শে মার্চ মুভিটি দক্ষিণ কোরিয়ায় মুক্তি পায়। এখন পর্যন্ত Architecture 101 মুভিটির আয় প্রায় ২৭ মিলিয়ন ইউ এস ডলার।
The Beauty Inside
ভাবুন তো একবার, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে আয়নায় চিনতে পারেন না আপনি; শুধু চেহারা নয় পুরো বডিই বদলে যায় ঘুম থেকে ওঠার পর! ভাবছেন রোমান্টিক মুভির আলোচনায় ফ্যান্টাসি নিয়ে গল্প ফেঁদে বসেছি?
না, ফ্যান্টাসি নয়; The Beauty Inside এর মূল চরিত্র উ-জিন এর কথা বলছিলাম। যার জীবনের একমাত্র কন্সট্যান্ট হলো, য়ি-সু নামের মেয়েটি। বাহ্যিকভাবে প্রতিদিন নতুন মানুষে পরিণত হওয়ার পরও উ-জিন কীভাবে য়ি-সু এর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকে সেটিই মুভিটির গল্প।
২০১২ সালে নির্মিত একই নামের আমেরিকান একটি শর্টফিল্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে The Beauty Inside. চমৎকার এই মুভিটি মানুষের ভিতরের মানুষ নিয়ে নতুন সত্য তুলে ধরবে আপনার সামনে।
The Beauty Inside মুভিটি দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় মুক্তি পায় যথাক্রমে, ২০১৫ সালের ২০ শে আগস্ট ও ১১ ই সেপ্টেম্বর। মুভিটির পরিচালক, বাক জং-ইয়ুল; বেইক নামেও যিনি পরিচিত। প্রায় ১৪ মিলিয়ন ডলার আয় করা এই মুভিটির দৈর্ঘ্য ২ ঘন্টা ৬ মিনিট।
Pained
মুভিটির কেন্দ্রীয় চরিত্র— নাম সুন কোন শারীরিক ব্যাথা অনুভব করতে পারে না। একদিন নাম সুনের সাথে পরিচয় হয় দং হিউন নামের একটি মেয়ের; যে কিনা হোমোফিলিয়ায় আক্রান্ত। ফলে সামান্যতম আঘাতও তার জীবনের জন্য হানিকর হয়ে উঠতে পারে। প্রতিনিয়ত নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে এই দুইটি পুরোপুরি বিপরীতধর্মী চরিত্রের ভালোবাসার গল্প এগোয়।
যথেষ্ট মজার এই মুভিটিতে নাম সুন ও দং হিউন চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে, কুয়ং সাঙ ইয়ু এবং জং রাইও উন।
কোয়ক কাউং-ঠ্যেক পরিচালিত Pained মুভিটি ২০১১ সালের ৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় মুক্তি পায়। দৈর্ঘ্য ১ ঘন্টা ৪৪ মিনিট। তবে চমৎকার এই মুভিটি খুব বেশি ব্যবসাসফল মুভি হতে পারেনি। সবমিলিয়ে মুভিটির আয় সাড়ে চার মিলিয়ন ডলারের কিছু বেশি।
তো এই ছিলো, আমাদের আজকের ৫ টি কোরিয়ান রোমান্টিক মুভি নিয়ে আলোচনা এবং বরাবরের মতোই কোরিয়ান এই মুভিগুলো দেখে, কমেন্টে আপনাদের ভালোলাগা মন্দলাগা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। পাশাপাশি দেখে নিতে পারেন— হিন্দি, জাপানিজ, চাইনিজ এবং এ বছরের সেরা কিছু ইংলিশ রোমান্টিক মুভি।
Leave a Reply