ফ্রি অনলাইন এসইও কোর্স করার জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। এর কারণ হলো ২০১৮ সালে এসে আপনার ব্যক্তিগত বা বানিজ্যিক ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের শীর্ষ অবস্থানে নিয়ে আসার জন্য এসইও কতটা জরুরী তা হয়তো আপনি ইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছেন।
ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরী করার পাশাপাশি এসইও এর অন্যান্য ধাপগুলি অনুসরণ করাটা বর্তমানে খুবই জরুরী। আর এগুলি শেখার জন্য নতুনদের কাছে ফ্রি অনলাইন এসইও কোর্সগুলির কোন বিকল্প নেই। কারণ, নতুন অবস্থাতেই পেইড কোর্স করাটা ঠিক হবে না।
ফ্রি অনলাইন এসইও কোর্স
গুগল অ্যাডসেন্স থেকে পিটি ক্যাশমোরের প্রতি মাসে ৪ কোটি টাকা আয়ের কথা আমরা অনেকেই জানি। অনেকে এটাও জানি যে জরুরী যে এ ধরণের কাজের জন্যে এসইও করা কতটা জরুরী। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে এসইও কোর্স পাওয়া যায়। এর মধ্যে বেশ কিছু আপনি বিনামূল্যে পেয়ে যাবেন আর বাকীগুলির জন্য আপনাকে প্রিমিয়াম মেম্বারশীপ কিনতে হবে।
অবশ্যই ফ্রি এসইও কোর্সগুলির তুলনায় পেইড এসইওতে অনেক বেশি শেখা সম্ভব। তবে ব্যক্তিগতভাবে আমি ফ্রি এসইও কোর্সগুলিকে সমর্থন করি। এর কারণ হলো ফ্রি এসইও কোর্সগুলিতে যেসব বিষয়ে শেখানো হয়ে থাকে তা আমাদের চাহিদার সিংহভাগই পূরণ করতে সক্ষম।
যদি আপনিও ফ্রি অনলাইন এসইও কোর্স করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে চলুন জেনে নিই অনলাইনে থাকা দারুন কিছু ফ্রি এসইও কোর্স সম্পর্কে।
Yoast SEO Training
আমার মত অনেকেই আছেন যারা প্রথমে এটিকে শুধুমাত্র একটি অসাধারণ ওয়ার্ডপ্রেস প্লাগইন ভেবে ভুল করে থাকেন। যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেন, তাদের জন্য এটি একটি অপরিহার্য প্লাগইন। কারণ এর মাধ্যমে তাদের কন্টেন্ট কতটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে বা কি কি ত্রুটির কারণে কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি হচ্ছে না তা এই প্লাগইনের মাধ্যমে খুব সহজেই জানতে পারা যায়।
তবে মজার বিষয় এই যে, একটি চমৎকার ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইনের সাথে সাথে এই প্লাটফর্মটিতে আপনি অনলাইনে এসইও শেখারও সুযোগ পাবেন। এসইও’র গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে এই কোর্সগুলিতে বিস্তারিত আলোচনা রয়েছে। কোর্সটির সবচেয়ে ভালো দিক হলো যে এটি স্বয়ংসম্পূর্ণ এবং আপডেটেড।
এছাড়াও মূল এসইও কোর্সের পাশাপাশি এখানে ওয়ার্ডপ্রেসের জন্য এসইও, এসইও উপযোগী কপিরাইট প্রশিক্ষণ, এসওই ফ্রেন্ডলি সাইট স্ট্রাকচার তৈরীর মত অসাধারণ বেশ কিছু অন্যান্য কোর্সও রয়েছে। পেইড কোর্সের পাশাপাশি নতুনদের জন্য এখানে রয়েছে ফ্রি কোর্সের ব্যবস্থা।
HubSpot Free SEO Crash Course
এটা একটা মিনি এসইও কোর্স। এই কোর্সটি তাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী যারা এসইও সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে খুব বেশি সময় নষ্ট করতে চান না। এই কোর্সটিতে যোগদান করলে আপনি মোট ৫দিন ১টি করে ইমেইল পাবেন যেখানে আপনার কোর্স সংক্রান্ত তথ্য এবং আপনার করণীয় কাজগুলি দেওয়া থাকবে। আপনাকে সেটি পড়তে হবে এবং সেখান থেকে শিখতে হবে।
যাদের সাইটকে মোটামুটি তৈরীর জন্য এসইও সম্পর্কে প্রাথমিক ধারণাই যথেষ্ট, আমি তাদের সুপারিশ করবো এই ওয়েবসাইটটি থেকে কোর্স করার জন্য। আপনাকে এসইওতে দক্ষ করে তোলার জন্য এই প্লাটফর্মের কোর্সটিতে ওয়েবসাইটের জন্য সঠিক কী-ওয়ার্ড নির্বাচন করা, ওয়েবসাইটের প্রতিটি পেজকে সার্চ ইঞ্জিন যাতে পড়তে ও বুঝতে পারে সে উপযোগী করে তোলা, এক্সটার্নাল ওয়েবসাইট থেকে লিংক পাওয়া, সার্চ ইঞ্জিনের ক্রাউলিংকে বোঝা, অন-পেজ এবং অফ-পেজ এসইও সম্পর্কে ধারণা, লিঙ্ক বিল্ডিং এর গুরুত্ব ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আর সবচেয়ে মজার কথা হলো কোর্সটি অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে করা যায়, যা একে নতুনদের কাছে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে।
Learn SEO by Mangools
এই কোর্সটি আপনার জন্য সবচেয়ে বেশি উপযোগী, যথন আপনি এসইও এর জগতে সম্পূর্ণ নতুন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে তা সম্পর্কে অনভিজ্ঞ। এসইও এর প্রাথমিক ধারণা লাভ করাসহ এসইও করতে হলে পর্যায়ক্রমে কি কি করতে হয় তা জানার জন্য আপনি চাইলে এই ফ্রি এসইও কোর্সটি করে দেখতে পারেন।
এই কোর্সটি মোট ৯টি খন্ডে বিভক্ত যেখানে পর্যায়ক্রমে কী-ওয়ার্ড রিসার্চ, অন-পেজ, টেকনিক্যাল এসইও, লিঙ্ক বিল্ডিংসহ আরো অনেক বিষয়ে শেখানো হয়ে থাকে।
শিক্ষার্থীদের জন্য এই কোর্সে রয়েছে তথ্য সমৃদ্ধ ইনফোগ্রাফিক এবং কোর্স সম্পৃক্ত বিভিন্ন পিডিএফ চেকলিষ্ট যার মাধ্যমে আপনি এসইও সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি এটি কিভাবে কাজ করে তা সম্পর্কে জানতে পারবেন। এছাড়া কোর্স শেষে টেষ্ট পরীক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ণ হলে আপনি পাবেন একটি সনদ যা অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনার যোগ্যতার প্রমাণপত্র হিসাবে কাজ করবে।
কোর্সটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো একটি সম্পূর্ণ গাইড, টেষ্ট গ্রহণের ব্যবস্থা এবং সার্টিফিকেট প্রদানের পরেও এই কোর্সটি অনলাইনে সর্ম্পূণ বিনামূল্যে পাওয়া যায়।
২০১৮ সালে করার মত সেরা ৩টি ফ্রি অনলাইন এসইও কোর্স এবং তাদের বৈশিষ্টগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। উপরের ফ্রি কোর্সগুলি থেকে আপনি যে কোন ১টি কে বেছে নিতে পারেন। কারণ ৩টি কোর্সের প্রত্যেকটিরই নিজস্ব কিছু বৈশিষ্ট রয়েছে যা তাদের একটিকে অপরটির থেকে আলাদা করে তোলে।
বর্তমান সময়ে এসইও করা ছাড়া কোন ওয়েবসাইটকে র্যাংক করানোর কথা স্বপ্নেও ভাবা সম্ভব নয়। আবার এসইও কোর্সগুলির মূল্য অনেক বেশি হওয়ায় তা অনেকেই নাগালের বাইরে থেকে যায়। তবে যেহেতু এসইও নির্দিষ্ট কোন কাজ নয়, সেহেতু প্রাথমিক বিষয়গুলি ঠিক রেখে সময় এবং ওয়েবসাইটে ভেদে ভিন্ন ভিন্ন ধরনের এসইও করার প্রয়োজন হয়ে থাকে।
নতুন ব্লগিং শুরু করার আগে কিছু বিষয় জানা যেমন জরুরী, তেমনি এসইওকে ক্যারিয়ার হিসেবে নেয়ার চিন্তা করার আগে এসইও সম্পর্কে প্রাথমিক হাতেখড়ির জন্য আমি মনে করি ফ্রি অনলাইন এসইও কোর্সগুলি সবচেয়ে ভালো একটি উপায়।
সবুজ হাসান says
আমি কাজ করতে চাই
টি আই অন্তর says
ধন্যবাদ, সবুজ হাসান। কাজের আগ্রহের জন্যে আপনাকে ধন্যবাদ। আপনি যদি এসইও’র কাজ করতে চান, তবে আপনাকে এ সম্পর্কে ভাল করে জানতে হবে, শিখতে হবে এবং এরপর কাজ শুরু করতে হবে।