আপনি নিশ্চয়ই জানেন যে ওয়ার্ডপ্রেস হোস্টিং কি এবং এর সুবিধা সমূহ কি কি। যদি না জেনে থাকেন, তবে জেনে নিন যে ওয়ার্ডপ্রেস হোস্টিং মূলত এমন একটি হোস্টিংকে বোঝায় যেখানে যে কোন ওয়েবসাইট সবচেয়ে বেশি নিরাপদ।
ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ে হোস্ট করা ওয়েবসাইট সাধারণ হোস্টিংয়ের ওয়েবসাইটের চেয়ে অনেক বেশি সুবিধা পেয়ে থাকে। আপনি যদি ওয়ার্ডপ্রেসে আপনার ওয়েবসাইট হোস্ট করার চিন্তা করে থাকে, তবে বিশ্বের সেরা ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রোভাইডারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
সেরা ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রোভাইডার
প্রায় সবগুলো হোস্টিং কোম্পানীই ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রোভাইড করে থাকে। তবে, কিছু কোম্পানী রয়েছে যারা ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের ক্ষেত্রে সেরা ও অভিজ্ঞ। তেমনই ২টি হোস্টিং কোম্পানী সম্পর্কে ধারণা নিয়ে রাখতে পারেন।
ব্লু হোস্ট
শেয়ারড্, ক্লাউড, ডেডিকেটেড এবং ভিপিএস হোস্টিং এর পাশাপাশি ব্লু হোস্টিংয়ের ওয়ার্ডপ্রেস হোস্টিংও রয়েছে। নরমাল এবং অপটিমাইজড্ এই দুই ক্যাটেগরিতে ব্লু হোস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভিস দিয়ে থাকে।
নরমাল হোস্টিং প্যাকেজ এর ওপেনিং দাম প্রথম বছর প্রতি মাসে ৩.৯৯ ডলার যা পরবর্তী বছর থেকে ৭.৯৯ ডলার হবে। এ দাম বেসিক প্ল্যানের জন্যে। প্লাস প্ল্যান ১০.৯৯ এবং প্রাইম প্ল্যান ১৪.৯৯ ডলার।
অপটিমাউজড্ হোস্টিংয়ের ক্ষেত্রে ৪টি ক্যাটেগরি রয়েছে। প্রথমটা ওয়ার্ডপ্রেস স্ট্যান্ডার্ড যার দাম প্রতি ৩৯.৯৯ ডলার। ২য়টি ওয়ার্ডপ্রেস এনহান্সড্ যার দাম প্রতি মাসে ৫৯.৯৯ ডলার। ৩য়টি ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম আর এর দাম পড়বে প্রতি মাসে ৮৯.৯৯ ডলার। সব শেষে রয়েছে ওয়ার্ডপ্রেস আল্টিমেট, এর দাম পড়বে প্রতি মাসে ১২৯.৯৯ ডলার।
গোড্যাডি
অন্যান্য সব হোস্টিং থাকলেও গোড্যাডি বিখ্যাত হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের জন্যে। এই কোম্পানীর ৪ ধরণের ওয়ার্ডপ্রেস হোস্টিং রয়েছে। সেগুলো হলো বেসিক, ডিলাক্স, আল্টিমেট এবং ডেভেলপার।
এর মাঝে বেসিক ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের দাম ৮.৯৯ ডলার। ডিলাক্স প্যাকেজের দাম ১২.৯৯ ডলার। আল্টিমেট প্যাকেজের দাম ১৯.৯৯ ডলার এবং ডেভেলপার প্যাকেজের দাম ২৪.৯৯ ডলার।
নোট-১: প্রথম বছরের জন্যে প্রতিটি প্যাকেজেই কিছু ছাড় রয়েছে। তাই, সেটি উল্লেখ না করে সব সময় যে দাম গুণতে হবে সেটাই উল্লেখ করা হয়েছে।
নোট-২: গোড্যাডির সাপোর্ট সিস্টেম শুধ মাত্র ওভার ফোন। অর্থাৎ, যে কোন ধরণের সাপোর্টের জন্যে আপনাকে কল করে ইংরেজীতেই আপনার সমস্যা বুঝিয়ে বলতে হবে। এদের লাইভ চ্যাট কিংবা ইমেল সাপোর্ট নেই।
Leave a Reply