এবারের রাশিয়া বিশ্বকাপে উদীয়মান খেলোয়াড় হিসেবে অনেকের নাম উচ্চারিত হলেও সেরা খেলোয়াডের খেতাবটি পেলেন ফ্রান্সের এমবাপ্পে। যদিও এ তালিকায় আরো ছিলেন ক্রোয়েশিয়ার অয়ান্টি রেবিচ, কলম্বিয়ার হুয়ান ফার্নান্দো কুইনটেরো, জাপানের তাকাশি ইনুই, সুইডেনের ভিক্টর ক্লায়েসন এবং ফ্রান্সের প্যাভার্ড।
সেরা উদীয়মান ফুটবলার হিসেবে ফিফার পুরস্কারটি কিলিয়ান এমবাপ্পের হাতে গেলেও, বাকী খেলোয়াড়দেরও নিয়ে বিভিন্ন ক্লাবের মধ্যে টানা-টানি হবে বলেই বিশ্বাস করেন ফুটবল বোদ্ধারা।
তবে, উদীয়মান ফুটবলার হিসেবে এমবাপ্পে যে নৈপূণ্য দেখিয়েছেন তা সত্যিকার অর্থ্যেই অন্যদের থেকে আলাদা ছিল। অনেকেই বলছেন ফ্রান্সের জয়ের পেছনে এমবাপ্পের ব্যাপক ভূমিকা ছিল। তাকে তাই এখনই অনেকে জিনেদিন জিদানের যোগ্য উত্তরসূরী হিসেবে ভাবছেন। দেখা যাক, আগামী দিনগুলোতে কেমন নৈপূণ্য দেখাতে সক্ষম হন ফ্রান্সের এই উদীয়মান তারকা।
Leave a Reply