ই-কমার্স ওয়েবসাইটগুলো কেনা-কাটায় এক নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশে বিভিন্ন ধরনের ই-কমার্স ওয়েবসাইট রয়েছে। আজকে আমি আপনাদের সাথে ৫টি সেরা ই-কমার্স ওয়েবসাইট এর সাথে পরিচিত করাবো। হয়তো আপনারা এই ওয়েবসাইটগুলো আগেও ব্যবহার করেছেন। আবার, এমনও হতে পারে যে এই ই-কমার্স ওয়েবসাইটগুলোর মধ্যে সবগুলোর নাম আপনারা আগে কখনো শুনেননি। তবে, এই ই-কমার্স সাইটগুলো বাংলাদেশের সেরা ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম।
এ সকল ই-কমার্স ওয়েবসাইটে প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায়। পায়ের মোজা থেকে মাথার টুপি পর্যন্ত, ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী, শাকসবজি থেকে শুরু করে প্রায় সবকিছুই আপনি এই সাইটগুলোতে পেয়ে যাবেন। আপনার যে সকল পন্য দরকার তা অর্ডার করলে ঘরে বসেই আপনার সকল পণ্য হাতে পেয়ে যাবেন।
অনেকেই হয়তো ভাবছেন যে ই-কমার্স ওয়েবসাইটগুলো প্রতারণা করবে নাতো? আসলে এতে ওয়েবসাইটগুলোর কোন দোষ থাকে না। ওয়েবসাইটগুলোতে যারা পণ্য সেল করে, তাদেরই অসতর্কতার কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তবে, কিছু অসাধু সেলার ইচ্ছা করে এ ধরনের কাজ করে থাকে। সতর্কতার সাথে কেনাকাটা করলে আপনারা কোনদিনও প্রতারিত হবেন না। আসুন, তাহলে আমাদের দেশের সবচেয়ে ভাল এবং নামকরা কিছু ই-কমার্স ওয়েবসাইটের সাথে পরিচিত হওয়া যাক-
বাংলাদেশের সেরা ই-কমার্স ওয়েবসাইট
যদিও আমাদের দেশে এখন প্রচুর ই-কমার্স সাইট রয়েছে এবং এর সংখ্যাটা আরো বাড়ছে, তবু আমি শুধুমাত্র এমন ৫টি সাইট নিয়ে লিখছি যেগুলো সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে।
১। Daraz
দারাজ একটি চাইনিজ মার্কেটপ্লেস। ২০১২ সালে দারাজ ব্যবসাটি প্রতিষ্ঠিত হয়। প্রথমে পাকিস্তানের ফ্যাশন রিটেইলার হিসেবে যাত্রা শুরু করে এটি। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে দারাজ বাংলাদেশ ও মায়ানমারে প্রবেশ করে। বর্তমানে বাংলাদেশে নামকরা ই-কমার্স ওয়েবসাইটগুলোর মধ্যে দারাজ অন্যতম। এ সাইট থেকে পণ্য কিনে এখন পর্যন্ত কেউ প্রতারিত হননি বলে জানিয়েছে দারাজ কতৃপক্ষ।
দারাজে দেশী এবং বিদেশী মিলিয়ে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায়। প্রতিদিন এই ওয়েবসাইটে ফ্ল্যাশ সেল চলে যার মাধ্যমে আপনারা অনেক কম দামে পণ্য পেতে পারেন। ফ্লাশ সেলে যে সকল পণ্য বিক্রি করা হয় সেগুলোতে ১০-৭০% পর্যন্ত ছাড় থাকে। দারাজ সারা দেশে পণ্য ডেলিভারি করে থাকে। আপনারা চাইলে আপনার কাঙ্খিত পণ্য দারাজ এর মাধ্যমে কিনতে পারেন। এমনকি, চাইলে আপনি এফিলিয়েটের মাধ্যমে দারাজ থেকে আয় করার উপায় জেনে নিয়ে কাজ শুরু করতে পারেন।
ডেলিভারি চার্জ
- ঢাকার মধ্যে 45 টাকা।
- ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 60 টাকা।
ডেলিভারি টাইম
- ঢাকার ভিতরে ৪-৭ কার্যদিবস।
- ঢাকার বাইরে ৭-১০ কার্যদিবস এর মধ্যে পণ্য ডেলিভারি করে থাকে।
পেমেন্ট মেথড
- ক্যাশ অন ডেলিভারি (COD)
- বিকাশ
- আমেরিকান এক্সপ্রেস
- মাস্টার কার্ড
- ভিসা কার্ড
এই সকল মাধ্যমে আপনি আপনার ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। তাছাড়াও দারাজে ক্যাশ-অন ডেলিভারি অর্থাৎ পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ রয়েছে। দারাজে আপনি EMI এর মাধ্যমেও পণ্য ক্রয় করতে পারেন।
২। Pickaboo
বাংলাদেশী সেরা ই-কমার্স ওয়েবসাইট হিসেবে ভাল একটি অবস্থানে রয়েছে Pickaboo। ২০১৬ সালের মে মাসে পিকাবো প্রতিষ্ঠিত হয়। পিকাবোতে বিপুল পরিমানে ইলেক্ট্রনিক্স ও লাইফস্টাইল এর পণ্য রয়েছে। যেমনঃ মোবাইল, ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার, কিচেন অ্যাপ্লায়েন্স, গেজেট ও মেকাপ, ইত্যাদি।
পিকাবো একটি বাংলাদেশী অনলাইন মার্কেটপ্লেস যা প্রতিষ্ঠা করে সিলভার ওয়াটার টেকনোলোজিস বাংলাদেশ লিমিটেড। পিকাবো তাদের ক্রেতাদেরকে ইলেকট্রোনিক্স পণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই সরবরাহ করে থাকে। আর তাদের পণ্য খুব ভালো ও কোয়ালিটিফুল বলে জানিয়েছে কতৃপক্ষ। আপনার কাংখিত পণ্যের জন্য পিকাবো অনেক ভালো প্লাটফরম হতে পারে।
ডেলিভারি চার্জ
- ঢাকার ভিতরে পিকাবোর ৪০ টাকা।
- ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ৮০ টাকা।
ডেলিভারি টাইম
- পিকাবো ঢাকার ভিতরে ৩ কার্য দিবস।
- ঢাকার বাইরে ৫ কার্যদিবস এর মধ্যে পণ্য ডেলিভারি করে থাকে।
পেমেন্ট মেথড
- মাস্টার কার্ড
- ভিসা কার্ড
- বিকাশ
- ক্যাশ অন ডেলিভারি (COD)
- আমেরিকান এক্সপ্রেস
COD এর পাশাপাশি পিকাবোতে রয়েছে EMI সেবা। আপনার কাছে ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকলে আপনি EMI সেবা নিতে পারবেন।
৩। Ajkerdeal
বাংলাদেশের সব থেকে বড় ই-কমার্স ওয়েবসাইটগুলোর মধ্যে আজকেরডিল একটি। ২০১১ সালে BD Jobs এর প্রতিষ্ঠাতা এ. কে. এম. ফাহিম সাহেব এই ওয়েবসাইটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই ওয়েবসাইটে প্রয়োজনীয় হাজার হাজার পণ্য রয়েছে। ফ্যাশন, কসমেটিক্স, গহনা ও বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স পণ্যসহ খাবার সামগ্রী বিক্রি করা হয়। Ajkerdeal ঢাকার মধ্যে খুব কম খরচে ডেলিভারি করে থাকে।
আজকের ডিলই বাংলাদেশের প্রথম বাংলা ই-কমার্স ওয়েবসাইট বলে জানা গিয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার মাশরাফি বিন মূর্তজা এই ই-কমার্স ব্যবসাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডেলিভারি চার্জ
- ঢাকার মধ্যে ৩৫ (অ্যাডভান্স পেমেন্ট) টাকা।
- ঢাকার মধ্যে ৩৫ (ক্যাশ অন ডেলিভারি) টাকা।
- ঢাকার বাইরে ৪৫ (অ্যাডভান্স পেমেন্ট) টাকা।
- ঢাকার বাইরে ৬৫ (ক্যাশ অন ডেলিভারি) টাকা।
ডেলিভারি টাইম
- আজকেরডিল ঢাকার ভিতরে ৩-৬ কার্যদিবস।
- ঢাকার বাইরে ৫-১২ কার্যদিবস এর মধ্যে পণ্য ডেলিভারি করে থাকে।
পেমেন্ট মেথড
- মাস্টার কার্ড
- ভিসা কার্ড
- বিকাশ
- ক্যাশ অন ডেলিভারি (COD)
- আমেরিকান এক্সপ্রেস
- i-Pay
- DDBL Nexus
অনন্যা ওয়েবসাইটগুলোর মতো আজকেরডিলও ক্যাশ অন ডেলিভারি (COD) এবং EMI সুবিধা দিয়ে থাকে। আপনি যদি একজন সেলার হয়ে থাকেন, তাহলে আজকেরডিলে আপনার পণ্য সেল করতে পারেন। অনন্যা ওয়েবসাইটের তুলনায় আজকেরডিলে পণ্য সেল করার ঝামেলা কম বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির কতৃপক্ষ।
৪। Bagdoom
বাংলাদেশের অন্যতম সেরা আরেকটি ই-কমার্স ওয়েবসাইট হল Bagdoom। প্রথেম এটি Akhoni.com নামে যাত্রা শুরু করে। ২০১০ প্রথম ই-কমার্স ওয়েবসাইট হিসাবে Bagdoom.com বাংলাদেশে প্রবেশ করে। বাগডুমে প্রথমে শুধু লাইফস্টাইল পণ্য পাওয়া গেলেও এখন প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায়। মান-সন্মত ই-কমার্স সাইট হিসেবে এটি বেশ কিছু পুরস্কারও পেয়েছে।
ডেলিভারি চার্জ
- ঢাকার ভিতরে ৪৫ টাকা।
- ঢাকার বাইরে ৬০ টাকা।
- বাগডুম Same Day Delivery চার্জ ৪৫৳ (শুধু মাত্র ঢাকায়)
ডেলিভারি টাইম
- বাগডুম ঢাকার ভিতরে ৩-৫ কার্য দিবস।
- ঢাকার বাইরে বাগডুম ৫-৮ কার্য দিবসের মধ্যে পণ্য ডেলিভারি করে থাকে।
তাছাড়া বাগডুমের Same Day Delivery নামে সেবা আছে যার মাধ্যমে আপনি ঢাকার কিছু এলাকায় যেদিন পণ্য অর্ডার করবেন সেদিনই পণ্য পাবেন। তবে দিনে দিনে পণ্য পেতে হলে আপনাকে 1.00PM এর আগে অর্ডার করতে হবে বলে জানিয়েছে বাগডুম কতৃপক্ষ।
পেমেন্ট মেথড
- মাস্টার কার্ড
- ভিসা কার্ড
- বিকাশ
- ক্যাশ অন ডেলিভারি (COD)
- আমেরিকান এক্সপ্রেস
- Bank Deposit
- Sure Cash
- DDBL
বাগডুমে লোকাল ও ইন্টারন্যাশনাল উভয় ব্র্যান্ড এর প্রোডাক্ট পাবেন। আপনার পছন্দের পণ্যটি বাগডুম থেকে নিশ্চিন্তে অর্ডার করে নিতে পারেন।
৫। Rokomari
রকমারি.কম ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতে রকামারি.কমে শুধু বই বিক্রি করা হতো। তবে, বর্তমানে বই এর পাশাপাশি টিউটোরিয়াল, বিজ্ঞান বক্স ও বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক পণ্য বিক্রি করা হয়। ভালো পণ্য ও সেবার প্রদানের মাধ্যমে রকমারি.কম বাংলাদেশের সেরা ই-কমার্স ওয়েবসাইটগুলোর তালিকায় নাম তুলে নিয়েছে।
ডেলিভারি চার্জ
- অনলাইনে অর্ডার করলে ৫০ টাকা।
- ফোনে অর্ডার করলে ৭০ টাকা চার্জ প্রদান করতে হবে।
ডেলিভারি টাইম
- রকমারি.কম ২-১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি করে থাকে।
পেমেন্ট মেথড
- মাস্টার কার্ড
- ভিসা কার্ড
- বিকাশ
- ক্যাশ অন ডেলিভারি (COD)
- আমেরিকান এক্সপ্রেস
- রকেট
- City Bank
- Dmoney
রকমারি.কম বাংলাদেশের প্রথম এবং অন্যতম সেরা বইয়ের অনলাইন শপ। সাহিত্য থেকে শুরু করে প্রযুক্তি পর্যন্ত সব ধরণের বই-ই পাওয়া যায় এই অনলাইন বুক স্টোরে। আর এই ওয়েবসাইটের কালেকশনে রয়েছে বিপুল পরিমানে বই যা আপনার যে কোনও ধরণের বইয়ের চাহিদা পূরণ করতে সক্ষম। আপনি যদি বই পড়তে ভালোবাসেন, তাহলে আপনার পছন্দের বইটি রকমারি.কম এর মাধ্যমে অর্ডার করে নিতে পারেন।
শেষ কথা
আজকে আপনাদের সাথে বাংলাদেশের ৫টি সেরা ই-কমার্স ওয়েবসাইট শেয়ার করলাম। এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনার প্রয়োজনীয় সকল পণ্য অর্ডার করতে পারবেন। তবে ওয়েবসাইট গুলোতে পেমেন্ট করার সময় সতর্কতার সাথে পেমেন্ট করবেন।
এম. এম. নবী says
ই-কমার্স ওয়েবসাইটের খোঁজ-খবর নিয়ে এমন সুন্দর একটি আর্টিকেলের জন্য লেখককে ধন্যবাদ দিতেই হয়।
AMD Abdullah says
ই-কমার্স ওয়েবসাইট সম্পর্কে আপনার প্রকাশিত লেখাটি পড়ে অনেক ভালো লাগলো। ব্যক্তিগতভাবে আমি ছাত্র, পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হিসাবে কিছু একটা করার ইচ্ছা আছে। সেই হিসাবে ক্লাসিফায়েড সাইট চালু করার কথা ভাবছি। কিন্তু ব্রান্ডিং করার জন্য ভালো নাম পাচ্ছি না। যেগুলো পাচ্ছি সবই বুক হয়ে গেছে। পরিশেষে পিয়নমামা নাম হিসাবে ডোমেইন রেজিঃ করতে চাচ্ছি। পিয়নমামা নামটি গ্রহন করা যাবে কি?