ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবার পছন্দের তালিকায় থাকে অ্যান্ড্রয়েড ট্যাব। এর একটি উল্লেখযোগ্য কারণ হলো এটি সহজে ব্যবহারযোগ্য। বিশেষ করে বাচ্চারা গেইম খেলার জন্য অ্যান্ড্রয়েড ট্যাব পছন্দ করে থাকে। এছাড়াও খবর পড়া, গল্প পড়া থেকে শুরু করে আমাদের দৈনদিন অনেক কাজেই আমরা অ্যান্ড্রয়েড ট্যাব ব্যবহার করে থাকি। তবে, মার্কেট থেকে সেরা অ্যান্ড্রয়েড ট্যাব খুঁজে নেয়া একটা বড় ঝামেলাই বটে।
বাজারে অ্যান্ড্রয়েড ট্যাবের অভাব নেই, অনেক কোম্পানির, অনেক ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ট্যাবই বাজারে রয়েছে। অনেক সময় আমরা বুঝতে পারি না কোন ট্যাবটি আমাদের জন্য ভালো হবে। এখানে আমি সবচেয়ে ভালো ৫টি অ্যান্ড্রয়েড ট্যাব সম্পর্কে লিখেছি। চলুন জেনে নিন সেরা ৫টি অ্যান্ডয়েড ট্যাব ও তাদের ফিচার সম্পর্কে।
বাজারের সেরা অ্যান্ড্রয়েড ট্যাব
আপনি যদি নিজের জন্য কিংবা ফ্যামিলির অন্য কারো জন্য একটি ভাল মানের অ্যান্ড্রয়েড ট্যাব কেনার জন্য মনস্থির করে থাকে, তবে মোবাইল মার্কেটে যাওয়ার আগে দেখে নিন এখানকার সেরা ৫টি ট্যাব। ডিসপ্লে, র্যাম, স্পিড, মেমোরিসহ অন্যান্য সব ফিচারের দিক বিবেচনায় এগুলোই বর্তমানে বাজারের সেরা ট্যাব। কাজেই, এখানকার কোনটি যদি আপনার পছন্দ হয় আর সেটি কেনার জন্য আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন, আপনাকে স্বাগতম।
Samsung Galaxy Tab S3
সেরা অ্যান্ড্রয়েড ট্যাব হিসেবে প্রথমেই থাকছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৩। আপনি যদি ভালো একটি অ্যান্ড্রয়েড ট্যাব খুঁজে থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৩। দারুণ এই ট্যাবটিতে আপনি পাবেন এইচডিআর এনেবল সুপার অ্যামোলেড ডিসপ্লে। অডিওর জন্য রয়েছে কোয়াড স্পীকার এবং একটি রিচার্জেবল দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা খুব দ্রুত চার্জ করা যাবে।
এই ট্যাব কিনলে আপনি শুধু একটি ট্যাবই পাবেন না, সাথে পাবেন একটি এস প্যান যা দিয়ে আপনার দরকারি নোট করতে পারবেন এবং ছবি আঁকতে পারবেন। যারা ছবি আঁকতে ভালোবাসেন তাদের জন্য এটি খুবই উপকারি। এতে স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনের ডিজাইন করা হয়েছে এবং এর ফ্রন্ট ও ব্যাক সাইডে রয়েছে গ্লাস সারফেস। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৩ এর চারদিকে রয়েছে ম্যাটাল ফ্রেম। দামটা একটু বেশি, তবে ভালো কিছু পাওয়ার জন্য তো আপনাকে অবশ্যই একটি ভালো দাম দিতে হবে, তাই না?
কী স্পেসিফিকেশন
- ৯.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ২০৪৮ × ১৫৩৬ রেজুলেশন, ২৬৪ পিপিআই
- কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর
- ৪ জিবি র্যাম
- ৩২ জিবি স্টোরেজ, ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট
- রিয়াল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল
- নন-রিমুভেবল ৬,০০০ এমএএইচ ব্যাটারি
- অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট
- ২৩৭.৩ × ১৬৯ × ৬ মিলি মিটার, ৪২৯ গ্রাম
Huawei MediaPad M3
সাশ্রয়ী মূল্যে যদি আপনি একটি ভালো অ্যান্ড্রয়েড ট্যাব খুঁজে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো Huawei MediaPad M3। কারণ এই অ্যান্ড্রয়েড ট্যাব আপনাকে দিবে সবচেয়ে কম দামে ভালো ফিচার।
এতে রয়েছে ৮.৪ ইঞ্চি ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ডুয়াল 1W Harmon Kardon স্পীকার। এছাড়াও এই ট্যাব দিয়ে আপনি ভালো গ্রাফিক্সের গেইম ও থ্রিডি গেইম খেলতে পারবেন। Huawei MediaPad M3 আপনাকে দিবে একটি ভালো ডিসপ্লে, যা দিয়ে আপনি মুভি দেখে তো মজা পাবেনই, সেই সাথে গেইম খেলেও বেশ মজা পাবেন।
ভালো অডিও স্পীকার দিয়ে নিখুঁতভাবে সব শব্দ শুনতে পাবেন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকায় আপনি পাবেন বেশি সময় গেইম খেলার সুবিধা। এছাড়া এটি দিয়ে আপনি চাইলে ফোন কলও করতে পারবেন।
কী স্পেসিফিকেশন
- ৮.৪ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, ১৬০০ × ২৫৬০ রেজুলেশন, ৩৫৯ পিপিআই
- অক্টা কোর Hisilicon Kirin ৯৫০ প্রসেসর
- ৪ জিবি র্যাম
- ৩২/৬৪ জিবি স্টোরেজ, ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট
- রিয়াল ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল
- নন-রিমুভেবল ৫,১০০ এমএএইচ ব্যাটারি
- অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো
- ২১৫.৫ × ১২৪.২ × ৭.৩ মিলি মিটার, ৩১০ গ্রাম
Amazon Fire family
Amazon Fire family দিন দিন যেমন তাদের ফিচারগুলো আপডেট করছে তেমনি তাদের দাম কমছে। Amazon Fire 7 -এ রয়েছে ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে যার রেজুলেশন ১,০২৪ × ৬০০। এছাড়া এতে রয়েছে কোয়াড কোর ১.৩ গিগা হার্জ প্রসেসর, ১ জিবি র্যাম, ভিজিএ ফ্রন্ট ফেইসিং ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল রিয়াল ক্যামেরা।
Amazon Fire 7 -এ ব্যাটারি লাইফ আপডেট করে ৭ ঘন্টা থেকে ৮ ঘন্টা করা হয়েছে। যা আপনি একবার চার্জ করে ৮ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এতে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই হার্ডওয়্যার। এই অ্যান্ড্রয়েড ট্যাব আপনি পাবেন কালো, হলুদ, নীল ও লাল রঙের।
Amazon Fire HD 8 ট্যাবের নতুন ভার্সনে রয়েছে ৮ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন ১,২৮০ × ৮০০, ১.৫ জিবি র্যাম এবং সর্বোচ্চ ১২ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ। এর বাকি ফিচারগুলো ক্যামেরা, প্রসেসর, ওয়াইফাই হার্ডওয়্যার এবং কালার অপশন সবকিছুই Amazon Fire 7 এর মতো।
এছাড়া আপনি বাচ্চাদের জন্য দুইটি ট্যাবেরই “কিডস ইডিশন” কিনতে পারেন। এগুলো খুবই মজবুত করে বানানো হয়, যেনো হাত থেকে পড়ে গিয়ে সহজে না ভাঙে। এছাড়া এতে বাচ্চাদের জন্য রয়েছে ১৫,০০০ এর বেশি বই, ভিডিও, ইডুকেশনাল অ্যাপ, গেইমস ইত্যাদি। Amazon Fire 7 কিডস ইডিশনে রয়েছে ১৬ জিবি র্যাম যেখানে Amazon Fire HD 8 কিডস ইডিশনে রয়েছে ৩২ জিবি র্যাম।
নতুন Amazon Fire HD 10 -এ রয়েছে ৩২ জিবি থেকে ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ২ জিবি র্যাম। এছাড়া এতে রয়েছে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, আনলিমিটেড ক্লাউড স্টোরেজ, মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসর ইত্যাদি।
Amazon Fire 7 কী স্পেসিফিকেশন
- ৭.০ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, ১,০২৪ × ৬০০ রেজুলেশন, ১৭১ পিপিআই
- ১.৩ গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর
- ১ জিবি র্যাম
- ৮ জিবি/১৬ জিবি স্টোরেজ
- ২ মেগাপিক্সেল রিয়াল ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা
- সর্বোচ্চ ৮ ঘন্টা ব্যাটারি লাইফ
- ১৯২ × ১১৫ × ৯.৬ মিলি মিটার, ২৯৫ গ্রাম
Amazon Fire HD 8 কী স্পেসিফিকেশন
- ৮.০ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, ১,২৮০ × ৮০০ রেজুলেশন, ১৮৯ পিপিআই
- ১.৩ গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর
- ১.৫ জিবি র্যাম
- ১৬ জিবি/৩২ জিবি স্টোরেজ
- ২ মেগাপিক্সেল রিয়াল ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা
- সর্বোচ্চ ১২ ঘন্টা ব্যাটারি লাইফ
- ২১৪ × ১২৮ × ৯.৭ মিলি মিটার, ৩৬৯ গ্রাম
Amazon Fire HD 10 কী স্পেসিফিকেশন
- ১০.১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, ১,৯২০ × ১২০০ রেজুলেশন
- মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসর, ১.৪ গিগা হার্জ
- ২ জিবি র্যাম
- ৩২ জিবি/৬৪ জিবি স্টোরেজ
- ২ মেগাপিক্সেল রিয়াল ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা
- সর্বোচ্চ ১০ ঘন্টা ব্যাটারি লাইফ
- ২৬২ × ১৫৯ × ৯.৮ মিলি মিটার, ২৯৫ গ্রাম
এখানে আমি সবচেয়ে ভালো অ্যান্ড্রয়েড ট্যাবগুলো সম্পর্কে লিখেছি। আপনি পছন্দ মতো যে কোনোটি নিতে পারেন। আপনি চাইলে আর্টিকেলটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানিয়ে দিতে পারেন এই ট্যাবগুলো সম্পর্কে। আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু যদি আপনার এর থেকেও সেরা অ্যান্ড্রয়েড ট্যাব সম্পর্কে জানা থাকে কিংবা এখানকার কোনটি সম্পর্কে কোন কিছু বলার থাকে।
Leave a Reply