নতুন স্মার্টফোন কেনার জন্যে অপশনের অভাব নেই, ওয়েবসাইটেরও অভাব নেই। প্রায় প্রতিটি স্মার্টফোন কোম্পানীরই নিজস্ব ওয়েবসাইট রয়েছে। কিন্তু সেকেন্ড হ্যান্ড বা পুরনো স্মার্টফোন কেনার ওয়েবসাইট খুব বেশি নেই।
সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনের দিকে দৃষ্টি দিয়ে থাকেন অনেকেই। কারণ, একই স্মার্টফোন পুরনো বা সেকেন্ড হ্যান্ড হওয়ার কারণে নতুনের চেয়ে অনেক কম দামে কিনতে পাওয়া যায়। ফলে, পুরনো স্মার্টফোনের বাজারও এখন অনেক বড়।
অনেকেই জানেন, যে ৫ কারণে পুরনো বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনা উচিৎ। ফলে, নতুনের চেয়ে পুরনো স্মার্টফোনের ক্রেতাই এখন বেশি। আর ক্রেতারদের চাহিদার যোগান দিতে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে পুরনো স্মার্টফোনের মার্কেট। আপনি যদি সরাসরি পুরনো স্মার্টফোন কিনতে চান, তবে ঢাকার যে-সব মার্কেটে যেতে পারেন-
- ইস্টার্ন প্লাজা
- স্টেডিয়াম মার্কেট
- মেট্রো শপিং মল
- বায়তুল মোকাররম
- মোতালিব প্লাজা
- গুলিস্তান আন্ডারপাস
যারা ঢাকার বাইরে থাকেন, কিংবা যারা কেনা-কাটার জন্যে ঘুরাঘুরি পছন্দ করেন না বা যাদের হাতে মার্কেটে যাওয়ার মত যথেষ্ট সময় নেই, তাদের জন্যে রয়েছে অনলাইন মার্কেট। আসুন এ-রকম কিছু ওয়েবসাইটের সাথে পরিচিত হওয়া যাক যেগুলোতে আপনি ঘরে বসে যেমন স্মার্টফোন বিক্রি করতে পারবেন, তেমনই আবার কিনতেও পারবেন।
১. বিক্রয়.কম
পুরনো স্মার্টফোন কেনা-বেচার অন্যতম সেরা ওয়েবসাইট বিক্রয় ডট কম। এ ওয়েবসাইটে একদিকে যেমন রয়েছে নতুন স্মার্টফোন, অন্যদিকে আছে পুরনো স্মার্টফোনের বিশাল ভান্ডার। বিক্রয় ডট কমের তথ্য মতে, বিক্রির জন্যে প্রতিদিন শতাধিক পুরনো স্মার্টফোনের ব্যক্তিগত বিজ্ঞাপন প্রচার করা হয় তাদের ওয়েবসাইটে।
দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা এ ওয়েবসাইটে স্মার্টফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে থাকেন। আপনি দেশের যে জেলাতেই থাকুন না কেন, সেখান থেকেই অর্ডার দিতে পারেন পছন্দের ফোনটি। এমনকি, চাইলে আপনি আপনার কাছাকাছি যে-সব ফোন বিক্রির বিজ্ঞাপন দেখবেন, সেখানে গিয়ে সরাসরি সেটি দেখে-শুনে কিনে নিতে পারেন।
২. সেলবাজার.কম
সেল বাজারে প্রতিদিন প্রচুর পুরনো স্মার্টফোন সেল হয়। যদিও এখানকার ক্রেতা-বিক্রেতাদের অধিকাংশ দেশের রাজধানী ঢাকার, তবু আপনি অবশ্যই নিজ জেলার বিক্রেতাদের পোস্ট করা কোনও কোনও স্মার্টফোন পাবেন। অর্থাৎ, যে কোনও জেলায় বসেই সেলবাজার থেকে স্মার্টফোন কেনা যাবে।
সেল বাজারে বিক্রির জন্যে বিজ্ঞাপন দেয়া প্রায় ২ হাজার ৫শ স্মার্টফোন রয়েছে। এগুলোর মাঝে পুরনো এবং নতুন উভয়টাই রয়েছে। আর বিশ্বের বিখ্যাত ১০টি স্মার্টফোন কোম্পানী ছাড়াও প্রায় সব ব্র্যান্ডের স্মার্টফোনই আছে সেলবাজারে।
৩. বিডি নিউজ ক্লাসিফাইড
অনলাইন নিউজ পোর্টাল হিসেবে বেশি পরিচিত হলেও বিডি নিউজ ক্লাসিফাইড সেকশনটির সাথে পরিচয় নেই এমন ভিজিটর খুবই কম বলা চলে। বিডি নিউজের এই অনলাইন স্টোরটিতে অসংখ্য জিনিস-পত্রের পাশাপাশি রয়েছে ইলেকট্রোনিক্স বিভাগ। আর এই বিভাগের আওতায় রয়েছে মোবাইল ও মোবাইল এক্সেসরিজ। এখানে আপনি নতুন পুরাতন সব ধরণের স্মার্টফোনই বিক্রি করতে ও কিনতে পারবেন।
বিডি নিউজ ক্লাসিফাইডে বিক্রির জন্যে প্রায় ২০ হাজার স্মার্টফোন রয়েছে। প্রতিদিনই নতুন নতুন বিজ্ঞাপন প্রকাশ পাচ্ছে আর সেগুলো বিক্রিও হয়ে যাচ্ছে। আপনি যদি পুরনো স্মার্টফোন বিক্রি করতে চান, তবে বিডি নিউজ ক্লাসিফাইডে বিজ্ঞাপন দিতে পারেন। একই সঙ্গে যে কেউ এই ওয়েবসাইট থেকে নতুন বা পুরনো স্মার্টফোন কিনতে পারবেন।
৪. ক্লিকবিডি.কম
অনলাইনে পুরনো মোবাইল ফোনের আরো একটি বড় বাজার ক্লিকবিডি.কম। এখানে শুধু পুরনো নয়, নতুন স্মার্টফোনও পাবেন অনেক কম দামে। এমনকি, এই অনলাইন মার্কেটপ্লেস থেকে আপনি হোলসেল প্রাইসেও স্মার্টফোন কিনে খুচরা বিক্রির ব্যবসা করতে পারবেন।
স্মার্টফোন বিক্রির জন্যে ক্লিকবিডি.কমে প্রায় ৪০ হাজার বিজ্ঞাপন রয়েছে। সুতরাং, বুঝতেই পারছেন আপনি ঠিক যে ব্র্যান্ডের স্মার্টফোন খুঁজছেন, সেটিই এখানে পেয়ে যাবেন। এমনকি, যদি নির্দিষ্ট কোন ব্র্যান্ডের পছন্দীয় স্মার্টফোন খুঁজে থাকেন, সেটিও পাবেন। কারণ, ক্লিকবিডি.কম স্মার্টফোনের এক বিশাল সমারোহ।
৫. বিক্রিবিডি.কম
স্মার্টফোন কেনা-বেচার আরেকটি অনলাইন প্লাটফর্ম বিক্রিবিডি.কম। এই ওয়েবসাইটেও আপনি দেশের যে কোনও প্রান্ত থেকে স্মার্টফোন বিক্রির জন্যে বিজ্ঞাপন দিতে পারেন। একইভাবে, যে কোনও জেলা থেকেই যে কেউ এই অনলাইন মোবাইল মার্কেট থেকে পছন্দের স্মার্টফোন কিনতে পারবেন।
বিক্রির জন্যে বিক্রিবিডি.কমে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১২০০ স্মার্টফোনের বিজ্ঞাপন রয়েছে। এই সব বিজ্ঞাপন থেকে পছন্দের স্মার্টফোনটি খুঁজে নিতে পারেন।
পুরনো স্মার্টফোন কেনা-বেচার পপুলার ওয়েবসাইটগুলো সম্পর্কে বিস্তারিত জানলেন। এখন এগুলো ভিজিট করে আপনার স্মার্টফোনটি বিক্রি করে দিন। কিংবা, অন্যের স্মার্টফোনটি কিনে নিন। আর বন্ধুদের স্মার্টফোন কেনা-বেচায় সহযোগীতা করতে এই লেখাটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিন।
Leave a Reply