একটা সময় ছিলো পিসিতে সায়েন্স ফিকশন বা সাই-ফাই গেমের জয়জয়কার। এখন ছোট্ট কম্পিউটার বা অ্যান্ড্রয়েডেও সাই-ফাই গেম বিশাল জনপ্রিয়। এই আর্টিকেলে পাবেন ১০টি জনপ্রিয় অ্যান্ড্রয়েড ও আইওএস সায়েন্স ফিকশন গেম যা আপনার ভার্চুয়াল স্পেস ভ্রমণের সঙ্গী হতে পারে।
গত কয়েক দশকে ভিডিও গেমের দুনিয়ায় ব্যাপক পরিবর্তণ এসেছে। নতুন নতুন ফিচার, মাল্টি প্লেয়ার অপশন, রোল প্লেয়িং আর সেই সাথে ভার্সুয়াল রিয়েলিটির সংমিশ্রণে তৈরি হচ্ছে আরো বেশি আকর্ষণীয় ও অ্যাডিক্টিভ গেম। আর এই গেমগুলোর একটা বড় অংশ দখল করে আছে সায়েন্স ফিকশন।
হাই কোয়ালিটির সায়েন্স ফিকশন টাইপের কোন গেম মানেই হচ্ছে সেটি আপনাকে সায়েন্স ফিকশন মুভির মজা দেবে। মুভিতে সাধারণত আপনার রোল থাকে দর্শক হয়ে উপভোগ করা। কিন্তু সায়েন্স গেমে আপনি নিজেই গেমের নিয়ন্ত্রক, আপনি নিজেই গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এবং নিজে খেলবেন, মজা করবেন এবং উপভোগ করবেন ফিউচারস্টিক টেকনোলোজি।
আসুন, এ-রকম কিছু গেমের সাথে পরিচিত হওয়া যাক যেগুলো আপনাকে ভবিষ্যৎ ভ্রমণে নিয়ে যাবে, বিস্ময়কর বিশ্বের সাথে যুক্ত করে দেবে এবং আপনার মনে সৃষ্টি করবে নির্মল আনন্দ।
সেরা কিছু সায়েন্স ফিকশন গেম
Dead Effect 2
এটি হলো একমাত্র মোবাইল সাই-ফাই গেম যা আপনাকে সবচেয়ে তৃপ্তিদায়ক অ্যাকশন-হরর এক্সপেরিয়েন্স দেবে। DE2 তে ক্লস্ট্রোফোবিক স্টেশনে জোম্বি-মনস্টার ভর্তি একটি জায়গায় গেম শুরু হবে। একবার খেলা শুরু করলে চ্যালেঞ্জ,অ্যাকশন,হররে বুদঁ হয়ে থাকবেন।
Sid Meier’s Starships
এইটাতে বেসিক হেক্সাগোনাল সিভিলাইজেশ্যন মোড ব্যবহার কার হয়েছে যার সাথে আছে রেন্ডমলি জেনারেটেড ম্যাপিং। এছাড়াও আছে Irrational AI সুবিধা। iOS অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের কাছে সাই-ফাই গেমের লিস্টে প্রথমদিকেই থাকবে এই গেমটি।
৩. Star Wars: Galaxy of Heroes
খুব এক্সট্রিম RPG (Role Playing Games) এক্সপিরেয়েন্সের জন্য মোবাইলে এটি বেস্ট। আপনি আপনার ability কাস্টমাইজ করতে পারবেন, পুরো Star Wars galaxy-র মধ্যে ট্রাভেল করতে পারবেন। সবকিছু ভালো থাকা সত্বেও বর্তমান গেম স্ট্যান্ডার্ড থেকে একটু কম মানের মনে হতে পারে এটি।
Pinout
Arcade -style pinball -এর এই গেমসে আপনাকে স্বাভাবিকের চেয়ে বেশি বুদ্ধি খরচ করে খেলতে হবে। সিম্পল স্টাইলের, ওল্ড গেমের নিউ ভার্সন যা খেলে বের না হয়েও দিব্যি সময় কাটাতে পারেন। সময় কাটানোর জন্য দারুণ গেমস এটি যেখানে আপনাকে রহস্যময় পালসেটিং লাইট ও রেট্রো ওয়েবের ভেতর দিয়ে সময়ের বিপক্ষে রেসিং করতে হবে।
N.O.V.A Legacy
মোবাইলে সবচেয়ে ভালো FPS (Frame per second) এক্সপেরিয়েন্স করা যায় নোভা লিগাসিতে। এই গেমে অনলাইন মাল্টিপ্লেয়ার ডেথম্যাচ মোড আছে যা আপনার গেমিং এক্সপেরিয়েন্স এবং ডেডিকেটেড গেমিং সেশনকে স্মুথ করবে।
Galga Wars
খুব ঝকঝকে কালার কম্বিনেশন, চমৎকার গ্রাফিকস, 2D বুলেট-হেল স্পেসশিপ শ্যুটার অ্যাকশন, অনেক অনেক এক্সপ্লোশন আপনার চোখকে ধাঁধিয়ে দিবে। ক্লাসিক, ইন্ডলেস শুটিং ফান, দুই শিপ দিয়ে একবারে শ্যুট( টুইন মোড) যদি আপনার প্রিয় হয়, তাহলে Galga Wars আপনার পছন্দের তালিকায় এক নম্বরেই থাকা উচিত।
XCOM: Enemy Within
সায়েন্স ফিকশন গেমস যাদের নেশা, তাদের অধিকাংশের প্রিয় গেমস হলো এটি। আপনার একটা ইন্টারন্যাশনাল গ্রুপ থাকবে এবং আপনার যুদ্ধ হবে প্রাণঘাতি এলিয়েনদের সাথে। এটি হলো সাই-ফাই স্ট্র্যাটেজি গেম যা আপনার ফ্যান্টাসিকে তৃপ্ত করবে। এখানে আপনি চ্যালেঞ্জ পাবেন, অনেক ঘটনার মুখোমুখি হবেন অর্থাৎ পারফেক্ট স্ট্র্যাটেজি প্যাকেজ বলতে যা বুঝায় তা’ই আছে এই গেমে।
Xenowerk
টুইন শ্যুটিং ফ্যানদের জন্যে এটি আকর্ষণীয় গেমস। প্রায় ৭০টির মতো লেভেল আছে Xenowerk গেমে। প্রতিটা লেভেলই অ্যাডিক্টিভ যেখানে scary মনস্টারদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় আপনি অব্যশই শিহরিত হবেন।
Lego Marvel Super Heroes
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপারহিরোদের নিয়ে এই গেম। এই গেমসের স্পেশালিটি হলো এটি একইসাথে kid friendly এবং causal friendly। আয়রন ম্যানের মতো উড়তে পারবেন বা অ্যাসগর্ডে ঘুরে আসতে পারবেন এই গেমস দিয়ে। সকল বয়সের জন্যই এটি তৈরি করা হয়েছে। তাই সবাই এটি সমানভাবে এনজয় করে।
Marvel Future Fight
কেমন হয়! যদি আপনি হাল্ক হয়ে যান, ধুরমুর মারামারি করতে থাকেন! বা থরের মতো হাতুড়ি দিয়ে সব ভেঙে ফেলতে পারেন। এরকম ফিলিংসই পাবেন এই গেমসে।
এগুলোই হলো অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য সেরা সায়েন্স ফিকশন গেম যার তালিকাটি আপনি সংগ্রহে রাখতে পারেন। আশা করি, প্রতিটি গেমই আপনি খেলে দেখবেন এবং আমাদের পাঠকদের জানাবেন কোন গেমটি খেলতে আপনার বেশি ভাল লেগেছে।
Leave a Reply