আপনার সাইকোলোজিস্ট ক্লায়েন্টের জন্যে প্রি সাইকোলোজি ওয়ার্ডপ্রেস থিম দিয়ে অনায়াসেই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন সম্পূর্ণ বিনা খরচেই। এক্ষেত্রে, আপনার শুধু ডোমেইন আর হোস্টিং এর খরচটা লাগবে যা আপনি আপনার ক্লায়েন্ট থেকে নেবেন। জেনে নিন কিভাবে ওয়েবসাইটের জন্যে সেরা হোস্টিং কোম্পানী বেছে নেবেন।
এখানে সেরা ৪টি ওয়ার্ডপ্রেস থিমের তালিকা দেয়া হলো যেগুলো আপনি ফ্রিতে ইউজ করে যে কোনও ধরণের সাইকোলোজি কিংবা থেরাপি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
fPsychology
সাইকোলোজি ওয়েবসাইটের জন্যে অন্যতম সেরা একটি থিম হচ্ছে fPsychology যা ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা অত্যন্ত সহজ। একজন মেন্টাল হেলথ্ প্রপেশনালের জন্যে ঠিক যেমন ওয়েবসাইট দরকার, তার সবই আছে fPsychology থিমে। যেমন, রেসপন্সিভ লে-আউট, লাইট-ওয়েট লোডিং, কাস্টোমাইজেশন সুবিধা, ইত্যাদি।
InstaAppointment Lite
যে কোনও সাইকোলজি কিংবা থেরাপি ওয়েবসাইটের জন্যে বুকিং সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ সাধারণত আগেই সাইকোলোজিস্টের চেম্বারে যায় না, বরং অনলাইনে ঘাঁটাঘাটি করে বুকিং দিতে চায়। আর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ফিচারের মাধ্যমে এই সুবিধাটিই দিচ্ছে InstaAppointment Lite থিম। এটি একটি ক্লিন কোডেড থিম যাতে রয়েছে সুন্দর একটি ওয়েবসাইট তৈরির সকল ফিচার।
iCoach
আইকোচ মূলত একটি লাইফ কোচ ওয়ার্ডপ্রেস থিম যা ক্লিন এবং কাস্টোমাইজেবল। যে কোন থেরাপিস্ট কিংবা সাইকোলোজিস্টের জন্যে সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করা যাবে iCoach থিম দিয়ে। এই থিমটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। এতে রয়েছে কাস্টোমাইজিং কালার অপশন, লে-আউট ফিচার এবং ডেমো ইম্পোর্টিং সুবিধা।
Mandy
সাইকোলোজি বেইজড্ অ্যাপয়েন্টমেন্ট ওয়েবসাইট তৈরির জন্যে Mandy একটি অসাধারণ ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। কালার ভেরিয়েশনসহ প্রচুর দরকারি ফিচার রয়েছে এই থিমে। Mandy থিমটি সম্পূর্ণ রেসপন্সিভ এবং ট্রান্সলেশন রেডি। ব্লগ পেজটি ২ কলামে বিভক্ত। এটি কমেন্ট নেস্টিং সাপোর্ট করে। সেই সাথে কাস্টোম লোগো, থাম্বনেইল পোস্টসহ আরো কিছু প্রয়োজনীয় ফিচার রয়েছে এই থিমে।
আশা করি, এই ৪টি সাইকোলোজি ওয়ার্ডপ্রেস থিম থেকে একটি পছন্দ করে আপনি ইতিমধ্যেই ওয়েবসাইটের কাজ ধরেছেন। কাজ শেষ হলে আপনার ওয়েবসাইটটি আমাদের সাথে শেয়ার করুন।
Leave a Reply