সেমি ফাইনালে ইংল্যান্ড হেরেছে ক্রোয়েশিয়ার সঙ্গে আর ইংল্যান্ডের হ্যারি কেইন জিতেছেন গোল্ডেন বুট। কারণ, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোল দাতার রেকর্ডটি তারই। সেমি ফাইনাল পর্যন্ত হ্যারি কেইনের গোল সংখ্যা ৬।
এই ৬ এর মাঝে ৪টি গোলই পেনাল্টির মাধ্যমে দিয়েছেন হ্যারি কেইন। আর পানামাকে ১টি পেনাল্টি কিকের গোলসহ ৩ গোল দিয়ে হ্যাট্রিক করেছিলেন হ্যারি। তবে, হ্যাট্রিকের এই ৩ গোলের একটি গোল হয়েছিল হ্যারির ভাগ্যক্রমে। গোলটি দেয়ার জন্যে হ্যারি মোটেই প্রস্তুত ছিলেন না, আসস্মিকভাবে তার পায়ে লেগে পানামার জালে বল ঢুকে যায়। সুতরাং, হ্যারিকে ভাগ্যবান বলতেই হয়।
ইংলিশ প্রিমিয়ার লীগে হ্যারি কেইন ঝড় তুলেছেন একটার পর একটা গোল করে। আর তখনই অনেক ফুটবল বোদ্ধারা জানিয়ে দিয়েছিলেন বিশ্বকাপেও গোলের বন্যা বইয়ে দেবেন হ্যারি কেইন। গোলের বন্যায় ভাসতে না পারলেও সর্বোচ্চ ৬ গোল করে গোল্ডেন বুট তিনিই জিতে নিলেন।
উল্লেখ্য, সিলভার বুট জিতেছেন ফ্রান্সের আতোঁয়ান গ্রিজম্যান যার গোল সংখ্যা ৪। অন্যদিকে গ্রিজম্যানের সমান সংখ্যক গোলের রেকর্ড নিয়ে ব্রোঞ্জ বুট জিতে নিয়েছেন বেলজিয়ামের লুকাকু।
Leave a Reply