সবচেয়ে দ্রুততম ১২ ফুটবলার নিয়ে এই তালিকাটি তৈরি করা হয়েছে। গতিসম্পন্ন এ ফূটবলাররা গতি দিয়ে কাপিয়ে দিতে পারেন প্রতিপক্ষে রক্ষণভাগকে। কখনো কখনো দ্রুতগতির স্ট্রাইকারদের সাথে পাল্লা দিয়ে প্রতিপক্ষের আক্রমনেও বাদ সাধেন তারা।
তালিকার প্রথম নামটিই গ্যারেথ বেলের। তিনি খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। গতির ঝড় তুলতে পারেন তিনি।
এই তালিকায় কিছু অখ্যাত নাম যেমন আছে ঠিকতেমনি আছে কিছু বিখ্যাত নামও। দুইজন খেলোয়াড় রয়েছেন স্প্যানিশ ঘরোয়া লিগ লা লিগার। এই তালিকায় সর্বোচ্চ খেলোয়াড় রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের। ইংলিশ প্রিমিয়ার লিগের এত খেলোয়াড় থাকার কারণটাও সহজে বোধগম্য। কারণ ইংলিশ লিগ গতিসর্বস্ব। তাই অধিকাংশ দ্রুততম খেলোয়াড় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেন এটাই স্বাভাবিক।
এই তালিকায় মূলত আক্রমণের সময় একজন খেলোয়াড়ের সর্বোচ্চ গতির গড় হিসাব করে এই তালিকা তৈরি করা হয়েছে। চলুন জেনে নিই সেরা ১২ দ্রুততম খেলোয়াড়ের নাম ও তাদের ঘন্টায় গতিবেগ।
সবচেয়ে দ্রুততম ১২ ফুটবলার
১। গ্যারেথ বেলঃ ৩৬.৯ কি.মি./ঘন্টা
২। অরল্যান্ডো ব্যারিওঃ ৩৬ কি.মি./ঘন্টা
৩। ইনাঙ্কি উইলিয়ামসঃ ৩৫.৭১ কি.মি./ঘন্টা
৪। ইয়ুর্গেন ডামমঃ ৩৫.২ কি.মি./ঘন্টা
৫। অ্যান্তেনিও ভ্যালেন্সিয়াঃ ৩৫.১ কি.মি./ঘন্টা
৬। পিয়েরে এমেরিক অবামেয়াংঃ ৩৪.৬ কি.মি./ঘন্টা
৭। অ্যারন লেননঃ ৩৩.৮ কি.মি./ঘন্টা
৮। ক্রিস্টিয়ানো রোনালদোঃ ৩৩.৬ কি.মি./ঘন্টা
৯। কিংসলে কোমানঃ ৩২.৮ কি.মি./ঘন্টা
১০।থিও ওয়ালকটঃ ৩২.৭ কি.মি./ঘন্টা
১১।লিওনেল মেসিঃ ৩২.৫ কি.মি./ঘন্টা
১২।ওয়েইন রুনিঃ ৩১.২ কি.মি./ঘন্টা
লিওনেল মেসি ও রোনালদোকে এত পিছনে দেখে অবাক হবেন না। লিওনেল মেসির ৩৪ কি.মি. গতিতে দৌড়ানোর রেকর্ডও রয়েছে। একইভাবে রোনলদোও সর্বোচ্চ ৩৪ কি.মি. দৌড়েছেন। তবে গড় হিসাব করার কারণেই তারা পিছিয়ে পড়েছেন।
একই কথা প্রযোজ়্য নেইমার ও এমবাপ্পের ক্ষেত্রেও। দুইজনই গতিসম্পন্ন ফূটবলার। এমবাপ্পে তো রাশিয়া বিশ্বকাপে ৩৭ কি.মি. গতিতেও দৌড়েছিলেন। তবুও সবচেয়ে দ্রুততম ১২ ফুটবলার এর তালিকায় তারা স্থান পাননি গড় গতিতে পিছিয়ে থাকার কারণে।
Leave a Reply