ছবি তোলার জন্য আমরা সাধারণত একটা বিশেষ জিনিস বা বিষয়ের উপর ফোকাস করি। পশু পাখি, ফুল, মানুষ, প্রাকৃতিক দৃশ্য। আমাদের দেশের বেশির ভাগ ফটোগ্রাফারা পোর্ট্রেট ছবি বা বিয়ের ছবি তুলতে পছন্দ করে বা করে থাকে। অনেকে আবার শিশুদের ছবি তুলতে বেশ ভালবাসে কিন্তু শিশুদের ছবি তোলা বেশ কষ্টসাদ্ধ ব্যাপার। কারণ শিশুরা বড়দের মত স্থিরভাবে পোজ দেয়না বা থেকে না। আজ আমি শিশুদের ছবি তোলার সহজ উপায় নিয়ে আলোচনা করব যা নতুন ফটোগ্রাফারদের কাজে আসবে।
শিশুদের ছবি তোলার সহজ উপায়
শিশুদের আর বড়দের ছবি তোলার মাঝে কিছুটা প্রার্থক্য থাকা চাই। শিশুদের চমৎকার ছবি তোলার জন্য নিচের ৫টি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। তবে তার আগে শিশুদের ছবি তোলার জন্য ক্যান্ডিড ফটোগ্রাফি বা স্পষ্ট ফটোগ্রাফির কিছু নিয়ম-কানুন সম্পর্কে জেনে নিন।
ক্যান্ডিড ফটোগ্রাফি বা স্পষ্ট ফটোগ্রাফি
ক্যান্ডিড ফটোগ্রাফি বা স্পষ্ট ফটোগ্রাফি হল ‘বিশুদ্ধ’ ছবি এবং ‘বিশুদ্ধ’ ছবি বলতে আমি বুঝাতে চাচ্ছি, যে ছবিতে কোন পোজ বা ছবি তোলার কোন মাপকাঠি নেই। ক্যান্ডিড ফটোগ্রাফি হল আপনার সকল বিষয়বস্তুর ক্যাপচার, সেটা শিশুদের ক্ষেত্রে তাদের সুন্দর মুহূর্তগুলোকে কোন প্রকার হস্তক্ষেপ করা ছাড়া ক্যাপচার করা বা তোলা। তাদের ছোট বিশ্বের মধ্যে একটা অসামান্য ছবি তুলে আনতে হবে।
আপনি এটা কিভাবে করবেন? আশা করি আমি এই পোস্টটি দিয়ে একটি সহজ এবং সহজবোধ্য পদ্ধতিতে ব্যাখ্যা করবো, যেটা আপনাকে হয়তো সাহায্য করতে পারবে।
সবসময় আপনার ক্যামেরাটা সাথে রাখুন
আপনি যদি ভাল আর সুন্দর ছবি তুলতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্যামেরাটা সব সময় সাথে রাখতে হবে। কারণ আপনি এমন একটা ছবি বা মুহুতের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু তখন আপনার কাছে আপনার ক্যামেরাটা নেই। যার ফলে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটা তুলতে পারলেন না।
সুন্দর মুহুতগুলো বেশিক্ষণ থাকে না, তাই ক্যামেরাটা সাথে রাখার চেষ্টা করুন। তার মানে এই না যে আমি আপনাকে সবকিছুর ছবি তুলতে বলছি। আপনার মন যদি ভাল থাকে আর যদি একটা সুযোগ পেয়ে যান, তাহলে ভাল কিছু হতেও পারে, যা হয়তো আপনি আশা করেনি তার থেকেও ভাল।
ফ্ল্যাশ বাদে ছবি তুলুন
শিশুদের ছবি তোলার সময় ফ্ল্যাশ বাদে ছবি তুলুন। ফ্ল্যাশ আলোয় শিশুরা বিরক্ত বোধ করে, ফলে আপনি কাঙ্ক্ষিত ছবি পাবেন না। আপনাকে অবশ্য একটু চতুর হতে হবে, বিশেষ করে যদি আপনি কম আলোতে শুটিং করেন। আপনি যদি কম আলোতে ছবি তোলেন তাহলে ক্যামেরার অ্যাপারচারকে একটু বাড়িয়ে দেয়ার চেষ্টা করুন এবং আপনার ক্যামেরার ISO বৃদ্ধি করুন। এই উপায়ে রুমের মধ্যে কম আলোয় ভাল ছবি তোলা সম্ভব। অবশ্যই এর কিছু সীমাবদ্ধতাও আছে, আপনার ছবি ব্লার হয়ে যেতে পারে। কিন্তু চেষ্টা করে দেখেন ভাল ছবির পরিমাণ বেশি হবার সম্ভাবনাই বেশি।
সাবজেক্ট বা বিষয়বস্তুর কাছাকাছি যান
ফটোগ্রাফির প্রধান শর্ত হলো সাবজেক্ট বা বিষয়বস্তু কাছাকাছি যাওয়া। পেশাদার ফটোগ্রাফারা চেষ্টা করেন বিষয়বস্তুর যত কাছাকাছি থেকে ছবি তোলা যায়। আপনি বিষয়বস্তুর যত কাছাকাছি যাবেন, ততই বিষয়বস্তু আপনার কাছে স্পষ্ট হবে এবং ছবি সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন। একজন ভাল ফটোগ্রাফার হতে হলে আপনাকে সাবজেক্ট বা বিষয়কে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে।
কনটেক্সট বা প্রেক্ষাপট তেরি করতে চেষ্টা করুন
ছবিতে ব্যাকগ্রাউন্ড দেয়ার চেষ্টা করুন। আপনার ছবিতে ছোট একটা ব্যাকগ্রাউন্ড আপনার ছবির প্রেক্ষাপট যোগ করতে সহায়তা করবে এবং এটি একটি ভাল এবং সুন্দর গল্প বলতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, কল্পনা করুন যে আপনি আপনার শিশু বা সন্তানদের ক্যাপচার করার চেষ্টা করছেন যখন তারা কিছু আর্টওয়ার্ক করছে। চেষ্টা করুন শিশু বা সন্তানদের কিছু বিক্ষিপ্ত কাজ, তাদের ছড়ানো ছিটানো খেলনা ছবিতে অর্ন্তভুক্ত করতে। এটা যে সব সময় করতে হবে তা নয়। যখন তারা নিজ মনে খেলছে বা খাচ্ছে তখন করতে পারেন।
টাইম মোড ব্যবহার করুন
শিশুরা সাধারণত স্থির থাকে না, তাই তাদের ছবি তোলার সময় দ্রুতগতির মুহূর্তগুলো ক্যাপচার করার চেষ্টা করতে হয়, আর প্রচুর শট নিতে হয়। আর এই টাইম মোড যার সাহায্যে আপনি আপনার সন্তান বা শিশুদের দ্রুতগতির মুহূর্তগুলো ক্যাপচার করতে পারবেন। টাইম মোডের মধ্যমে ব্লার ছাড়া ছবি তুলতে পারবেন, সাথে এটি আপনাকে আপনার শিশুর সেরা মুহূর্তের একটি ভাল ছবি তোলার সুযোগ করে দিবে।
একটা ছবি একটা সময়ের গল্প। যদি আপনি একটা সুন্দর ও গঠনমূলক ছবি তুলতে পারেন সেটা এক হাজার লাইনের গল্পের থেকেও অনেক তাত্পর্যপূর্ণ হবে। ছবি নিয়ে যত বেশি খেলবেন তত বেশি ছবি সম্পর্কে আপনার ধারণা হবে। তাই বেশি বেশি করে ভাল ফটোগ্রাফাদের ছবি দেখুন, তাদের মত তুলতে চেষ্টা করুন।
আপনি যদি শখের ফটোগ্রাফার হন বা ফটোগ্রাফি শিখছেন তাহলে শিশুদের ছবি তুলে হাত পাকাতে পারেন। আর নিজের সন্তানের বিভিন্ন সময় বেড়ে ওঠার ছবি তুলে সময়কে ক্যামেরা দিয়ে ধরে রাখতে পারেন।
Leave a Reply