শিপিং ম্যানেজমেন্ট সফটওয়্যার পণ্য ডেলিভারিকে করে তোলে সহজ ও গোছানো। কাস্টোমারের দোর গোড়ায় নিরাপদে ও অল্প সময়ে পণ্য পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি নিয়েই তৈরি হয় শিপিং কোম্পানী। কখনো সেটি নিজেই পণ্য উৎপাদন করে, আবার কখনো অন্যের পণ্য পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়ে থাকে।
ই-কমার্স ব্যবসার সাথে যারা জড়িত, তারা বেশ ভাল করেই জানেন পণ্যের সঠিক ডেলিভারিই তাদের ব্যবসা গড়া বা ভাঙ্গার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক সময়ে ডেলিভারি দিতে না পারা বা দেরী করে ফেলা অথবা ড্যামেজ পণ্য ডেলিভারি দেয়া কাস্টোমার নষ্ট করার জন্যে যথেষ্ট্য।
তবে, যারা শিপিং বা ডেলিভারি ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এ-রকম সম্ভাবণা তৈরি হওয়া বিরল ঘটনা। কেননা, তারা এই জাতীয় সফটওয়্যার দিয়ে একটা পণ্যের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারেন। এ ধরণের ব্যবসার ওয়ার্ক ফ্লো থাকে। আর প্রায় সব ধরণের ব্যবসার জন্যেই সেরা ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট সফটওয়্যার এর প্রয়োজন হয়। যাইহোক, চলুন আগে জানি শিপিং সফটওয়্যার আসলে কি?
শিপিং সফটওয়্যার কি?
শিপিং সফটওয়্যার হচ্ছে এমন একটি টুল যা যে কোনও পণ্যের অর্ডার পাওয়া থেকে শুরু করে ক্রেতার কাছ পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়াটি পরিচালনা করে থাকে। সবচেয়ে সাশ্রয়ী মূল্যের শিপিং ক্যারিয়ার নির্বাচন করা, ডেলিভারি লেবেল ও অন্যান্য ডকুমেন্ট প্রিন্ট করা, পণ্যের গায়ে লাগানো এবং ডেলিভারির জন্যে প্রস্তুত করার কাজগুলোর পর্যায়ক্রমে ইনস্ট্রাকশন দিয়ে থাকে শিপিং সফটওয়্যার।
শুধু তাই নয়, শিপিং সফটওয়্যার পণ্যের ডেলিভারির জন্যে বের হওয়া থেকে শুরু করে গ্রাহকের কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় সমস্ত কিছু ট্র্যাকিং করে থাকে। আসুন, এ রকম ৫টি ফ্রি শিপিং সফটওয়্যার সম্পর্কে জেনে নিন।
শিপিং ম্যানেজমেন্ট সফটওয়্যার
১. Openboxes
Open Boxes একটি ওপেন সোর্স শিপিং সফটওয়্যার। এটি এমন একটি ওয়েব বেইজড্ অ্যাপ্লিকেশন যা শিপিং থেকে শুরু করে সাপ্লাই চেইন প্রপেশনালরাও ব্যবহার করে থাকেন। এই সফটওয়্যারে ইনভেন্টোরি ট্র্যাকিং ফাংশনালিটি রয়েছে। সেই সাথে, এই সফটওয়্যার অর্ডার গ্রহণ, স্টক রিকুজিশন, স্টক মুভমেন্ট, এক্সপায়ারি ট্র্যাকিং ও শিপিং ট্র্যাকিংসহ যাবতীয় সব কাজই করে থাকে।
২. Openshipping
ওপেন স্ট্যান্ডার্ড ও ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে Open Shipping সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। যে কোন লজিস্টিক ও শিপিং কোম্পানীর জন্যেই একটি অপরিহার্য সফটওয়্যার এটি। সব ধরণের শিপিং অপারেশনই করে দিতে পারে এই ফ্রি ও ওপেন সোর্স শিপিং ম্যানেজমেন্ট সফটওয়্যার।
৩. Prestashop Shipping Software
ওপেন স্ট্যান্ডার্ড শিপিং এক্সপেরিয়েন্সকে সহজ ও সুফল করে তুলতে Prestashop Shipping Software ব্যবহার করতে পারেন। ই-কমার্স ব্যবসা পরিচালনা ও সঠিক সময়ে সুন্দরভাবে পণ্য ডেলিভারি দেয়ার জন্যে এটি একটি অনন্য সফটওয়্যার এটি। এটি আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন এবং আপনার ই-কমার্স কিংবা শিপিং ব্যবসার জন্যে ব্যবহার করতে পারেন।
৪. Order Manager
অর্ডার ম্যানেজার একটি ফ্রি সফটওয়্যার এবং এটিও ওপেন সোর্স। মূলত, যে কোনও পণ্যের অর্ডার গ্রহণ করা থেকে শুরু করে ডেলিভারি দেয়া পর্যন্ত যাবতীয় সমস্ত কিছু ম্যানেজমেন্ট করাই হচ্ছে এই সফটওয়্যারের কাজ। কাজেই, আপনার যে কোন ধরণের কোম্পানীর জন্যেই এটি ব্যবহার করতে পারেন।
৫. Shippo
আপনার ই-কমার্স ওয়েবসাইটের সঙ্গে Shippo কানেক্ট করে স্বয়ংক্রিয়ভাবে সমস্ত তথ্য সরবারাহ ও ম্যানেজ করতে পারেন। এমনকি, এটি দিয়ে আপনি শিপিং ও ডেলিভারি লেবেল তৈরি ও ডকুমেন্ট রেডি করতে পারবেন। একই সাথে, লোকাল এবং ইন্টারন্যাশনাল অর্ডারও ম্যানেজ করতে পারবেন।
এই ছিল আজ ফ্রি শিপিং ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা। আপনার যেটি ভাল লাগে, সেটি ডাউনলোড করে ব্যবহার করতে শুরু করুন। অথবা, একটা একটা করে সবগুলোই ব্যবহার করে দেখুন, শেষে যেটি ভাল লাগে সেটি রেখে দিন। আর আপনি যদি স্টার্ট আপের আন্ডারে কোন প্রোজেক্ট পরিচালনা করে থাকেন, তবে, ৮টি ফ্রি প্রোজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে যে কোনটি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন।
Leave a Reply