ল্যাপটপের জন্য সেরা গেম খুঁজছেন? এমন কিছু গেমের খোঁজ নিয়ে এসেছি যেগুলো ২ জিবি র্যামের পিসিতেই খেলতে পারবেন। এগুলোর জন্যে হাই-এন্ড পিসির প্রয়োজন হবে না।
এমন অনেকেই আছেন যারা মোবাইলের চেয়ে পিসিতে গেম খেলতে বেশি পছন্দ করেন। পিসি গেমগুলোর গ্রাফিক্স অনেক ভালো হওয়ায় খেলতে অনেক ভালো লাগে। তবে, গ্রাফিক্স আর গেম কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারনে এই গেমগুলো অনেক হেভি হয়ে পড়ে। হেভি হওয়ার ফলে ২ জিবি বা ৪ জিবি র্যামের ল্যাপটপে গেমগুলো ভালোভাবে চলে না। ফলে, যাদের ল্যাপটপে ২জিবি র্যাম রয়েছে তারা এ-সব গেম খেলতে পারে না।
আজকে আপনাদের সাথে যে গেমগুলো শেয়ার করতে চলেছি সেগুলো ডুয়াল কোর প্রসেসর এবং ২ জিবি র্যাম হলেই ভালোভাবে চলবে। এসব গেমের অপটিমাইজেশন অনেক ভালো হওয়ায় লো-ইন্ড ল্যাপটপ বা পিসিতে ভালোভাবেই রান করে। এত ভালো গ্রাফিক্স আর নেক্সট লেভেল অপটিমাইজেশনের জন্য গেমের ডেভেলপারদের একটা ধন্যবাদ দিতেই হয়। তাছাড়া, গেমগুলোর অসাধারণ স্টোরি লাইন আপনাদের মুগ্ধ করবে।
গেমগুলো অফলাইন, তাই খেলার জন্য কোন ইন্টারনেটের প্রয়োজন নেই। ইন্টারনেট ছাড়া মোবাইলে খেলার মতো অনেক গেম যেমন রয়েছে, তেমনই রয়েছে অফলাইনে পিসিতে খেলার মতো বহু গেম। আর সেখান থেকে বাছাই করে ৫টি গেম নিয়েই আজকের আয়োজন।
আমি আগেই বলেছি গেমগুলো অনেক হেভি তাই, ২জিবি র্যাম ল্যাপটপে খেলতে পারলেও হাই সেটিংসে খেলতে পারবেন না। তবে, লো বা মিডিয়াম সেটিংসে ভালোভাবেই খেলতে পারবেন। তাহলে চলুন জেনে নিই ২ জিবি র্যাম ল্যাপটপের জন্য সেরা গেম কোনগুলো।
২ জিবি র্যাম ল্যাপটপের জন্য সেরা গেম
১। Far Cry 3
এ গেমের অসাধারণ গ্রাফিক্স আর স্টোরি লাইন সবাকেই মুগ্ধ করবে। গেমের প্রধান চরিত্র জেসন ও তার সহপাঠি গীষ্মের ছুটিতে একটি দ্বীপে ঘুরতে যায়। সেখানে থাকা এক ডাকাত দল তাদের ধরে ফেলে এবং বন্দি করে ফেলে। জেসন মুক্ত হয়ে বিপদের মধ্য দিয়ে তার সহপাঠিদের বাঁচানোর চেষ্টা করে।
Far Cry 3 গেমের অসাধারণ স্টোরি আর ভিজুয়াল ইফেক্ট আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। গেমের সেটাপ সাইজ ৫জিবি। গেম খেলার জন্য মিনিমাম ডুয়েল কোর প্রসেসর ও ২জিবি র্যাম থাকতে হবে।
২। Mafia 2
এটি মূলত একটি ওপেন ওয়ার্ল্ড গেম। গেমের প্রাধান চরিত্র ভিডো। ভিডো একটি দরিদ্র পরিবারের ছেলে। টাকার অভাবে তার বাবা বিনা চিকিৎসায় মারা যায়। তখনি ভিডো সিদ্ধান্ত নেয় যে সে আইনের পথে চলবে না। সে ধীরে ধীরে অপরাধের জগতে প্রবেশ করে এবং সে জগতের রাজা হয়ে উঠে।
Mafia 2 গেমের স্টোরি আপনার সত্যি অনেক ভালো লাগবে। বুঝতেই পারছেন এটি অ্যাকশন টাইপের স্টোরি। আপনার যদি এ-রকম স্টোরি ভাল না লাগে, তবে স্মার্টফোনে খেলতে পারেন এই ৫টি লাভ স্টোরি গেম। যাইহোক, মাফিয়া ২ এর সেটাপ সাইজ হল ৩ জিবি। গেম খেলতে মিনিমাম ডুয়েল কোর প্রসেসর ও ১.৫জিবি র্যাম থাকতে হবে।
৩। Sniper Ghost Warrior 2
Sniper Ghost Warrior 2 হলো একটি স্নাইপিং গেম। অনেকেই এ ধরনের স্নাইপার গেম পছন্দ করে। তবে, এই গেমে বিভিন্ন ধররেন মিশন রয়েছে। এ-সব মিশন আপনাকে একটি রমাঞ্চকর গেম-প্লে উপহার দিবে।
তাছাড়া, গেমের গ্রাফিক্স এর সাউন্ড ইফেক্ট সত্যিই ভালো লাগার মত। যারা স্নাইপিং গেম পছন্দ করে, এই গেমটি তাদের জন্য একটি মাস্টারপিস। গেমের সাইজ ৬ জিবির কাছাকাছি। খেলার জন্য মিনিমাম ১ জিবি র্যাম ও ডুয়েল কোর প্রসেসর প্রয়োজন।
আপনাদের সাথে যে গেমগুলো শেয়ার করলাম তার সবগুলোই আপনারা ২ জিবি র্যামের ল্যাপটপে খেলতে পারবেন। তবে, ২ জিবি র্যামের ল্যাপটপে খেললে আপনাকে লো বা মিডিয়াম গ্রাফিক্সে খেলতে হবে। আপনি যদি এ-সব গেম লো-ইন্ড ল্যাপটপ বা পিসিতে হাই গ্রাফিক্সে খেলতে চান, তাহলে ল্যাগ ও ফ্রেম ড্রপ দেখতে পাবেন। যার কারনে গেম খেলে মজার পরিবর্তে ঝামেলা মনে হবে।
শেষ কথা
আজকে আপনাদের সাথে ২ জিবি র্যাম ল্যাপটপের জন্য সেরা গেম শেয়ার করলাম। আশা করি এই গেমগুলো আপনাদের ভালো লাগবে। এই গেমগুলোর মধ্যে কোনটা আপানার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কমেন্টে জানাবেন। সেই সাথে আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও গেমগুলো খেরার সুযোগ করে দিতে পারেন।
যারা লো-এন্ড কম্পিউটার ব্যবহার করেন, বিশেষ করে যাদের কম্পিউটারে র্যামের পরিমাণ মাত্র ২ জিবি, তাদের জন্যে গেমগুলোর সোর্স দেয়ায় ধন্যবাদ।
IH Raihan আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
যাদের পিসি পুরনো ভার্সণের, বিশেষ করে ২ জিবি র্যামের পিসি যাদের, তাদের জন্যে দারুণ কিছু গেমের সন্ধ্যান দেয়ায় আপনাকে অনেক ধন্যবাদ।
এ তালিকায় আমার সবচেয়ে পছন্দ Far Cry 3 যা জীবনে অনেক খেলেছি।