নিত্য নতুন ফিচার সমৃদ্ধ লোগো ডিজাইন সফটওয়্যার এর প্রয়োজনীয়তা অনুভব করেন না এমন গ্রাফিক্স ডিজাইনার নেই বললেই চলে। কারণ, সব গ্রাফিক্স ডিজাইনারই জানেন যে একটা ক্রিয়েটিভ লোগো তৈরি করা কোনও সহজ কাজ নয়। এর জন্যে এমন সফটওয়্যার প্রয়োজন যা ডিজাইনকে সহজ ও সৃজণশীল করে তুলতে সহযোগীতা করবে।
একটা সৃজণশীল লোগো তৈরি করার জন্যে একজন ডিজাইনারকে কোম্পানী বা ক্লায়েন্টের মূল মিশন সম্পর্কে ভাল ধারণা নিতে হবে। সেই সাথে কোম্পানীর ব্র্যান্ড আইডেনটিটি, বিশেষ করে কোম্পানী কি করতে চায়, সে সম্পর্কে সবিস্তারে জানতে হবে। এরপর এই সমস্ত ইনফরমেশনকে লোগোর মাধ্যমে ভিজ্যুয়াল্লি ফুটিয়ে তুলতে হবে। তবেই, এটি একটি হাই প্রপেশনাল লোগো হয়ে যাবে।
একটা প্রপেশনাল লোগো ডিজাইন করার জন্যে প্রচুর রিসার্চ করতে হয়। কেউ কেউ হয়তো জানেন যে কিভাবে একটি প্রফেশনাল লোগো ডিজাইন করতে হয়। কিন্তু এমন অনেক ডিজাইনারই রয়েছেন যারা অন্যন্য অনেক কিছু সুন্দরভাবে ডিজাইন করতে পারলেও সৃজণশীল লোগো ডিজাইনে বেশ দূর্বল। তাদের জন্যে যেমন রিসার্চের পাশাপাশি প্রচুর পরিমাণে ইন্টারেশন প্রয়োজন, তেমনই প্রয়োজন ভাল মানের সফটওয়্যার।
এখানে আমি আজ এমন কিছু সফটওয়্যার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেগুলো যে কারো জন্যেই লোগো ডিজাইনে দারুণ সহযোগী হবে। সবগুলো সফটওয়্যারই ফ্রি এবং বেশিরভাগই অল্প রেজ্যুলেশনে ডাউনলোড করার সুবিধা দিচ্ছে।
আবার, কিছু সফটওয়্যার আছে যেগুলো ডাউনলোড করার প্রয়োজনই নেই। অনলাইনেই আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন এবং সৃজণশীল লোগো তৈরিতে প্রি টেমপ্লেট, কালার প্যালেটসহ আরো অনেক ফ্রি রিসোর্চ পাবেন। তবে, কিছু সফটওয়্যার থাকতে পারে যেগুলো ভেক্টর ভার্সণের জন্যে প্রিমিয়াম অফার করে থাকে।
চলুন, সফটওয়্যারগুলো সম্পর্কে জেনে আসা যাক-
ফ্রি লোগো ডিজাইন সফটওয়্যার
Quick Logo Designer
একটি ইউনিক লোগো ডিজাইন করার জন্যে আপনার যত ধরণের সহযোগীতার প্রয়োজন, তার সবই পাবেন Quick Logo Designer সফটওয়্যারে। এই সফটওয়্যারে প্রায় ২২০০টি রেডি-মেড লোগো টেমপ্লেট রয়েছে যেখান থেকে আপনি ইচ্ছে মতো ইউজ করতে পারেন। সেই সাথে আরো রয়েছে ৪৫০০ ভেক্টর সিম্বল যেগুলো আপনি ক্যাটেগরি অনুযায়ী ব্রাউজ করতে পারবেন। আরো আছে ৩শোর বেশি ফন্টস্ যেগুলো আপনি কাস্টোমাইজও করতে পারবেন।
প্রতিটি লোগোতেই আপনি বিল্ট-ইন ইফেক্ট ইউজ করতে পারবেন। যেমন, গ্র্যাডিয়েন্ট, শ্যাডো, ফ্রেম, বেবেল, ব্লার, আউটলাইনসহ যাবতীয় সব অপশনই রয়েছে। এছাড়াও, রয়েছে গ্রে-স্কেল, শার্পেন, পিক্সালেট, ইনভার্ট, মেটালিক ও ওয়াটারসহ আরো অনেক স্পেশাল ইফেক্ট।
Quick Logo Designer সফটওয়্যারে লোগো তৈরি করার পর সেটিকে আপনি JPEG, BMP, EPSসহ ৭টি ফরমেটে আউটপুট নিতে পারবেন। এছাড়াও, PNG ফরমেটে ট্রান্সপারেন্ট লোগো ক্রিয়েট করতে পারবেন। রয়েছে মোশন গ্রাফিক্স স্টাইলের GIF ফরমেট সুবিধাও। আপনার তৈরি লোগো আপনি যেমন ডাউনলোড করতে পারবেন, তেমনই প্রিন্টও করতে পারবেন এবং সেটিকে মেইল করে কারো কাছে পাঠাতেও পারবেন।
Logo Design Software AAA Logo
কোন রকমের রেজিস্টেশনের ঝামেলা ছাড়াই, এমনকি কোন পার্সোনাল ইনফরমেশন দেয়া ছাড়াই আপনি AAA Logo সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। এটি আপনাকে কম সময়ে ক্রিয়েটিভ লোগো তৈরিতে যেমন সাহায্য করবে, তেমনই সেটিকে প্রপেশনাল ওয়েতে আউটপুট নিতেও নিরন্তর হেল্প করবে।
প্রায় ৫শ লোগো টেমপ্লেট আর ১০ হাজার ফ্রি আইকন নিয়ে AAA Logo Design Software যে শুধু লোগো তৈরির জন্যেই এমন নয়। বরং, এটি দিয়ে আপনি যে কোন ধরণের প্রপেশনাল এবং নন-প্রপেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন। এমনকি, ওয়েবসাইটের জন্যে ব্যানার, বাটন ও হেডারসহ আরো যাবতীয় যত ডিজাইন প্রয়োজন, সবই করতে পারবেন।
যে কোনও ধরণের বিজনেস গ্রাফিক্স তৈরি করার জন্যেও এই সফটওয়্যারটি অনেকের কাছে দারুণ জনপ্রিয়। যেমন, বিজনেস কার্ড, বিজনেস ব্যানার, পোস্টার, লেটারহেড, ইত্যাদি। Logo Design Software AAA Logo এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটিকে আপনি অন্যান্য ফ্রি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এর সাথে মার্জ করতে পারবেন এবং দু’টোর সমন্বয়েই আপনার ডিজাইনের আউটপুট নিতে পারবেন।
EximiousSoft Logo Designer
হাই কোয়ালিটির প্রায় ৫৪০টি রেডি মেড লোগো টেমপ্লেট নিয়ে আপনাকে সাহায্য করার জন্যে তৈরি হয়ে আছে EximiousSoft Logo Designer সফটওয়্যার। ৫ হাজারেরও বেশি ভেক্টর গ্রাফিক্স ফাইল তো রয়েছেই। আরো আছে অজস্র সাইন ও সিম্বল যা আপনার লোগো ডিজাইনকে সহজ ও আকর্ষণীয় করে তুলবে।
টেমপ্লেট, সাইন ও সিম্বলসহ যে কোনও রিসোর্চই আপনি অনায়াসে ইউজ করতে পারবেন, মডিফাই করতে পারবেন এবং আউটপুটও নিতে পারবেন। আর ডিজাইনকে সহজ ও আধুনিক করার জন্যে যুক্ত রয়েছে অসংখ্য ফিচার এবং ভেক্টর ড্রয়িং টুলস্। প
ডিজাইন শেষে আপনি প্রায় সব ফরমেটেই আপনার লোগোটিকে এক্সপোর্ট ইমপোর্ট করতে পারবেন এবং কোন রকম কোয়ালিটিও লুজ হবে না।
HatchFul Logo Design Software
Shopify এর তৈরি করা অন্যতম জনপ্রিয় এবং ইজি টু ইউজ লোগো মেকার সফটওয়্যার এটি। যে কোনও ধরণের বিজনেস লোগো তৈরি করার জন্যে HatchFul Logo Design Software এর রয়েছে প্রচুর ফিচার ও রিসোর্স। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ধরণের লোগো ডিজাইন করতে চান, তা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দেয়া এবং আপনার ধরণ অনুযায়ী টেমপ্লেট চুজ করা।
যখনই আপনি মনের মতো একটি টেমপ্লেট পেয়ে যাবেন, সেটিকে আপনি মডিফাই করে নিতে পারবেন। ডিজাইন চেঞ্জ করতে পারবেন, ফন্ট পাল্টাতে পারবেন, প্যালেট, আইকন ও লে-আউট অ্যাডজাস্ট করতে পারবেন। সবশেষে, পছন্দ মতো ফরমেটে ডাউনলোড করে নিতে পারবেন।
Designhill Logo Maker
যে কোন কোম্পানীর জন্যে ক্রিয়েটিভ, বিজনেস রিলেটেড পারফেক্ট লোগো তৈরির জন্যে Designhill Logo Maker অসাধারণ একটি সফটওয়্যার। এটি আপনাকে লোগো ডিজাইনের সব ধরণের বেসিক টুলস্ ও ফিচার দিয়ে দারুণভাবে সহযোগীতা করবে। সেই সাথে এটিতে পাবেন প্রয়োজনীয় টেমপ্লেট, কালার স্কিম, সিম্বল, আইকন ও নানা রকম
আশা করি, উপরোক্ত ৫টি ফ্রি লোগো ডিজাইন সফটওয়্যার সম্পর্কে জেনে আপনার ভাল লেগেছে। এখান থেকে আপনি যে কোনটি ট্রায়াল করে দেখতে পারেন আর যেটি ভাল লেগে যাবে, সেটিকে সব সময়ের জন্যে ব্যবহার করতে পারেন। আর আপনি যদি কোনও সফটওয়্যার ইউজ করতে না চান, তবে ফ্রিতে লোগো ডিজাইন করার ওয়েবসাইট আছে প্রচুর, সেগুলোতে ঢুকে আপনার প্রয়োজনীয় লোগোটি ডিজাইন করে নিতে পারেন।
Leave a Reply