প্রিয় লেখকবৃন্দ,
নিশ্চয়ই খেয়াল করেছেন, গতকাল থেকে আপনারা যখনই bn.techtrainee ডট কমের কোন পোস্টে ক্লিক করছেন, তখনই সেটি আপনাকে রিডাইরেক্ট করে hoicoibangla ডট কমে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা ডোমেইন পরিবর্তণ করেছি। এখন থেকে আপনাদের প্রিয় সাইটটি হৈচৈ বাংলা হিসেবেই পরিচিতি পাবে।
গত পরশু রাত (১লা জুলাই) ৯টার পর থেকে আপনারা কেউ যদি কোন পোস্ট দিয়ে থাকেন, তাহলে সেটি আমাদের নতুন ওয়েবসাইটের ব্যাকএন্ডে শো করবে না। সুতরাং, আপনাদেরকে অনুরোধ করছি, সেই পোস্টগুলো কষ্ট করে আবার নতুন ডোমেইনে সাবমিট করুন।
১লা জুলাই রাত ৯টার আগে যে-সব পোস্টগুলো সাবমিট করা হয়েছে কিংবা ড্রাফট্ আকারে সেভ করা হয়েছে, সেগুলোর সবই আমাদের নতুন ডোমেইনে চলে এসেছে। সুতরাং, সেগুলোর ক্ষেত্রে আপনাদের কিছুই করতে হবে না।
যদিও পুরনো ডোমেইনে লগ-ইন করলেও আপনাদেরকে রিডাইরেক্ট করে নতুন ডোমেইনে নিয়ে আসা হবে, তবু এখন থেকে নতুন ডোমেইনেই লগ ইন করুন। অর্থাৎ, এখন থেকে লগ-ইন করার জন্যে ভিজিট করুন https://hoicoibangla.com/
আর এ পরিবর্তণ হঠাৎ করেই নয়, এটা আমাদের পূর্ব পরিকল্পণা যার আভাস আমরা আগের নোটিশ বোর্ডে দিয়েছিলাম। সুতরাং, বিমর্ষ হওয়ার কিছু নেই, নতুন ডোমেইনে নতুন উদ্যমে লিখতে থাকুন।
বিশেষ দৃষ্টি আকর্ষণ
আমরা ডোমেইন পরিবর্তণ করেছি, এখন কন্টেন্ট পরিবর্তণের দিকে মনোযোগ দেবো। ধীরে ধীরে আমরা সব ধরণের কন্টেন্টই কাভার করার পরিকল্পণা করছি। রাজনীতি কিংবা দেশের নিউজ ছাড়া বাকি সব ক্যাটেগরিই শুরু করতে চাইছি। অর্থাৎ, খেলা, বিনোদন, লাইফ স্টাইল, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি।
তবে, এক সঙ্গে সব ক্যাটেগরি চালু করবো না, একটা একটা করে শুরু করতে চাইছি। এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, তাই আমাদের ইচ্ছে খেলা দিয়েই শুরু হোক। আমরা ইতিমধ্যেই খেলা বিভাগটি চালু করে দিয়েছি, নতুন ডোমেইন ভিজিট করলেই দেখতে পাবেন। সুতরাং, আপনারা যারা খেলা বিষয়ে লিখতে ইচ্ছুক, তারা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করুন।
যেহেতু, এটি নতুন ক্যাটেগরি হবে, তাই এখানে প্রচুর লেখা দরকার। আপনাদের মধ্যে যে কেউ এ ক্যাটেগরিতে লিখতে পারবেন। তবে, আমাদের ২/১জন স্পেশাল রাইটার দরকার যারা খেলা বিষয়ে ভাল খোঁজ-খবর রাখেন। এমন কেউ থাকলে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।
উপরোক্ত বিষয়গুলো কিংবা অন্যান্য যে কোন বিষয়ে কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত দিন।
তাজওয়ার উচ্ছাস says
নতুন ডোমেইন নামটা পছন্দ হয়েছে। সবাই সব জায়গায় ইংরেজি নাম বেশি ব্যবহার করে। সেক্ষেত্রে কেউ বাংলা নাম ব্যবহার করছে দেখলে ভাল লাগে। (y)
হাছিবুল ইসলাম says
ভাই, আলহামদুলিল্লাহ আমি খেলা নিয়ে মোটামুটি ভালোই খোঁজ-খবর রাখি। বিশেষ করে ফুটবল আর ক্রিকেট নিয়ে আমার আগ্রহটা বেশি। আমি কি এই বিষয়ে ইচ্ছেমতো লিখতে পারি? আর একটা আর্টিকেল কত শব্দের হলে ভাল হয়?
টি আই অন্তর says
খুব ভাল কথা, হাছিবুল। আপনি তাহলে খেলা বিষয়ে নিয়মিত লিখুন, আপাতত: ফুটবল আর ক্রিকেট নিয়ে লিখলেই চলবে। এ জাতীয় লেখা যেহেতু অনেকটা নিউজের মত, তাই ছোট করে লিখলেই ভাল হবে। ২০০ থেকে ৩০০ শব্দের মধ্যে লিখতে পারেন। তবে, যদি অ্যানালাইসিস কিংবা ফিচার টাইপের লেখা লিখেন, যেমন- বিশ্বকাপে মেসির খারাপ খেলার ১০টি কারণ কিংবা নেইমারের ১০টি ভুল শট, ইত্যাদি টাইপের লেখা হলে একটু বড় করেই লিখুন। তবে ১০০০ ওয়ার্ডের বেশি নয়।
আপনার একটা লেখা পেন্ডিং আছে, লেখাটিতে প্রতিটি লাইনের পর এবং পরবর্তী লাইন শুরু হওয়ার আগে কোন স্পেস নেই। যারফলে, প্রতিটি প্যারাগ্রাফে যত লাইনই আছে, সব মিলিয়ে সেটা এক লাইন হিসেবেই রয়েছে। এগুলো ঠিক করে দিন, লেখাটি পাবলিশ করতে চাই।
imam hasan says
আমার লেখাটি কি পাবলিশ হবে না? আমি যখনিই আমার প্রাণপ্রিয় সাইট ‘হৈচৈ বাংলাতে’ লেখাগুলো পড়ি, তখন আমারও লিখতে আগ্রহ জাগে। কিন্ত আমিতো কোন সাড়া শব্দ পাচ্ছি না, তাই এখনো অপেক্ষা করছি।
টি আই অন্তর says
আপনার লেখাটি পাবলিশ করা হয়েছে, তবে কিছু লেখা কেটে দিয়ে। আপনার টপিক হচ্ছে ‘হাসির সাউন্ড অ্যাপ’ যেখানে আপনি ৪টি অ্যাপ নিয়ে লিখেছেন। অথচ এর মাঝে ২টি অ্যাপই আপনার টপিকের বাইরে। আপনি এখানে বৃষ্টির শব্দের অ্যাপ, এমনকি রবীন্দ্রসঙ্গীতের অ্যাপ নিয়ে লিখেছেন। একবার ভাবুন তো, বৃষ্টির শব্দের অ্যাপ কি হাসির অ্যাপ! এটাকে বড় জোর রোমান্টিক অ্যাপ বলতে পারেন। আবার, রবীন্দ্রনাথের গানসহ আরো ৬০টি বাংলা গান নিয়ে একটি অ্যাপ রয়েছে। রবীন্দ্রসঙ্গীত কিংবা বাংলা ছায়াছবির গান কিভাবে হাসির হয়! যাইহোক, এটা আপনার প্রথম লেখা বলে কাট-ছাট করে পাবলিশ করা হয়েছে। পরবর্তী লেখাগুলোতে আশা করি সচেতন হবেন, বুঝে-শুনে লিখবেন, মান-সন্মত লেখা লিখবেন? ভবিষ্যতে আরো ভাল ভাল লেখা চাই আপনার কাছ থেকে, যেগুলোতে ভুল থাকবে না। যাইহোক, প্রথম লেখার জন্যে আপনাকে অভিনন্দন। আর আপনি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনার ফোন নাম্বারটি দিয়ে রাখুন, যোগাযোগের প্রয়োজন হতে পারে।
বি: দ্র: আপনার নিজের সম্পর্কে ২/৩ লাইনে বায়োগ্রাফি লিখে প্রোপাইল আফডেট করুন।