লা লিগায় এই মুহূর্তে শীর্ষে আছে বার্সেলোনা। বার্সা সমর্থকদের জন্য খুশীর খবর হল অনুশীলনে ফিরেছেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি।
মেসিকেই ছাড়াই লা লিগায় আগের ম্যাচেই বড় জয় পেয়েছিল বার্সেলোনা। লুই সুয়ারেজ এন্ড কো. আজকে জয়ের ধারা ধরে রাখার পাশাপাশি চাইবে নিজ নিজ গোলসংখ্যা বাড়িয়ে নিতে।
বার্সেলোনা
মেসি অনুশীলনে ফিরলেও আজকের ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বলেই চলে। চোট মুক্ত হয়ে দলে ফিরেছেন স্যামুয়েল উমতিতি।
বার্সা ডিফেন্স আজ সামলাবেন পিকে, ল্যাংলেট, জর্ডি আলবা, সেমদো।
এই ম্যাচ শুরুর পূর্বে বার্সেলোনা কোচ আর্নেস্তা ভালভার্দের খানিকটা নির্ভার থাকতে পারেন। ভালভার্দে অবশ্য এই ম্যাচকে চ্যাম্পিয়ন্স লিগের আগামী ম্যাচের প্রস্তুতি হিসেবেই দেখছেন। তাই শেষবারের মত আরেকবার ঝালিয়ে নিতে চাইছেন খেলোয়াড়দের।
এ কারণেই আজ ডেম্বেলে আর আর্তুরো ভিদালের শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম।
৪-৩-৩ ফর্মেশনে বার্সেলোনার মাঝমাঠ সামলাবেন রাকিতিচ, বুসকেটস, আর্থার। আর দুই উইং দিয়ে আক্রমণ করবেন কৌতিনহো এবং রাফিনহা। সুয়ারেজ খেলবান মূল স্ট্রাইকার হিসেবে।
বার্সেলোনা একাদশ
টের স্টেগেন, পিকে, ল্যাংলেট, জর্ডি আলবা, সেমদো, রাকিতিচ, বুসকেটস, আর্থার, কৌতিনহো, রাফিনহা, সুয়ারেজ।
রায়ো ভায়েকানো এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে আছে। রিয়াল মাদ্রিদ হতে ধারে খেলতে আসা রাউল ডি থমাস বার্সেলোনার জন্য ভয়ংকর হতে উঠতে পারেন।
এছাড়া রায়োর কাছে আর কোন আশাব্যঞ্চক খবর নেই। সর্বশেষ ম্যাচগুলোতেও বিধ্বস্ত হয়েছে তারা।
তবে ঘরের মাঠে লিগের শীর্ষ দলকে হারানোর তাড়না থেকে বার্সেলোনাকে ভোগাতে পারে তারা।
ভেন্যুঃ এস্তাদিও ডেল রায়ো ভায়েকানো
সময়ঃ রাত ১ টা ৪৫ মিনিট।
সরাসরি সম্প্রচারঃ টেলিভিশনে দেখা যাবে না। ফেসবুক লাইভ থেকে দেখতে হবে।
Leave a Reply