বহুল জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড হল রিয়েলমি। রিয়েলমি এখন বাংলাদেশে অফিসিয়ালভাবে চলে আসল। সম্প্রতি তারা রিয়েলমি সি২ ও ৫আই ফোন দুইটি বাংলাদেশে রিলিজ করেছে।
অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এতদিন পরে কেন রিয়েলমি সি২ ও রিয়েলমি ৫আই। এখন কথা হল, রিয়েলমি এতদিন বাংলাদেশে অফিসিয়ালভাবে ছিল না। আমরা আনঅফিসিয়ালভাবে রিয়েলমির ফোন কিনতাম। কিন্তু, এখন আমরা অফিসিয়াল ওয়ারিন্টিসহ রিয়েলমির ফোন কিনতে পারব।
রিয়েলমি বাংলাদেশে চলে এসেছে এটা আমাদের জন্য অনেক আনন্দের সংবাদ। আমাদের আর আনঅফিসিয়াল ফোন কিনে ভয়ে থাকতে হবে না। এখন, অন্যান্য ব্র্যান্ডের মত শোরুমে গিয়ে রিয়েলমি ফোন কিনতে পারব। রিয়েলমির অনেক ফোন আছে, তার মধ্যে থেকে বাজেট অনুযায়ী রিয়েলমির সেরা ফোনটি বেছে নিন।
রিয়েলমি সি২ ও রিয়েলমি ৫আই
Realme 5i
ফোনটি কম বাজেটে একটি কমপ্যক্ট ফোন। সবকিছুই আপনি এক মোবাইলের মধ্যে পাবেন। বিগ ডিসপ্লে, বিউটিফুল ডিজাইন, বেটার চিপাসেট সবকিছু মিলিয়ে অসাধারণ। ডে টু ডে লাইফের জন্য একটি পারফেক্ট ফোন হতে পারে এটি।
ফোনটিতে পাচ্ছেন একটি মোটামোটি শক্তিশালী প্রসেসর, যা দিয়ে প্রতিদিনের কাজগুলো অনায়াসে করে ফেলতে পারবেন। এছাড়া, আপনি ভাল মানের একটি গেমিং এক্সপেরিয়েন্সও পাবেন ফোনটি থেকে। সেই সাথে আপনি ভাল একটি ক্যামেরা সেটআপও পেয়ে যাচ্ছেন। একটি বাজেট ফোনেও কোয়াড ক্যামেরা পাচ্ছেন।
এই মোবাইলটির প্রধান ফিচারগুলো হল –
- ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চিস (720 x 1600 pixels)
- প্রসেসর: স্নাপড্রাগন 665
- র্যাম/রোম: ৩জিবি/ ৩২জিবি, ৪জিবি/ ৬৪জিবি
- ব্যাটারি: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: ১২ MP (মেইন) + ৮ MP(আলট্রাওয়াইড) + ২ MP (ম্যাক্রলেন্স) + ২ MP (ডেফথ সেন্সর)
- ফ্রন্ট-ক্যামেরা: ৮ MP
বাংলাদেশে অফিসিয়ালি ফোনটির ৪/৬৪ ভেরিয়েন্টের দাম বর্তমানে ১২, ৯৯০ টাকা। এখন কথা আসতে পারে এই দামে এই ফোনটিই কেন। অফিসিয়াল ফোন চাইলে এর থেকে আর ভাল ফোন পাবেন না। তবে, আরও ভাল পারফমেন্স চাইলে আপনি আর কিছু বাজেট বাড়িয়ে রিয়েলমি ৬ কিনতে পারেন। এটি সবদিক থেকে আপনার জন্য পারফেক্ট হবে।
Realme C2
সি২ রিয়েলমির সব থেকে কম দামি ফোন। তবে, দাম কম বলে ফোনটিকে অবহেলা করা মোটেও ঠিক নয়। ফোনটিতে দাম অনুযায়ী অনেক বেশি কিছুই থাকছে। এতে যেমন দুর্দান্ত পারফমেন্স পাবেন, তেমনি পাবেন বাজেট বেস্ট ক্যামেরা সেটআপ।
এক নজরে দেখে নিই ফোনটি আপনাকে কি কি স্পেসিফিকেশন অফার করছে-
- ডিসপ্লে: ৬.১ ইঞ্চিস (720 x 1560 pixels)
- প্রসেসর: মিডিয়াটেক হিলিও পি২২
- র্যাম/রোম: ২জিবি/ ৩২জিবি, ৩জিবি/ ৬৪জিবি
- ব্যাটারি: ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: ১৩ MP (মেইন) + ২ MP (ডেফথ সেন্সর)
- ফ্রন্ট-ক্যামেরা: ৫ MP
এই ফোনটি বেজ ভেরিয়েন্ট ২/৩২ এর বর্তমান দাম বাংলাদেশে অফিসিয়ালভাবে ৮,৯৯০ টাকা। এত কম দামে এমন একটি ফোন আসলেই অভাবনীয়। একজন নরমাল ইউজারকে ফোনটি পরিপূর্ণ ভাবে সাপোর্ট দিতে পারবে। তবে, আরও বেশি যদি পারফমেন্স চান, তাহলে একটু দাম বাড়িয়ে আপনি রিয়েলমি সি৩ কিনতে পারেন।
একটি প্রশ্ন হতে পারে, এই পুরাতন ফোনগুলো এখন বাংলাদেশে রিলিজ করার কারণ কি? একটি উত্তর হতে পারে, সেটি হল হয়তো রিয়েলোমি কোম্পানি বাংলাদেশে তাদের চাহিদা এই ফোন দুইটি দিয়ে বিচার করতে চাইছে।
যারা অফিসিয়াল ফোন কিনতে চান, তাদের জন্য ফোন দুইটি পারফেক্ট হতে পারে। কারণ, ফোনের সাথেই আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। তাই, ফোন নষ্ট হলে আর কোন ভয় থাকবে না। আপনার পছন্দের রিয়েলমি এখন আপনার হাতে।
এই ছিল আজকে রিয়েলমি সি২ ও ৫আই দুইটি বাংলাদেশী অফিসিয়াল ফোন নিয়ে কিছু কথা। আমাদের মত আপনারাও হয়ত বাংলাদেশে রিয়েলমি আসা নিয়ে অনেক এক্সসাইটেড। আশা করি রিয়েলমি কোম্পানি তাদের প্রতিটি ফোন বাংলাদেশে রিলিজ করবে।
Leave a Reply