রিয়েলমি, নামটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। অনেকের পছন্দের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হল রিয়েলমি। এই আর্টিকেলে আমরা রিয়েলমির সেরা স্মার্টফোন এবং তাদের বর্তমান বাজারে অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বর্তমানে শাওমির প্রতিদ্বন্দ্বী হিসেবে রিয়েলমিকে আমরা চিনি। কিন্তু, রিয়েলমি তাদের প্রোডাক্ট কোয়ালিটি বাড়িয়ে দাম কমিয়ে দেওয়ার দিয়ে নিজেদের অন্য পজিশনে নিয়ে গিয়েছে। তারা আজ অনেক ক্ষেত্রে শাওমিকেও ছাড়িয়ে গিয়েছে। যদি আপনি ক্যামেরা ফোন চান, তাহলে বাজারে সবচেয়ে ভাল ক্যামেরার ১০টি স্মার্টফোন দেখতে পারেন।
রিয়েলমি মানেই কম দামে বেশি ফিচার। আর, বর্তমানে বাংলাদেশে রিয়েলমি আন-অফিশিয়ালভাবে বেশি বিক্রি হওয়ার কারণে দাম আরও কমে গিয়েছে। কিছুদিন আগে আমরা যে দামে হাই কোয়ালিটির মোবাইল আশা করতে পারতাম না, আজ আমরা সস্তায় সেই ফিচার উপভোগ করছি।
সাধ্যের মধ্যে রিয়েলমির সেরা স্মার্টফোন
১. Realme C2
রিয়েলমি সি২ নরমাল ইউজারদের জন্য একদম পারফেক্ট একটি মোবাইল ফোন। তবে, এই মোবাইলটিকে মোটামুটি ভালই হেভি ইউজের কাজে লাগাতে পারবেন। হিলিও পি২২ প্রসেসরটি আপনাকে ভালই সাপোর্ট দিবে। সাথে ডায়মন্ড কাট যুক্ত অসাধারণ একটি ডিজাইন পাচ্ছেন।
চলুন দেখে নেয়া যাক Realme C2 ফোনটিতে আপনি কি কি ফিচার পাচ্ছেন-
- ডিসপ্লে: ৬.১ ইঞ্চিস (720 x 1560 pixels)
- প্রসেসর: মিডিয়াটেক হিলিও পি২২
- র্যাম/রোম: ২জিবি/ ৩২জিবি, ৩জিবি/ ৬৪জিবি
- ব্যাটারি: ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: ১৩ MP (মেইন) + ২ MP (ডেফথ সেন্সর)
- ফ্রন্ট-ক্যামেরা: ৫ MP
বর্তমানে বাংলাদেশে ফোনটির দাম ৮, ৯০০টাকা। এই টাইট বাজেটে এর থেকে ভাল ফিচার কোন কোম্পানি অফার করছে না। তাই, আপনার বাজেট যদি খুবই টাইট হয়, ১০ হাজারের নিচেই মোবাইল কিনবেন, তাহলে সি২ বেস্ট চয়েস হতে পারে।
২. Realme 3 Pro
Realme 3 Pro মোবাইলটি সব থেকে কম বাজেটে পাওয়া যাচ্ছে হেভি ইউজারদের জন্য। আপনার বাজেট কম কিন্তু পারফমেন্সে কোন কম্প্রামাইজ করতে চান না, তাহলে রিয়েলমি ৩ প্রো আপনার পছন্দ হতে পারে। এর মূল আকর্ষণ হল হাই পারফমেন্স ও বেটার ক্যামেরা। আপনি যা চান সবই পাবেন এই মোবাইলে।
Realme 3 Pro ফোনটিতে কি কি ফিচার পাচ্ছেন, দেখে নিন-
- ডিসপ্লে: ৬.৩ ইঞ্চিস (1080 x 2340 pixels)
- প্রসেসর: স্নাপড্রাগন ৭১০
- র্যাম/রোম: ৪জিবি/ ৬৪জিবি, ৬জিবি/ ৬৪জিবি, ৬জিবি/ ১২৮জিবি
- ব্যাটারি: ৪০৪৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: ১৬ MP (মেইন) + ২ MP (ডেফথ সেন্সর)
- ফ্রন্ট-ক্যামেরা: ২৫ MP
এই বাজেট ফ্রেন্ডলি ফোনটির দাম মাত্র ১৪,০০০টাকা। এই কম মিডরেঞ্জ বাজেটে এটিই বেস্ট মোবাইল। আপনি কোন কিছু না ভেবে এই বাজেটে এই মোবাইলটি নিয়ে নিতে পারেন। এই বাজেটে আপনি চাইলে রিয়েলমি ৫এস নিতে পারেন।
৩. Realme 5 Pro
যদি ৩ প্রো এর থেকে আরও একটু বেটার কিছু চান তাহলে আছে ৫ প্রো। এটি ৩ প্রো এর থেকে ভালো একটি আপগ্রেড হতে পারে আপনার জন্য। এতে রয়েছে অসাধারণ ডিজাইন, সাথে কোয়াড রেয়ার ক্যামেরা।
Realme 5 Pro মোবাইলটির প্রধান ফিচার –
- ডিসপ্লে: ৬.৩ ইঞ্চিস (1080 x 2340 pixels)
- প্রসেসর: স্নাপড্রাগন ৭১২
- র্যাম/রোম: ৪জিবি/ ৬৪জিবি, ৬জিবি/ ৬৪জিবি, ৮জিবি/ ১২৮জিবি
- ব্যাটারি: ৪০৩৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: ৪৮ MP (মেইন) + ৮ MP(আলট্রাওয়াইড) + ২ MP (ম্যাক্রলেন্স) + ২ MP (ডেফথ সেন্সর)
- ফ্রন্ট-ক্যামেরা: ১৬ MP
ফোনটির দাম বর্তমানে ১৬,০০০টাকা। যে-কোন ধরণের ইউজার এটির সাথে মানিয়ে নিতে পারবেন। বলা যায়, মোটামুটি ফ্লাগশিপ লেভেলের পারফমেন্স পাবেন এটি থেকে।
৪. Realme X2
যদি চান মিডরেঞ্জে ফ্লাগশিপ মোবাইল, তাহলে সেটি হল রিয়েলমি এক্স২। কি নেই এই মোবাইলটিতে! আপনার যত চাহিদা সব পূরণ করতে সক্ষম এই ফোনটি। ফ্লাগশিপ লুক, অস্থির পারফমেন্স ও ডিএসএলআর এর সমান ক্যামেরা নিয়ে এক্স২ এখন বাজারে অনেক হাইপ তৈরি করেছে।
একনজরে Realme X2 এর প্রধান ফিচারগুলো দেখে নেই-
- ডিসপ্লে: ৬.৪ ইঞ্চিস (1080 x 2340 pixels)
- প্রসেসর: স্নাপড্রাগন ৭৩০জি
- র্যাম/রোম: ৪জিবি/ ৬৪জিবি, ৬জিবি/ ৬৪জিবি, ৬জিবি/ ১২৮জিবি, ৮জিবি/ ১২৮জিবি, ৮জিবি/ ২৫৬জিবি
- ব্যাটারি: ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: ৬৪ MP (মেইন) + ৮ MP(আলট্রাওয়াইড) + ২ MP (ম্যাক্রলেন্স) + ২ MP (ডেফথ সেন্সর)
- ফ্রন্ট-ক্যামেরা: ৩২ MP
এই মিডরেঞ্জ ফ্লাগশিপ মোবাইলের দাম ২০, ৯০০টাকা। এত কম দামে এত ফিচার আসলেই আশা করা যায় না। নিঃসন্দেহে এটি একটি ফ্লাগশিপ কিলার।
৫. Realme X2 Pro
অরিজিলান ফ্লাগশিপ কিলার হল এই এক্স ২ প্রো। তবে, এটিকে ফ্লাগশিপ কিলার না বলে একটি পিওর ফ্লাগশিপ ফোন বললেও ভুল হবে না। এতে রয়েছে এই বছরের সেরা ফ্লাগশিপ প্রসেসর, ২০এক্স হাইব্রিড জুম, ৯০ হার্জ ফ্লুয়িড ডিসপ্লে, সুপার ফাস্ট ৫০ ওয়াট চার্জসহ আরও অনেক ফিচার। এই রেঞ্জে রিয়েলমি এক্স৫০ মোবাইলটি রয়েছে, কিন্তু এতে প্রসেসর ও ডিসপ্লে এক্স২ এর মত ফ্লাগশিপ না।
Realme X2 Pro ফোনটির প্রধান ফিচারগুলো দেখে নিই –
- ডিসপ্লে: ৬.৫ ইঞ্চিস (1080 x 2400 pixels)
- প্রসেসর: স্নাপড্রাগন ৮৫৫+
- র্যাম/রোম: ৬জিবি/ ৬৪জিবি, ৬জিবি/ ১২৮জিবি, ৮জিবি/ ১২৮জিবি, ১২জিবি/ ২৫৬জিবি
- ব্যাটারি: ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: ৬৪ MP (মেইন) + ৮ MP(আলট্রাওয়াইড) + ১৩ MP (টেলিফটো লেন্স) + ২ MP (ডেফথ সেন্সর)
- ফ্রন্ট-ক্যামেরা: ১৬ MP
এই পিওর ফ্লাগশিপ মোবাইলের দাম ৩৩, ০০০টাকা মাত্র। এই ফিচারে অন্য ব্র্যান্ডের মোবাইল নিতে গেলে আপনাকে ৫০ থেকে ৬০ হাজারের উপরে টাকা খরচ করতে হবে। আপনার যদি সর্বোচ্চ মোবাইল পারফমেন্স দরকার হয়, তাহলে এক্স২ প্রো আপনার প্রথম পছন্দ হতে পারে।
বর্তমানে রিয়েলমি তাদের এই সেরা ফিচারের মোবাইলের জন্য বাজারে শক্ত জায়গা দখল করে ফেলেছে। কম বাজেটে প্রায় ফ্লাগশিপ পেতে চাইলে রিয়েলমি ৩ প্রো নিয়ে নিন। আর যদি পিওর ফ্লাগশিপ চান তাহলে রিয়েলমি এক্স২ প্রো বেস্ট মোবাইল।
এগুলোই ছিলো ২০২০ সালে সাধ্যের মধ্যে রিয়েলমির সেরা স্মার্টফোন যেগুলোর দাম মোটামুটি ১০ হাজার থেকে ৩৩ হাজার পর্যন্ত। আশা করি, আপনি এর মধ্যেই আপনার বাজেট অনুযায়ী মোবাইল পেয়ে যাবেন। আর, যদি আপনি রিয়েলমি পছন্দ না করে থাকেন, তাহলে শাওমির সেরা মোবাইল দেখতে পারেন।
Leave a Reply