বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানি সম্পর্কে সম্যক ধারণা রাখা খুব একটা জরুরী না হলেও জেনে রাখা যে কারো জন্যেই ভাল। কারণ, আপনি যখন সেরা কিছু কোম্পানী সম্পর্কে জানবেন, তখন যে কোনও সময় এই জানাটা আপনার কাজে লেগে যাবে। আমাদের জ্ঞান পরিধিতে অজানা বিষয়ের যেমন শেষ নেই, তেমনই জানারও শেষ নেই।
বাংলাদেশের রাজধানী ঢাকায় আপনি যত বড় বড় স্থাপনা, কমার্শিয়াল কমপ্লেক্স, সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন, সেগুলো কোনও না কোনও রিয়েল এস্টেট কোম্পানির তৈরি করা। ঢাকার বাইরেও রয়েছে এই সব কোম্পানীর অনেক ফ্ল্যাট বাড়ি, অফিস বা মার্কেট।
ফ্ল্যাট কেনা বেচার সেরা কিছু ওয়েবসাইট যদি দেখেন, তবে দেখতে পাবেন যে সব ফ্ল্যাট বাড়িই এই সব কোম্পানীর মাধ্যমে তৈরি হয়েছে। নির্মাণ শিল্পে এই সব কোম্পানী নিয়ে এসেছে নতুনত্ব যার ফলে আমরা অনেক দৃষ্টি নন্দন বাড়ি, মার্কেট এবং কমার্শিয়াল কমপ্লেক্স দেখতে পাই।
কিন্তু এই সব রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানিগুলো এক দিনে গড়ে উঠেনি। বরং, রিয়েল এস্টেটের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। জানা যায় যে, ৭০ এর দশকে মূলত এ দেশে রিয়েল এস্টেট ব্যবসার শুরু। বর্তমানে স্থাপনার জন্যে বাংলাদেশ অনেকাংশেই রিয়েল এস্টেট কোম্পানীর উপর নির্ভরশীল।
আসুন, বাংলাদেশের সেরা কিছু রিয়েল এস্টেট কোম্পানী সম্পর্কে জানা যাক।
বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানি
Concord Real Estate Ltd.
বাংলাদেশের লিডিং রিয়েল এস্টেট কোম্পানির মধ্যে Concord Real Estate Ltd অন্যতম। ক্রিয়েটিভ স্ট্রাকচার, হাই কোয়ালিটি এবং দৃষ্টি নন্দন ইন্টেরিয়র ডিজাইনের জন্যে বিখ্যাত এই কোম্পানিটি এ যাবৎ প্রায় ১ হাজার ২০০টি প্রজেক্ট সুসম্পন্ন করেছে।
Concord Real Estate Ltd ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা যায়। আমাদের জাতীয় স্মৃতিসৌধ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ভিভিআইপি টার্মিনাল বিল্ডিং এবং বাংলাদেশ শিল্প ব্যাংক বিল্ডিংসহ আরো অনেক আইকনিক কাজ রয়েছে এই কোম্পানীর। চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও এই কোম্পানীরই নির্মাণ।
Navana Real Estate Ltd.
দৃষ্টি নন্দন নির্মাণে নাভানা গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে গড়ে উঠা এই রিয়েল এস্টেট কোম্পানীটির রয়েছে অনেক সুনাম। রাজধানী ঢাকায় প্রায় শতাধিক প্রজেক্ট এবং বন্দর নগর চট্টগ্রামেও অনেক প্রজেক্ট সম্পন্ন করেছে Navana Real Estate Ltd।
Bashundhara Real Estate Ltd.
আজকের সুপ্রতিষ্ঠিত বসুন্ধরা গ্রুপ তাদের যাত্রা শুরু করেছিল রিয়েল এস্টেট ব্যবসা দিয়ে যার নাম ছিল East-West Development Ltd। ধীরে ধীরে তারা নির্মাণ জগতে মানুষের আস্থা তৈরি করে নেয় এবং বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম সেরা রিয়েল এস্টেট কোম্পানী।
Sheltech (Pvt.) Ltd.
ঢাকায় ফোকাস করে দ্রুত জনপ্রিয় হয়ে উঠা রিয়েল এস্টেট কোম্পানীগুলোর মধ্যে Sheltech (Pvt.) Ltd অন্যতম। ঢাকার ধানমন্ডি, নিউ ইস্কাটন, সিদ্ধেশ্বরী, উত্তর বাড্ডাসহ আরো অনেক এলাকায় এই কোম্পানীর সুসম্পন্ন প্রজেক্ট রয়েছে।
Building Technologies and Ideas Ltd. (BTI)
বাংলাদেশের অন্যতম সৃজণশীল রিয়েল এস্টেট কোম্পানী Building Technologies and Ideas Ltd. (BTI) যারা নির্মাণে অত্যাধুনিক টেকনোলোজি ব্যবহার করে মানুষের মন কেড়েছে। দ্যা প্লাটিনাম নামের স্মার্ট লিভিং কনসেপ্টই এই কোম্পানীকে দ্রুত পরিচিতি এনে দিয়েছে।
Assurance Developments Ltd.
২০০৩ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানীটি রাজধানীর বুকে এ যাবৎ অসংখ্য এক্সক্লুসিভ প্রজেক্ট শেষ করেছে। Assurance Developments Ltd মূলত ASSURANCE MONI Group এর একটি সিস্টার কনসার্ন। হাই কোয়ালিটি স্ট্রাকচার, উন্নত টেকনোলোজির ব্যবহার এবং হাই এন্ড ইঞ্জিনিয়ারিং এই কোম্পানীর অন্যতম বৈশিষ্ট্য।
Advanced Development Technologies
প্রতিষ্ঠার শুরু থেকেই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, কম্পিটিটিভ কমার্শিয়াল কমপ্লেক্স ও কর্পোরেট অফিসসহ আরো নানা রকম উন্নত স্থাপনা নির্মাণ করে Advanced Development Technologies সবার দৃষ্টি কেড়েছে। বিল্ডিং কনস্ট্রাকশনে কোয়ালিটি মেটেরিয়ালসের ও টেকনোলোজির ব্যবহারের ফলে এই কোম্পানীর সকল স্থাপনাই দৃষ্টি নন্দন এবং ফিউচারিস্টিক।
আরো কিছু রিয়েল এস্টেট কোম্পানীর লিস্ট
- Amin Mohammad Group
- ABC Real Estates Limited
- Alliance Properties
- Anwar landmark
- Avenue Builders
- Bangladesh Development Group
- Bashati Consortium Limited
- Equity Property Management Ltd
- Epic Properties Ltd
- South Breeze Housing Limited
- Sanmar Properties Ltd
বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানি নিয়ে এই লেখাটি আশা করি আপনাদের ভাল লেগেছে। প্রয়োজনের মুহূর্তে যে কোনও রিয়েল এস্টেট, ডেভেলপার বা কনস্ট্রাকশন কোম্পানীর ওয়েবসাইট খুঁজে পেতে এই লেখাটি আপনার ফেসবুক আইডিতে শেয়ার করে রাখুন।
Lakshan says
রিয়েল এস্টেট কোম্পানীর এই লিস্টটি পেয়ে খুব ভাল লাগলো। যদিও প্রায় সব কোম্পানী সম্পর্কেই জানা আছে, তবু একসঙ্গে ১০টি কোম্পানীর বর্নণা ও ওয়েবসাইট লিংক অনেকের জন্যেই উপকারী হবে।
জেসিকা জেসমিন says
ধন্যবাদ, Lakshan ভাই। আমাদেরও ভাল লাগলো এটা জেনে যে আপনি লেখাটি পড়েছেন এবং আমাদের প্রশংসা করেছেন।
Saiful says
Nice, Thanks for the list of Bangladeshi Real Estate Company. Please make another post of 2021 list including newly come companies.
জেসিকা জেসমিন says
Hello Saiful, thanks for reading the post the list of luxurious real estate company in Bangladesh. As per your advice, we will surely set another post with the 2021 list soon.
আকিব says
রিয়েল এস্টেট নিয়ে রিয়েলি আমার তেমন একটা আগ্রহ নাই। তবে, লেখাটার মধ্যে রিয়েল এস্টেট সম্পর্কে যেসব তথ্য দেয়া হয়েছে, তা ভাল লেগেছে।
MD. Panju Mia says
বাংলাদেশের সেরা ৫৫ টি রিয়েল এস্টেট কোম্পানির নামগুলো পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ জানাই কোম্পানিগুলোকে
Munkashir hossen says
প্রতিটি রিয়েল এস্টেট কোম্পানীর ওয়েবসাইটসহ থাকাতে পোস্টটি অত্যন্ত উপকারী হয়েছে। মুন্না ভাইকে ধন্যবাদ এমন তথ্যসমৃদ্ধ পোস্ট দেয়ার জন্যে।