আমরা আমাদের ফোন কেনার পিছনে হাজার টাকা খরচ করি। কিন্তু, কখনো কি একটা বিষয় ভেবে দেখেছি যে এত টাকার বিনিময়েও কোম্পানীর কাছ থেকে আমরা একটা ভালো রিংটোনের আশা থেকে করতে পারি না। আর আগে থেকেই ফোনে যেসব টোন থাকে, তা কোনোদিনই আমাদের আশাটাকে পূরণ করতে পারে না। তবে, এখন আর চিন্তা নেই। কারণ, রিংটোন ডাউনলোড করার ওয়েবসাইট আছে অনেক।
আমাদের চাহিদাকে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে বিভিন্ন রিংটন ওয়েবসাইট এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এটি আমরা বিনামূল্যে অর্থাৎ ফ্রিতেই এসব রিংটন ডাউনলোড করে নিতে পারি।
তবে, হাজার কিংবা লাখের মধ্যে আপনার দরকারের রিংটোনের ওয়েবসাইটটি যেমন খুঁজে পাওয়া মুশকিল, তেমনি একটি যথা-উপযুক্ত সাইট খুজে পাওয়াও কঠিন যেখানে ডাউনলোড অপশন খুব সহজেই পাওয়া যায়। কেননা, রিংটোনের অনেক ওয়েবসাইটই শুধু অ্যাড দিয়েই ভরিয়ে রাখে।
আজকের এই পোস্টে আমাদের এই বিষয়টাকে প্রাধান্য দিয়েই সামনে এগুতে চাচ্ছি। চলুন, এমন ৯টি রিংটোন ডাউনলোডের ওয়েবসাইটের সাথে পরিচিত হওয়া যাক যেখান থেকে রিংটোন নেয়া ফ্রি এবং অ্যাডের আধিক্যও নেই।
ফ্রিতে রিংটোন ডাউনলোড করার ওয়েবসাইট
সুন্দর, শ্রুতিমধুর এবং মিষ্টি একটি রিংটোন যে কারো জন্যেই ব্যক্তিত্বের বহি:প্রকাশ। একজন মানুষের স্মার্টফোনে বেজে ওঠা রিংটোন দিয়ে তার রুচি ও ব্যক্তিত্ব বোঝা যায়। কাজেই, রিংটোন সিলেকশন এবং ব্যবহার করার ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার, রুচিবোধের পরিচয় দেয়া দরকার। নিম্নোক্ত ওয়েবসাইটগুলো থেকে আপনার ব্যক্তিত্ব অনুযায়ী পছন্দনীয় রিংটোন বেছে নিন এবং ডাউনলোড করে সেট করে নিন।
ZEDGE
Zedge এর মধ্যে রিংটোন খোঁজা খুবই সহজ। আপনি খুব সহজেই রিংটনের নাম লিখেই ফ্রি-রিংটোন ডাউনলোড করতে পারেন। এছাড়াও, তাদের হোম পেজেই দেখতে পারবেন কিছু ট্রেন্ডিং রিংটোন রয়েছে যা তাদের সব থেকে ভালো রিংটোনের মধ্য থেকেই বাছাই করা।
আর ডাউনলোড করার জন্য যা করতে হবে তা হলো রিংটোনের টাইটেলে ক্লিক করা। এর মাধ্যমে আপনি ডাউনলোড পেজে চলে যাবেন এবং সেখান থেকেই তা ডাউনলোড করে নিতে পারেন।
Phonezoo
ফ্রি-রিংটন খুজছেন? Phonezoo আপনার জন্য রাখছে হাজার হাজার অপশন। হ্যাঁ, তাদের এই রিংটোন এর সংগ্রহটা বিশাল। সাইটটা একটু ভিন্ন নর্মাল সাইটগুলোর চেয়ে। তবে চিন্তা নেই এর জন্য আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে না।
আর আপনার জন্য এখানে বিভিন্ন ক্যাটেগরি রয়েছে। যেমন-
- holiday
- funny
- text message
- music
- movies, এবং
- Bollywood।
আপনার পছন্দের রিংটোনটি পেয়ে গেলে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন অ্যান্ড্রয়েড আইকনটিতে ক্লিক করে।
CellBeat
আপনি কি প্রায়শই ফ্রি-রিংটোন খুঁজতে গিয়ে হতভম্ব হয়ে পড়েন এই ভেবে যে কোনটি ডাউনলোড করবেন? তাহলে CellBeat সাইটটি আপনার জন্যই। কেন? কারণ, এটি রিংটোন ডাউনলোড করার ওয়েবসাইট হিসেবে অন্যতম সেরা।
অন্যান্য সাইটগুলোর সাথে এর মূল পার্থক্য এখানেই যে আপনি এখানে সব ধরনের রিংটনের পাশে কিছু তথ্যও পেয়ে যাবেন। যাতে থাকবে রিংটোনটি কত বার ভিউ হয়েছে, কতবার ডাউনলোড করা হয়েছে এবং এরকমই আরো কিছু তথ্য যার মাধ্যমে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে। এছাড়াও, এতে থাকছে একাধিক ক্যাটেগরি ও হাজার হাজার ফ্রি-রিংটোন।
MyTinyPhone
প্রায় অর্ধ মিলিয়নের উপরে ফ্রি-রিংটোন ডাউনলোডের অপশন রাখছে MyTinyPhone। যদি আপনি উপরের সাইটগুলোতে আপনার পছন্দের রিংটন না পেয়ে থাকেন, তবে আমি নিশ্চিত আপনি এখান থেকে পেয়েই যাবেন।
My Tiny Phone ওয়েবসাইটে রিংটোন খোঁজা খুবই সহজ। কারণ, এখানে রিংটোনগুলো তাদের জনপ্রিয়তা এবং আপলোড করার সময়কাল অনুসারে সাজানো রয়েছে।
iTunemachine
এর নাম শুনে ঘাবড়ে যাবেন না। নাম iTunemachine হলেও এটি অ্যাপেল অ্যান্ড্রয়েড উভয়ের জন্যই ডাউনলোডের অপশন রেখেছে। অর্থাৎ, আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার হলেও এটি ব্যবহার করতে পারবেন।
এছাড়াও সব ধরনের রিংটোন ডাউনলোড করা পাশাপাশি এটি আরো কি দিচ্ছে জানেন? পাশাপাশি আপনি পাচ্ছেন টিভি থিম সং এর এক বিশাল কালেকশন। সত্যি অসাধারণ, তাই না?
Tones7
২৫টিরও বেশি ক্যাটেগরি রয়েছে Tones7 এ যেখান থেকে আপনি আপনার পছন্দের রিংটোনটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। শুধু যে এটিই তা কিন্তু নয় এখানে আপনি MP4 এবং M4R ফরম্যাটের রিংটোনও ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ, আপনি এটি আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড এবং অন্যান্য ডিভাইসের জন্যও ব্যবহার করতে পারবেন।
এছাড়াও, আপনি রিংটোনটির অন্যান্য তথ্য যেমন সাইজ, বর্ণনাসহ কমেন্ট করার সুযোগও রয়েছে। আপনি যদি আপনার রিংটোন এর জন্য Genre খুঁজে না পান, তবে এটি কিন্তু আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে।
Melofania
Melofania এর যে বিশেষত্বটি একে অনন্য করেছে তা হলো এটিতে আপনি আপনার যেকোন রিংটোন এডিট করতে পারবেন। তবে অন্যেরগুলো নয়।
আর, Melofania থেকে খুব সহজেই আপনি আপনার লাভিং রিংটোনটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। এটি অ্যান্ড্রয়েডসহ অন্যান্য ডিভাইসেও সাপোর্ট করে।
Notification sounds
মাঝে মাঝে আমাদের একদম সাধারণ কিছু রিংটোনের প্রয়োজন পড়ে। আর এ রকমের রিংটোন সমন্বয় করেই তৈরি করা হয়েছে Notification Sounds । এছাড়াও, থাকছে একাধিক ফরম্যাটে ডাউনলোড করার অপশন।
ToneTweet
ToneTweet সাইটটিতে আপনি খুব সহজেই পছন্দের রিংটোনটি পেয়ে যেতে পারেন কেননা এখানে থাকছে সব ধরনের রিংটনের সংমিশ্রণ। আর আইফোন ও অ্যান্ড্রয়েডের জন্য থাকছে আলাদা আলাদা ডাউনলোড অপশন যা একে অনন্যতার পর্যায়ে পৌঁছে দিয়েছে। এছাড়াও, থাকছে বিভিন্ন ক্যাটেগরি। যেমন- annoying, funky, Halloween, ইত্যাদি।
ভালো একটি রিংটোন ব্যবহার করা আমাদের সকলেরই কাম্য থাকে। আর তা যদি হয় ফ্রি, তাহলে তো আরো ভাল। আমাদের জন্য উক্ত সুবিধাটি রাখছে উপরের রিংটোন ডাউনলোড করার ওয়েবসাইট যেগুলো থেকে যে কেউ টোন নিতে পারবে। শুধু যে ফোনের রিংটো তা কিন্তু নয়, প্রয়োজনে ভিডিও এর অডিওতেও ব্যবহার করতে পারেন যদি ভালো লেগে থাকে। এছাড়াও অ্যান্ড্রয়েড ফোনের জন্যও ফ্রি রিটোন পেতে পারেন অ্যাপের মাধ্যমে। তার জন্য ঘুরে আসুন- ফ্রি-রিংটোন অ্যান্ড্রয়েড অ্যাপ ।
Leave a Reply